নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমুঠো মুক্তি

ভাল আছি ... অনেক ভাল... জীবনে যা চেয়েছি তার প্রায় সবটুকুই পেয়েছি... আমি এ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন

একমুঠো মুক্তি › বিস্তারিত পোস্টঃ

এসি কিনতে চাই। Haier এর এসির সার্ভিস কেমন?

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

আমি একটা ১ টনের এসি কিনতে চাই। আজকে মোহাম্মদপুরে শিয়া মসজিদের সামনের Hayes & Haier এর শোরুমে দেখলাম Haier এর এসির দাম ৪৫ হাজার টাকা। এখন নাকি আবার ৩ হাজার টাকা ডিসকাউন্টও দিচ্ছে সব মডেলে? এখন আমাকে যদি কেউ কিছু সাজেশন দিতেন তাহলে অনেক অনেক ভাল হত।



১- Hayer এর বর্তমান এসিগুলার সার্ভিস কেমন?

২- অন্য কোন ভাল এসি আছে? General বাদে? এটার অনেক দাম। একটু কম দামের মাঝে ভাল ১ টনের স্পীল্ট এসি কোনটা?



সবাইকে ধন্যবাদ। একটু সময় করে কমেন্ট করে যাবেন প্লীজ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২১

আমি ব্লগার হইছি! বলেছেন: Haier এর এসি ভালো। আমাদের অফিসে একটা Haier এর এসি আছে। ভালোই চলে। তবে রিমোট টা খুবই ছোট। panasonic এর এসি আরো ভালো। দামের পার্থক্য যদি বেশি না হয় তাহলে আপনি panasonic কিনতে পারেন।

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

একমুঠো মুক্তি বলেছেন: ধন্যবাদ। Haier এর এসিটা কবে কেনা? এবং কোন শো রুম থেকে ভাই?

৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

আমি ব্লগার হইছি! বলেছেন: ৫ বছরেরও বেশী আগে কেনা, উত্তরার singer এর শোরুম থেকে।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

নাহিদ তামিম বলেছেন: ১ম কথা ১টনের এসি না কেনাই ভাল। দাম কম মনে হলেও সার্ভিস তেমন না, Electricity বেশি যায়। মানে মেসিন টা সবসময় চলতে ঠাকে এই কারনে Electricity খরচ ও বেশী। 1.5 এর দাম বেশি হলেও দ্রুত ঠান্ডা হয় এই কারনে কম্প্রেসার কে সব সময় চলতে হয়না। ফলে Electricity খরচ ও কমে যায়। SHARP এর এসি দেখতে পারেন।

৫| ১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৪

আবু তাহের সাগর বলেছেন: এসির বর্তমান মূল্য দেখতে পারেন এখানে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.