নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছেঘুড়ি

েতজপাতা

ত্যাগেই প্রকৃত সুখ। তাই এদেশের প্রায় সকল রাজনীতিবিদ-এর উপর মুত্র ত্যাগ করে প্রকৃত সুখ লাভের বাসনা আমার।

েতজপাতা › বিস্তারিত পোস্টঃ

যে নববধু সব ছেড়ে আপনার কাছে এল, তার কথা ভাবুন......

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:১৬

বিয়া করছেন নতুন। ভাল কথা, নতুন একজন মানুষ আইল আপ্নের কাছে। আপ্নেরই তো দিন আজকে। কারন আপনি পাইলেন, আপনি ইহাকে পাইলেন। একান্ত আপন করে কাউরে পাইলেন।

সেও আপ্নারে পাইল...কিন্তু...



চোখটা একটু খুলেন ভাইজান।। আপনে যারে পাইলেন, সে কিন্তু আপনারে পাইতে গিয়া অনেক কিছু হারাইতে হইছে। সে তার মা-বাবা, ভাই-বোন, রিলেটিভস সব কিছু ছেড়ে আসছে, আপনার কাছে।আপ্নের তো কোন চিন্তা নাই, খান-দান, ঘুমান।কিন্তু সে অসহায় মেয়েটি এসে পড়েছে পুরো নতুন এক পরিবেশে। সবাই তাকিয়ে আছে তার দিকে, প্রতিটা মুহুর্তের তার আচরন বিচার-বিশ্লেষন চলছে, চুল-চেড়া হিসেব করে। বিচার চলুক সমস্যা নাই, কিন্তু তার প্রতি সহানুভুতি নিয়ে যেন তাকে বিশ্লেষন করা হয় সেটাই কাম্য। তাহলেই তার প্রতি করা হবে সঠিক আচরন। অন্যথায় বাড়বে জটিলতা। একজন নতুন মানুষ যখন নতুন জায়গায় আসে, অনেকেই মনে করতে পারে, সে ব্যাক্তির আগমনে তার কিছু অধিকার, কিছু সুবিধা ত্যাগ করতে হয়েছে। তখন সেই নতুন মানুষটার প্রতি তার আচরন স্বাভাবিক থাকেনা। আর এ সমস্যাটার সমাধান করতে পারে, একমাত্র হাজবেন্ডই। হাজবেন্ড এটা নিশ্চিত করবেন যে কেউই যেন নিজেকে বঞ্চিত কিংবা সুবিধা হারিয়েছেন এমন মনে না করে।



তারপর হাজবেন্ড যা করা উচিত তা হল, সবসময় খেয়াল রাখা স্ত্রী কোন সমস্যা বোধ করছেন কিনা, বা পরিবারের অন্য সদস্যদের কোন আচরনে কস্ট পাচ্ছেন কিনা সেটা জানার চেস্টা করা। স্ত্রীকে যদি এটা বোঝান যায় যে, তার সমস্যায় হাজবেন্ড এগিয়ে আসবেন সবার আগে (সেটা যেমন সমস্যাই হোক না) তাহলে স্ত্রী সবসময় নিরাপদ বোধ করবে এবং সমস্যাও কমে যাবে অনেক। আবার এমনো হতে পারে স্ত্রীর আচরন অনেক সময় আপত্তিকর কিংবা অনেকের কাছে অপছন্দনীয় হতে পারে।তখন তাকে সেটা ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে যে তার আচরন ঠিক হচ্ছে না, এবং পরিবারের সবাইকে বলতে হবে সেটা নিয়ে অযথা উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় বুঝে-শুনে আচরন করতে। সে নতুন মেয়েটি যেন এটা মনে করতে না পারে যে,এখানে সবাই তার শত্রু/কিংবা তার দোষ খুজতেই ব্যাস্ত। তার সাথে এমনভাবে আচরন করতে হবে যেন সে ভাবে সবাই তার ভাল চায়।

সবারই কিছু সীমাবদ্ধতা থাকে, আপ্নারো থাকতে পারে। স্ত্রীর সাথে সেসব ব্যাপারে খোলাখুলি শেয়ার করেন। তাহলেই সমস্যা আর থাকবেনা। স্ত্রীকে ছোট ছোট খুশি দিন। যেমন হতে পারে, উইক-এন্ডে ঘুরতে নিয়ে যাওয়া, অফিসের ব্যাস্ততার ফাকে ফোন দিয়ে জেনে নেয়া সে খেয়েছে কিনা কিংবা অফিস থেকে আসার সময় একটা গোলাপ নিয়ে আসা ইত্যাদি।তখন দেখবেন, স্ত্রীকে যদি দামী কিছু উপহার দিতে নাও পারেন, তাতে স্ত্রী তাতে অখুশি থাকবে না।



মনে রাখবেন, মেয়েরা চায় সবসময় তার প্রতি কেউ যত্নবান হোক, কেউ তার খেয়াল রাখুক। আপনি তার ভাল-মন্দের খেয়াল রাখছেন, এটা যদি স্ত্রী বুঝতে পারে, তবে সেও আপনার জন্যে যেকোন কিছু করতে চিন্তাও করবেনা।আর এভাবেই সুন্দর হতে পারে উভয়ের জীবন।



বি.দ্র.ঃ এই লেখক অবিবাহিত। তাই, ইহা তাহার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নয়, ব্যক্তিগত ফিলিংস থেকে লেখা। কোন ভুল কিছু লিখে থাকলে, শোধরিয়ে দেয়া বাঞ্চনীয়।

মন্তব্য ৫৫ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২১

নিরব হাসি বলেছেন: ভাই সত্যি কইতেছি,
আপনারে যে মেয়ে বিয়ে করবে সে অনেক ভাগ্যবতী হবে ইনশাল্লাহ।

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৫

েতজপাতা বলেছেন: জানিনা ভাই...অন্যদের বোঝার চেস্টা করি মাত্র।

২| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২৭

শপথ বলেছেন: বি.দ্র.ঃ এই লেখক অবিবাহিত।

বুঝাই যাইতেছে =p~ =p~ =p~ =p~

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৬

েতজপাতা বলেছেন: হ, বুঝাই যাইতেছে...

৩| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩২

মাহমুদহাসান বলেছেন: বিয়া করি নাই, কইতে পারলাম না কেমনে কী? মাগার আপনে যে লেখসেন, বিচার চলুক সমস্যা নাই, কেল্লাইগা? ফাইজলামি নাকি? একটা মাইয়া আইতে না আইতেই হের খুটিনাটি লয়া পিনিক লওন লাগব? মানতে পারলাম না। আর মিয়া সাজেশন দিবেন নিজে যেইটা করসেন হেইটা লয়া। নিজে করেন নাই বিয়া, আর বিয়া যারা করব হেগোরে জ্ঞান দিতাসেন? আগে আপনে বিয়া কইরা কন যে বউরে কী কী ফ্যাসিলিটি দিসেন, তারপর এইগুলা ভুংভাং মাইরেন।

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৭

েতজপাতা বলেছেন: ভাইয়া খেপ্লেন কেন??ঠান্ডা মাথায় চিন্তা করে কথা বলি চলেন।
বিচার চলুক কেন বলসি?? যে কোন মানুষ নতুন কোন জায়গায় আসলে তাকে সবাই বিচার-বিশ্লেষন করবে এটাই সাভাবিক। ধরেন, আপ্নে নতুন কোন অফিসে জয়েন করলেন। সবাই প্রথম প্রথম আপ্নারে বিচার-বিশ্লেষন করবেনা?? এই বিচার যে কেউ করতে পারে, না? তাতে ক্ষেপার কি হল ভাই??
আমি বিলিভ করি, আমি যা লিখেছি তার মধ্যে ভুল খুব সামান্যই আছে। আমি কোন কথাটা ভুল বলছি বলে আপ্নের মনে হল।কোন সাজেশন আপনার ভুল মনে হল সেটা না বলে শুধুই অনরথক পেচাল পারলেন।না?
আপনি তো এমএলএম কোম্পানীর মালিক না।তা কেমন হওয়া উচিত সেটা নিয়া আপ্নের মন্তব্য করা উচিত না তাইলে?? কি বলেন??

৪| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৪০

প্রতীক্ষা বলেছেন: চিন্তা করছেন সেই জন্যই অনেক গুলো ধইণ্যা পাতা আপনারে, এমন চিন্তাই বা কয়জন করেন!

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৯

েতজপাতা বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ...

৫| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৪২

টোকন ঠাকুর বলেছেন: বিয়া করি নাই, কইতে পারলাম না কেমনে কী? মাগার আপনে যে লেখসেন, বিচার চলুক সমস্যা নাই, কেল্লাইগা? ফাইজলামি নাকি? একটা মাইয়া আইতে না আইতেই হের খুটিনাটি লয়া পিনিক লওন লাগব? মানতে পারলাম না। আর মিয়া সাজেশন দিবেন নিজে যেইটা করসেন হেইটা লয়া। নিজে করেন নাই বিয়া, আর বিয়া যারা করব হেগোরে জ্ঞান দিতাসেন? আগে আপনে বিয়া কইরা কন যে বউরে কী কী ফ্যাসিলিটি দিসেন, তারপর এইগুলা ভুংভাং মাইরেন।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:০৩

েতজপাতা বলেছেন: 3 নং কমেন্টের উত্তর .........ভুল কিছু বলছি??

৬| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৯

মঈনউদ্দিন বলেছেন: বিয়া করি নাই, কইতে পারলাম না কেমনে কী? মাগার আপনে যে লেখসেন, বিচার চলুক সমস্যা নাই, কেল্লাইগা? ফাইজলামি নাকি? একটা মাইয়া আইতে না আইতেই হের খুটিনাটি লয়া পিনিক লওন লাগব? মানতে পারলাম না। আর মিয়া সাজেশন দিবেন নিজে যেইটা করসেন হেইটা লয়া। নিজে করেন নাই বিয়া, আর বিয়া যারা করব হেগোরে জ্ঞান দিতাসেন? আগে আপনে বিয়া কইরা কন যে বউরে কী কী ফ্যাসিলিটি দিসেন, তারপর এইগুলা ভুংভাং মাইরেন।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:০৫

েতজপাতা বলেছেন: সব দেখি এক খুটায় বান্ধা...।কেম্নে কি??
৩ নং এর জবাব ......

৭| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৯

আঁতেল বলেছেন: ভাইরে বিয়া কইরা সারাদিন বউরে শুধু আদরই করমু। তাকে কখনও বুঝতেই দিমুনা যে সে অন্য জায়গায় আসছে। উম্মা উম্মা

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:০৬

েতজপাতা বলেছেন: ভাল সমাধান......হাহাহা...

৮| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:০৪

প্রবাসী রনি বলেছেন: আগে তো বিয়া করতে দিবেন নাকি তার আগেই শুরু করবেন.............. পরিস্থিতি এখন ভালো না পরে বলব নি বাকী টা.........

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:০৭

েতজপাতা বলেছেন: কিছু বুঝি নাই...বোঝায়া কন...

৯| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:০৫

কঠিনলজিক বলেছেন: অমি বিবাহিত হিসাবে বলছি একদম সঠিক লিখছেন ।
সমস্যার সমাধান আপনের লেখা তেই আছে বোল্ড কইরা দিলে ভাল হয়।

সবারই কিছু সীমাবদ্ধতা থাকে, আপ্নারো থাকতে পারে। স্ত্রীর সাথে সেসব ব্যাপারে খোলাখুলি শেয়ার করেন।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১০

েতজপাতা বলেছেন: অনেক ধন্যবাদ।। আমার চিন্তা ভাবনা তাহলে ঠিক পথেই আগাচ্ছে...

বোল্ড কিভাবে করতে হয়, ভাই? দয়া করে যদি বলতেন, তবে তাই করতাম।

১০| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১২

ম্যাকানিক বলেছেন: এই লেখক অবিবাহিত। তাই, ইহা তাহার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নয়, ব্যক্তিগত ফিলিংস থেকে লেখা। কোন ভুল কিছু লিখে থাকলে, শোধরিয়ে দেয়া বাঞ্চনীয়।
ভাই বিয়া আগে করেন তারপরে আপ্নের ভুল আপ্নে নিজেই নিজ মনে শোধরায়া লইবেন।(গ্যারান্টি সহকারে কইলাম এই কথা)
শুধু মাত্র বাক্যবানে যে কাউরে পুরাপুরি নিহত কইরা আহত করন যায় বিয়া না করলে আর এই সামু ব্লগে না আসলে ঝানা হইত না।
তয় আপনার উপস্থাপনা সোন্দর হইছে এর লাইগা পেলাস দিলাম ।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১৭

েতজপাতা বলেছেন: মনে দুঃখ নিয়ে বললাম আপ্নে ঠিক কি বলতে চেয়েছেন, বুঝি নাই। নিহত/আহত এইগুলার মানে কি হল??

যাইহোক ধন্যবাদ।

১১| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১৫

গুতুদিয়া বলেছেন: ভাই হুনেন- প্যারিস না গিয়া- ছবি দেইখ্যা-ভ্রমন কাহিনি পড়িয়া- একখান ভ্রমনের রচনা লিখাই যায়। আমি কই কি হুনেন- আগে বিয়া করেন তারপর না হয় লিখেন।

-আমি বিবাহিত এবং খাটের তল থেইকা ব্লগাইতাছি।
আআআআআআ..আরে বাইর হইতাছি তো।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:২৩

েতজপাতা বলেছেন: গ্যারান্টি দিয়া বলতে পারি, বিয়ার পর লেখা যখন দিব, এই লেখাটার সত্যতা তখনি প্রমান হবে ইনশাল্লাহ।

ভাবিরে ব্লগামির গুরুত্তব বোঝায় কন। আপ্নে খাটের তল থেকে ব্লগানোর কারনে ঝাতি কিভাবে লাভবান হচ্ছে ভাবিকে সেটা বোঝায়া বললেই ভাবি বুঝব আশা রাখি।

১২| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১৫

সাঈফ শেরিফ বলেছেন: বিয়া করনের আর কাম নাই। একলাই ভালা আছি। শুধু শুধু বাড়তি ঝামেলা, দায়িত্ব নিতে হইব, পরে অধিকার, সুখ-শান্তি, দেখা শোনা নিয়ে হাঙ্গামা, কলঙ্ক, কুৎসা। ধুর, যত্তসব।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:২৫

েতজপাতা বলেছেন: হেহেহে...দেখুম নে কয় বছর এই কথা চালায় যেতে পারেন......

১৩| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৪

ম্যাকানিক বলেছেন: মনে দুঃখ নিয়ে বললাম আপ্নে ঠিক কি বলতে চেয়েছেন, বুঝি নাই। নিহত/আহত এইগুলার মানে কি হল??

নিহত আহত বইলা বুঝাইতে চাইলাম যে বিয়ার বছর খানেক পর থেকে এমন এমন ডায়লগ শুনবেন যে আপনার মনে হতে পারে এর চেয়ে মইরা যাওয়া মানে নিহত হওয়া ভালো কিন্তু তারপরেও মনে কষ্ট নিয়ে মানে আহত হয়ে একই ছাদের নিচে বসবাস করতে থাকবেন।
তবে কে যানে আপনি হয়ত ব্যাতিক্রম হতে পারেন।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৯

েতজপাতা বলেছেন: হুম... বুঝলাম...

আশা করি সব কিছু আনন্দময় থাকবে...সবার জন্যই বলছি।।

১৪| ১৩ ই মার্চ, ২০১০ রাত ২:৪৬

আনমনে বলেছেন: +++++++++

১৩ ই মার্চ, ২০১০ রাত ৮:৫৩

েতজপাতা বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:১৬

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: খুবই ভালো এবং প্রয়োজনীয় কথাগুলো লিখেছেন। প্রতিটা পুরুষের মধ্যে যদি এমনভাবে চিন্তা করতে পারতো তাহলে সংসারের অশান্তি অনেক কমে যেত।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এটা বলতে পারছি, কারণ আপনি যা বলেছেন সেগুলো আমি শুরু থেকেই ফলো করে আসছি এবং সেজন্য গর্বের সাথেই বলতে পারি, বিবাহিত জীবনে আমি এবং আমার স্ত্রী দু'জনেই খুব সুখী।

লেখাটির মূল বিষয়গুলো নিচে পয়েন্ট আকারে দিলামঃ

১. চোখটা একটু খুলেন ভাইজান।। আপনে যারে পাইলেন, সে কিন্তু আপনারে পাইতে গিয়া অনেক কিছু হারাইতে হইছে। সে তার মা-বাবা, ভাই-বোন, রিলেটিভস সব কিছু ছেড়ে আসছে, আপনার কাছে।

২. সবারই কিছু সীমাবদ্ধতা থাকে, আপ্নারো থাকতে পারে। স্ত্রীর সাথে সেসব ব্যাপারে খোলাখুলি শেয়ার করেন। তাহলেই সমস্যা আর থাকবেনা।

৩. স্ত্রীকে ছোট ছোট খুশি দিন। যেমন হতে পারে, উইক-এন্ডে ঘুরতে নিয়ে যাওয়া, অফিসের ব্যাস্ততার ফাকে ফোন দিয়ে জেনে নেয়া সে খেয়েছে কিনা কিংবা অফিস থেকে আসার সময় একটা গোলাপ নিয়ে আসা ইত্যাদি।

৪. মেয়েরা চায় সবসময় তার প্রতি কেউ যত্নবান হোক, কেউ তার খেয়াল রাখুক।

আরেকটি বিষয় এখানে যোগ করতে চাই সেটা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া। কখোনই নিজেদের সমস্যা বা যেকোন বিষয়ে তৃতীয় কাউকে সুযোগ না দেয়া। স্বামী-স্ত্রীর মাঝে যখনি তৃতীয় কেউ অনুপ্রবেশ করে তখনি কিন্তু সম্পর্কে ফাটল ধরা শুরু হয়, শুরু হয় ভুল বোঝাবুঝি। তাই প্রত্যেক স্বামী-স্ত্রীর উচিত নিজেদের ব্যাপারে নিজেরাই একদম খোলাখুলি আলোচনা করা। এর দ্বারা নিজেদের মধ্যকার বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি পায়।

১৩ ই মার্চ, ২০১০ রাত ৯:১২

েতজপাতা বলেছেন: ভাই, ধন্যবাদ আপনাকে। আমি বিয়া করি নাই বলে অনেকে এইসব যৌক্তিক কথা জেনেও শুধু শুধু পেচাল পারতেছে।আপনি ওদের একটু বোঝায়া বলেন তো। আপনার শেষ কথাটা খুবই সুন্দর বলেছেন।

আমার মনে হয় এইসব ব্যাপার আসলে নিজের অনুভুতি আর বুদ্ধি দিয়ে বুঝতে হয়। এরজন্য বিয়ে করে বুঝতে হবে এমন কোন কথা নেই।

১৬| ১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:৫৮

মাহমুদহাসান বলেছেন: বহুত কাহিনী লেখলেন ভাই। আমি নতুন অফিসে জয়েন করলে আমারে পরিবার ছাইড়া জয়েন করা লাগে না যে আমার সবকিসু বিচার করলে কোন প্রবলেম আসে। মাগার, একটা মাইয়া তো সব ছাইড়া আরেকজায়গায় আসে, হের লাইগা এই যুক্তি কেমনে খাটাইলেন আপনে, বুঝবার পারলাম না। অফিসের চাকরি, মনে না চাইলে করলাম না, দশবার সুইচ করলাম জব, গায়ে লাগব না। বাট, আমাগো দেশের প্রেক্ষাপটে একটা মাইয়া কি দশবার বিয়া/স্বামী বদল করতে পারব? ওর গায়ে লাগব না? তখন আপনেরাই তো গেল গেল কয়া চিল্লাইবেন। এইটা কোন যুক্তিই হইল না। আপনের সাজেশন ভুল মনে হইলে তো আমি কইতামই। কইসি? তাইলে সাজেশন ঠিক আসে, যেই পয়েন্টে অপোজ করা দরকার মনে হইসে, সেইটাতে অপোজ করসি। আপনের যদি মনে হয় অনর্থক প্যাঁচাল, আমার কমেন্ট মুইসা দেন। আমার প্রবলেম হইল এইটাই যে আপনে ভাই নিজে করেন নাই বিয়া, হুদাই কেন এই বিষয়ে সাজেশন দেন? আপনে লেখসেন এমএলএম কোম্পানির মালিক না হয়া এই বিষয়ে মন্তব্য করা ঠিক না। তাইলে কন, বিয়া না কইরা এই বিষয়ে সাজেশন দেয়া যৌক্তিক কতখানি?...................আর ভাই প্লিজ, এমএলএম কোম্পানির এক্সাম্পল আর দিয়েন না, মেজাজ খারাপ লাগে অগো নাম হুনলে।
মইনউদ্দিন আর টোকন ঠাকুর রে কইতাসিঃ ভাই, মনে হয় আমার কমেন্ট ব্যাপক বিন্দাস লাগসে আপনাগো কাসে। থ্যাংকু! কিন্তু নগদে যেই কথা কইলাম, এই কথা লজিকাল লাগলে একটু লেখক ভাইরে বুঝায়া কয়েন। হের লগে তো আমার শত্রুতা নাই, জাস্ট হেরে কইলাম নিজে এক কাম না কইরা হেইটা লয়া সাজেশন দেওন ঠিক না।

১৩ ই মার্চ, ২০১০ রাত ৯:০৬

েতজপাতা বলেছেন: আপ্নে আজাইরা পেচাল পারতেছেন। আমার চিন্তা-ভাবনা যে ঠিক আছে, সেটা উপরে অনেক বিয়াতা লোকের কমেন্ট পড়লেই বুঝা যায়। এই লেখাটা লেখতে বিয়া করতে হয় না, সচেতনতা দরকার। যেমন সিগারেট শইলের লাইগা ভাল না সেটা বোঝার লাইগা সিগারেট খাওয়ার দরকার নাই।
বিচার করা নিয়া খামোকাই পেচাল পারতেছেন। আমি কি বলতে চাইছি সেটাই বুঝেন নাই। আমি বলছি, যেকোন ব্যাক্তি নতুন পরিবেশে গেলে তাকে আশে-পাশের সবাই বিচার-বিশ্লেষন করবে, এটাই সাভাবিক। সেটা অফিসে হোক, নতুন বউ হোক আর জামাই হোক।এটা ণীয়ে জ়োল ঘোলা করার কিছু নাই।
এমএলএম কোম্পানীর মালিক না হয়ে তা নিয়ে মন্তব্য করা ঠিক না, সেটা আপ্নেও মানেন?? তাইলে নিজে এই কোম্পানী কেমন হতে পারে সেটা নিয়ে বিশাল পোস্ট দিছেন কেন??

১৭| ১৩ ই মার্চ, ২০১০ সকাল ৯:৫১

মেঘকন্যা বলেছেন: খুব চমতকার ভাবনা আপনার।সব ছেলেগুলো যদি আপনার মতো করে ভাবতো তবে সম্পর্কগুলো হয়তো অনেক স হজ,সুন্দর আর আনন্দময় হতো।

১৩ ই মার্চ, ২০১০ রাত ৯:১৬

েতজপাতা বলেছেন: ধন্যবাদ। আশা করি, সবাই এভাবে ভাবতে শুরু করবে...

১৮| ১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫৫

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: মেয়ে পুরুষের সমান অধিকার সামনে এগিয়ে যান.....................। তবে চিল্লায়েন না।

১৩ ই মার্চ, ২০১০ রাত ৯:২০

েতজপাতা বলেছেন: আপনার কথার টোন ভাল লাগল না। কি চিল্লাচিল্লি করলাম?? মেজাজ চুড়ান্ত খারাপ করে দিলেন। কিন্তু ভদ্রতা বজায় রাখলাম। তবে সামনে হয়ত ভদ্রতা বজায় রাখা সম্ভব নাও হতে পারে।

১৯| ১৪ ই মার্চ, ২০১০ রাত ২:০০

মাহমুদহাসান বলেছেন: ভাইজান, আমি আপনেরে কইলাম আজাইরা প্যাঁচাল মনে করলে কমেন্ট মুইসা দিতে, তাইলে তাই করেন। হুদাই তো আপনের লগে কেওস করনের কোন মানে নাই। এমএলএম কোম্পানি লইয়া কী পোস্ট দিসি মনে হয় পইরা দেখেন নাই, দেখলে বুঝতেন আমি কেন বিশাল পোস্ট দিসি। আর যেই এমএলএম কোম্পানি আমি খুলতে চাইসি, হেইটার মালিক যে আমিই হমু এইটা স্পষ্ট লেইকা দিসি হেই পোস্টে। কিন্তু আপনে কন, আপনে কেন বিয়া না কইরা বিবাহিত জীবন লয়া বিশাল পোস্ট মারসেন? আমি তো খালি মন্তব্য করলাম। আমি বুঝায়া কইলাম অফিসের ক্ষেত্রে বিচার করা আর একটা নববধূর জন্য বিচার করাটা এক পাল্লায় মাপন যায় না।............যাউকগা, কেওসের দরকার নাই, আপনে আপনের যুক্তিতে থাকেন, আমার তো কোন প্রবলেম নাই। আপনে সচেতন থাকেন, খুব ভালো কথা, সচেতন আমিও আসি, চাই না কোন মেয়েরে বিয়ার আগে বা পরে কোন জায়গায়ই হেয় করা হোক যেমন চাই না, কোন ছেলেরেও কেউ ছোট করুক। মানুষ ভাই সবাই সমানই থাকে।.........আমি তো কয়াই দিসি যে আপনের লজিক ঠিক আসে, আমি মানি এইটা, কিন্তু ভাই, একজন যদি ইউনিভার্সিটিতে ভর্তি না হয়াই ইউনিভার্সিটির প্রটোকল লয়া সাজেশন দেয়, তাইলে হাস্যকর হয়া যায় না বিষয় টা?...........আমি আর কিসু কমুনা, ঝগড়া করা আমার উদ্দেশ্য আসিল না, মাগার আপনে বিলা খায়া গেসেন। এত বিলা খাওনের কিসু নাই, কইসিলেন না মাথা ঠান্ডা রাইখা কথা কইতে, তাই শুরু করসিলাম। এহন আপনে যেমন বিলা খাইসেন, আমি আর সাহস পাইতাসি না ভাই। আপনেরে বিলা দেওনের লাইগা তো আমি কমেন্ট করি নাই, করসিলাম ডিসকাসনের লাইগা।.............ভালো থাইকেন।

১৪ ই মার্চ, ২০১০ সকাল ১০:০২

েতজপাতা বলেছেন: ওফফফফফ......
অফিসে আর নব্বধুরে আমি এক পাল্লায় মাপি নাই।।আবার পড়ে দেখেন। আমি খালি আপনাকে বলতে চাইছি উদাহরন দিয়ে যে নতুন একটা মানুষকে সবাই বিচার-বিশ্লেষন করে, তা সে যেই হোক।আর আপ্নে সেটা ধরে চাকরি সুইচ, জয়েন কত কথা কইলেন।

আমি রাজনীতিক না, তাই বইলা রাজনীতিকরা কিভাবে দেশ চালানো উচিত সে ব্যাপারে সাজেশন দিতে পারব না?? ভারসিটির প্রটোকল নিয়া যদি আমার ভাল জ্ঞান থাকে তাইলে সাজেশন দিতে প্রব্লেম কোথায়?? একটা জিনিশ ভাল করে বুঝলে যে কেউ সেটা নিয়া কথা বলতে পারে, আমার মনে হয়। ধরেন, ২ জন ব্যাক্তি ভারসিটির প্রটোকল নিয়া সাজেশন দিচ্ছে। এর মধ্যে একজন আবার ভারসিটির ছাত্র ছিলনা জীবনেও। সেই বেটা যদি ভাল সাজেশন দেয় আপ্নে কারটা শুনবেন?? অধিকাংশ সিনেমার সমালোচকরা জীবনে সিনেমা বানান নাই। আবার উতপল শুভ্রের মত অনেকেই ক্রিকেটে না থেকে ক্রিকেট নিয়ে লেখে যায়, সারাজীবন।

আপনি বললেন বিলা খাইছি। খাব না কেন?? আপনে সীকার করলেন যে আমার লজিক ঠিক আছে।। তারপরে আপনি আমার এমন এক জিনিশ নিয়া আলোচনা করলেন যেটা আসলে আলোচনা করার মত কিছুই না। আমার লজিক যদি ঠিক থাকে তাইলে বাকি সবই ঠিক। হুদাই সাইড লাইন নিয়া ক্যাচাল করে লাভ আসে??

২০| ১৪ ই মার্চ, ২০১০ বিকাল ৫:০৪

মাহমুদহাসান বলেছেন: হ, লজিক তো ঠিকই আসে। কইসিলাম খালি একটা মাইয়া বিয়া কইরা নতুন ঘরে আইলে হেরে বিলা দেওন ঠিক না।.........যাউক ভাই, বাদ দেন, আইজকা মারাত্নক টায়ার্ড আসি, গত দুইদিনে তিন ঘন্টার মতো ঘুমাইসি মাত্র। ক্যাচাল ভাল লাগতাসে না। কাইলকা আবার অপারেটিং সিস্টেম পরীক্ষা আসে, ঘন্টা খানেক না ঘুমাইলে পড়তে পারুম না। পরে টাইম কইরা আবার গ্যাজামুনে। ভালো থাইকেন, আর, বিলা খায়েন না। গ্যাজাইলে আইটেম কিলিয়ার হয়। আপনের লগে গ্যাজায়া মজা পাইসি, পরে আপনের অন্য কোন পোস্টে ব্যাপক পিনিক লওনের নিয়ত রাখলাম। অহন খাস দিলে মাবুদে এলাহীর কাসে দোয়া রাখেন যেন কালকের পরীক্ষাতে কিছু মার্কস তুলতে পারি.......হালায় স্যার রা মাইরা হারাইলো খাটাইতে খাটাইতে।

২১| ১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৩

মাসুদ চৌধুরী বলেছেন:

১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৫

েতজপাতা বলেছেন: শুভ নববর্ষ।।

২২| ১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৮

তিক্ত প্রাণ বলেছেন: . :> :> :> :> :> :> :> :>

১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৭

েতজপাতা বলেছেন: এমন সাইড কইরা ভেটকি মারেন কেন, ভাই(!!!)

২৩| ২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩১

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: ভাই আমার কেবল একটাই প্রশ্ন.... যাহা লিখিলেন বা বলিলেন তাহাকি বিশ্বাস করেন??????????
বহুত পুরুষকে দেখেছি নিজেকে মুক্তমনের মানুষ বলে চিতকার করে করে গলা ফাটায়। কিন্তু মুক্তমনের আড়ালে আসলে তারা যে কি চায় তার ভুক্তভোগী কেবল একজন মেয়েই হতে পারে।

আপনার মতামতের উপর পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি কেবল বাহবা পাবার জন্য না লিখে যা সত্যিকারের বিষ্বসের জায়গাটা প্রসারিত করুন। তাহলে পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক স্বাস্থ্যকর হবে।

০৭ ই মে, ২০১০ রাত ১১:০৮

েতজপাতা বলেছেন: আপনার প্রশ্নের জবাব আমি দিব না। কয়েক বছর অপেক্ষা করেন। আমার বউ দিবে...

২৪| ০৭ ই মে, ২০১০ সকাল ১১:২৮

হুপফূলফরইভার বলেছেন: খতার ছেয়ে খাজে প্রোমান দাও। তুমার বউ/জি.এফরে তুমার কথা আর কাজে মিল আছে খিনা হেইডা পরমান করতে কও। হেয় তুমারে ভালা কইলে তুমি আসলেই এট্টা ভালা পোলা। আর হের কাছে খারাপ হইলে তুমি এট্টা আবুল।

তয় তুমার ছিন্তাডা আমার খুউব ভালা লাগছে। ছিন্তার লগে প্রাকটিক্যাল লাইফের মিল যেন ফাই।

০৭ ই মে, ২০১০ রাত ১১:১০

েতজপাতা বলেছেন: পাবেন, এই গ্যারান্টি দিতে পারি...

বাকিটা উপরওয়ালার ইচ্ছা...

২৫| ০৭ ই মে, ২০১০ সকাল ১১:৪৬

দখিনা বাতাস বলেছেন: ভাই তেজপাতা, আপনার মত চিন্তা ভাবনা এক কালে আমরাও করছি। কিন্তু অতীব দু:খের বিষয় দুনিয়ার সকল নারী এক রকম না। যেমন এই বল্গের সকল বল্গার এক রকম না, নিশ্চয়ই টের পাইছেন অলরেডি "মাহমুদহাসান"র কমেন্ট পড়তে গিয়া? তারে অনেক বুঝানির ট্রাই করছেন, কিন্তু তার পরেও কি দেখলেন? ত্যানা পেচাইতেই আছে। শেষ পর্যন্ত না পাইরা ১৯ নম্বর কমেন্টের রিপ্লাইয়ে "ঊফফফফফফফফফফফ" কইরা উঠলেন। এই "উফফফফফ" টা কিন্তু অনেকবারই করতে হইবো প্রেমিকা/বউ'র লগে। আর "উফফফফফফ" টা করনের পরে যেই রোজ কেয়ামত নাজেল হইবো ঐটা আর নাই বললাম আপাতত ;)

০৭ ই মে, ২০১০ রাত ১১:১৮

েতজপাতা বলেছেন: ভাই, আমার যা করা উচিত আমি তাই করব। অন্যে কি করল না করল সেটা দেখে লাভ আছে??

২৬| ১৬ ই মে, ২০১০ রাত ১২:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর চিন্তা ভাবনা

১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৯

েতজপাতা বলেছেন: ধন্যবাদ।।

২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:০৭

নার্ডী বয় বলেছেন: চমৎকার লিখেছেন।অসাধারণ আপনার চিন্তাবোধ।সবাই যদি এমন করে ভাবতো.......

++++

১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৯

েতজপাতা বলেছেন: ধন্যবাদ...

২৮| ২৩ শে মে, ২০১১ রাত ৯:৪০

আমি স্বপ্নচারী বলেছেন: আপনার পোষ্টগুলো দেখে মনে হয়েছে আপনি আইন সম্পর্কে ভালো জানেন। পারিবারিক আইন সম্পর্কে আমার কিছু জানার ছিলো। আমার ব্লগে এসে একটু সময় দিবেন। আমার যে কোন পোষ্টে এসে মন্তব্য দিলেই হবে। তারপর আমি যোগাযোগ করে নিবো। আর আপনার মেইল আইডি পেলে তো আরও ভালো হতো।

২৯| ২৩ শে মে, ২০১১ রাত ৯:৫০

মো: রাসেল বলেছেন: যাক ভাই মনে হয় সবার শেষের পাল্লাটাই আমার লেখক ভাই আপনার সবকথাই মানলাম যদি বউ জল্লাদ হয় বা স্বার্থপর ছোটলোকের বাচ্চা হয় তখন কি করব বলবেন কি ? প্লিজজজজজজজজজজজজজজজজজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.