নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টেকনোলজি ভালোবাসি ছোট বেলা থেকে। কম্পিউটারের সাথে পরিচয় ১৯৯৯ এর দিকে, যদিও ঘরে কম্পিউটার এসেছে ২০০১ সালে। বহু কিছু শিখেছি, বহু কিছু শিখিয়েছি। আগে এক সময় টেকনোলজি নিয়ে ব্লগিং করতাম; মধ্যেখানে নিজের সাইটটা বাদ দেওয়াতে আর করা হতো না।\n\nভাবছি আবার শুরু করলে

টেক ব্লগার

টেক ব্লগার › বিস্তারিত পোস্টঃ

কয়েকটা দরকারী কিবোর্ড সর্টকাট!

০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:১৫

খুব সর্টে খুব দরকারী কিছু কিবোর্ড সর্টকাট।



CTRL + BKSP
সাধারণত ব্যাকস্পেস চেপে রাখলে একটা একটা করে অক্ষর মুভে, কন্ট্রোল চেপে করলে একটা একটা ওয়ার্ড মুছে। ফলে দ্রুত কাজ করা যায়।

ALT + TAB
দুইটা সফটওয়্যারের মধ্যে দ্রুত যাওয়া আসার জন্য ব্যবহার করতে হয় এটা। ধরেন আপনি এমএসওয়ার্ড আর ক্রোম ব্যবহার করছেন। ক্রোম থেকে কিছু দেখে নিতে হচ্ছে বারবার। তখন আপনি এই সর্টকাট ব্যবহার করে দ্রুত ওয়ার্ড আর ক্রোমের মধ্যে যাওয়া আসা করতে পারবেন।

CTRL + W
ব্রাউজারে একাধিক ট্যাব ওপেন থাকলে একটা একটা করে এই সর্টকাট দিয়ে বন্ধ করতে পারেন। এটা প্রেস করলে বর্তমানে আপনি যে ট্যাবে আছেন, সেটা বন্ধ হয়ে যাবে। এমএসওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদিতে একাধিক ফাইল ওপেন থাকলে সেগুলিও একে-একে এভাবে বন্ধ করতে পারেন।


CTRL + L
কোন ব্রাউজারের এড্রেসবারে কিছু লেখা দরকার? এই বাটন চাপ দিন, দেখবেন নতুন এড্রেস লিখতে পারবেন।

Windows + D
যত প্রোগ্রাম চালু থাকুক না কেন, সব এক সাথে মিনিমাইজ করে ডেস্কটপ দেখতে চান? ব্যাস, এই সর্টকাট চাপুন।

CTRL + T
ব্রাউজারে নতুন ট্যাব খোলার জন্য এই সর্টকাট।

Windows + L
দ্রুত কম্পিউটার লক করবার জন্য এই সর্টকাট।

Photo by Anas Alshanti on Unsplash

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উপকারী পোস্ট।
অনেক ধন্যবাদ।

০৫ ই মার্চ, ২০২৩ ভোর ৪:৫৩

টেক ব্লগার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৮:৩৬

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

০৫ ই মার্চ, ২০২৩ ভোর ৪:৫৪

টেক ব্লগার বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: কত কিছু যে শেখার আছে।

০৫ ই মার্চ, ২০২৩ ভোর ৪:৫৪

টেক ব্লগার বলেছেন: তাই বলে "শেখার কোন সীমা নেই, শেখার চিষ্টা বৃথা তাই" নিতিতে যাবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.