নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে মাঝে মধ্যেই জোকস আসে। বিষয়টা কারও কারও জন্য উপভোগ্য, কারও কারও জন্য বিরক্তিকর।
Photo by Randall Bruder on Unsplash
টেকনোলজি নিয়ে লেখার জন্যই মূলত আমার এই নিকটা তৈরী। ব্লগে টেকনোলজি নিয়ে খুব একটা লেখা লেখি হয় না। আমি সেই চেষ্টায় আছি। আজকে একটু মজা করি, দেখা যায় আপনারা কতটুকু মজা পান!
জোকস ১ঃ
একটা সময় ছিলো যখন ইন্টারনেট এক্সপ্লোরার ছিলো, এখন তাকে অফিসিয়ালী মৃত ঘোষণা করা হয়েছে। তবে জম্বি হয়ে এখনও সে এদিক ওদিক ঘুরে বেড়ায়। এই ইন্টারনেট এক্সপ্লোরার ছিলো অন্যতম "অনিরর্ভরযোগ্য" ব্রাউজার।
তখন কাউকে সাহস যোগাতে আমরা বলতাম, ইন্টারনেট এক্সপ্লোরার যদি তোমার কম্পিউটারে ডিফল্ট ব্রাউজার হওয়ার জন্য তোমাকে নোটিফিকেশন দেওয়ার সাহস যোগায়, তাহলে তুমিও ঐ মেয়েকে প্রপোজ করার সাহস রাখ (কিংবা ঐ জবে এপ্লাই করার সাহস রাখ)!
জোকস ২ঃ
জোকস ৩ঃ
প্রশ্নঃ একটা ডেড বডি লুকিয়ে রাখার সবচাইতে নিরাপদ জায়গা কোনটা?
উত্তরঃ গুগল সার্চের দ্বিতীয় পৃষ্ঠায়!
জোকস ৪ঃ
কোডিং করবার সময় যখন কোড প্রথমবারেই কাজ করে তখন নতুন ও এক্সপার্ট কোডারের ভাবনাঃ
প্রোগ্রামিং শিখতে শুরু করেছে এমন ছাত্রের ভাবনাঃ আরেহ, আমি নতুন, আর আমার লেখা কোড প্রথমবারেই কাজ করলো; ক্যামনে কি?
প্রোগ্র্রামিং এ এক্সপার্ট প্রোগ্রামারের ভাবনাঃ আরেহ, এই কোডটা প্রথমবারেই কাজ করলো; ক্যামনে কি?
জোকস ৫ঃ
বিজ্ঞানের চোখে ক্লাউডের গঠন যেভাবে পরিবর্তন হয়েছেঃ
ক্লাউড কম্পিউটিং শুরুর আগেঃ ক্লাউড তৈরী হয় ক্ষুদ্রক্ষুদ্র পানির কনা দ্বারা।
ক্লাউড কম্পিউটিং শুরুর পরেঃ ক্লাউড সাধারণত তৈরী হয় লিনাক্স বেজড সার্ভার দ্বারা।
জোকস ৬ঃ
বউঃ ওগো শুনছো, কম্পিউটার তো আমার কথামত কাজ করছে না।
বরঃ ওটাতো কম্পিউটার, তোমার বর না!
জোকস ৭ঃ
টেক সাপোর্টের কাজ সাধারণত খুবই সহজ। কিন্তু কঠিন হয়ে যায় তখনই, যখন ব্যবহারকারী বলে, "আমি অলরেডি দুইবার কম্পিউটার রিস্টার্ট করেছি; কিন্তু কাজ হয়নি!"
জোকস ৮ঃ
"নিউ নরমাল" দিন গুলির কোন একদিন যখন মাইক্রোসফট টিমস কাজ না করে তখন আমরা সবাইঃ
জোকস ৯ঃ
যেভাবে টেকি লোকজন মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারকে স্বরণ করেঃ "হে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, তুমি রবে আমাদের অন্তরে, সবথেকে সেরা ক্রোম ডাউনলোড ম্যানেজার হিসাবে!"
জোকস ১০ঃ
মাইক্রোসফট সারা জীবন চেষ্টা করেছে মানুষকে তাদের ইন্টারনেট এক্সপ্লোরার ও এজ ব্রাউজরে ধরে রাখতে। কিন্তু সবাই চলে গেছে ক্রোম বা ফায়ারফক্সে। কিন্তু.....
সব ছবি গুলি সংগ্রহীত। এগুলি এতবার এত জায়গায় শেয়ার হয়েছে যে কেউই সঠিক করে এর সোর্স বলতে পারবে না!
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৭
নীল আকাশ বলেছেন: বেশিরভাগ মানুষ এইসব কথাবার্তা বুঝবে না। টেকি টার্ম জোকসগুলো পড়ে খুব বেশি মজা পাইনি।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: হাসি পায় না।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩২
শেরজা তপন বলেছেন: খুব বেশী রসালো হয়নি- বুঝতে বুঝতে রস হারিয়ে যায়!