![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"জয় বাংলা জয় বঙ্গবন্ধু"
স্লোগানের কি হবে? বিষয়টি কর্তৃপক্ষ ভেবে দেখবেন আশা করছি!
কারণ বাংলা এখন ভারতের একটি রাজ্যের নাম! আর আমাদের দেশের নাম বাংলাদেশ! তাই,
"জয় বাংলাদেশ, জয় বঙ্গবন্ধু"
বলা যায় কিনা সেটাও বিবেচ্য হতে পারে! আর আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ---
'দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার,
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার।---'
করা যেতে পারে। আমার সোনার বাংলা নিয়ে কোন কোন মহলে চুলকানি থাকলেও এটা নিয়ে কারো অভিযোগ থাকবে বলে মনে হয় না। তাছাড়া আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল একটি বিতর্কিত ইস্যুতে। তাই ওটি বাদ দেওয়াই শ্রেয় মনে করি!
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ............বংশের পরিচয়!
পাল্টা বক্তব্য আমার আছে তবে, দিলাম না। ......র আচরণে আগ্রহ হারিয়ে ফেলেছি।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫০
অগ্নিবেশ বলেছেন: কারণ বাংলা এখন ভারতের একটি রাজ্যের নাম!
তাই বাংলাতে কথা বলা যাবে না।
হালা পাগল কি গাছে ধরে?