![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে এখন অস্থিরতা বিরাজমান। কারণ একটাই ন্যায্য দাবি আদায়। ৩০ লাখ শহীদের দায়, লাখো মা- বোনের সম্মানহানির দায় থেকে নিজেদের মুক্ত করার। যখন কোন সংগ্রাম শুরু হয় বাঁধা আসবে না তা কি করে হয় !!! তেমনি একটি বাঁধা মানুষের কটূক্তি শ্রবণ। সেগুলো এড়িয়ে চলে সামনে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ, সেটাই সাহসিকতা আর সংগ্রামে জয়ী হয়ে তাদের থোতা মুখ ভোতা করে দিয়ে বীরের হাসি হাসা।
সংগ্রামের অংশ হিসেবে হচ্ছে অনেক লেখা লেখি। তেমনি একটি লেখা পরলাম। তাতে অনেক মানুষের অনেক কটু বাক্য দেখলাম। মনে হচ্ছিলো তারা যা করছে কিছু একটা বলি। কিন্তু পরে ভেবে দেখলাম তাহলে তার আমার মাঝে পার্থক্য কোথায় ???
কিন্তু তাদের একজনের একটি প্রশ্ন দেখে আসলেই চুপ করে থাকতে হল !!! "kader mollare nia lagco ken? shonar chelera j clg university'r meyeder k dhorshon kortece oder pechone laiga dekho !!! "
তার এই কথাটার যথেষ্ট যৌক্তিকতা আছে তা স্বীকার না করে উপায় নেই। আসলেই তো দেশ পরিচালনার ভার আমরা জনগন যাদের হাতে তুলে দেই তাদের অপারগতার ভার তো আমাদেরই। সেটা আমরা পূরণ করলেই তো হল। দায়ভার নিয়ে তো আর থাকতে হল না। হয়তো ছোট মুখে অনেক বড় কিছু বলে ফেললাম কিন্তু যেহেতু সংগ্রাম শুরু তো আমরা শপথ নিতেই পারি !!!
©somewhere in net ltd.