![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনটি উপন্যাস। আমি নিজেও কখনো পড়িনি। কেউ পড়েছে কিনা সেটা বলতেও পারবোনা। আসলে এই নামে কোন উপন্যাস আছে কিনা সেটাই তো বলতেই পারবোনা।
ঘটনা হলো আমার হেতি! হেতি নাকি স্বপ্নে বেশ কয়েকদিন ধরে এই তিনটি উপন্যাস পড়ছে। প্রতি রাতেই স্বপ্নে এই তিনটি উপন্যাস বারবার সে পড়ে
এগুলো হলোঃ
১। বিন্দু বিন্দু জল (বিন্দু বিন্দু ভালোবাসা নিয়ে একটি উপন্যাস)
২। সাত রঙের ভালোবাসা (সাতটি প্রেমের উপন্যাস নিয়ে একটি উপন্যাস)
৩। নরক নন্দিনী (নরকের মেঘের জীবন)
আসলে আমার হেতি নাকি এই উপন্যাস গুলো স্বপ্নে পড়ে।বেচারা লেখক ও প্রকাশকের নাম বলতে পারেনা। বাস্তবিক অর্থেই এই উপন্যাস গুলো আছে কিনা জানি না। এই নামে কোন উপন্যাস থাকলে কারো যদি জানা থাকে তাহলে সঠিক তথ্যটি দিলে উপকৃত হবো!
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৬
তাজুল ইসলাম নাজিম বলেছেন: কি জানি ভাই! হেতি কত্থেকে এই স্বপ্ন দেখে! আমি লেখলে তো চিন্তামুক্ত থাকতাম। খুজে না পেলে কাঁঠাল পাতায় হলেও লেখে দিতে হবে
২| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০
বিজন রয় বলেছেন: আমার জানা নেই।
হেতি জানে।
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭
তাজুল ইসলাম নাজিম বলেছেন: হেতি স্বপ্নে পড়ে!
হেতি জানলে তো সমস্যা ছিলো না!
এখন বায়না ধরছে কোথাও না পেলে আমাকেই নাকি লেখে দিতে হবে!
জীবনে একটি কবিতার একটা লাইন লেখলাম না, এখন নাকি উপন্যাস লেখতে হবে!
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
মুদ্দাকির বলেছেন: ভাই এগুলো আপনার লেখা