নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
শীতের দিন, দ্রুত সন্ধ্যা নেমে আসে, গ্রামের বাড়ী হতে কোলাহল মুখর ঢাকা ফিরে আসছি আবার সেই কর্ম ব্যাস্ততা, রুটিন জীবন যাপন, ছাত্র বয়ষে ভাবতাম কবে পড়ালেখা শেষ হবে কাজ কারবার কিছু একটা করে মজাদার জীবন যাপন করবো, এখন ভাবি কবে অবসরে যাবো - বেলা গেলো হাঁস মুরগী ঘরে তোলো দাদীকে ঔষধ দাও এমন ভাবনা - আসলে সন্ধ্যার সাথে কোথাও মন খারাপ করে দেওয়ার মতো কোনো ব্যাপার জড়িত যার ব্যাখ্যা হয়তো এই পৃথিবীতে নেই অন্য কোনো ভূবনে অন্য কোনো দেশে । স্টেরিওতে আমার প্রিয় গানের একটি চলছে আর চলছে আমার পথ চলা - এইতো জীবনের মোহ, জীবনের ভালোবাসা ।
শেষ বিকেলের আলোয় বিষাদ সন্ধ্যা
চলতে চলতে এই পথে
হঠাৎ প্রশ্ন জাগে
আর কতকাল খুজবো তোমায়
মাঝরাতে ঘুম ভেঙে
চেয়ে দেখি আকাশে তারার মেলা
রাতের হীম ঝরে গাছের পাতায়
এমন সময় হঠাৎ প্রশ্ন জাগে
আর কতকাল খুজবো তোমায়
মাঝরাতে ঘুম ভাঙে
চেয়ে দেখি আকাশে জোসনার ধারা
উদাসী পাখি কাদে চেয়ে শূন্যতায়
এমন সময় হঠাৎ প্রশ্ন জাগে
আর কতকাল খুজবো তোমায় - - - - -
উৎসর্গ: পথ চলার গানটি আমার গুরু প্রিয় (ল) রহমান লতিফ ভাইয়ের জন্য ।
কৃতজ্ঞতায় মাইলস: - https://www.youtube.com/watch?v=MUOT_l4G520
চিরোচেনা অচেনা ঢাকা’য় ফেরার পথে
০৮/১২/২০১৮
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:২১
ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু আন্তরিক ভালোবাসা নেবেন।
ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে।
দারুন জ্বালা দিবানিশি।।
অন্তরে অন্তরে।
আমার এত সাধের মন বধূয়া
হায়রে কি জানি কি করে।
ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
ওরে সাম্পানের নাইয়া।
হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী,রে।
নোঙর ফেলি ঘাটে ঘাটে।।
বন্দরে বন্দরে।
আমার মনের নোঙর পইড়া আছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে।
এই না পথ ধইরা
আমি কত না গেছি চইলা।
একলা ঘরে মন মন বধূয়া
আমার রইছে পন্থ চাইয়া।
----------------------------------------
শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার
সারেং বাড়ির বউ
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চেয়ে দেখি আকাশে জোসনার ধারা
উদাসী পাখি কাদে চেয়ে শূন্যতায়
এমন সময় হঠাৎ প্রশ্ন জাগে
আর কতকাল খুজবো তোমায় - - - - -
.....................................................................
অনন্তকাল,
প্রিয়ার মনের ভালবাসা পেতে অন্তকাল অপেক্ষা করতে হয় ।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
ও ও ও…
ভালোবাসি এতো তোরে আগে বুঝিনাই
এখন তোরে কোথায় পাই
উথাল-পাথাল বুকের মাঝে
কইরাছি কি ভুল
তাইতো এ মনটা ব্যাকুল
তোরে ছাড়া এ জীবন আপন কেহ নাই
এ কথা কেমনে বুঝাই
কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা
তাই মনে সুখ পাইলামনা
-------------------------------------------------
আমরা অনন্তকাল অপেক্ষা করি, জীবনের আর এক নাম অপেক্ষা
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গ্রাম থেকে শহরে আসলে আসলেই মনটা উদাস হয়ে যায়...
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন: আমাদের গ্রাম
বন্দে আলী মিঞা
----------------------------------------
আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর
থাকি সেথা সবে মিলে কেহ নাহি পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই
একসাথে খেলি আর পাঠশালে যাই।
হিংসা ও মারামারি কভু নাহি করি,
পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি।
আমাদের ছোটো গ্রামে মায়ের সমান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
মাঠভরা ধান আর জলভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আমগাছ জামগাছ বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পূব দিকে ওঠে
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪১
নিউজপ্রিন্ট বলেছেন: গুরু যদি অনুমতি দেন সম্রাট আকবরের গল্প আপনাকে পড়ে শোনাবো একদিন, যদিও আপনার পড়া আমি জানি তারপরও, গুরু মন খারাপ করার মতো কথা বলেন পড়ে মনে কষ্ট পাই। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,
পথে যদি পিছিয়ে পড়ি কভু।
এই-যে হিয়া থরথর
কাঁপে আজি এমনতরো
এই বেদনা ক্ষমা করো
ক্ষমা করো প্রভু।
এই দীনতা ক্ষমা করো প্রভু,
পিছন-পানে তাকাই যদি কভু।
দিনের তাপে রৌদ্রজ্বালায়
শুকায় মালা পূজার থালায়,
সেই ম্লানতা ক্ষমা করো
ক্ষমা করো প্রভু।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৮
ওমেরা বলেছেন: আমাদের তো এখন সূর্য উঠে সকাল আটটায় আর ডুবে ২:৪৫ মিনিটে।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন: গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে।।ও যে আমায় ঘরের বাহির করে,
পায়ে-পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে।
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে;
যায় রে কোন্ চুলায় রে।
ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে,
কোনখানে কী দায় ঠেকাবে–
কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে।।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৩
ল বলেছেন: ইন্দুবালা গো (ও)
তুমি কোন আকাশে থাকো, জোছনা কারে মাখো
কার উঠানো পড়ো ঝরিয়া
ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া।।
মনে চালে দুখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পরে
একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে
ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া।।
স্মৃতির ডালে সুখের পক্ষি ঘুঙ্গুর পইরা নাচে
অন্তর কাটে কষ্ট নামের ভাঙ্গা ভাঙ্গা কাঁচে
ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া।।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন: আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
কূল নাই কিনার নাই নাইগো দরিয়ার পারে
কূল নাই কিনার নাই নাইগো দরিয়ার পারে...
আরে সাবধানে চালায়া মাঝি
সাবধানে চালায়া মাঝি আমার ভাঙ্গা তরি রে...
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে...
পানসা জলে সাই ভাসায়ে, সাগরেরও বানে
আমি জীবনের ভেলা ভাসাইলাম..
জীবনের ভেলা ভাসাইলাম কেউনা তা জানেরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
------------------------------------------------------------
শিল্পী: আলমগীর, পাকিস্তান
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০০
চাঁদগাজী বলেছেন:
বাংলা গানগুলোর ৯০% নিরাশা, হারানোর, বেদনার গান; একটু আশার গান শুনতে চাই।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন: দে দোল দোল দোল,তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা,
মোর পানিতে ঘর,বন্দারে আসি তোর লাইগ্যা
দে দোল দোল দোল..
হায় কুমারী অবলা শুধু মুইনারী
আমি কি কব গো দংশায় সর্পের সারি,
তুমি দূরেতে যাও,অজানা ঢেউয়েতে ভাসো
আমি ঘরেতে রই,জোয়ারে যদি গো আসো
আনো রঙ্গিন চুড়ি বেলোয়ারি,
কামরাঙ্গানো রঙ্গের শাড়ী -
হব তোমার আমি ঘরনী,নদী হব আমি
আমাতে যাইওগো ভাইস্যা
দে দোল দোল দোল..
তুমি জলে থাকো জলে থাকো
দীপ যেন জলেতে তুমি
কেন জাননা কি -
স্বপ্নের সুন্দর তুমি যে আমারো তুমি,
কেন পিছু ডাকো পিছু ডাকো
বারে বারে আমারে তুমি,কালো কন্যা তুমি
চক্ষের জলে কি ভাসাবে সাধের জমি ?
হায় যাবনা যাবনা ফিরে আর ঘরে
পোড়া মন মানেনা,সংসার কারই বা তরে
দেহ কাটি মুই বানাবো নৌকা তোমারই
দুটি কাটিয়া হাত বানাবো নৌকার দাঁড়ি,
আর বসন কাটিয়া দেবো,
পাল তুফানে আমি উড়াবো -
হবো ময়ূরপঙ্খি তোমারই,
তরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইস্যা
দে দোল দোল দোল..
আর কাইন্দনা কাইন্দনা তুমি সজনী
হবে আরও আঁন্ধার আমার এ জীবন রজনী -
তুমি হাসো যদি,আকাশে চাঁদিনী হাসে
পথ চেয়ে থাকো,তাই ভরসা বুকেতে আসে -
খর ধারায় এ জীবন নদী
পাল ফেলে ভাঙ্গি জাল যদি
শুধু প্রেমেরই হাল তুলিয়া পাড়ে চলে যাবো
দুজনে কুজনে হাইস্যা
দে দোল দোল দোল..
-----------------------------------------------------------------------------------------------------------
কণ্ঠ -হেমন্ত মুখার্জী,লতা মঙ্গেশকর
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১১
ঠাকুরমাহমুদ বলেছেন: দোলা
-----------------------------------
হে দোলা হে দোলা
আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই
. রাজা-মহারাজাদের দোলা
আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের
. বিনিময়ে পথ চলে দোলা
এই হেঁইয়া না, এই হেঁইয়া না, এই হেঁইয়া না।
ঐ দোলার ভেতরে ঝল্ মল্ করে যে
. সুন্দর পোশাকের সাজ
আর, ফিরে ফিরে দেখ্ তাই ঝিকিমিকি করে যে
. মাথায় রেশমের তাজ
হায়, মোর ছেলেটির উলঙ্গ শরীরে
. একটুও জামা নেই—খোলা
দু’চোখে জল এলে মনটাকে বেঁধে যে
. তবুও বয়ে যায় দোলা
হে দোলা . . . হে দোলা . . . হেঁইয়ো হো . . . হেঁইয়ো হো . . .
যুগে যুগে চলি মোরা কাঁধে নিয়ে দোলাটি
. দেহ ভেঙে ভেঙে পড়ে
ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা-মহারাজাদের
. আমাদের ঘাম ঝরে পড়ে
উঁচু ঐ পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই
. ভাল ক’রে পায়ে পা মেলা
হঠাৎ কাঁধের থেকে পিছলিয়ে যদি পড়ে
. আর দোলা যাবে না তো তোলা
. রাজা-মহারাজাদের দোলা
. বড় বড় মানুষের দোলা॥
*************************
কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী – ভূপেন হাজারিকা
৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর গান।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই, আপনার পছন্দের গান: -
রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল
স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল
দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়
এভাবে কি তার সাথে প্রেম করা যায়
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি - - -
৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় ঠাকুর মাহমুদ ভাই,
সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর একটি গান উপহার দিলেন । ধন্যবাদ আপনাকে । গানটি শুনে মন ভাল হয়ে গেল।
উৎসর্গে ভালো লাগা । লতিফ ভাই ব্লগে আমার প্রিয় একজন অন্যতম শ্রেষ্ঠ কবি। অভিনন্দন জানাই মাননীয় কবিবরকে।
শুভকামনা আপনাকে।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: আকাশ মেঘে ঢাকা
আকাশ মেঘে ঢাকা
শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে
সেদিনও এই ক্ষনে
সজলও ছিলো হাওয়া
কেয়ার বনে তারো
ছিলো যে আশা যাওয়া
যুঁথির সুরভিতে
আঙ্গিনা ছিলো ভরে
এখনো সেই স্মৃতি
বুকেতে বয়ে চলি
নিজেরো সাথে আমি
নিজেই কথা বলি
স্মৃতির মনিমালা
সবার চেয়ে দামি
আজও তা পড়ে আছি
ভুলিনিতো কিছু আমি
এখনো বসে আছি
হারানো খেলা ঘরে
আকাশ মেঘে ঢাকা
শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে
————————————–
চিত্রা সিং
ধন্যবাদ পদাতিক চৌধুরী ভাই, ধন্যবাদ ।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৫
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
বড় ভাই, কেমন আছেন? লতিফ ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, ঠিক যেমন আপনি। দুইজন প্রিয় মানুষের পোষ্টে না এসে আমি পারি........
দারুন দারুন গান দেখলাম! আমার খুব পছন্দের একটা গান দিলাম। এই গানটা শুনলেই মনটা অন্য রকম হয়ে যায়....
মন আমার দেহ ঘড়ি - আব্দুর রহমান বয়াতী
একটি চাবি মাইরা দিলা ছাইড়া
জনম ভরি চলিতেছে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।
থাকের একটা কেস বানাইয়া মেশিন দিলো তার ভিতর
ওরে রং বেরংয়ের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর।
ঘড়ির তিন পাটে তে গড়ন সারা
এই বয়লারের মেশিনের গড়া।
তিনশ ষাটটি ইশকুররম মারা ষোলজন পাহারা আছে।
ঘড়ি হেয়ার স্প্রিং ফ্যাপসা কেচিং লিভার হইলো কলিজায়
আর ছয়টি বলে
আজব কলে দিবানিশি প্রেম খেলায়।
ঘড়ি তিন কাটা বার জুয়েলে মিনিট কাটা হইলো দিলে
ঘন্টার কাটা হয় আক্কেলে
মনটারে সেকেন্ডে দিসে।
ঘড়ির কেসটা বত্রিশ চাকের, কলে কব্জা বেসুমার
দুইশো ছয়টা হাড়ের জোড়া, বাহাত্তর হাজারও তার।
ও মন, দেহঘড়ি চৌদ্দতলা, তার ভিতরে দশটি নালা,
একটা বন্ধ নয়টা খোলা গোপনে এক তালা আছে।
ঘড়ি দেখতে যদি হয় বাসনা
চলে যান ঘড়ির কাছে,
যার ঘড়ি সে তৈয়ার করে ঘড়ির ভিতর লুকাইছে,
ঘড়ির ভিতর লুকাইছে।
পর্দারও সত্তর হাজারে
তার ভিতলে লড়ে চড়ে
জ্ঞান নয়ন ফুটলে পরে দেখতে পারবেন চোখের কাছে।
ওস্তাদ আলাউদ্দিনে ভেবে বলছেন,
ওরে আমার মনবোকা,
বাউল রহমান মিয়ার কর্মদোষে হইল না ঘড়ির দেখা।
আমি যদি ঘড়ি চিনতে পারতাম,
ঘড়ির জুয়েল বদলাইতাম,
ঘড়ির জুয়েল বদলাইবো
কেমন যাই মিস্ত্ররীর কাছে?
মন আমার দেহঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্রী বানাইছে।
মন আমার দেহঘড়ি
একটি চাবি মাইরা দিলা ছাইড়া
জনম ভরি চলিতেছে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে।
সুর ও সঙ্গীতঃ আব্দুর রহমান বয়াতী
এই গানটি অনেক শিল্পীই অনেক লিরিক্সে গেয়েছেন। কেউ ছোট করে, কেউ প্যারা উলটপালট করে, এমনকি কয়েক লাইন পরিবর্তন করে। কিন্তু এই গানটি মূলত আব্দুর রহমান বয়াতীর এবং এখানে এটির আসল লিরিক্সটি দেয়া হল।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২০
ঠাকুরমাহমুদ বলেছেন: সোনার ময়না
------------------------------------------------------------
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে
রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
দিন হীন মুর্শিদে কয়
মাটির বাসন ভাইঙ্গা গেলে আর কি জোড়া লয়
দয়াল চাইলে লইব জোড়া
মুর্শিদ চাইলে লইব জোড়া
এমন দয়াল কে আছে..
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে,
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে,
পাগল জালালে কয়
পিঞ্জর ছাইড়া গেলে ময়না
আর কি বন্দী হয়..
মুর্শিদ চাইলে হইব বন্দী
দয়াল চাইলে হইব বন্দী
এমন দয়াল কে আছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
------------------------------------------------------------
শিল্পীঃ মরমী সাধক জালাল উদ্দিন খাঁ
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৫
সৈয়দ ইসলাম বলেছেন: সুরে সুর মিলিয়ে গাই..
শেষ বিকেলের আলোয় বিষাদ সন্ধ্যা
চলতে চলতে এই পথে
হঠাৎ প্রশ্ন জাগে
আর কতকাল খুজবো তোমায়
মাঝরাতে ঘুম ভেঙে
চেয়ে দেখি আকাশে তারার মেলা
রাতের হীম ঝরে গাছের পাতায়
এমন সময় হঠাৎ প্রশ্ন জাগে
আর কতকাল খুজবো তোমায়
মাঝরাতে ঘুম ভাঙে
চেয়ে দেখি আকাশে জোসনার ধারা
উদাসী পাখি কাদে চেয়ে শূন্যতায়
এমন সময় হঠাৎ প্রশ্ন জাগে
আর কতকাল খুজবো তোমায় - - - - -
ভাললাগা প্লাস+++
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন: কি জাদু - মাইলস
---------------------------------------
শোন ও প্রিয়া
কত যতনে একেছি যে তোমায়
আমার এই মনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে
নিরবে এসে দিয়েছ দোলা
মৃদু হাওয়ার মত আমার এই মনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে
আমি তোমায় যে চাই
কাছে যেন পাই চিরদিন
তোমায় করেছি আপন
তুমি আমার ই জীবন
তুমি যে সকল আসার প্রেরনা
ভেঙ্গে দিও না এ মন
কেড়ে নিও না স্বপন
তুমি যে আমার শেষ ঠিকানা
---------------------------------------
শিল্পীঃ শাফিন আহমেদ
সুর ও সঙ্গীতঃ মাইলস
গীতিকারঃ মাহমুদ খুরশীদ
ব্যান্ডঃ মাইলস
অ্যালবামঃ প্রত্যাশা
সালঃ ১৯৯৩
১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
বিষন্ন পথিক বলেছেন: বললেন গ্রাম থেকে ঢাকা, ছবিতো আম্রিকার রাস্তার মনে লয়
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন: এবার আফ্রিকার গহীন অরণ্যর পথে ।
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২
মুক্তা নীল বলেছেন: এই গানটা অনেক কস্টেের অপেক্ষার গান। জীবনে প্রিয় মানুষকে যখন আর খুজে পাইনা, যে হারিয়ে গেছে আর ফিরে আসবে না তারপরও তার জন্য পথ চেয়ে থাকা,,,,,,। *উদাসী পাখি কাদে চেয়ে শুন্যতায়,,,,,
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন: একাকী মন আজ নীরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝো কিনা
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথায়
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়
দিনের আলোর শেষে
যখন রাত নামে
তোমাকেই খুঁজে পাই
আঁধারের শিরোনামে
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথায়
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়
নিথর চোখের কোনে
অথৈ শুন্যতা
ভাবনার বন্দরে
চাঁদ জাগে অপূর্ণতায়
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথায়
অধরা তারাগুলো কাদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়
একাকী মন আজ নীরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝো কিনা
বিরহ নীলে নীলে বাঁধে বাসা
অজানা ব্যথায়
অধরা তারাগুলো কাঁদে বেদনায়
খেয়ালী তুমি কোথায়
১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
পবিত্র হোসাইন বলেছেন: মোহ ... মোহ
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন: রাত্রি অনেক হল
চোখে নেই কোন ঘুম
অপরুপ জোছনায়
অযাচিত বেদনা
আজও মোরে কাঁদায়
আমি একাকী একাকী একাকী
বড় একাকী একাকী
আমি একাকী আহা হা হা
বড় একাকী একাকী।।
কত সুরের মালা গেঁথেছি যতনে
আরও কত কথা
তুমি কি বোঝনি তা?
তবু তুমি কেন?
তুমি আসোনি
ভালবাস নি বাস নি
তুমি আসো নি আহা হা হা ভালোবাসো নি।।
বিষণ্ণতার আড়ালে তোমার ঐ প্রতিশ্রুতি
আমার সকল অহংকার কেন কেড়ে নিলে
অবচেতন এ রাতে
বিনিদ্র রাত্রি যাপন
অশ্রুসজল এ দু চোখে
দুঃখ হল আপন।
তুমি আসোনি আস নি আস নি
ভালবাসনি বাসো নি
তুমি আস নি আহা হা হা ভালোবাস নি।।
-----------------------------------------------------
গীতিকারঃ হাসান
অ্যালবামঃ আর্ক, তাজমহল
বছরঃ ১৯৯৬
১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১২
পদ্মপুকুর বলেছেন: বাপ্রে! কমেন্টে তো পালাগানের আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হইছে দেক্তাছি.....
ছবির সাথে লেখা খুব মিলেছে। প্লাস।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন: যদি বেহেস্তে যেতে চাও গো অন্তরে রাইখো আল্লার ডর,
যদি বেহেস্তে যেতে চাও গো অন্তরে রাইখো আল্লার ডর,
যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর.
যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর.
আমি আপনার মেয়ের বয়সই শরীয়তের হইয়া
মারিফ্তের বিষয় কিছু সয়াল যাব গাইয়া
বেআদবি নিবেন না, দেইখা আমার ভান
হাদিস কোরান মানেন না কেমন মুসলমান
মোল্লা মুন্সী খেপ্পা কেন আপনাদের ওপর গো
অন্তরে রাইখো আল্লার ডর,
কোরান হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন
দুই পাতা ছেফারা পইরা বুজবে কি মদন,
নিজেরাই বোঝেনা অন্যরে বুঝায়
সব লোকেরে ভুল বুঝাইয়া কাট মোল্লারা খায়.
বেহেস্তের লোভ করি না, নাই দোজগের ভয় গো
প্রেম রাখিও অন্তরের ভিতর.
১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো শেয়ার
১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: এই রূপালি চাঁদে তোমারই হাত দুটি
মেহেদি লাল রঙে আমি সাজিয়ে দিতে চাই
আহা কি শোনালে মন রাঙালে
এভাবে সারা জীবন যেন তোমাকে কাছে পাই
শুধু একটি গোলাপ চেয়ে পাঠালে চিঠি
শুনে মনের আকাশে ভাসে তারা মিটিমিটি
তুমি কাছে এসে এ হৃদয় রাঙালে যদি
তাতে আমারই নাম লিখে যাই
আমি তোমাকে পেয়ে সুখে আছি
যেন ফুলের বুকে অলি কত কাছাকাছি
এই মেহেদি রাতে সাথে আছ তুমি
যেন তুমি বিনে কিছু নাই
তোমাকে কাছে পাই
---------------------------------------------------
তপন চৌধুরী, মিতালী মুখার্জী / শম্পা রেজা
১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
বিজন রয় বলেছেন: এখানো লোকসংগীত, লোকসাহিত্যে জমে উঠেছে।
পোস্ট, মন্তব্য, প্রতিমন্তব্য, সবমিলিয়ে আপনার ব্লগবাড়ি অনেক দামি হয়ে উঠেছে।
উৎসর্গ যথার্থ।
++++
১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন: এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
যখন নগদ তলব তাকিত পত্র নেবে আসবে যবে
মোহ ঘুমে যে দিন আমার মুদিরে দুই চোখ
পাড়াপড়শী প্রতিবেশী পাবে কিছু শোক
তখন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে
যতো বড় হউকনা কেন রাজা জমিদার
পাকা বাড়ি জুড়ি গাড়ি ট্রানজিস্টার
তখন থাকবে না কোন অধিকার বিষয় ও বৈভবে
চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল
যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল
মাত্র আমি আর থাকবোনা কেবল জনপূর্ণ ভবে
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলো যেন
এই পৃথিবীর অস্বস্তি বোধ থাকবেনা আর হেন
পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে
১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর
১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
ঠাকুরমাহমুদ বলেছেন: হিমেল ভোরে ভাসে
কুয়াশারই মেঘ
জড়িয়ে রাখে তার আঁচলে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো
শীতের সকালে
শিশির ভেজা মাঠ পেরিয়ে
নবীন রোদের ধারা আসে ভেসে
গাঁয়ের মাঠে মৃদু রোদে
প্রানের সারা যেন ওঠে জেগে
রাতের স্মৃতি হারায় আড়ালে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো
শীতের সকালে
সুবাস জড়ানো ঝরা ফুলে
উঠোন ভরে ওঠে রঙিন হয়ে
ছেড়া কাগজে আগুন জ্বেলে
উল্লাসে মেতে ওঠে কিছু ছেলে
পুরোনো সময় তারা যায় যে ভুলে
১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
সনেট কবি বলেছেন: সুন্দর+
১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন: এই রাঙামাটির পথে লো
মাদল বাজে বাজে বাঁশের বাঁশি
ও বাঁশি বাজে বুকের মাঝে লো
মন লাগে না কাজে লো
রইতে নারি ঘরে আমার
প্রাণ হলো উদাসী লো
মাদলীয়ার তালে তালে
অঙ্গ ওঠে দুলে লো
দোল লাগে শাল পিয়াল বনে
নতুন খোপার ফুলে লো
মহুয়া বনে লুটিয়ে পরে
মাতাল চাঁদের হাসি লো
চোখে ভালো লাগে যাকে
তারে দেখবো পথের বাঁকে
তার চাচড় কেশে পড়িয়ে দেবো
ঝুমকো জবার ফুল লো
তার গলার মালার কুসুম কেড়ে
পড়বো কানের দুল
তার নাচের তালের ইশারাতে
বলবো ভালোবাসি লো
২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪৮
সচেতনহ্যাপী বলেছেন: যেমন করে এখানকার ভীরহীন পথ চলার সখ মিটাতে প্রিয় ঢাকায় রিক্সা থেকে নেমে হেটে চলার আনন্দ।।
নিজকেই যেন খুজে পাওয়া।। শিকড়ের সন্ধান।।
১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রথম যেদিন আকাশেতে
চোখ মেলে দেখি,
দু'হাত বাড়িয়ে জীবনকে
জড়াতে শিখি,
এর পর কেটে গেছে
কত না বছর
কত না বছর
২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২২
কাওসার চৌধুরী বলেছেন:
কোথায় হারিয়ে গেলেন, গুরু। ইদানিং ব্লগে পাই না। ব্লগ ডে'তে অপেক্ষা করলাম। না, কোন সাড়া শব্দ নেই। দেখা করার বড় ইচ্ছা ছিল গুরুর সাথে। এখন কি দেশে আছেন????
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগ ডে কবে ছিলো বা কবে হয়েছে জানিনা তো, আমি ১৫ ডিসেম্বর ২০১৮ রাতের ফ্লাইটে আরব আমিরাতে দুবাই যাই, গতরাতে ফিরেছি । গুরু কেমন আছেন আপনি ?
২২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৫
নজসু বলেছেন:
০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন: স্বাগতম শুভ নববর্ষ
২৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬
মুক্তা নীল বলেছেন: Happy New Year. একটা তো লিখলাম। আপনি বলছিলেন, লিখেন পাশে আছি। তাই জানালাম। কেমন হয়েছে জানাবেন। ওহ হে, আপনি আর নীল আকাশ ভাই তো আমাকে পুরুষ বানিয়ে দিয়েছিলেন কিন্তু ভাই, আমি একজন নারী। আমাকে পুরুষ ভাব্বেন না। ভালো থাকবেন।
০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন: পাশে থাকবো বলেছিলাম অর্থ পাশে আছি, আপনি ভাই হোন আর বোন, আপনি একজন মানুষ (পুরুষ মহিলা পরে) । ধন্যবাদ।
২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০১
ল বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
হারিকেন টা কি বদলিয়ে একটা সৌর বিদ্যুৎ লাগানো যায় এই বৎসর।
ভালোবাসা প্রিয় গুরু।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু আমি আপনি আমরা ব্যাক ডেটেড মানুষ, হারিকেন, কুপি আমাদের আসল পরিচয় ।
২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২১
ল বলেছেন: লেখক বলেছেন: পাশে থাকবো বলেছিলাম অর্থ পাশে আছি, আপনি ভাই হোন আর বোন, আপনি একজন মানুষ (পুরুষ মহিলা পরে) । ধন্যবাদ--------------------মজা পেলাম
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু ব্লগে যদি মহিলা নিকে কেউ আলাদা সুবিধা নিতে চায় এটা একটি গর্হিত কাজ আমি মনে করি, সে সুবিধা নেবে তার লেখার শক্তিতে, নামের শক্তিতে না। নামের শক্তি হলে “বাবা আদম” নিক নিতে হবে কারণ এই নিক এমন নাম যাকে দিয়ে পৃথিবীর সুচনা । আমিও মজা পেলাম ।
২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১
মুক্তা নীল বলেছেন: @ ল ভাই, অল্পতেই এতো মজা পেলেন। এখন বলি কেনো বলেছিলাম, ঠাকুরদা আর নীলআকাশ ভাই ভেবেছিলেন, আমি পুরুষ। তাই ই লিখলাম আমি পুরুষ না, মহিলা। ভাগ্য ভালো ৩য় লিংঙ্গ বলেননি। আমার ৯ বছরের একটি ছেলেও আছে।
ধন্যবাদ...........মজা পেলাম আর হাসলাম।
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন: ছোটবোন আমার, আপনার লেখা শক্তিশালী ও একক লেখা। ভালো লেগেছে আপনার লেখা পড়ে। মজা পেয়েছেন জেনে ভালো লেগেছে - পৃথিবী দ্রুত মজাশুন্য হয়ে যাচ্ছে । শুভকামনা রইলোরে বোন ।
২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫
মিরোরডডল বলেছেন: মাইলস আমার প্রিয় ব্যান্ড । অনেক সুন্দর সুন্দর গান আছে ।
এই গানটা খুবই নাইস । যদিও মন খারাপ করা গান ।
“আর কতকাল খুঁজবো তোমায় “
০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
বেশি কিছু আশা করা ভুল
বুঝলাম আমি এতদিনে ।।
মুক্তি মেলে না সহজে
জড়ালে হৃদয় কোনো ঋণে
বেশি কিছু আশা করা ভুল বুঝলাম আমি এতদিনে ।
এই জগতে এমনও লোক থাকে
স্বপ্ন দেখতে নেই যাদের ।।
দুঃখের মূল্যতে গেয়ে
কঠিন সত্য নেয় কিনে
বেশি কিছু আশা করা ভুল বুঝলাম আমি এতদিনে ।
মুক্তি মেলে না সহজে জড়ালে হৃদয় কোনো ঋণে
বেশি কিছু আশা করা ভুল বুঝলাম আমি এতদিনে ।
আমি সেই সে দলের একজনা
বুকে যার শুধু বঞ্চনা ।।
যে বর্ষার মেঘ পেরিয়ে
আসে না আলোরা আশ্বিনে
বেশি কিছু আশা করা ভুল বুঝলাম আমি এতদিনে ।
মুক্তি মেলে না সহজে জড়ালে হৃদয় কোনো ঋণে
বেশি কিছু আশা করা ভুল বুঝলাম আমি এতদিনে ।
-------------------------
শিল্পী: জাগজিৎ সিং
২৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৩
মিরোরডডল বলেছেন: এটাতো আরও কষ্টের গান ।
যদিও এই গানটাই জাগজিৎ সিং এর বাংলা গানগুলোর মাঝে সবচেয়ে সুন্দর ।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০২
ল বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানাই গুরু +++
আর কতকাল ভাসবো আমি
দুঃখের সারী গাইয়া
জনম গেল ঘাটে ঘাটে আমার
জনম গেল ঘাটে ঘাটে
ভাঙা তরী বাইয়া রে আমার
ভাঙ্গা তরী বাইয়া।।
পরের বোঝা বইয়া বইয়া
নৌকার গলুই গেছে খইয়ারে।
আমার নিজের বোঝা কে বলিবে রে।
রাখবো কোথায় যাওয়ারে আমি
রাখবো কোথায় যাওয়া।।
এই জীবনে দেখলাম নদীর
কতই ভাঙা গড়া
আমার দেহতরী ভাঙলো শুধু
না জাগিলো চড়া
আমার ভবে কেউ কি আছে
দুঃখ কবো তাহার কাছে রে
আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে
আমি রইলাম শুধু দয়াল আল্লাহ
তোমার পানে চাইয়া রে
আমি তোমার পানে চাইয়া।।
শিল্পীঃ আব্দুল আলীম