![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আতিয়া মহল থেকে উদ্ধার হওয়া গর্ভবতী এক মহিলার কাছে জানতে চাইলাম, কীভাবে বেরিয়ে এলেন ?
তিনি বললেন, ঝড়বৃষ্টির মধ্যে পাঁচতলার ব্যালকনি থেকে চারতলা ছাদে মই। তাতে দড়ি বাঁধা। মইয়ের চার প্রান্ত ধরে রেখেছে চার সেনাসদস্য, একজন এপারে আর একজন ওপারে দাঁড়িয়ে হাত বাড়িয়েছে । তবু মনে ভয়।
এপারের সেনাসদস্য তখন বললেন,
"বোন হাত দেন, আমরা হাত ছাড়ব না, আমরা পড়ব কিন্তু আপনাকে পড়তে দেব না" লোম দাড়িঁয়ে যায়!!!""
অভয় পেলাম, সত্যি নতুন জীবন পেলাম। নিচে জঙ্গি, বাইরে গোলাগুলি, দুদিন বন্দি থেকে বেঁচে ফিরব ভাবতেও পারি নাই।
এখনো যারা UPDF _ জঙ্গীদের সঙ্গ নিয়ে বাংলাদের সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা কল্পকাহিনী বানাচ্ছে ;
সেই সব বুদ্ধি বেশ্যাদের মুখে আমার সমস্ত ঘৃণা এবং এক দলা থু থু।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৭
তাজুল ইসলাম নাজিম বলেছেন: সহমত
২| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনি মনে হয় র্যাবের হাতে পড়বেন একদিন, তখন আপনার ভাবনা সোজা হয়ে যাবে।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৭
তাজুল ইসলাম নাজিম বলেছেন: দায়ী থাকবেন আপনি
৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১০
ধ্রুবক আলো বলেছেন: দেশে এখন এমনি চলতেছে যাচ্ছে তাই অবস্থা। আপনার মত থু থু দিলাম।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ
৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: রাগটা একটু কমান। আখেরে ভালো হবে।
২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
তাজুল ইসলাম নাজিম বলেছেন: হুম, পাহাড়ে যেকোন সময় হত্যার ভয় নিয়ে বেঁচে আছি! আখের এর চেয়ে আর কত ভালো হবে?
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: থু থু আমিও দিলাম। এসব বুদ্ধিবেশ্যাদের জন্য দেশে আজো বিশৃঙ্খলা হয় মাঝে মাঝে...