নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.MOMENTS TO COUNT..

বিষণ্ণ বালক

I AM LIKE A SOLDIER IN THE BATTLE FIELD WHO CAN’T HAVE ANY DREAM BUT ONLY MOMENTS. MOMENTS TO COUNT ON. ONE….TWO….THREE…

বিষণ্ণ বালক › বিস্তারিত পোস্টঃ

“বিখ্যাত ইরানীয়ান পরিচালক এবং তাদের চলচিত্র কর্মগুলো” - (১ম পর্ব )

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

ছোটবেলায় বিটিভিতে মুভি অফ দা উইক–এ দুয়েকটা ইরানী মুভি দেখার সৌভাগ্য হয়েছিল। সেই থেকে ইরানী মুভির সাথে পরিচয়। আমাদের পরিচিত মধ্যবিত্ত পরিবারগুলোর দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ছোট্ট সাধারন ঘটনাগুলই যেন ইরানী ছবিগুলোর মূল প্রতিপাদ্য বিষয়বস্তু। সত্যিই তাই, বিগ বাজেট না, কম্পিউটার স্পেশাল ইফেক্ট না, মনোরম সব লোকেশন-এ নাচ-গান না, নেই কোন ধুম-ধারাক্কা অ্যাকশন বা কাতুকুতু দিয়ে হাঁসানোর চেষ্টা। তারপরও ইরানী মুভিগুলোতে কি আছে?

আসুন, আমার দেখা কিছু বিখ্যাত ইরানী মুভি সম্পর্কে সাম্মক ধারনা শেয়ার করি। এখানে আমি সমসাময়িক প্রতিভাবান ইরানী পরিচালক এবং তাদের তৈরি আলোচিত ছবিগুলো IMDB রেটিং-সহ সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করেছি। সেই সাথে যথাসম্ভব ছবিগুলোর টরেন্ট লিংকও দেয়ার চেষ্টা করেছি।



শুরুতেই যার নাম উল্লেখ করা প্রয়োজন বলে মনে করি তিনি হচ্ছেন মাজিদ মাজীদীঃ





মাজিদ মাজীদীঃ



১৯৫৯ সালে তেহরানের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া এই প্রতিভাবান চলচিত্রকার মঞ্ছাভিনয়ের মাধ্যমে চলচিত্র জগতে হাতেখড়ি। পরবর্তীতে কিছু চলচিত্র-এ অভিনয়ও করেছেন। এরই ধারাবাহিকতায় কিছু স্বল্প দৈর্ঘ্য চলচিত্র নির্মাণ করে নজর কাড়তে সক্ষম হন। অভিনয়, চিত্রনাট্য রচনা, পরিচালনা সর্বোপরি চলচিত্র জগতে অনবদ্য ভূমিকার জন্য অর্জন করেন-

• Oecumenical Special Award, 25th Montreal Film Festival, 2001.

• Grand Prix Des Ameriques, 25th Montreal Film Festival, 2001.

• Nominated for Academy Awards for Best Foreign Film, 1998.

• Grand Prix of Americas Best Film, 21st Montreal Festival for World Films, 1999.

সহ আর অনেক দেশি-বিদেশি স্বীকৃতি।



তার বিখ্যাত কতগুলো ছবি হচ্ছে-





Children of Heaven (1997)



IMDB রেটিং-8.2



আলি ও যাহ্‌রা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্কুল পড়ুয়া এই দুই ভাইবোনের জুতো মাত্র একজোড়া ! দুই শিফটে ভাগাভাগি করে তাইই চালিয়ে নিয়ে যাচ্ছিল ওরা । এরই মাঝে স্কুলের বার্ষিক দৌড় প্রতিজগিতার তৃতীয় পুরস্কার হিসেবে ঘোষিত হয় একজোড়া জুতা, যা কিনা আলীর ভিশন প্রয়োজন। আলি কি পারবে দৌড় প্রতিজগিতার অংশগ্রহন করে ছোটবোনের জন্য জুতোজোড়া ছিনিয়ে আনতে? জানতে হলে দেখুন এই হৃদয়স্পর্শী ছবিটি। আমাদের মধ্যবিত্ত সমাজের ধরা দেয়া- না দেয়া স্বপ্ন গুলোর সাথে অনেক মিল খুজে পাবেন কথা দিচ্ছি।



টরেন্ট লিংক- Click This Link)?tab=summary





The Color of Paradise (1999)



IMDB রেটিং- 7.9



মাতৃহীন অন্ধ বালক মোহাম্মদ তেহরানের দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের ছাত্র। গ্রীষ্মের ছুটিতে একদিন যখন সে বাবা এসে গ্রামের বাড়ি নিয়ে যাবার অপেক্ষায় ঠিক তক্ষনি বাসা থেকে পড়ে যাওয়া একটা পাখীর বাচ্চার ডাক শুনতে পায়। অন্ধ হলেও কোমল হৃদয় মোহাম্মদ ঠিক ঠিক গাছে উঠে বাসায় পৌঁছে দেয় পাখীর বাচ্চাটিকে। গ্রামে এসে দেখতে পায় তার জন্য অধীর অপেক্ষায় তার দাদী ও ছোটবোন। কিন্তু তার বাবা, যে কিনা তার অন্ধ ছেলেকে নিয়ে সদাবিব্রত ও বোঝা মনে করেন তিনি চাইছেন মোহাম্মদকে স্থানীও একটি শহরে ছুতোরের কাজে লাগিয়ে দিয়ে খুব সহসাই বিয়ে করে নতুন জীবন শুরু করতে। দাদীও তার ছেলের সুখের দিকটাই ভাবছেন। কেউ ভাবেনা মোহাম্মদের কথা। অলৌকিক কোন কিছুকি পারে বাবা ও ছেলেকে এক করে দিতে? দেখুন তবে-The Color of Paradise।



টরেন্ট লিংক- Click This Link)?tab=summary





The Song of Sparrows (2008)



IMDB রেটিং- 7.7



করিম তেহরানের অদূরবর্তী একটি অস্ত্রিচ পাখীর খামারের শ্রমিক। সুখেদুঃখে পরিবারের অন্যান্যদের সাথে ছোট্ট একটি কুঁড়েঘরে মোটামুটি দিন কেটে যাচ্ছিল। কিন্তু বিপত্তি দেখা দিল তখনি যখন তাকে একটি অস্ত্রিচ পাখী হারানোর দায় মাথায় নিয়ে চাকরি হারাতে হল। ঘটনাক্রমে মেয়ের কানের শ্রবণ যন্ত্র ঠিক করাতে শহরে এসে ভাগ্য বিড়ম্বনায় বেছে নিতে হল ট্যাক্সি ড্রাইভারের জীবন। নতুন পেশায় এসে ব্যাস্ত শহরে দিনকেদিন করিম কি বদলে যাচ্ছে? হারিয়ে ফেলছে কি তার অতীত দিনের গ্রাম্য ঐতিহ্য ও সততা?



প্রধান অর্জনঃ Best Foreign Language Film in the 81st Academy Awards



টরেন্ট লিংক- Click This Link)?tab=summary





Baran (2001)



IMDB রেটিং- 7.6



রোম্যান্টিক মুভি আর ইরানী সমাজ ব্যাবস্থা এ দুটোকে একসাথে ভাবা যদি কষ্টকর মনে হয় তবে ঝটপট দেখে ফেলুন Baran (2001)। ঘটনা অনেকটা এরকম- লাতিফ একটি ভবন নির্মাণ প্রতিস্থান-এর সাইটে দিন মজুরি করে। শ্রমিকদের খানা পাকানো, চা-সিগ্রেট এনে দেওয়া সর্বোপরি কাজ না থাকলে তাদের সাথে ঝগড়া করাই তার প্রধান কাজ। এমনি একদিন সাইটে উপর থেকে পড়ে গিয়ে পা ভেঙ্গে ফেলে নাজেফ নামের একজন অবৈধ আফগান শ্রমিক। কিন্তু বশে থাকলে কি নাজেফের পরিবারের দিন চলবে? বদলি হিসেবে হাজির হয় নাজেফের পুত্র রহমত যে আসলে পুরুষের ছদ্মবেশে নাজেফের কন্যা। কেউ না বুঝলেও একদিন ঠিকই ধরা পড়ে যায় লতিফের চোখে। যথাসাধ্য সাহায্যও করে যায় লতিফ। বুঝতে পারে আসলে প্রেমে পড়ে গেছে সে। কিন্তু ওপার সীমান্তের কঠোর রক্ষণশীল আফগান কন্যা কি সাড়া দিয়েছিল?



টরেন্ট লিংক- Click This Link





The Father (1996)



IMDB রেটিং- 7.1



মোটরসাইকেল দুর্ঘটনায় হটাত পিতার মৃত্যুতে মেহেরুল্লাহর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। অগত্যা কি আর করা! পরিবারটা বাঁচাতে শহরে একটা কাজ জুটিয়ে নেয়। কিন্তু ছুটিতে বাড়ি এসে যখন সে জানতে পারে যে তার মা একজন পুলিশ অফিসার-কে বিয়ে করে বসে আছে তখন সৎ-বাবা এবং মায়ের উপর তার ক্রোধ সিমা ছাড়িয়ে যায়। এরই ধারাবাহিকতায় প্রতিশোধপরায়ন মেহেরুল্লাহ একদিন তার সৎ-বাবার পিস্তল চুরি করে শহরে পালিয়ে যায়। পিছু নেয় সৎ-বাবা এবং ধরা পড়ে মেহেরুল্লাহ। যাহোক, বাবা ও ছেলে যখন হোন্ডায় করে মরুময় অঞ্চল দিয়ে গ্রামের উদ্দেশে পাড়ি দিচ্ছিল ঠিক তখনি মরু-মাঝে হোন্ডা বিকল হয়ে যায়। আটকা পরা প্রতিকূল পরিস্থিতিতে ধীরে ধীরে মেহেরুল্লাহ নতুন রূপে আবিষ্কার করা শুরু করে তার সৎ-বাবাকে।



টরেন্ট লিংক- (দুঃখিত সিঁদ-লিস অপর্যাপ্ত তাই দিতে পারছিনা)



আগামীতে এর ধারাবাহিকতায় আরও কয়একজন প্রতিশ্রুতিশীল ইরানী চলচিত্রকার এবং তাদের শ্রেষ্ঠ কর্মগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।



কৃতজ্ঞতা স্বীকারঃ



http://en.wikipedia.org/wiki/

http://www.imdb.com/



“বিখ্যাত ইরানীয়ান পরিচালক এবং তাদের চলচিত্র কর্মগুলো” - (২য় পর্ব ) Click This Link



“বিখ্যাত ইরানীয়ান পরিচালক এবং তাদের চলচিত্র কর্মগুলো” - (৩য় পর্ব )

Click This Link



মন্তব্য ৪৫ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

ব্ল্যাকমেটাল বলেছেন: প্রিয়তে রাখলাম
সিড/লিচ নেই আপনার দেয়া লিঙ্ক গুলোতে... :(
নেটে ইরানী মুভির জীবিত ডুনলোড লিঙ্ক পাওয়া প্রায় অসম্ভব।
আপনার জানামতে ভাল কোনো সাইট আছে????????????????

সাম্নের কিস্তির অপেক্ষায়.........।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

বিষণ্ণ বালক বলেছেন: বিপদে ফেললেন, আরও ঘাটাঘাটি করতে হবে। সম্ভব হলে মুভি গুলো পেন ড্রাইভে পৌঁছে দিতাম।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার একটি পোষ্ট দ্বিতীয় ভালো লাগা না দিয়ে পারছিনা। এমন আরও পোষ্ট চাই । আমরা যারা মুভি পাগল আছি এই ব্লগে তাদের জন্য খুব দারুন একটি পোষ্ট ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

বিষণ্ণ বালক বলেছেন: ধন্যবাদ ভাই। কারো কারো প্রতি প্রতিস্রুতি রক্ষার চেষ্টা করেছি মাত্র।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

রবি কিরণ বলেছেন: Children of Heaven (1997) আমার দেখা সবচেয়ে ভাল মুভি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

বিষণ্ণ বালক বলেছেন: অন্য ছবিগুলোও ঝট-পট দেখে ফেলুন ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

শার্লক বলেছেন: the father ছাড়া সবগুলিই দেখা অসাধারন মুভি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

বিষণ্ণ বালক বলেছেন: ধন্যবাদ। সুস্থ বিনোদন আমাদের সকলেরই কাম্য ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

দূরের মানুষ বলেছেন: একটাও দেখা হয় নি। প্রিয়তে নিলাম । পরে দেখতে হবে। থ্যাংক্স

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

বিষণ্ণ বালক বলেছেন: দেখার আমন্ত্রন রইল।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

শিশির ডি শাখামৃগ বলেছেন: অসাধারন সব মুভিগুলোই, এখানে যে কয়েকটা দেখেছি সবগুলোই অসাধারন। পোস্ট সরাসরি প্রিয়তে, পরবর্তী পোস্ট এর আশায় রইলাম, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে সুন্দর একটা পোস্ট দেবার জন্য।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

বিষণ্ণ বালক বলেছেন: অসংখ ধন্যবাদ ভাই। খুব শীঘ্রই পরবর্তী পর্ব গুলো লেখার চেষ্টা করব।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

প্রগতিশীল ইকবাল বলেছেন: Good job..................

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

বিষণ্ণ বালক বলেছেন: ধন্যবাদ

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

বিষণ্ণ বালক বলেছেন: মন্তব্বের জন্য আপনাকেও +++++++

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

আধখানা চাঁদ বলেছেন: লেখায় +++++

মাত্র ২ টা দেখেছি। বাকিগুলো দেখার ইচ্ছা রাখি। ইরানি ছবিগুলোর স্টাইলটাই অন্যরকম। গল্পগুলো যেন মন ছুঁয়ে যায়।

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

বিষণ্ণ বালক বলেছেন: ঠিক তাই। সাধারণ ঘটনার অসাধারণ উপস্থাপন !

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

বরফ গলা পািন বলেছেন: +

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

বিষণ্ণ বালক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

আশরাফ মাহমূদ বলেছেন: Children of Heaven আমি দেখেছি অসাধারন ছবি, আচ্চা এই ছবি গুলির কি বাংলা ডাবিং লিংক আছে ??

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

বিষণ্ণ বালক বলেছেন: সেইভাবে খুঁজে দেখিনি। পেলে জানাব অবশ্যই।

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

ওবায়েদুল আকবর বলেছেন: Color of paradise এর র‍্যাটিং মাত্র 7.9। আইএমডিবির র‍্যাটিং ম্যাক্সিমামই ফাঊল। ন্যুনতম ৮.৫ র‍্যাটিং পাওয়ার মত মুভি এইটা। আর এই মুভিতে মোহাম্মদ ভাবে তার দাদীও তাকে ভূলে গেছে কিন্তু আসলে দাদী কখনোই সেটা মেনে নেয়নি। বৃষ্টির মধ্যে দাদীর ছেলের সাথে রাগ করে বেড়িয়ে যাওয়া আর পাখির বাচ্চাটাকে বাসায় পৌছে দেয়া মুভি ইতিহাসের শ্রেষ্ঠ দৃশ্যগুলোর মধ্যে একটি বলে আমি মনে করি।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

বিষণ্ণ বালক বলেছেন: IMDB rating মাঝে মাঝে আমাকেও হতবাক করে। বিশ্বাস না হলে দেখুন – আমাদের সাকিব খান অভিনিত “কিং খান” ছবির IMDB rating – 7.2 । link- http://www.imdb.com/title/tt1964843/

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

ইভা_110 বলেছেন: অনেক গুলো ইরানী ফিল্ম বাংলায় ডেবিং হয়ে আছে কিন্তু মিডিয়া গুলোতে ওহাবী চিন্তার মানুষদের ভীড় এবং সরকারের কিছু বিধি-নিষেধ থাকার ফলে ফিল্মগুলো দর্শকরা মিস্ করছেন। নতুবা আমার জানা মতে বেশ কয়েকটা দূর্দান্ত সিরিয়াল রয়েছে এর মধ্যে। ধন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

বিষণ্ণ বালক বলেছেন: কোথা হতে সংগ্রহ করা সম্ভব জানালে উপকৃত হতাম।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

লেখাজোকা শামীম বলেছেন: ফাদার সিনেমাটি এখনও দেখা হয়নি। ডাউনলোড লিংকও দিলেন না সেটার।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

বিষণ্ণ বালক বলেছেন: Father মুভিটির পর্যাপ্ত সিদ-লিস পাইনি। পেলে দেবার চেষ্টা করব।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

তন্দ্রা বিলাস বলেছেন: ভালো লাগল।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

বিষণ্ণ বালক বলেছেন: ধন্যবাদ।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

ভবঘুরে তানিম বলেছেন: ঈদে ইসলামিক টিভি এবং দিগন্ত তে এ মুভি গুলো দেখানো হয়, সময়ের অভাবে দেখা হয় না। :( :(

Children of heaven এ মুভিটা অসাধারণ। ধন্যবাদ দারুণ একটি পোস্ট।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

বিষণ্ণ বালক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০

ইভা_110 বলেছেন:
১০ ঘন্টার এই সিরিয়ালটি বাংলায় ডাবিং হয়েছে এবং যারা ডাবিং করেছেন তাদের কাছে ইরান টিভির পক্ষ থেকে প্রচার ও বিক্রির অনুমতি পত্র আছে । যদি সত্যিকারের কোন ক্রেতা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

বিষণ্ণ বালক বলেছেন: ইরানের সমাজ বাবস্থা, ধর্মীও ও সাংস্কৃতিক মূল্যবোধ আমাকে ভীষণ ভাবে আকৃষ্ট করে। তাই চেয়েছি ওদের কিছু অর্জন তুলে ধরতে।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

ভিটামিন এ বলেছেন: Children of Heaven (1997) আমার দেখা সবচেয়ে ভাল মুভি।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

বিষণ্ণ বালক বলেছেন: তবে Turtles Can Fly (2004) দেখে ফেলুন।

১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

নোম্যান্সল্যান্ড বলেছেন: মুভি গুলো ডাউনলোড করতে পারতেছি না সিড লিচ এর অভাবে। কিন্তু মুভিগুলো দেখা খুব ই দরকার।।অন্য কোন সোর্স আছে যেখান থেকে ডাউনলোড করতে পারি।দিলে খুব উপকার হয়।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:১৬

বিষণ্ণ বালক বলেছেন: সিড লিচ দুর্বল হলেও পাবার কথা। সবগুলো না হলেও অন্তত কয়েকটাতো পাবার কথা। যাহোক, মুভিগুলোর ব্যাপারে আপনি সিরিয়াস হলে একটা পরামর্শ দিতে পারি। রাইফেলস স্কয়ার থেকে কিছু ইরানি মুভির ডিভিডি কিনে নিতে পারেন। উপরে উল্লেখিত অধিকাংশ মুভিই পাবেন। একেকটা ডিভিডিতে ৪ টা থেকে ৬ টা মুভি থাকে। দাম নেবে ৬০-৭০ টাকা।

২০| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

নীলপথিক বলেছেন: সবগুলোই দেখেছি, আপনাকে অশেষ ধন্যবাদ।
একটা জিনিস কিন্তু ভাই কমন পড়ে গেলো। আপনার মতো আমারও ইরানীদের জীবনযাত্রা খুব ভালো লাগে।

১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৪

বিষণ্ণ বালক বলেছেন: ঠিক তাই। শিয়া-সুন্নি নিয়ে অনেক বিভেদ-সংঘর্ষর কথা শুনি। তবে ইরানীরা শিয়া হলেও যা সত্যি সেই বাস্তবতার আলোকে বলতে পারি যে শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, সামরিক শক্তি, জাতীয়তাবাদ, দেশপ্রেম, সততা, দূরদর্শিতা, শাসন ব্যাবস্থা, স্বাধীন পররাষ্ট্রনীতি, ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধ, সামাজিক কাঠামো, ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি সবকিছু মিলিয়ে বর্তমান মধ্যপ্রাচ্চে ওরাই অগ্রগামী পথিক। অপার সম্ভাবনা থাকা সত্তেও অন্যান্য অনেক দেশ যা অর্জন করতে পারেনি বা চায়নি।

২১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৯

মিজানুর রহমান মিলন বলেছেন: দেরীতে হলেও আপনার পোস্টটি পড়লাম । খুবই ভাল লাগলো । এর মধ্যে কয়েকটা দেখেছি । আরো আছে ভূমিকম্প, জীবন সংগ্রাম ও একটা কমান্ডো ছবি দেখেছিলাম যা খুবই অসাধারণ লেগেছে !!

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

বিষণ্ণ বালক বলেছেন: পড়েছেন বলে আমার আন্তরিক সাধুবাদ জানবেন।

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

ক্লান্ত তীর্থ বলেছেন: ভারত যে Children of Heaven নকল করেও মুভি বানাই ফেলসে!


:(

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

মুনেম আহমেদ বলেছেন: কয়েকটা দেখেছ। ভালো লেগেছে। সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) কর্তিক ডাবিং করা। ওদের শো রুমে পাওয়া যায়

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

মুনেম আহমেদ বলেছেন: দুঃখিত সসাস নয় হবে ইসলামি চেতনা পরিষদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.