নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছেঘুড়ি

েতজপাতা

ত্যাগেই প্রকৃত সুখ। তাই এদেশের প্রায় সকল রাজনীতিবিদ-এর উপর মুত্র ত্যাগ করে প্রকৃত সুখ লাভের বাসনা আমার।

েতজপাতা › বিস্তারিত পোস্টঃ

রেইপ এর কারন বিশ্লেষনের অপচেষ্টা!!

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

সাম্প্রতিক কালে আমাদের পাশের দেশ ভারতে এক ধর্ষনের ঘটনা ঘটার পর ধর্ষন নিয়া যে বিতর্কটি খুব বেশি হইতাছে ব্লগে, ফেসবুকে কিংবা মিডিয়ায় হেইডা হইল “ধর্ষনের পেছনের মূল কারন হল নারীর অশালীনভাবে পোশাক পড়া”। এই ব্যাপারে ব্লগ বা ফেসবুকে এত মানুষ একমত পোষন করছেন দেইখা খুবই টাস্কিত হইলাম। অবাক করা বিষয় হইল, এমন কি অনেক মেয়েরা ও বলছে যে “ওয়েষ্টার্ণ কালচারে দিনে দিনে অভ্যস্ত মেয়েরা তাদের ব্যবহার, তাদের পোশাক দিয়ে ভুল বার্তা দিচ্ছে, যার কারনে রেপ বাড়ছে দিনে দিনে”। (লিংকঃ Click This Link ) মজার ব্যাপার হল এমন বক্তব্যের পেছনে কিছু ডেটা খুব সহায়ক ভূমিকা পালন করছে। অনলাইন ভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়ার একটা চার্ট উল্লেখ করা যেতে পারে (লিংকঃ Click This Link )। যেখানে দেখা যাচ্ছে উন্নত বিশ্বে তুলনামূলক ধর্ষনের হার অনেক বেশি। অনেকেই তাই বলার চেষ্টা করছেন অবাধ যৌনতা/অশালীন পোশাক পড়া/ড্রিংক করা ইত্যাদির কারনে ওইসব দেশে ধর্ষন বেশি হচ্ছে।



একটা অবাক করা বিষয় হচ্ছে মেয়েদের শালীন পোষাক পড়া না পড়া নিয়ে দেখি শিক্ষিত আর অশিক্ষিত অনেকের দৃষ্টিভঙ্গি একইরকম। তাদের বক্তব্য অনেকটা এ রকম যে, “তুই দেখিয়েছিস বলেই তো আমি উত্তেজিত হয়েছি। না দেখালেতো হতাম না”। তাই মেয়েরা বুঝেশুনে কাপড় পড়তে হবে। মানে মেয়েরা কি পড়বেন না পড়বেন সেটা নির্ধারন করে দিতে চাইছেন তারা!!!! অতএব মেয়েদের ইজ্জত রক্ষা করতে হলে পোষাক পড়ার স্বাধীনতা বিসর্জন দিতে হবে!!??? স্বাধীনতা নাকি ইজ্জত রক্ষা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা নির্ধারন করার দায়িত্ব নারীর।। একটা তুচ্ছ নারী স্বাধীন হওয়া এবং ইজ্জত রক্ষা দুটাই চাইতে পারেনা । নারীরা খারাপ খারাপ পোশাক পড়ে ঘুরবে, আর তাকে আমরা নিরাপত্তা দেব, এমন মহান দায়িত্ব আমরা নেই নাই। তাই না?



আচ্ছা, এখন যদি নারীরা স্বাধীনতা ত্যাগ করে ইজ্জত রক্ষা করতে চায় তো যেসব “মহান পুরুষ এবং নারী” পোশাকের শালীনতা নিয়ে এত চিৎকার করছেন, তাদের কাছে এক্ষনে আমার এই প্রশ্ন যে শালীনতার সংজ্ঞা কি?? কতটুকু পোশাক পড়লে সেটা শালীন বলে আপনারা মনে করবেন?? আমার ধারনা এ বিষয়ে আমি হাজার ধরনের কথা শুনতে পাব!!



এ বিষয়ে একটা ঘটনা মনে পড়ল। একবার সন্ধ্যার দিকে বাসে করে বাসায় ফিরছিলাম। তো দাড়িয়েছি দরজার সাথে। পাশ দিয়ে যখন একটা সিএনজি যাচ্ছিল (যেখানে জিন্স আর ফতুয়া পড়া একটা মেয়ে ছিল) তখন হঠাৎ আমাদের বাসের হেল্পার একটা খারাপ কমেন্ট করে বসল। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম এমন করার কারন তখন সে বলল জিন্সের প্যান্ট আর ফতুয়া কোন ভাল মেয়ে পড়ে না। তার মানে কারো কারো কাছে জিন্সের প্যান্ট আর ফতুয়া পড়া খারাপ, কারো কাছে আঁটসাঁট পোশাক পড়া খারাপ, কারো কাছে মিনি স্কার্ট পড়া খারাপ। তো আপনার কাছে কোনটা খারাপ, কোনটা অশালীন?? আগে আপনারা ঠিক করেন যে একটা মেয়ে কি কি ড্রেস পড়তে পারবে । তারপর বলেন যে এই ড্রেসটা অশালীন, তুমি এটা পড়বা না।



তাহলে কি দাড়াল এখন?? মেয়েরা কি ধরনের শালীন পোষাক পড়বে সেটা আপনি ঠিক করে দিলেন এবং এই নিশ্চয়তা দিলেন যে শালীন পোষাক পড়লে আর কেউ ধর্ষিত হবে না। তাই কি?? ভাল কথা, আপনি যে আরেকজনের ড্রেস ঠিক করে দিচ্ছেন, আপনার নিজের পোশাক আরেকজনের কাছে কতটুকু গ্রহনযোগ্য?? অনেকেই তো ভাই লাল রঙ সহ্য করতে পারে না। আপনি লাল রঙ এর কাপড় পড়া তাহলে বন্ধ করে দেন। এখন কিন্তু আবার আপনি নানারকম যুক্তি দাঁড় করিয়ে দিয়েন না, নিজের ঘাড়ে পড়ল দেখে।



চলেন একটু গুগল সার্চ মেরে কিছু জিনিস দেখি। “রেপ ইন বাংলাদেশ” লিখে একটু সার্চ দিন। এবার আমাকে বলেন কয়টা সার্চ রেজাল্ট এ এসেছে যে রেপটা হচ্ছে ঢাকায় আর কয়টা গ্রামে?? বাজি ধরে বলতে পারি গ্রামে বেশি রেপ হচ্ছে, এটাই আপনি দেখবেন। এখন জনাব আপ্নেই বলেন বাংলাদেশের গ্রামের মেয়েরা কি ধরনের অশালীন পোষাক পড়ে!!!???



আপনি যদি বলেন যে গ্রামের মেয়েরা অশালীন পোষাক পড়ে তাহলে আবার সার্চ দিয়ে দেখেন অনেক গুলা রেপ ভিক্টিমই হচ্ছে ১৪/১৫ বছরের নিচের বাচ্চা। তাহলে ম্যাক্সিমাম ১৪/১৫ বছর বয়সের একটা বাচ্চা যদি অশালীন পোষাক পড়ে এবং সেটা দেখে যদি কেউ উত্তেজিত হয়ে যায় তবে আমার আর তেমন কিছুই বলার নাই!!! এবার আপনাকে প্রশ্ন করি, গ্রামের একটা মেয়ে কোন অশালীন পোষাক পড়ার কারনে রেপড হয়!!!?? আমি জানি আপনি উত্তরটা দিতে পারবেন না। আমি বলব আসলে সে পোষাকের কারনে যতটা না রেপড হয় তারচেয়ে বেশি রেপড হয় আপনার/আপনাদের মত কিছু চিন্তাশীল মানুষের বিকৃত চিন্তা-ভাবনার কারনেই, যারা মনে করেন “রেপড তো হইবই, যেই ড্রেস পড়ছে, মরা মানুষের ও লোম খাড়ায় যাইব, আর অয় তো আস্তা বেডা। অর আর দোষ কি??”



আমাকে এবার বলেন তো বাচ্চা ছেলেরা কেন রেপড হয়!!!??? অশালীন পোষাকের কারনে??



চলেন আবার একটু গুগল মামুর শরনাপন্ন হই। “রেপড বাই পাদ্রী, হুজুর, হিন্দু ধর্মগুরু কিংবা মঙ্ক” লিখে সার্চ দিয়ে দেখেন তো কি পান?? কি অবাক হলেন??? অনেক অনেক ঘটনা পাচ্ছেন?? সার্চ বন্ধ করে এবার আরেকটা প্রশ্নের উত্তর দেন। এসব ধর্মগুরুরা তো সন্ন্যাসী টাইপ। তারা হিন্দি খুললাম খুল্লা নাচও দেখে না, আবার পর্ণ ও দেখেনা অথবা ওয়েষ্টার্ন কালচার (নাইট ক্লাব/অবাধ যৌনতা/ড্রিঙ্ক) এ ও অভ্যস্ত নয়। তাই না?? তাহলে তারা কেন রেপ করে!!??? কি ভাই আসমানের দিকে উদাস হইয়া চাইয়া রইলেন কেন?? বললেই তো পারেন উত্তরটা আপ্নে দিতে পারবেন না।



আসলে ভাই উত্তর একটাই। জানোয়াররা রেপ করে, কারন তারা জানোয়ার, তারা বিকৃত মনের মানুষ। ওয়েষ্টার্ন কালচার/ফ্রি মিক্সিং/অশালীন পোষাক পড়া/ড্রিংক করা ইত্যাদি কথা বলে আপনি একটা জানোয়ারের পক্ষ না নিয়া আসেন এর প্রতিবাদ করি, নিজেদের গায়ের ময়লা পরিষ্কার করার চেষ্টা করি। জানোয়ারের সাপোর্টার জানোয়ার ই হয়, মনে রাখবেন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

সময়একাত্তর বলেছেন: পোশাক নয় প্রয়োজন মানসিকতা পরিবর্তন।

সহমত।

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

েতজপাতা বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

রীতিমত লিয়া বলেছেন: জানোয়ারের সার্পোটার জানোয়ারই হয়। সহমত

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

েতজপাতা বলেছেন: ধন্যবাদ।। আপনার প্রোফাইলের কার্টুনটা দারুন।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

মেংগো পিপোল বলেছেন: ইদানিং আরম্ভ হয়েছে ধর্ষণ, এবার আমরা সবাই বিচার প্রার্থী কিন্তু জেন্ডার বৈসম্ম এবং নারীর পোশাক পরার অধিকার নিয়ে টানা-হেচড়া।
আমি কেবল একটা কথা বলি, একটু কড়া ভাষায়ই বলি,

যারা রেপ কে সমর্থন করে তারা যেমন খারাপ। তেমনি যারা অশ্লীল পোশাক সমর্থন করে তারাও সমান দোষে দুষ্ট।
জনাতে চান কেন?
কারন দুই দলই মজা লয় এক দল চোখ দিয়া আর এক দল শরীর দিয়ে।

তবে,

আমরা সোচ্চার হব রেপের বিরুদ্ধে। রেপ কে কোন যুক্তির মাধ্যমে সমর্থন করা যায়না। এভাবে চলতে পারেনা, না। বিচার ধর্ষকদের হতেই হবে এই বাংলায়।

View this link

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

েতজপাতা বলেছেন: অশ্লীল পোশাক সমর্থন/অসমর্থন করার কি আছে আমি ঠিক জানিনা। কে কি পড়বে সেটা কি তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার না!!!?????

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: +++++++++++

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

েতজপাতা বলেছেন: ধন্যবাদ!! ভাই, প্রোফাইলের পিকটা কি বাঘ না বিড়াল!!??? হাহাহা।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

নাজিয়া জামান বলেছেন: http://www.bodlejaobodledao.com/archives/28817

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

েতজপাতা বলেছেন: দারুন লেখা। ধন্যবাদ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

নাজিয়া জামান বলেছেন: ফেইসবুকে প্রায় সময় একটা পোস্ট আসে একটা মেয়ের ছবি তাতে ক্যাপশান এরকম যে “ ওই মাইয়া ওড়না গলায় না দিয়া বুকে দে কামে দিব “আবার অনেকে হিজাব পড়া বিভিন্ন মেয়ের ছবি দেয়, যেখানে বলা হচ্ছে যে যদি হিজাব পড়া হয় তবে ইভ টিজিং আর হবে না এবং ইভ টিজিং এর জন্য মেয়েদের প্রত্যক্ষ ভাবে দায়ী করা হচ্ছে ।

এই সব ক্ষেত্রে আমি সবিনয়ে বলতে চাই এই পর্যন্ত যত মেয়ে ধর্ষিত হয়েছে তারা সবাই যে উত্তেজক পোশাক পড়া ছিল তা কিন্তু নয় । যেমন আদালত পাড়ায় তানিয়া নামের একটা ৪ বছরের মেয়ে রেপড হয়েছিল । তাকে দেখলে কোন উম্মাদগ্রস্থ অথবা বিকারগ্রস্থ পুরুষ উত্তেজিত হবেন সেটা প্রশ্নবিদ্ধ ব্যাপার এবং যেসব মেয়ে রেপড হয় তারা বেশীর ভাগই স্কুল পড়ুয়া বাচ্চা মেয়ে যারা খুব সাধারন স্কুল ড্রেস পড়ে স্কুলে যায় এবং কিছু বিকারগ্রস্থ পুরুষ আছে যারা মেয়েটিকে রেপ করে ।

বেশ কিছুদিন আগে পেপারে এ একটা বাচ্চা মেয়ের কথা এসেছিল যে মাত্র মাত্র ক্লাস ফোর অথবা ফাইভে পড়তো এবং বখাটেদের ভয়ে সামনের পুকুরে ঝাঁপ দেয়। মেয়েটি কি পুকুরে পড়ে মারা গিয়েছিল ? আমার মনে নেই । আজ যখন এই লেখা লিখছি এর মধ্যেই আর একটি ভয়াবহ লজ্জার একটা খবর দেখলাম । ক্লাস টেন এ পড়ুয়া একটা মেয়েকে নামকরা একটা স্কুলের কয়েকটি ছেলে মিলে গণ ধর্ষণ করেছে । কি ভয়াবহ লজ্জা আর বিপদের কথা । ছেলেগুলোর চেহারা দেখছিলাম । কি নিরীহ আর নির্দোষ চেহারা । বলার মত কি থাকে জানিনা ।

আর একটি কথা আমি সবিনয়ে মনে করিয়ে দিতে চাই যে যেসব মেয়েদের সংক্ষিপ্ত পোশাক নিয়ে মন্তব্য করা হয় তারা এই দেশের গুটিকয় মিডিয়ার অথবা উচ্চবিত্ত সমাজের অংশ মাত্র । তারা এই দেশের সমাজের নারীর প্রতিনিধিত্ব করে না । হালিমা, সালিমা, রিনা নামক সাধারণ মেয়েরাই এদেশের মেয়েদের প্রতিনিধিত্ব করে যাদের আসলে বিলাসী হওয়ার মত যথেষ্ট কাপড় চোপড় থাকে না । একটি অথবা দুটি শাড়ী অথবা জামা কাপড় দিয়ে তাদের কোনোরকমে দিন চলে যায়।

আমরা যখন এমবিএ পড়ি তখন হিউম্যান রিসোর্স এর একজন স্যার একদিন ক্লাস এ বলেছিলেন, দেখ বাংলাদেশের মেয়েরা অনেক রক্ষণশীল, অনেক শালীন আর ভদ্র ড্রেস পড়ে তাছাড়া এখানকার মানুষ খুব ধার্মিক। কিন্তু একটা মেয়ে কি রাত একটা বাজে একাকী ঘর থেকে বের হতে পারবে? মোটেই নয় । কিন্তু ইউরোপ আমেরিকায় তো মেয়েরা রাত তিনটা বাজেও গ্যাঞ্জি হাফপ্যান্ট পড়ে বের হতে পারে । সে তো বিপদমুক্ত । তাহলে এই যে ধর্মীয় মূল্যবোধ এটা কেন রক্ষা করতে পারছে না । আসলে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে । সে নারীই হোক কিংবা পুরুষই হোক ।

নাজমুননাহার

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

েতজপাতা বলেছেন: অশ্লীল পোশাক সমর্থন/অসমর্থন করার কি আছে আমি ঠিক জানিনা। কে কি পড়বে সেটা কি তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার না!!!?????

"আসলে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে । সে নারীই হোক কিংবা পুরুষই হোক" । ধন্যবাদ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

নতুন বলেছেন: যখন খারাপ মানুষ জানে যে তার বিচার হবেনা... তখন সে তার ক্ষমতা কাজে লাগায়...

দেশে বেশির ভাগ রেপের ঘটনা মেয়েরা লুকিয়ে ফেলে.. কাউকে বলেনা..

যেই গুলি লুকাতে পারেনা ( শারীরিক নিযাতনের মাত্র খুব বেশি হয়) ... সেইগুলিই মানুষ জানতে পারে...

সমাজের মানুষের নৈতিক অধপতনের ফল এই রেপ...

পোষাখ একটা বাহানা মাত্র...

আমি বাইরের ৩টা দেশের সমাজব্যবস্হায় দেখেছি মেয়েরা অনেক খোলামেলা পোষাখ পরে... কিন্তু তাদের আমাদের দেশের মতন ইভটিজিং বা ধষ`নের শিকার হতে হয়না...

২টা দেশে আমাদের দেশের ছেলেদের দেখেছি ঐ সব সল্পবসনাদের দিকে তাকিয়ে আছে... কিন্তু কেউই তাদের উদ্দেশে ১টা শব্দও করে না...

কারন??????????

কারন ঐ মেয়ে যদি পুলিশে কম্পেন করে তবে ছেলে কে হাজতে যেতে হবে... তারপরে দেশে পাঠিয়ে দেবে!!!

আমাদের দেশে কিন্তু ঐ ছেলেই মেয়েদের উতপাত করবে... কারন সে যানে... তার মামা/চাচা./বাবার জোড় আছে..তাই পুলিশে তাকে কিছু করবেনা...

সমাজে যদি কারুর ছেলের বিরুদ্ধে কেউ নালিশ করে... তবে বাবা/মা তার ছেলৈকে শাসন না করে ঐ মেয়ের লোককে উল্টা শাসিয়ে দেয়...

দেশে এখন ৫টা ১০টা ধষ`ক কে রেব ক্রসফায়ারে মেরে ফেলুক... দেখবেন ধষন কমে গেছে...ইভটিজিংও বন্ধ হয়ে যাবে...

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

েতজপাতা বলেছেন: আপনার সব কথার সাথেই আমি একমত। কিন্তু ক্রসফায়ার কোন সমাধান না। এতে একজন নিরপরাধী ও যদি ক্ষতিগ্রস্থ হয়, তবে তার দায়ভার কে নেবে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.