নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
“মায়ের দোয়া বিদ্যুৎ বেগে আল্লাহর দরবারে পৌছে যায়, আর আল্লাহ তাআলাও সে দোয়া কবুল করে “ - বলে একটি কথা প্রচলিত আছে, আমি জানি না, এটি কোনো হাদিসে আছে কি না !!! তবে আমার মনে হচ্ছে এই বাচ্চা ছেলের মায়ের দোয়া কবুল হবে, তার “আম্মুর নির্দেশ গায়ে গুলি না নিয়ে বাসায় ফিরবি না” এই ছেলে গুলি খাবে তবে আজকে থেকে হয়তো বিশ বছর পর !!! নিজে হবে সন্ত্রসী এবং গুলিও খাবে সন্ত্রাসীর হাতে, আর জায়গা হবে আঞ্জুমান মফিদুল ইসলাম মর্গে !!!
- মর্গে এতো এতো বেনামী লাশ কার ? - কারো না কারো দোয়া আর বদ-দোয়ার ফসল !!!
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন: ছাত্র আন্দোলোন হয়েছে ১৯৫২ - ১৯৭১ এখন আর প্রয়োজন নেই, এখন ছাত্রদের উচিত পড়ালেখা করা নিজেকে গড়া, কোনো ছাত্রকে দেশ গড়তে করতে হবে না - ছাত্র সে নিজেকে গড়ুক এটাই দেশ গড়া, ছাত্র সে নিজেকে গড়ুক এটাই তার পরিবার গড়া । ছাত্রছাত্রী বাসায় ফিরে যাক কারো দ্বারা প্ররোচিত না হোক, প্রতারিত না হোক - এটাই কাম্য ।
আর কতোদিন দোদূল্যমান থাকবেন, স্থির হোন তাহলে এলোমেলো চিন্তাভাবনা আর হবে না।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭
চাঁদগাজী বলেছেন:
যারা এই ধরণের প্লাকার্ড এসব বাচ্চাদের হাতে দিয়েছে, তারা শিশু ও জাতি বিপক্ষে কাজ করছে।
অবশ্য এই অবস্হার জন্য শেখ হাসিনাও দায়ী; দেশে অরাজকতার ফলে স্কুলের বাচ্চা যদি বাসের নীচে প্রাণ হারায়, অন্য বাচ্চারা প্রতিবাদ করবেই; শেখ হাসিনা বাংগালী জাতিকে পংগু করে দিচ্ছে; বেগম জিয়া, জামাত, এরশাদ এগুলো করলে সাজে; উনি শাহজাহানের মত ডাকাতের হাতে যোগাযোগ ছেড়ে দিতে পারেন না।
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন: বাচ্চাদের মা বাবা বড় আগ্রহ নিয়ে মজা দেখছে ছেলে বড় হয়ে দেশে নেতা হবে !!! দেশের মানুষকে পেটাবে, দেশের মানুষ তাদের ছেলেকে জ্বি ভাই জ্বি ভাই করবে, সেই ছেলে হবে বিশাল এক “ভাই” !!! শাহজাহান একটা ছাগল, তাই বলে দশ হাজার ছাত্রছাত্রী ও শাহজাহানের সাথে ছাগল হয়ে যাবে ???
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬
লায়নহার্ট বলেছেন: {আপনি কি দেখছেন না নিচে লেখা Reform Quota? আপনারা এমন কেন? এগুলো করে খুব সুখ পান?}
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন: লায়নহার্ট ভাই, আমি জানি না আপনার বয়ষ কতো ? আমি জানি না আপনি বাবার হাতে মার খেয়েছেন কি না ? তবে আমি জানি এই পোষ্টার হাতে ছেলে মা বাবার হাতে জীবনে মার খায় নি। দুই একটা থাপ্পড় খেলে আজকে সে পড়ার টেবিলে থাকতো, কোটা হোক আর ডিব্বা হোক আর বোতল ই হোক আন্দোলোনে সে থাকতো না ।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১০
লায়নহার্ট বলেছেন: {ভাই, প্রথমত ছবিটা এই মুহূর্তে চলমান আন্দোলনের না সেটা পরিষ্কার তাই না? (উত্তর দিবেন) আপনার মনে নাই শাহাবাগের আন্দোলনে কথা বলতে না পারা শিশুর গালে লেখা ছিলো "ফাসি চাই"। আর এই ছেলেটা যে একা আন্দোলনে আসে নাই, বাবা মার সাথে এসেছে সেটা বোঝার জন্য কি আইনস্টাইন হওয়া লাগে? ১ম মন্তব্যের প্রতিউত্তের আপনি যা বলেছেন তার প্রেক্ষিতে বলি, ছাত্র আন্দোলন তখন "স্বাধীন পাকিস্তানে" হয়েছিলো এখন স্বাধীন বাংলাদেশে হচ্ছে। একদল লোক সবসময় যৌক্তিক দাবিকে অপমান করে, হেয় করে, বন্ধ করে দিতে চায় (এই যেমন কি সুন্দর করে আপনি কোটা আন্দোলনকে অপমান করলেন!), একটা স্বাধীন দেশে তো স্বাধীনতার জন্য আন্দোলন হবে না, হবে অন্যায়ের প্রতিবাদে। ২এর আপনার উত্তরের বিষয়ে বলি, বাবা মা চায় সে একদিন গর্ব করে বলবে, এই যে আজকে সুন্দর নিরাপদ রাস্তা দেখছো, আমার সন্তান এর জন্য আন্দোলন করে আহত হয়েছিলো। আপনি একদিনও এই ছেলেমেয়েদের সাথে গিয়ে দাড়ান নি; আপনি অভিভাবকদের মনের কথা জানেন? তিনি চান না তার ছেলেমেয়ে বাসচাপা পড়ুক। আমি আপনাকে সম্মান করি}
১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই লায়নহার্ট, আপনার সম্মানের সম্মানে বলছি আন্দোলোন শুরু থেকে শেষ পর্যন্ত কি মনে হয়য়েছে - সাজানো কিছু আছে কি ? আপনি বলতে পারেন এই দেশে ১৯৪৭ থেকে এই খেলা চলছে - নাটক !!! এই দেশে আন্দোলোনের নামে নাটক চলে - প্রান দেন কিছু সাধারণ মানুষ - তারপর হয় “লাশের রাজনীতি” !!!
আপনার সম্মানের জন্য রইলো অনেক অনেক শুভকামনা ।।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১৪
নীলপরি বলেছেন: কাজ কিছু হচ্ছে ।তবে দৃষ্টি আকর্ষনের চেষ্টা যেন বেশী বলে মনে হয় ।
১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন: তবে দৃষ্টি আকর্ষনের চেষ্টা যেন বেশী বলে মনে হয় বলতে তাই করা হয়েছে । নাটকের জন্য দেনা হয়ে গেলো বিএনপির এই দেনা বিএনপির পরিষোধ করতে হবে - সুদ সহ ।।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
শাহজাহানকে সরিয়ে দেয়া শেখ হাসিনার জন্য খুবই দরকারী পদক্ষেপ; আবুলকে সরায়ে উনি একযাত্রা অপমান থেকে বেঁচেছিলেন।
০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১
ঠাকুরমাহমুদ বলেছেন: শাহজাহান মনে হচ্ছে আওয়ামী লীগ এর চেয়ারের চার পায়ের এক পা !!! তাকে সরালে চেয়ার তিনপায়া হয়ে যাবার সম্ভবনা !!!
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯
জগতারন বলেছেন:
শাজাহান খান এখন দুর্গন্ধময় ডাইপার (diapers) ছাড়া আর কিছুই না।
এই কু**র বাচ্ছা শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।
এই হারামী কে সরানো এখন সময়ের ব্যাপার মাত্র।
শেখ হাছিনা যদি মনে করেন; শাজাহান খাঁনের শ্রমিক বাহিনী
তার ভোটের বাক্স ভরে দেবে;
তা শুধুই অলিক ও স্বপ্ন।
আচমত খাঁ মোক্তারের ছাওয়াল
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?
খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
১৯৭৯ সালে তরুন মেধাবী ছাত্র নেতা
হেলালুল ইসলাম (রাংগু)-কে
সর্বহারার গুন্ডা দিয়া গুলি করে মেরে
পথের কাঁটা সরাইয়ে নেতা হয়েছিলে !!!
খালুর দখল করা বাড়ীর সামনে নিজের এক দৈত্তাকৃতি
ছবি টাংগাইয়াছে এই শাজাহান খাঁন
যেন বলতে চান;
"অত্র এলাকায় আমিই বড় দানম,
আমার সামনে আসবিতো এক্কেবারে চাঁবাইয়া খামু"
ওর বাপে মোক্তারি করতো মাদারীপুর কোর্টে।
ওর মা'র মাথায় ছিল 'সিট'।
ওর বাবার মক্কেল-এর সাথে মতের অমিল হইলেই
ওর মা মাছ কোটার ছুড়ি নিয়া সেই মক্কেলকে ধাওয়া করতো।
ওর বাবার নুন আনতে পানতা ফুরাতো।
এখন এই কু**র বাচ্ছার হাজার কুটী টাকা সুইস ব্যাঙ্কে জমা।
এ সব টাকাই বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের টাকা।
এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!!
০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন: এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!! - লাভ কি এরা মুখে চপেটাঘাত খেয়ে অভ্যস্ত, দুর্গন্ধময় ডাইপার (diapers) দিয়ে মুখে মারা কি সম্ভব !!!
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯
অর্থনীতিবিদ বলেছেন: এই ধরনের প্লাকার্ড দিয়ে মনে হয় তীব্র আন্দোলন করতে বলা হয়েছে।
১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন: বিএনপির হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেল - এখন বোঝবে কতো ধানে কতো চাল (হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস)
৯| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব এটেনশান সিকার। পোস্টার বিপ্লবী...
১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন: এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
১০| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: স্কুল তো বন্ধ।। তাহলে স্কুল ব্যাগ আর ইউনিফর্ম পরা এরা কারা?
১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন: ঐ যে কথা আছে
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
১১| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬
প্রামানিক বলেছেন: এত ছোট বাচ্চাকে মায়ের এমন দোয়া করা ঠিক না।
১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রমানিক ভাই, দেশ ছেলেমেয়ে ছাত্রছাত্রী পাগল হয়েছে কারণ অভিভাবক বড় পাগল ।।
১২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৪
ল বলেছেন: উন্নত দেশের তকমা বুঝি লাগলো
১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:১০
ঠাকুরমাহমুদ বলেছেন: মধ্যেম আয়ের দেশ বলে গণ্য হয়েছে - মিডিয়াতে, কেউ স্বিকৃতি দিয়েছে এমন কোনো দেশ বা প্রতিষ্ঠান আছে কি ? জানা নেই, যাই হোক বাংলাদেশ মধ্যেম আয়ের দেশ হয়েছে তাই “মাল সাহেব” নতুন উদ্যমে মাঠে কুস্তি লড়বেন বলে ধারণা করছি ।।
১৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০২
ল বলেছেন: এখন অর্থনীতি যেভাবে এগোচ্ছে, সেই ধারায় এগোলে ২০২১ সালেও বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে না
অনেকে বলছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। মধ্যম আয়ের দেশ বলতে যদি উচ্চ মধ্যম আয়ের দেশ বোঝানো হয়ে থাকে, তাহলে তা এ সময়ের মধ্যে সম্ভব নয়। কারণ, বিশ্বব্যাংকের হিসাবে যেসব দেশের গড় মাথাপিছু আয় ৪ হাজার ১২৬ থেকে ১২ হাজার ৭৩৫ ডলার, সেই দেশগুলোকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে বাংলাদেশের গড় মাথাপিছু আয় এক হাজার ৬০৫ ডলার। আগামী চার বছরে আয় ওই পর্যায়ে যাওয়া অসম্ভব।
১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে যেহারে অবচয় ও প্রবৃদ্বি বাড়ছে তাতে করে অদুর ভবিষ্যতে বাংলাদেশ সম্পূর্ণ আমদানী নির্ভর একটি দেশে পরিনত হবে - হিন্দুস্তান টাইমস ।।
তাহলে পরিস্কার যে বাংলাদেশ তখন নেপাল এর মতো মাউবাদী দ্বারা নিয়ন্তিত হবে - এখন বিবেচ্য যে বাংলার মাউবাদী কারা ???
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩
দোদূল্যমান বলেছেন: এলোমেলো চিন্তাভাবনা।