![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্যানপুরে ৯ জঙ্গীরা একজন আওয়ামীলীগ নেতার ছেলে। যানা যায় এই নয় জঙ্গীর মধ্যে ২ জন কোন এক শতাব্দীতে শিবির নিয়ন্ত্রিত কোচিংয়ে পড়তো! তাই অভিযোগ ওঠেছে শিবিরের কোচিং সেন্টার গুলোই জঙ্গি তৈরি করছে! (কালের কণ্ঠে এমন সংবাদ প্রচার হয়েছে)
মানুষের বিবেক বুদ্ধি কতোটা লোভভ পেলে এমন গাজাখুরি লেখা লেখতে পারে চিন্তা করা যায়? দেখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একের পর এক শিক্ষার্থী যখন ধরা পড়েছিলো তখন এই বিশ্ববিদ্যালয়ের দিকে অনেকে আঙ্গুল তুল ছিলো! এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পত্রিকায় ধারাবাহিক গনবিজ্ঞপ্তি প্রকাশ করে! এখন পত্রিকাগুলো চুপ বিশ্ববিদ্যালয়ের ব্যপারে! শিক্ষা মন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান!
আচ্ছা এসএসসি পাশ করে একজন ছাত্র কতোদিন কোচিং করার সময় পায়? বড়োজোর ৫ মাস! আমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে পড়েছি বা আপনানারা যারা পড়েছেন নিশ্চিয়ই জানেন সেখানে পড়াশোনা কেমন হয়। প্রতিদিন পড়াশোনার এতো চাপ থাকে যে, বাহ্যিক চিন্তা তো দূরের কথা খাওয়া ঘুমানোরই সময় পাওয়া যায় না!
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো "রেটিনা " একটি মেডিকেল ভর্তি কোচিং! নিহত জঙ্গি কমার্স থেকে পাশ করে কেন রেটিনাতে কোচিং করবে? জঙ্গিরা বুঝি কমার্স থেকেও মেডিকেলে ভর্তি হতে পারে??
যেখানে বিশ্ববিদ্যালয়ে বছরে পর বছর পড়াশোনা করে সরাসরি জঙ্গি অভিযোগে গ্রেফতার ও নিহত হচ্ছে সেইসব বিশ্ববিদ্যালয় নিয়ে মাথা ব্যাথা নেই! নর্থ সাউথ নিয়ে অভিযোগ তোলায় এর অসারতা প্রমাণ করতে "প্রথম আলো " একাধিক সম্পাদকীয় ছাপিয়েছে!
৩, ৪, ৫ মাসের এক কোচিং সেন্টারে ব্যস্ত পড়াশোনার মাঝে কে কখন পড়েছিল সেটার তলানিতে গিয়ে অপবাদ দেওয়া হচ্ছে কোচিংয়ের! তাহলে তো আরও গভীরে গিয়ে দেখতে হয় এদের পরিবার থেকেই এই শিক্ষা পেয়ে আসছে না তো??
নাকি নর্থ সাউথের গণবিজ্ঞপির টাকা পেয়ে পত্রিকাগুলো সময়ের সবচেয়ে দূর্বল যায়গা যেখানে হাত দিলে প্রতিবাদ করার কেউ নেই কিন্তু বাহঃবাহ দেওয়ার অনেকেই আছে সেই দিকেই নজর দিচ্ছে!!!????
আমি জনি আমার এই লেখা পড়ে অনেকেই আমাকে শিবির, জঙ্গি, স্বাধীনতা বিরোধী বলা শুরু করে দিবেন! পাকি জান্তা সরকারের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতো তাদেরকেও নাকি ইসলাম বিরোধী বলে অপবাদ দেওয়া হতো! বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে জেনেছি! আরে ভাই নিজের বিবেককে একটু প্রশ্ন করুন! এসব সস্তা আবেগ নিয়ে কতোদিন খেলা যায়?
আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমি, আমার পরিবার এমনকি বংশের কারো সাথে জামায়াত শিবিরের কোন সম্পর্ক নেই। এসব স্বভাবিক অপপ্রচার যেকোন বিভেকবানের চোখেই ধরা পরে বলে মনে করি! এজন্য জামায়াত শিবির হতে হয় না!
২৮ শে জুলাই, ২০১৬ রাত ৩:০৩
তাজুল ইসলাম নাজিম বলেছেন: সেটাতো ভিন্ন প্রসঙ্গ!
এতো জঙ্গির মাঝে একজনও শিবির পেল না!
আবার জঙ্গিদের অনেকেই আওয়ামীলীগের ছেলে!
কল্যানপুরের বাড়িটিও আওয়ামী নেতার!
ঘটনাটা খুলে বলেন!
২| ২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৫:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: না,এটা হাসুর মুল্লুক
৩| ২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৪৮
এম এ কাশেম বলেছেন: বুদ্ধি প্রতিবন্ধী আর কাকে বলে,
৪| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫০
মো:সাব্বির হোসাইন বলেছেন: কিছুই বলার নাই ভাই।রাষ্টে বিবেকবান মানুষের বড়ই অভাব।
আপনার মতো সবাই যদি এভাবে চিন্তা করতো তাহলে দোষারোপ এর রাজনীতি বন্ধ হয়ে যেত।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৬ রাত ২:৪০
চাঁদগাজী বলেছেন:
শিবির মানেই বিকলাংগ বুদ্ধির দৈত্য, এরা মায়ের পেটের থেকেই সন্ত্রসী মনের।