![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
২।
৩।
৪।
৫। চাঁদার চেয়ে রোমেদের চিঠি
৬।
৭। কি চমৎকার তাই না?
৮।
প্রতিটি অভিযান ও অস্ত্র উদ্ধারের নেতৃত্ব দেয় সেনাবাহিনী। এই সেনাবাহিনীর কারণেই রমেলরা পাহাড়ে অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করতে পারছে না। তাই "যৌক্তিক "কারণেই পাহাড়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান রকমেল্ট চাকমাদের!
আপনি? আপনি কেন ওদের ওই অপপ্রচারে গা ভাসিয়ে দিবেন??
২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ ভাই
নির্যাতন কেন করবে? ভাই, কোন সন্ত্রাসীকে আটক করলেও ওরা নিরিহ লোক আটক করেছে সাথে যোগ দেয় কথিত শুশিল বুদ্ধিবব্যাশ্যা ও আবাল মিডিয়া
২| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৪
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রকাশ করার জন্য
২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ
৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
ইন্সিত বলেছেন: ভাই, পাহাড়ে আমার নিয়মিত যাতায়াত আছে এবং এই উপজাতীরা বেশীরভাগ নিরীহ হলেও এদের কিছু কিছু অসম্ভব রকমের উশৃংখল। তবে বিশেষ আতংকিত ব্যাপার হচ্ছে পাহাড়ে এখন উপজাতীদের তুলনায় রোহিংগারা বেশি ভয়ংকর হয়ে উঠছে। সরকারের উচিত যত তারাতারি সম্ভব রোহিংগাদের ব্যাপারে নজর দেওয়া।
২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৭
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ
রোহিঙ্গারা বান্দরবানের অল্পসংখ্যক আছে! রাঙামাটিতে ১শ - ২শর মতো হবে! খাগড়াছড়িতে নেই!
৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৫
মানবী বলেছেন: সাধারন জনতার মাঝে যেমন ভালো মন্দ আছে তেমন আছে আদিবাসীদের মাঝে!
প্রকৃতিগত ভাবেই নিতান্ত সহজ সরল এসব মানুষদের মাঝেও হার্ডকোর ক্রিমিনাল আর দেশদ্রোহী আছে।
এমনটাই স্বাভাবিক, জাতিগত ভাবে কেউই সাধু নয়।
নৃশংস হত্যাকান্ড সকলের জন্যই নিন্দনীয়, সে পাহাড়ের আদিবাসী হোক আর সমতলের সাধারন মানুষ।
তবে আমাদের মাঝে বরাবর নিজ দেশের সেনাবাহিনীকে খলনায়ক বানানোর প্রবণতা নিঃসন্দেহে নিন্দনীয়।
পোস্টের জন্য ধন্যবাদ তাজুল ইসলাম নাজিম।
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৯
তাজুল ইসলাম নাজিম বলেছেন: আপানাকেও ধন্যবাদ
"আদিবাসী " শব্দ প্রয়োগে আরেকটু সচেতন হবেন বলে আশা রাখি! আপনি যাদের আদিবাসী বলছেন তারা আদিবাসীর সংজ্ঞায় পরে না
৫| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেনাবাহিনী না থাকলে যে কী হত ভাবাই যায় না। বঙ্গবন্ধ এসব টের পেয়েছিলেন বলেই তাদেরকে মূলধারায় মিশতে বলেছিলেন আর জিয়া সেটেলার ও আর্মি পাঠিয়ে বাংলাদেশের ভূমি রক্ষা করেছেন...
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩২
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ
সেটেলার শব্দ ব্যবহারে সচেতন হোন! এরা ভিন গ্রহের কেউ না! এরা এই দেশেরই বাঙালি! দেশ মাতৃকা রক্ষায় এরা পাহাড়ে অকাতরে জীবন দিয়েছে! এদের অবজ্ঞা সূচক "সেটেলার "শব্দ ব্যবহার করা মানে বাঙালিদের অপমান করা!
৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৫
সৌমিক আহমেদ খান বলেছেন: #ওদের্কেএক্কেবারেমারিফেল
#কিকওবস?
#পাহাড়েশান্তিরসুবাতাস
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১
তাজুল ইসলাম নাজিম বলেছেন: সন্ত্রাস ও দেশদ্রোহি নির্মুল চাই!
৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩
আততায়ী আলতাইয়ার বলেছেন: পাহাড়ে যেমনে খৃষ্টানাইজেশন চলতেসে তাতে জুম্মন জাতীয়তাবাদ ধোপে না টিকলেও অদূর ভবিষ্যতে খৃষ্টান সংখ্যাগরিষ্ট অঞ্চলের সুবাধে আন্তর্জাতিক প্রত্যক্ষ্য সহায়তায় বিচ্ছিনন হয়ে যাবে
৮| ২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য। আর ব্যবহার করবো না সেটেলার...
৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৬
মানবী বলেছেন: ""আদিবাসী " শব্দ প্রয়োগে আরেকটু সচেতন হবেন বলে আশা রাখি! "
- জ্বী, আমি সচেতন হয়েই তাঁদের আদিবাসী বলবো, উপজাতি নয়। আর আদিবাসী বলতে না চাইলে তাঁদের সরাসরি চাকমা, মুড়ং বা যে গোত্রীয় নামে তাঁরা পরিচিত সেভাবে সম্বোধন করা যায়।
উপজাতি নয়, আমি তাঁদের আদিবাসীই বলবো। আর যদি উপজাতি বলি তাহলে তাঁরা যদি দা কুড়াল নিয়ে সাধারন বাঙালী উপর ঝাপিয়ে পড়ে সেক্ষেত্রে আপত্তির কিছু নেই।
নিঃসন্দেহে তাঁরা বাঙালি নন, তবে অবশ্যই বাংলাদেশী। মগ, চাকমা, মুড়ং, সাঁওতাল তাঁরা সকলেই আপনার আমার মতো বাংলাদেশী জাতীবতার, তাঁদের আমি উপজাতি বলার ধৃষ্টতা দেখাবার পক্ষে নেই। "উপজাতি" শব্দটি সেকেন্ডক্লাস সিটিজেনের মতো শোনায়, এটা সমর্থন যোগ্য নয়। যে দেশ থেকেই আগমন হোক, পাহাড়ে তাঁরাই আদিবাসী, বাঙালীরা পরে সেটল করেছে সেখানে। ভারতের মতো বর্ণবাদী দেশে ৩০০+ ভাষাভাষির মানুষ সগৌরবে সবাই সমান ভারতীয় হিসেবে গণ্য হলে আমাদের ১৫-২০ আদিবাসীদের প্রতি সামান্য ঔদার্য্য দেখাতে এমন কার্পণ্য গ্রহনযোগ্য নয়।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওখানে সেনা আরো বেশী মোতায়েন করতে হবে, তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্যাতনের শিকার না হয়।