![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদা না দেয়ায় ট্রাক থামিয়ে বীজে আগুন দিয়েছে পাহাড়ী সন্ত্রাসীরা
শুক্রবার দিবাগত রাত ১০ টায় ৩ সদস্যের পাহাড়ী সন্ত্রাসী গ্রুপ রাঙামাটির বরাদম এলাকায় একটি টিক কাজের বীজ বহনকারী (ট্রাক নং চট্ট মেট্রো- ১১: ৫২৯৭) থামিয়ে চাঁদা দাবী করে। এসময় ড্রাইভার খাগড়াছড়ি চেকপোস্ট থেকে কাটা ৩৫০ টাকার একটি চাঁদার রশিদ দেখায়।
এই চাঁদার টোকেন দেখে সন্ত্রাসী গ্রুপটি ড্রাইভারকে জানায়, একটি তাদের গ্রুপের দেয়া সঠিক টোকেন নয়। তাই, আবার টোকেন কেটে চাঁদা দাবি করে! ড্রাইভার তাদের চাঁদা দিতে অস্বীকারলে সন্ত্রাসীরা ট্রাক থেকে বীজের বস্তা নামিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ট্রাক মালিক কক্সবাজারের উখিয়া থেকে ৩ টন বীজ বহন করে আনছিলো। এর ২ টন খাগড়াছড়িতে ও ১ টন রাঙামাটিতে সরবরাহের কথা ছিলো। এসব বীজের আনুমানিক দাম ১ লাখ টাকা। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে ইউপিডিএফের সন্ত্রাসী গ্রুপ এ ঘটনার জন্য দায়ী হতে পারে।
সূত্রঃ পার্বত্যনিউ.কম
০৬ ই মে, ২০১৭ দুপুর ১:১৫
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ছিঃ ছিঃ এসব বলতে নাই! ওরা নিরীহ
২| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৪
সঞ্জয় নিপু বলেছেন: চলছে চলবে, ! কে থামাবে এসব, কেউ নেই দেখার।
০৬ ই মে, ২০১৭ দুপুর ১:১৬
তাজুল ইসলাম নাজিম বলেছেন: কে বলেছে দেখার কেউ নেই! আমাদের মানবাদিকার কমিশন আছে তো! এরা এসব না দেখলেও রমেলদের ঠিকই দেখে রাখছে
৩| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রমেল তুই ক্ষমা করিস আমাদের, আমরা তোকে চাঁদা দিলেই বেঁচে থাকতি তুই...
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:২৩
টারজান০০০০৭ বলেছেন: উপজাতি সন্ত্রাসী , দেশদ্রোহীদের জানে না মারিয়া বিচি কাটিয়া নোয়াখালীর চরে নির্বাসন দেওয়া হউক !
