![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলছি ফতোয়া নিয়ে! অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল শাহবাগে গিয়ে ওয়াজ করা দেশের বৃহত্তম ঈদের জামায়াত শোলাকিয়া মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ একলাখ আলেমদের সাক্ষর সংম্বলিত জঙ্গীবাদ বিরোধী একটি ফতোয়া প্রস্তুত করছেন! অবশেষে রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যেমে তিনি তা প্রকাশ করলেন। ফরিদ হুজুরের ভাষ্যমতে জামায়াত পন্থী ছাড়া কওমীসহ প্রায় সকল মতের আলেমরা এতে সাক্ষর করেছেন। যদিও সরকার সমর্থক ওলামা লীগের দুই অংশের ও জাতীয় বায়তুল মোকারম জামে মসজিদের খতিব ও ডিসকো ডিজি আফজাল এতে সাক্ষর করেনি!
আমার আজকের লেখা কে সাক্ষর করেছে কে করেনি বা ফতোয়াটি ঠিক বা ভুল অথবা কেবা কারা করেছে সেটা নিয়ে নয়! আমার লেখা ফতোয়ার সমর্থক গোষ্ঠীদের নিয়ে!
বাংলাদেশের রাজনীতি ও মিডিয়া নিয়ন্ত্রনকারী সেকুলার গোষ্ঠী ফতোয়া নিয়ে ইতোপূর্বে কতো কিচ্ছাই না শোনাল বাংলার জনগনকে। পত্রিকায় কলামের পর কলাম ছেপেছে ফতোয়া বিরোধী আইন করতে! হাইকোর্টে মামলা করেছে ফতোয়া নিষিদ্ধ করতে! শেষ পর্যন্ত হাইকোর্ট তাদের শক্তি সামর্থ্যরে কাছে একশভাগ নত স্বীকার না করলেও ৯০ ভাগ তাদের পক্ষে রায় দিয়েছে! হাইকোর্টের রায়ে বলা হয়েছে চাইলে কেউ ফতোয়া দিতে পারবে তবে কাউকে মানতে বাধ্য করা যাবে না! এক কথায় বলা যায় বাংলাদেশের (সম্ভবত সারা বিশ্বে) সেকুলার বামেরা সারা জীবন ফতোয়ার বিরোধিতা করে গেছে! আর বাংলাদেশের মিডিয়া তাদের রসদ যুগিয়েছে!
অতি আশ্চর্য হলেও সত্য মাওলানা ফরিদ উদ্দিন মাসুদের ফতোয়া নিয়ে কোন সেকুলার বাম রাজনীতিবিদ বা বাঘাবাঘা কোন বুদ্ধিজীবীকেও টু শব্দ করতে দেখলাম না। আর মিডিয়া!! তারাতো মেডেল জয়ী সংবাদের মতো প্রচার করছে! মনে হচ্ছে পুলিশ ফুলিশ, ইসরাইল, আমেরিকা এসব বাল ছাল(দুঃখিত) দিয়ে জঙ্গি দমন সম্ভব নয়! এই ফতোয়াই জঙ্গি দমনে যতেষ্ট!
এবার শিরোনাম প্রসঙ্গে চলে আসি! কোন ছেলেই চায় না তার বোনটি অন্য ছেলের সাথে নষ্টামি করুক! যেখানে সেখানে ঘুরে বেড়াক! কিন্তু নিজের বেলায় মানতে নারাজ! নিজে ঠিকই অন্যের বোনকে নিয়ে ফুরতি করে যাচ্ছে! কেন জানি ১লক্ষ আলেমের ফতোয়া ও বাম সেকুলার এবং বাংলাদেশের মিডিয়ার অবস্থা ঐ ভাই বোনের মতো মনে হচ্ছে!
তাইতো কয়েকদিন আগে জনপ্রিয় নাট্যনির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী তার এক ফেসবুক স্টাট্যাসে বলেছিলেন "বেশিরভাগ সেকুলার বন্ধুদের সাথে আলাপ করলে দেখি আদতে আমি আলাপ করছি মৌলবাদীর সাথে ........"
২০ শে জুন, ২০১৬ রাত ২:৪০
তাজুল ইসলাম নাজিম বলেছেন: এটাতোি মিডয়ার প্রচারনার ধরন দেখে মনে হচ্ছে! আর যেই মিডিয়া সারা জীবন ফতোয়া বিরোধী নিউজ করলো তারাই আবার ফতুয়াটি নিয়ে কতনাা মাতমাতি!
আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে এটাই স্বাভাবিক!
ধন্যবাদ .....
২| ২০ শে জুন, ২০১৬ রাত ২:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইহাকে বলা হয় ধর্ম নিয়ে রাজনীতি...
২০ শে জুন, ২০১৬ রাত ২:৪০
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ওকথা মুখে আনতে নেই ...
৩| ২০ শে জুন, ২০১৬ সকাল ৭:২৫
বিজন রয় বলেছেন: ধর্ম নিয়ে ব্যবসা করা এখন বাংলাদেশে সবচেয়ে সহজ, কেন জানেন?
২০ শে জুন, ২০১৬ সকাল ৯:০৩
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ক্ষমতা চীরস্থায়ি করা যায়! আর বামপন্থীদের তো কোন রাজনৈতিক অবস্থান নেই তাই ধর্ম নিয়ে কথা বলে আলোচনায় থাকতে চায়
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ রাত ২:২২
মুসাফির বাদশা বলেছেন: মনে হচ্ছে পুলিশ ফুলিশ, ইসরাইল, আমেরিকা এসব
বাল ছাল
দিয়ে জঙ্গি দমন সম্ভব নয়! এই ফতোয়াই জঙ্গি দমনে যতেষ্ট
ফালতু পোষ্ট