নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টেকনোলজি ভালোবাসি ছোট বেলা থেকে। কম্পিউটারের সাথে পরিচয় ১৯৯৯ এর দিকে, যদিও ঘরে কম্পিউটার এসেছে ২০০১ সালে। বহু কিছু শিখেছি, বহু কিছু শিখিয়েছি। আগে এক সময় টেকনোলজি নিয়ে ব্লগিং করতাম; মধ্যেখানে নিজের সাইটটা বাদ দেওয়াতে আর করা হতো না।\n\nভাবছি আবার শুরু করলে

টেক ব্লগার

টেক ব্লগার › বিস্তারিত পোস্টঃ

টেক ব্লগিং কেন করছি?

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:০৩



আমি মূলত টেকব্লগিং করি বহু বছর ধরে। শুরুটা হয়েছিলো নিজের ওয়েব সাইট দিয়ে; পরে করেছি টেকটিউনসে। এক সময় নিজের ওয়েব সাইট করে তাতে টেক ব্লগিং করতাম। সময় না দিতে পারার কারণে বাদ দিয়েছিলাম।



ভাবছি আবার শুরু করবো। টেকনোলজি যেহেতু ভালো বাসি, তাই টেকনোলজি নিয়ে লিখতে পছন্দ করি।

ব্লগে আমার আরও দুইটা আইডি আছে। একটাতে লেখা ছাড়ান দিয়েছি; দ্বিতীয়টায় সাধারণ বিষয় নিলে লিখি। সাধারণ বিষয়ের সাথে টেকনোলজি যায় না মনে করি; তাই টেকনোলজি নিয়ে লেখার জন্য আলাদা আইডি খুললাম।

ইচ্ছা আছে সপ্তাহে ২/৩টা করে লেখা দেবার। পাঠক প্রিয়তা পেলে হয়ত আবার আগের মত উৎসাহ নিয়ে লিখবো। না পেলে হয়ত সাধারণ লিমিটের মধ্যেই থাকবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.