নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মৃতির ছেঁড়াপাতা

নিভৃতচারী নক্ষত্র

স্মৃতির ছেঁড়াপাতা › বিস্তারিত পোস্টঃ

দেখা হবে বিজয়ে ... হবেই !!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

হয়তো এখন চুপ করে বসে থাকার সময় না। সময় এখন যার মনে যা আছে তা চিৎকার করে বলা। কেউ আমার কথার ধার ধারবেনা, কি লাভ এইসব করে এই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাপিয়ে পরার সময় এটা। নিজের চিন্তা ভাবনা সবার মাঝে ছড়িয়ে দিয়ে সচেতনতাকে আর বাড়িয়ে তোলা, চেতনা বোধের ঘুমন্ত ভাবকে দুমড়ে মুচড়ে অন্যায়কে মোকাবেলা করার সময় এটা। তাই সবার কাছে অনুরোধ অনেক সময়তো নষ্ট করছিই। কাল না হয় কিছুটা সময় নষ্ট করি মায়ের জন্য। ৩০ লাখ শহীদের দায়, লাখো মা- বোনের সম্মানহানির দায় থেকে নিজেদের মুক্ত করার জন্য।

আমি জানি আমার ছেলে-মেয়ে একদিন ইতিহাস বই আমার সামনে এনে জিজ্ঞেস করবে,বাবা "প্রজন্ম চত্বর" কি? ২০১৩ এর ফেব্রুয়ারী মাসের শুরু তে কি হয়েছিল ওইখানে? আমি জানি আমি সেইদিন মাথা উঁচু করে খুব গর্বের সাথে তাকে উত্তর দিতে পারবো। আশা করি সেইদিন আপনারা কেউই মাথা নত করে, নিচু গলায় উত্তর দিতে পছন্দ করবেন না।



আবার আগামীকাল কিছু পুরাতন মুখের সাথে,কিছু নতুন মুখের প্রত্যাশায় থাকলাম। দেখা হবে বিজয়ে !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.