![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে কেউ যদি এমন স্ট্যাটাস দেয় তাহলে ফ্রেন্ড লিস্টের ভদ্র, অভদ্র পুরুষগণ যার যা কিছু আছে তা নিয়ে আক্রমণ শুরু করবেন ৷ ভদ্র মহিলাগণ সমস্বরে জানতে চাইবেন, ঘরে মা-বোন আছে নাকি নেই?
রাস্তা-ঘাটে কোন তরুণীর সাইজ জানতে চাইলে, তার বাবা, ভাই, চাচা, মামা, খালু, আত্মীয়-অনাত্মীয়, পাড়া-পড়শীগণ পিঠের চামড়া তুলে চিইল্লা কাইট্টা লবণ লাগাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন ৷
কোন এক জ্ঞানী ব্যক্তি বলেছেন, ''বাজারে যদি মাগনা দুধ পাওয়া যায় তাহলে কষ্ট করে গাই (গাভী) পোষে কে?" কেউ যদি মাগনা সাইজ জানায় তাহলে এত বড় রিস্ক নিতে যাবে কোন স্টুপিডে!
সাম্প্রতিক সময়ে "মিস ওয়ার্ল্ড বাংলাদেশ - ২০১৭" প্রতিযোগিদের নিয়ে মিডিয়ার মাতামাতি দেখে ডিম পাড়া মুরগীর কথা মনে পড়েছে ৷ হাতি একশ কেজি ওজনের বাচ্চা জন্ম দিয়েও চুপ থাকে, আর মুরগী একশ গ্রাম ওজনের ডিম পেড়েই চিৎকার করে ৷
প্রায় পঁচিশ হাজার তরুণী উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৷ এই পঁচিশ হাজার তরুণী থেকে মাত্র একজন! হ্যাঁ, মাত্র একজন "মিস ইউনিভার্স" প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ পাবে ৷
বাকি চব্বিশ হাজার নয়শ নিরানব্বই জন প্রতিযোগির ভাগ্যে কি ঘটবে সেটা আমরা জানি না ৷ তবে এরা কিভাবে ইয়েস কার্ড পেয়েছে সেটা সম্পর্কে একটু ধারণা দেই ৷ এদের প্রত্যেকের উচ্চতা, ওজন, কোমর, নিতম্ব, স্তন সহ শরীরের স্পর্শ কাতর অঙ্গের সাইজের পুঙ্খানুপুঙ্খ বর্ণণা দিয়েই আবেদন করতে হয়েছে ৷
মিডিয়া খুব সহজে সুন্দর বিষয়কে অসুন্দর, আর অসুন্দর বিষয়কে সুন্দর ভাবে উপস্থাপন করে মানুষকে হিপনোটাইজ করতে পারে ৷ এভারেস্ট বিজয়ের গল্প মিডিয়া খুব ফলাও করে প্রচার করে, কিন্তু এভারেস্টে উঠতে গিয়ে কতজন প্রাণ হারায় সে হিসেব ওরা চেপে রাখে ৷
এই যে চব্বিশ হাজার নয়শ নিরানব্বই জন মেয়ে অন্যদের স্পর্শে "সেকেন্ড হ্যান্ড মাল" হয়েছে, মিডিয়া সেটা চেপে গিয়ে বিজয়ী একজনকে নিয়েই মেতে উঠবে ৷ আর সেটা দেখে আগামীতে দ্বীগুণ প্রতিযোগি অংশ গ্রহণ করবে ৷
এসব প্রতিযোগিদের অভিভাবকরাই হেসে হেসে বিচারকদের হাতে এদের দৈহিক বিবরণ তুলে দিবে ৷ এদের বাবা, ভাই, চাচা, মামা, খালু, আত্মীয়-অনাত্মীয়, পাড়া-পড়শী ভদ্র লোকেরা সে প্রতিযোগিতা উপভোগ করবে ৷
গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে অনেক গাইগরু ছাড়া দেখা যায় ৷ নিজেদের হেডম দেখানোর জন্যই অনেক গৃহস্থ এদের ছেড়ে রাখে ৷ ভয়ে তাদের কেউ কিছু বলে না ৷ সামনে কেউ কিছু না বললেও গোপনে এসব ছাড়া গাই থেকে দুধ দোহন করে অনেকেই মাগনা নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করে ৷
গৃহস্থ ব্যতীত গাই গরুর শরীরে সাধারণত অন্য কেউ হাত বুলাতে গেলে সে পা দিয়ে লাথি মারে ৷ কিন্তু এসব ছাড়া গাইয়ের শরীরে অনেকের হাত লাগতে লাগতে সে নিজেই ভুলে যায় তার আসল গৃহস্থ কে!
অভিনন্দন সেই সব হেডম জাহাজের কচ্ছপ অভিভাবকদের, যারা জাতিকে পঁচিশ হাজার সেকেন্ড হ্যান্ড রমনী উপহার দিয়েছে এবং তরুণদের সাইজ জানতে চাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি দিয়েছে ৷ সেই সাথে সু-স্বাগতম তাদেরকে যারা আগামী আসরে অংশগ্রহণের মনোবাসনা নিয়ে বাজারী গাইয়ের মত নিজেকে বাজারী মেয়ে হিসেবে প্রস্তুত করছে ৷
বিঃদ্রঃ ইহা একটি চুরি করা লেখা
০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬
তাজুল ইসলাম নাজিম বলেছেন: তাদের পূর্ণাঙ্গ ঠিকানা প্রকাশ করা হোক। জাতি এদের থেকে সাবধান হতে চায়
২| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯
এডওয়ার্ড মায়া বলেছেন: বাজারে সেকেন্ড হ্যান্ড জিনিসের চাহিদা বেশি।
দামে সস্তা -টিকলে অনেক বছর না টিকলে নাই !!
০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫
তাজুল ইসলাম নাজিম বলেছেন: যা অবস্থা সেকেন্ড হ্যান্ড ছাড়া পাব কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি
৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৭
এডওয়ার্ড মায়া বলেছেন: এত দু;শ্চিন্তা করে কি হবে -চিন্তা করেন পৃথিবীতে হাসি আনন্দে বেঁচে থাকা যায় কিনা।
সেকেন্ড হ্যান্ড।ইনটেক এসব ব্যাপার না
০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩০
তাজুল ইসলাম নাজিম বলেছেন: জাতি বাকি ২৪৯৯৯ জনের পরিচয় জানতে চায়। দুশ্চিন্তা তো আছেই। কে জানে যদি ওই ২৪৯৯৯ জনের একজনই কপালে জুটে যায়!!!!
৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শুনলাম আইফোনের মোড়কে নোকিয়া ১১০০ সাপ্লাই দেওয়া হয়েছে (মিস ইউনিভার্স নাকি মিসেস)!
০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩২
তাজুল ইসলাম নাজিম বলেছেন: বাংলার জন্মদাতা নিজের কম্বল পায়নি। সুতরাং এসব হওয়াটা অস্বাভাবিক নয়
৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮
আবদুল মমিন বলেছেন:
গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে অনেক গাইগরু ছাড়া দেখা যায় ৷ নিজেদের হেডম দেখানোর জন্যই অনেক গৃহস্থ এদের ছেড়ে রাখে ৷ ভয়ে তাদের কেউ কিছু বলে না ৷ সামনে কেউ কিছু না বললেও গোপনে এসব ছাড়া গাই থেকে দুধ দোহন করে অনেকেই মাগনা নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করে ৷
গৃহস্থ ব্যতীত গাই গরুর শরীরে সাধারণত অন্য কেউ হাত বুলাতে গেলে সে পা দিয়ে লাথি মারে ৷ কিন্তু এসব ছাড়া গাইয়ের শরীরে অনেকের হাত লাগতে লাগতে সে নিজেই ভুলে যায় তার আসল গৃহস্থ কে![/sb
অল্প সব্দে অনেক কথা ।
০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৮
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ,
আপনি মূল পয়েন্ট ধরতে পেরেছেন
৬| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: @আবদুল মমিন এর কথায় হাসবো না কাদবো ভেবে পাচ্ছিনা।
০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩
তাজুল ইসলাম নাজিম বলেছেন: মোনালিসা হয়ে যান দুটোরই কাজ দিবে
৭| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লেখক বলেছেন: যা অবস্থা সেকেন্ড হ্যান্ড ছাড়া পাব কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি
চিন্তা কইরেন না। এই আয়াত দেখেন।
দেখুন
০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৩
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ
৮| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩
ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: মোনালিসা হয়ে যান দুটোরই কাজ দিবে - কমেন্টের উত্তরে বড়ই মজা পাইলাম। তবে দুইটা কথা; চব্বিশ হাজার নয়শ নিরানব্বই জন মেয়ে অন্যদের স্পর্শে "সেকেন্ড হ্যান্ড মাল" হয়েছে - এরা সেকেন্ড হ্যান্ড মাল হয়েছে জানলেন কিভাবে? প্রতিযোগিতায় নাম দিলেই আর সাইজ জানালেই সেকেন্ড হ্যান্ড মাল কিভাবে হয় বুঝলাম না। তবু তর্কের খাতিরে ধরে নিলাম এরা সেকেন্ড হ্যান্ড মাল, তো এদেরকে যারা সেকেন্ড হ্যান্ড করলো সেই সেকেন্ড হ্যান্ড পুরুষ মালদের ব্যাপারেও কিছু বলেন!
০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮
তাজুল ইসলাম নাজিম বলেছেন: আজকে কিনে আগামীকাল বিক্রি করতে গেলেই সেটা সেকেন্ড হ্যান্ড হয়ে যায় জনাব। এই ২৫ হাজার সবাই ব্যাবহৃত হওয়ার ভাসনা নিয়েই গেছে।
বলতে হয় খই গ্রাম্য গাভীর অবস্থা। অবশেষে বুঝতেই পারেনা কোনটা তার গৃহস্থ
কিছুতেইই ওই ইউজারদের সমর্থন করার সুযোগ নেই।
শেয়াল মেরে ফেলার সুযোগ যেহেতু কম তালের মুরগীগুলোকে ভালোভাবে আটকে রাখলে ক্ষতি কি?
৯| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
কানিজ রিনা বলেছেন: সুন্দরী প্রতিযোগীতায় মেয়েরা সেকেন্ড হ্যান্ড
হলে তারা ফোরহ্যান্ড পুরুষ পাবে।
কত কত পুরুষ ঘড়ে ভাল স্ত্রী রেখে থার্ড
হ্যান্ড নারীই বেশী পছন্দ। তাই থার্ডহ্যান্ড
পুরুষের জন্য সেকেন্ড হ্যান্ড নারী প্রযজ্য।
সুন্দরী প্রতিযোগী আবিস্কারক একজন পুরুষ।
সেই সাথে হাজার পুরুষের ইন্ধন নারীরা শুধুই
হাতের পুতুল
০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
তাজুল ইসলাম নাজিম বলেছেন: দ্বিমত পোষণ করার সুযোগ নেই। ধাপ্পাবাজ পুরুষ ও কথিত নারীবাদী আজ নারীদে রোবটে (পুতুল) পরিনত করছে। যেভাবে নাচাচ্ছে সেভাবেই নাচছে।
১০| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
"মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- ২০১৭" প্রতিযোগিতায় ‘‘সতী পর্দা ছেড়া জান্নাতুল নাঈমের আর চান্স নাইগা ? আহারে বেচারি!!! মনে হয়,"মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- ২০১৭" এর আয়োজকরা রাইত কইরা টের পাইছিল না
০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
তাজুল ইসলাম নাজিম বলেছেন: বেঁচারা আয়োজকদের মনোরঞ্জন করতে পারলেও বিচারকদের কাছে যাওয়ার সময় পায়নি
১১| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
মানিজার বলেছেন: মেয়েদের কে বস্তু-পণ্য হিসেবে ওরা তো ব্যবহার করছে । আপনার পুস্টে তু দেখা যায় আপনিও তাদের গাই-বাছুর হিসেবে ভাবতেছেন ।
মেয়েদের বুদ্ধিসুদ্ধি কুনদিন হইব আল্লাই জানে । এই প্রতিযুগীতা করাটা তাদেরকে পন্য হিসেবে তুলে ধরছে আর ঘরের দামী সম্পদ বোরকা দিয়ে লুকিয়ে রাখার কামডা আপনারা করতাছেন ।
০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮
তাজুল ইসলাম নাজিম বলেছেন: আপনি কিন্চিৎ ভুল বুঝেছেন।
মেয়েদের গাই - বাছুর ভাবা হয়নি। যে গিরস্ত দেখানোর জন্য গাভী ছেড়ে রাখে সেই গাভীর যে অবস্থা হয় একইভাবে নিজেকে বিকিয়ে দেওয়া মেয়েদেও একই অবস্থা হয়।
বোরকা দিয়ে লুকিয়ে রাখার কামডা বেশি করে উৎসাহিত করছে যারা নারীকে পন্য হিসেবে উপস্থাপন করছে তারা। এভাবে পন্য বানাতে চাইলে বিপরীত চিন্তা তীব্র হবে এটা বুঝা দরকার।
১২| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
প্রশ্নবোধক (?) বলেছেন: আমি এটা বুঝিনা যে, মেয়েরা পুরুষদের সাথে প্রতিযোগিতা মেধা দিয়ে না করে শরীর দিয়ে করতে চায় কেন।
মেয়েদের শরীরের দাম এত বেশি কেন? তারা শরীর দেখিয়ে বাহবা কুড়াবে আর আমরা ১৬ কোটি আম-জনতাই বা কেমন?
০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯
তাজুল ইসলাম নাজিম বলেছেন: বোকা নারীকূল ভুল পথে ধাবিত হয়েছে
১৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
জ্বলন্ত আলো বলেছেন: ব্যাপারটা হলো আয়োজকরা ফাস্র্ট হ্যান্ড মাল খাইতে চাহিয়া সেকেন্ড হ্যান্ড মাল খাইছে। ইহা সাংবাদিক সম্প্রদায়ের সহ্য হয়নি বলে জান্নাতুল নাইমের ফাস্র্ট হ্যান্ড খুজে বের করছে। সো স্যাড বেচারি ... এতো দিনের রাত জাগা বিফলে গেল।
০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১
তাজুল ইসলাম নাজিম বলেছেন: আয়োজকদের সামলিয়েছে বেঁচারার হতভাগ্য যে বিচারকদের কাছে পৌছাতে পারেনি।
আবার, আরেকজন বিচারকদের সামলিয়েছে কিন্তু আয়োজকদের সামলাতে পারেনি
১৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫
পদ্মপুকুর বলেছেন: আপ্নের লেখার শিরোনামে অসভ্যতার ইঙ্গিত আছে, সময় থাক্তে ভালা হয়্যা যান কইলাম
০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২
তাজুল ইসলাম নাজিম বলেছেন: প্রতিযোগিদের খোলামেলা পোষাক থেকেও অশ্লীল?
১৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভদ্র ঘরের মেয়েরা অংশ নেয়ার কথা না। তবুও কোন কোন পরিবার দাবী করবে তারা ভদ্র!
০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩
তাজুল ইসলাম নাজিম বলেছেন: ঠিক বলেছেন
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:১৫
নতুন বলেছেন: মেয়েরা সবাই সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে আপনি এটা জানেন? না জানলে এই কথা বলা মিথ্যা বলা।
আর যদি ছেলেরা ছুলেই সেকেন্ডহ্যান্ড হয়ে যায় তবে সেই ছেলেই কি ফেরেস্তা রইলো?
নারীকে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া আমার ও পছন্দ নয়। এটা আয়োজকেরা করে প্রসাধনীর বাজার বাড়াতে... নারীর ক্ষমতায়নের নামে তারা প্রসাধণী আর নারীর ব্যবহারের জিনিসের বাজার বাড়ায় বড় বড় কপো`রেসন...
কিন্তু আপনার মনভাব সংকী`ন মনের। মেয়েরা শুধুই বোরকা পরে ঘরে রইলেই সতী আর বাইরে গেলে নস্ট হয়ে যায় সেটা ঠিক না।
যদি আপনি মেয়েদের সতী থাকার কথা বলেন... তবে ছেলেদের সত থাকার কথা বলবেন....
কারন এক একজন নারী অসতী হয় এক একজন ছেলের দ্বারা... তবে সমাজে যখন অসতী নারীর সংখ্যা বেশি দেখেন... তখন বুজবেন সমাজে সত পুরুষের সংখ্যাও তত কম...।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৩
তাজুল ইসলাম নাজিম বলেছেন: আপনাকে ধন্যবাদ
আমি সব নারীকে অসতী বলিনি। পুরুষের পক্ষে সাফাই গাওয়ার কোন ইচ্ছা আমার নেই বরং পুরুষ জাত ফন্দি করে নরীকে বিভিন্নভাবে ব্যবহার করছে যা নারীরা বুঝতে পারছেনা। এর সাথে যোগ দিয়েছে কথিত নারীবাদ।
একজন ছেলে ছুলে নারী যেমন সেকেন্ড হ্যান্ড হয় তেমনি ছেলেছিও সেকেন্ড হ্যান্ড হয়ে যায়। এজন্য নারীকে এগিয়ে আসতে হবে যে আমরা সেকেন্ডহ্যান্ড পুরুষের সঙ্গী হবনা।
বোরকা পড়ে ঘরে বসে থাকবে কেন? সে কথাই বা কোথায় বললাম?
ধুর্ত শেয়ালকে যেহেতু বন্ধনী করা যাচ্ছেনা তাহলে মুরগী গুলোর থাকার যায়গা ভালো করে মেরামত করা কি ভুল সিদ্ধান্ত?
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের সেই ব্যাথা বা চিন্তা নাইক্কা
বিয়া আনেক আগেই কইর্রা ফালাইছি ,,,,,,,,,,,
বর্তমান যুগের মাইয়ারা ওই সব করতাছে
পোলারা মনের দু:খে ভার্চুয়াল জগতের
মক্ষীরাণী র প্রেমে হাবু ডুবু খাইতাছে...................................................................................
০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৪
তাজুল ইসলাম নাজিম বলেছেন: বিপদে আছি আমরা
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৬
Bm Aminur Rahman Amin বলেছেন: কিছু সচেতন ব্যক্তি আমাদের সমাজে আছেন যারা তাদের মা বোনের ইজ্জত লুটতে দেখলেও হো হো করে হাসে,
দুঃখের বিষয় হলেও সত্য এই শ্রেণীর মানুষের পরিমান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮
শেরপুর মেইল বলেছেন: শেরপুরের সব খবর আপডেট পেতে ভিসিট করুন http://sherpurmail24.net
২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২
জাহিদ হাসান বলেছেন: এই রসময়গুপ্ত টাইটেলের পোস্টও সামুর সর্বাধিত পঠিত পাতায় ! হ
কোন জগতে আছি?
২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: একেবারে চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিয়েছেন। বেশ, বেশ হয়েছে।
২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২
রানার ব্লগ বলেছেন: সামান্য একটা বিষয় নিয়ে উত্তিজিত হয়ে নিজের ব্রেইন কে চাপ না দেয়াই ভালো। রিলাক্স ম্যান।
২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০০
জ্বলন্ত আলো বলেছেন: তবে মিডিয়াকে সামলাতে বেচারি ভুলে গেলেন কি ?
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যেসব মেয়েরা স্বেচ্ছায় অংশগ্রহণ করছে তারা বাজারী মেয়ে হিসেবে পরিচিতি পাক। ম্যাচিউরড হয়েও যদি নিজের মর্যাদা না বুঝে তাহলে ওরা গোল্লায় গেলে কারোও কিছু যায় আসেনা।