![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
বহুদিন ধরে একটি কথা শুনে আসছি—“নারীরা আরব দেশে অসম্মানিত অবস্থায় থাকে।”
কিন্তু আমি আরব দেশে গিয়েছি, থেকেছি, এবং প্রায় দুই মাস ধরে একাধিক জেলায় ঘুরেছি।
সত্যি বলছি—আমি সেখানে কোথাও নারীদের অসম্মানিত হতে দেখিনি।
>>> আমি দেখেছি, আরবের নারীরা রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করছেন
>>> আমি দেখেছি, আরবের নারীরা ব্যাংক, হাসপাতাল, মার্কেটে স্বাচ্ছন্দ্যে কাজ করছেন
>>> আমি দেখেছি, আরবের পরিবারে নারীদের সিদ্ধান্তমূলক ভূমিকা রয়েছে
সম্মান মানে শুধু পোশাকের স্বাধীনতা নয়, বরং নিরাপত্তা, মর্যাদা ও ব্যক্তিত্বের স্বীকৃতি।
আরব সমাজে হয়তো পোশাকের ধরন বা ধর্মীয় সংস্কার আছে, কিন্তু তার মানে এই নয় যে নারীদের ‘দাসী’ করে রাখা হয়েছে।
মিথ ও বাস্তবতার ফারাক
সামাজিক যোগাযোগমাধ্যম বা কিছু আন্তর্জাতিক প্রচারে আরব বিশ্বকে একরকম "অনারবিক" করে তোলা হয়।
কিন্তু সেখানকার বাস্তবতা অনেক বেশি জটিল, সংস্কৃতিমূলক ও ধর্মনির্ভর।
সব দেশে যেমন বৈষম্য আছে, তেমনি উন্নয়নের দৃষ্টান্তও আছে—সৌদি আরব, কাতার, ওমানের মতো দেশগুলোতে নারীরা শিক্ষায়, কর্মসংস্থানে ও উদ্যোক্তা হিসেবে দৃঢ়ভাবে এগিয়ে আসছেন।
আমার আহ্বান
পর্যবেক্ষণের চেয়ে অভিজ্ঞতা বড়।
কোনও জাতিকে, সংস্কৃতিকে পুরোপুরি “দোষী” আখ্যা দেওয়ার আগে ভিত্তিহীন সাধারণীকরণ নয়, বরং দেখা উচিত ন্যায়ের চোখে, ভারসাম্যের চোখে।
আমি আরব দেশে গিয়ে সম্মানের অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।
নারীদের প্রতি সম্মান শুধু ‘পোস্টার’ দিয়ে আসে না—এটি প্রতিদিনকার আচরণে প্রতিফলিত হয়।
২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার ব্লগিং আজকাল খুবই একপেশে হয়ে গিয়ছে। আগের ধারটা নেই। বয়সের দোষ?
আমি দুটো সৌদি প্রজেক্টে কনসাল্টিং করছি। তাই, ভাইদের পয়সায় চলা লাগে না।
২| ২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
যামিনী সুধা বলেছেন:
এখনো কি সৌদীতে আছেন, নাকি চলে এসেছেন?
২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যাওয়া আসার মধ্যে।
আপনি কি সেখানে থাকেন?
৩| ২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
যামিনী সুধা বলেছেন:
আপনার সৌদী প্রজেক্ট ভয়ংকর কিছু হওয়ার সম্ভাবনা।
সৌদী ও পাকিস্তানী প্রজেক্ট অনেক দেশকে ধ্বংস করেছে।
২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পাকিস্তানকে এফ-১৬ দিয়েছে মার্কিনিরা।
২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আর, সৌদিদের প্রজেক্টগুলোতে আমেরিকার ছোঁয়া।
৪| ২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি সালমান বাদশাহ হওয়ার আগের পরিস্থিতি দেখেছেন ?
২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দেখেছি।
৫| ২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার লেখার শিলোনামে মনে হয় সমস্যা আছে “আরব বিশ্বে নারীরা অপমানিত? আমার অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা” আপনি বলতে চাইছেন পরিস্কার না?
২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি ব্লগার যামিনী সুধা'র একটি পোস্টের ভুল ধারনা ধরিয়ে দিতে এই পোস্টটি লিখেছি।
শিলোনামে তি তি বুল অইছে?
৬| ২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
মরু প্রান্তরে মরুভূমির কান্না এই ঘটনাটি সত্য ঘটনা। বাংলাদেশের পত্রিকাতে সেই সময়ে এই বিষয়ে লেখালেখি হয়েছে। আমি লেখাটি সাপ্তাহিক যায়যায়দিনে লিখেছি। এই ঘটনা আরব বিশ্বে খুবই সামান্য বিষয়। সামান্য বিষয় বলতে সামান্য বিষয়।
২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক আছে। পড়ছি।
এই ফাঁকে, এটা পড়া দেখুন - থানায় নারীকে পুলিশের যৌন নির্যাতনের ঘটনায় ভারতে ক্ষোভ ।
২০১৬ সালে কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের এক গবেষণায় বাংলাদেশ পুলিশে কর্মরত নারী কনস্টেবলদের মধ্যে ১০ ভাগ যৌন হয়রানির শিকার হওয়ার তথ্য তুলে ধরা হয়েছে। আর, জাতিসংঘের মিশনে আসা-যাওয়ার ফলে আশা করি এই ঘটনা অজানা নয় আপনার।
আপনি ব্লগে এই সম্পর্কে কখনো কিছু লিখেন নাই!!!!
৭| ২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:১০
যামিনী সুধা বলেছেন:
কোমলমতি জল্লাদদের জন্য আপনার বাজেট ছিলো ১২ লাখ টাকা, সেটা কি ওদের জন্য খরচ করেছেন?
৮| ২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:১২
আমি সাজিদ বলেছেন: বাংলাদেশী, ইন্দোনেশিয়ান, ফিলিপিনো, আফ্রিকান নারী গৃহকর্মীদের অধিকার কেমন রক্ষা করা হয় গালফে ? আপনি তো বিবিধ বিষয় নিয়ে গবেষণা করতে অভ্যস্ত। একটু গবেষণা করে আমাদের জানান না।
২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশের মতো অবৈধ স্পা আর দেহ-ব্যবসায়ী সব জায়গাতেই আছেন।
২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এইসব দেশ টাকা কামানোর ধান্ধায় সব জায়গায় 'দেহ' যোগান দেয়।
৯| ২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি ব্লগে এই সম্পর্কে কখনো কিছু লিখেন নাই! - গাজী সাহেব অনেক সময় খায়রুল আহসান সাহেবকে এই বিষয়ে প্রশ্ন করেছেন তিনি সঠিক উত্তর দিতে পারেন নি। আমি সঠিক উত্তর দিচ্ছি। চাইলেই অনেক বিষয়ে লেখালেখি করা যায় না। দেশের অভ্যন্তরীণ অনেক বিষয় আছে চাইলেই প্রকাশ করা যায় না। কারণ, সত্য মিথ্যার মিশ্রণ আছে অনেক। আবার মনগড়া কথাও লেখা যায় না। তাই এই সকল বিষয়ে লেখালেখি না করাটাই উত্তম। এইগুলো বন্ধ ফাইল।
হিউম্যান রাইটস এর তথ্য আংশিক সত্য, সম্পূর্ণ সত্য নয়। হিউম্যান রাইটসে যারা কাজ করেন, তারকা হোটেলে বসে বসে অনেক কিছুই জার্নাল হিসেবে লিখেন, কারণ এটিই তাদের পেশা। সমস্যা তৈরি করা তাদের পেশা। আমি আমার জীবনে দেখিনি - তাদের দ্বারা কোনো সমাধান হয়েছে!
২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কমেন্টে বলেছেন - নারী কনস্টেবলের উপর যৌন নির্যাতন 'আংশিক সত্য'।
তার মানে ঘটনাগুলো 'মিথ্যা' নয়।
১০| ২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪০
মেঘনা বলেছেন: আরব পুরুষেরা বাড়িতে বউয়ের উপস্থিতিতে দাসীদের ধর্ষণ করে - এটা আপনার প্রিয় আরবদের কালচার।
এরপরেও আপনার মনে হয় আরব দেশে নারীরা সম্মানের ?
১১| ২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
গুগল সার্চ বারে লিখুন “ গৃহকর্মী গর্ভবতী” এখন গুগলে কি কি আসে পড়ার চেষ্টা করুন। এই হচ্ছে দেশের মানুষের চরিত্র। এখন গৃহকর্মী ও গৃহকর্তার মামলার শুনানিতে আপনি থাকলে বুঝতে পারবেন কি থেকে কি হয়েছে। একজন গৃহকর্তার চরিত্র কতোটা অধঃপতন হলে এমন ঘটনা ঘটতে পারে তার জন্য আপনার কোর্ট পর্যন্ত যেতে হবে। শুধুমাত্র হিউম্যান রাইটস ও সান্ডারদিক এর লেখার উপর নির্ভর করলে সমাধান পাবেন না। বিচারও পাবেন না। বাই দ্য ওয়ে হিউম্যান রাইটস ও সান্ডারদিক এর লেখা কোর্ট সাক্ষ্য হিসেবে এডমিট করে না।
শুধুমাত্র “গৃহকর্মী গর্ভবতী” - শিরোনামে এই খবরটি হচ্ছে আপনার হিউম্যান রাইটসের আংশিক সত্য। আশা করি আপনাকে বুঝাতে পেরেছি।
আরব বিশ্বের পুরুষ দেখতে ফর্সা (সুন্দর নন) হলেও তাদের চরিত্র খুবই নেক্কারজনক। আরও মজাদার তথ্য আরব বিশ্বে বাংলার যে সকল পুরুষ থাকেন। অধিকাংশ পুরুষ পরিবার পজিন ছাড়া থাকতে থাকতে তাদের চরিত্রও নেক্কারজনক হয়ে যায়। এই সকল বাংলাদেশি পুরুষ ও সাথে দেশের তথাকথিত বহু নারী সারা দিন রাত ফেসবুক ইউটিউব ইমো ভিগো লাইকিতে যা করছে তা সারা বিশ্ব দেখছে।
২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গুগুল মামা সব সময়েই কানা।
আর, আওয়ামী আমলের এইসব পুলিশের কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বন্ধে ব্যাপক প্রচারণার নির্দেশ সদর দফতরের কূকর্ম গুগুল-ও ধামাচাপা দিতে পারছে না!!!
২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি চাইলে, আরো দিতে পারি।
১২| ২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাবা, আপনাকে বুঝাতে আমি ব্যর্থ!
আইন ও প্রশাসনে খারাপ লোক নেই এই কথাটি আপনাকে কে বলেছে? বিষয় হচ্ছে: খারাপ লোক থাকবে কেনো? তার তো অনেক আগে টার্মিনেট হবার কথা। অথবা খারাপ লোক কিভাবে আইন ও প্রশাসনের চাকরিতে নিয়োগ পেলো?
আপনার সাথে কথা হয়েছিলো আরব বিশ্ব ও সাউদি আরব নিয়ে। সাউদি আরব বাংলাদেশের অসংখ্য গৃহকর্মীর নির্যাতনকারী। যার কোনো সমাধান হয়নি। এবং এই বিষয়ে আপনি হয়তো কিছু জানেনও না।
১৩| ২১ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:১৩
লুধুয়া বলেছেন: সরি প্রথম প্রথম যখন আপনার লেখা পড়তাম আপনাকে কিছুটা ইন্টেলেকচুয়াল, সেনসিবল person মনে করতাম। আজকাল আপনার লেখা পড়ে মনে হয় আপনি pretend করতেন।আপনার চিন্তা ভাবনায় প্রবলেম আছে। সৌদি আরবে এত ডোমেস্টিক ভায়োলেন্স হোসচে বিভিন্ন দেশ থেকে আশা গৃহকর্মীদের উপর। আপনি জাস্ট এটাকে অস্বীকার করসেন।
১৪| ২১ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৪০
মিরোরডডল বলেছেন:
@আমি সাজিদ
@লুধুয়া
শাইয়্যান হচ্ছে এই ব্লগে one & only blogger, যে খুব গর্বের সাথে লিখেছিলো বিয়ের আগে সে প্রস্টিটিউটদের কাছে যেত এবং একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্ক ছিলো। ব্লগে এসে এই কথা বলতে যে প্রাউড ফিল করে, তার কাছে কি বর্বর এবং উর্বর মস্তিষ্কের আরবরা যে বিভিন্ন দেশের নারীদের কাজের নামে সেক্সচুয়ালি এবিউজ করে সেটা ধরা পড়বে, না কোন অপরাধ মনে হবে?!!! সে নিজেও তাদের মতো একজন, তাই ব্রুটাল আরবদের এসব অপকর্ম তার চোখ এড়িয়ে যায়।
আরও একটা বিষয় না বললেই না। কারো বিপদে সাহায্য করা একটা মহৎ কাজ কিন্তু কাউকে টাকা ধার দিয়ে সেটা কাকে দিয়েছে কত দিয়েছে ব্লগে এসে বলে কোন একজন ব্লগারকে ছোট করা অত্যন্ত মিন মাইন্ডের পরিচয় দেয়া, যেহেতু এটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয় ছিলো। তাও একবার না, একাধিকবার এটা নিয়ে ব্লগে লিখেছে। তখন সেই মহৎ কাজের মাহাত্ম্য আর থাকে না।
উপরোক্ত ঘটনাগুলোর কারণে শাইয়্যানের যে মানসিকতা প্রকাশ পায়, এটা খারাপ বললে ভুল হবে, ভয়ংকর খারাপ!!!
২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ও খোদা!!! আপনি আমা্র পোস্টকে সামুর সর্ব ধিক্রিত লেসবিয়ানদের কবল থেকে রক্ষা করুন!!! প্লিজ!!!!
এই কানে ধরতেসি!!!!
১৫| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:০৩
লুধুয়া বলেছেন: মিররডোল@ তিনি এইরকম করেছিলেন নাকী। আমি কয়েকদিন ব্লগে ছিলাম না। কাকে টাকা নেওয়া নিয়ে পোস্ট করেছিলেন। এটা তো ছোটোলোকের মতো কাজ করলেন ।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫২
যামিনী সুধা বলেছেন:
আপনার অভিজ্ঞতা ও আইডিয়াগুলোতে সমস্যা আছে।
আপনি কি আপনার ভাইদের পয়সায় চলেন?