![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামীলীগের জন্য সু-দিন অপেক্ষা করছে! ইতিহাস তাই স্বাক্ষী দিচ্ছে! ১৯৪৯ সালে "আওয়ামী মুসলিম লীগ" নাম দিয়ে বর্তমান আওয়ামীলীগের যাত্রা শুরু হয়। দলটি নিজেকে অসাম্প্রদায়িক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে ১৯৫৫ সালে "মুসলিম" শব্দটি বাদ দিয়ে "আওয়ামীলীগ" নামকরণ করা হয়। এর পর থেকেই দলটি পূর্ববাংলার রাজনীতিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করতে থাকে। নানা চড়াই উতড়াই পাড়ি দিয়ে দলটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয় ও দেশ স্বাধীন করে!
তারই ধারাবাহিকতায় আজকে দলটি বর্তমান বাংলাদেশের একচ্ছত্র অধিপত্যবাদী দল! বলতে গেলে এর ধারে কাছে কেউ নেই! এমনকি দলটি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দীর্ঘ মিশন নিয়ে এগোচ্ছে! বাংলাদেশে "আজীবন" ক্ষমতায় থাকবে এমন ভাবাটাও আকাশ কুসুম বলে মনে হচ্ছে না!
ঠিক ১৯৫৫ সালের মতো দলটি আবারও অসাম্প্রদায়িকতার প্রমাণ দিতে ২০১৬ সালের জাতীয় কাউন্সিল উপলক্ষে খাবারের ম্যানু থেকে "গরুর মাংস" বাদ দেওয়া হয়েছে।
তাই বলা যায়, দলটির জন্য 'অভাবনীয়' সাফল্য হাতছানি দিচ্ছে। এই সাফল্য এমনও হতে পারে যে, বাংলাদেশের স্বার্বভৌমত্ব যতদিন থাকবে দলটি ততোদিন ক্ষমতায় থাকবে!
গরুর মাংস খাওয়া সাম্প্রদায়িক এবং খাবারের ম্যানু থেকে গরুর মাংস বাদ দিয়ে নিজেকে অসাম্প্রদায়িক পরিচয় দেওয়ার জন্য অচিরেই একটি নতুন সম্প্রদায় তৈরি হবে বলে আশা করছি
০৬ ই মে, ২০১৬ রাত ১২:১২
তাজুল ইসলাম নাজিম বলেছেন: দোষ আমার না! ইতিহাস যা বলে তাই তুলে ধরলাম! হিতে বিপরীত হলে আমার কিছুই করার নাই
২| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:১১
তাজুল ইসলাম নাজিম বলেছেন: দোষ আমার না! ইতিহাস যা বলে তাই তুলে ধরলাম! হিতে বিপরীত হলে আমার কিছুই করার নাই
৩| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:৪৯
তিক্তভাষী বলেছেন: বিজেপি ভারতে গোমাংস নিষিদ্ধ করেছে। বাকীটুকু বুঝে নিন।
০৬ ই মে, ২০১৬ রাত ২:২৮
তাজুল ইসলাম নাজিম বলেছেন: বিজেপি এখন ক্ষমতায়!
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৬ রাত ১২:০৩
রাফা বলেছেন: বাহ্ নতুন তত্বের আবিস্কারকের অভাব নেই দেখতেছি চারিদিকে।গরুর মাংস মেনু থেকে তুলে দিলেই যদি আজিবন ক্সমতায় থাকা যায় তাহোলে'তো যুগান্তকারি সিদ্ধান্তই বলতে হবে।