নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাতরে ফিরি আলো

আত্নভোলা

আমি একজন মানুষ!

আত্নভোলা › বিস্তারিত পোস্টঃ

চ্যাট (CHAT) ই সব- বাকি সব মিথ্যে -পার্ট টু

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:০১

মজার বিষয় হলো এবার ঝিনেদা আসার সময় বাসে আমার এক প্যাকেট সিগারেট চুরি হয়েছে।

-ভালো

ডক্টর, ডক্টর হোয়াট ইজ রং উইথ মি

দিস সুপারমার্কেট লাইফ ইজ গেটিং লং!

- রাস্তার পাশের হোটেলে ছোট মাছ চচ্চরি দিয়ে ভাত খাওয়াবেন?

আহ! এখনতো অমৃত, কোথায় যেতে হবে- চলেন…

- যেকোনো যায়গায়

টিনের হোটেল

রাস্তার ধুলা

কাঠের বেঞ্চ

নোংরা গ্লাস

জীবানুযুক্ত পানি

সাদা ভাত

ঝাল তরকারী

কাচাঁ মরিচ

বেঞ্চে পা তুলে বসে খাওয়া যাবে।

সাত রাস্তায় আমি একটা চিনি- যাবেন্নাকি?

- চলেন।

কি দিয়ে যাবেন? ইয়োর উইশ মাই কমান্ড!

- কিভাবে যাবো?

আহ! সপ্নটা এভাবেই থাকুক, বেশী করে সিডেটিভ খেয়ে নিবো- যাতে ঘুম সহসাই না ভাঙে।

- ধুর!আমি সিরিয়াসলি বলছিলাম-

আই লাইক টু ড্রাইভ বাইক, ইউ ক্যান টেক কার অর রিকশাi

- আচ্ছা ঠিকাছে, কবে?

ইউ ডিসাইড!

- পায়ে শেকড় গজিয়ে যাবে।

কার?

- দুজনেরই

দুজনেরই? হাউ কুড ইউ বি সো শিওর?

- শিওর না- আন্দাজে বলছি।

টেক ইট পজিটিভলি……..

- ক্যান্ট- নেগেটিভ মাইন্ডেড!

তো এই দেখার জন্য তো মনে হয় সারাজীবন ই ওয়েট করতে হবে- তাই না?

- ওয়েট করতে কই নাই

ভাত খাওয়াইতে কইছিলাম খালি।

হিহিহি….. কবে খাবেন?

- আমার সেকেন্ড প্রশ্নটা এটাই ছিলো

আমরা কেউই তো নাই ঢাকায়

হায়রে ঢাকা শহর!

আহ! মধু…..

- বুঝছি- খাওয়াবেন না তো!

ঠিকাছে- গেলাম গা- ঘুমান।

এইটা কোনো কথা হইলো?খাওয়াবো না ক্যান?কই যান- এইদিকে আহেন!

- দুখ হাইছি!

উফ্!ট্রাজেডি!

- আপনার উপর অগ্নিদৃষ্টি বর্ষিত হইলোh!

ঝলসে দাও, একেবারে তন্দুরি বানিয়ে ফ্যালো!

- উফ! এতো বিরক্তিকর ক্যান আপনি? এইসব ল্যাটাপ্যাটা ডায়লগ কোথ্থেকে শিখছেন?

ইহাহাহাহাহাহহাহাহহ!

এখন মুখ ব্যাকা হবে!

- :-/

- আপনি কোন সাব্জেক্ট পড়ান?

আর্থ সায়েন্স, জিওগ্রাফি এন্ড এনভায়রনম্যান্ট

- এত বড় নাম ক্যান?

আপনাকে সবাই স্যার ডাকে? হিহিহিহি….

মজা নেয়া হচ্ছে না? ডাকেতো….

- এক্ষেত্রে আপনি ঝারি মারতে পারেন- এইটা কোনো প্রশ্ন হইলো!

ঝারি ক্যানো মারবো? বরং আপনার ঝারি আমার নিয়মিত খাদ্যউপাদানে যোগ হয়েছে!

- আপনার কি মনে হচ্ছে যে আমার মাথার ঠিক নাই?

কারও মাথারই ঠিক নাই!

- অই! আমি আপনারে ঝাড়ি দেই?

আমি খাই, আপনার সমস্যা?

- জি না।

- দেখলেনতো কি হইলো!

কি হইলো?

- আপনি ভাত খাওয়ানোর কথা ভুলে গেলেন!

না- ভুলে যাই নাই! সকালে ক্লাস নাই আপনার?

- আছে

কখন?

- আট টায়।

তাইলে ক্যামনে কি? ইট্স লোরাজিপাম ইফেক্ট!

- ইহ! ভদ্রলোক- যাওয়ার ইঙ্গিত দেয়, ওকে ভাগলাম।

নাহ! কোনো ইঙ্গিত দেইনাই, কই যান? আমার ঘুম চটকায়ে আপনি ঘুমাবেন? সম্ভব?

- জি- খুব সম্ভব।

ইউ আর প্রাকটিস্ড টু ডু দ্যাট!

- জি, আই ডু

আহ!

- মাইয়া মানুষ তো!

স্ক্রিপ্ট টা ভালো হবে, অলরেডি রিচ হয়ে উঠছে!

- পুরিয়ে ফ্যালেন

- কন্টামিনেটেড, টিউবারকুলোসিস

আই লাভ টিবি, ভালোবাসার মতোন, মজ্জায় চলে যায়, ফুসফুস, মস্তিস্কে অবাধে বিচরন করে!

- দ্যান- মইরা যান!

যাবো, নিজের হাতে থাকলে আরও আগেই যেতাম- চৌধুরী সাহেব!

- আপনাকে বাসায় কি বলে ডাকে?

নিক নেম?

- জি! উহাকে নিক নেম বলে।স্মার্টলি কোয়েশ্চন না করলে বোঝেন্না তাইতো?আই লাভ টু বি খ্যাত।

উফ!!!না- তা না।( ডাক নামটা বলে পার পাওয়ার চেষ্ঠা)

- ঘুমান এখন যান- আমার পোষ্ট লোরাজিপাম ইফেক্ট নাই।

ইহাহাহাহাহাহ! বেশীরভাগ সময় যার ইফেক্ট থাকে সে বোঝেনা।

- বাই দ্য ওয়ে আপনি যে উফ করলেন ওইটা কি বিরক্তি ছিলো?

বিরক্ত হবো ক্যান? ওইটা তো আপনার সম্পত্তি!

- বিরক্তি আশা করছিলাম

আপনি না বলছিলেন, বেশী কথা বল্লে প্রেম হয়ে যাবে?

- উপস্! হয় নাই এখনো?

আফ্রোদিতি!—দেবী!

- দ্যাটস নট দ্য আনসার

- না হইলেই আমি খুশি হবো, প্রেম সংক্রান্ত যায়গায় আমি নাই।

আপনে খুশি থাকলেই হলো।

- পন্ডিত জি!

হাহাহাহাহাহাহা.. এইটা কোনো কথা?

- না- এইটা কোনো কথা না!

এইযে এখন এই সুপারমার্কেট লাইফটা ভালো লাগতেছে- এইটাই বা কম কি?



(ভোরের আলো ফুটতে শুরু করেছে একটু একটু করে………...আরেকটা ব্যাস্ত দিনের প্রস্তুতি নিতে হবে।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.