![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ক্রিকেট ভদ্রলোকের খেলা উল্লেখ করে একটি পোস্ট দিয়েছিলাম। আফ্রিদি আমার প্রিয় খেলোয়াড় স্বাভাবিক ভাবেই তার ভালো পারফরমেন্স আমাকে মুগ্ধ করবেই। তার উপর গতকাল বিশ্ব সেরা অলরাউন্ডার আমাদের প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসানকে নিজ হাতে তাঁর খুলে যাওয়া জুতা এগিয়ে দিয়ে যে ভদ্রতা দেখিয়ে তার প্রশংসা করেই মূলতঃ পোস্টটি দিয়েছিলাম!
উক্ত পোস্টে কতিপয় চেতনাবাজ তাদের চেতনার দন্ড উত্তেজিত করে লাফাইইয়া উঠে! আমার বাবা মা নিয়েও গালি দিতে কুন্ঠাবোধ করেনি।
ঐসব চেতনাবাজদের বলছি স্কিন সর্টটি ভালো করে দেখ। এটি আমাদের প্রিয় খেলোয়াড় "তাসকিন আহমদ "এর ফেসবুক ফ্যান পেজ থেকে নেওয়া। সেখানে একই কথা বলা হয়েছে। ক্রিকেট ভদ্রলোকের খেলা।
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫
তাজুল ইসলাম নাজিম বলেছেন: আমার সাথে মাথা গরম না করে "তাসকিন আহমেদর "কাছে গিয়ে হ্যাডম দেখান।
২| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০২
বিজন রয় বলেছেন: আমি বলতে চেয়েছি, যার কাজ সে করুক, আর আপনার কথা আপনি বলুন।
কিন্তু যা করবেন যেন শালীনতা বজায় থাকে।
এতে তো ক্ষেপে যাওয়ার কিছু দেখি না।
আপনি ক্ষেপলেন কেন?
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ ফিরে আসার জন্য! ঠিক এই কথাটি যদি গত পোস্টে যারা বাজে মন্তব্য করেছে তাদের একজনকে হলে বলতে তাহলে খুশি হতাম!
যাক আপনাকে আবারো ধন্যবাদ দিলাম শেষ মন্তব্যটি করার জন্য!
৩| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১১
বিজন রয় বলেছেন: ১. ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫ ০
বিজন রয় বলেছেন: শত হলেও আমরাতো ভাইয়ের মতো!
+++
আমি আপনার ওই পোস্টে তো উপরের ওই কথাগুলি বলেছিলাম।
খারাপ কিছু তো বলিনি।
আর মানুষে মানুষে উগ্রতা কখনো কাম্য নয়। তারপরও অনেক খারাপ মানুষ চারিদিকে পাবেন, কিন্তু ধৈর্য্য হারালে চলবে কেন?
মানুষকে ভাল ব্যবহার দিয়ে ভাল করা যায় বেশি। হিংসা-হিংসি করে শেষ পর্যন্ত কোন লাভ হয় কখনো দেখেছেন?
যাক, আপনার জন্য শুভকামনা।
১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ...!
নিশ্চয়ই লেখাটি আপনার উপর বর্তাবে না! যারা হায় হুতাশীর কমেন্ট করেছে তাদের উপরই বর্তাবে।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩
বিজন রয় বলেছেন: মাথা গরম করিয়েন না।