নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মহান ঈসা ইবনে মারিয়াম (আঃ) সম্পর্কে জানতে লিখুন বিনামুল্যে বই পুস্তিকা ডাকযোগে প্রেরণ করা হবে আপনার ঠিকানায়।

২৫ শে জুন, ২০১৯ দুপুর ২:০১


মহান ঈসা ইবনে মারিয়াম (আলাইহিস-সালাম) ঈসা আল মসিহ, যিশু খ্রিষ্ট সম্পর্কে বিস্তারিত জানতে নিম্ন প্রদত্ত ঠিকানায় চিঠি লিখুন বিনামুল্যে বই পুস্তিকা ডাকযোগে প্রেরণ করা হবে আপনার ঠিকানায়।

নাম: ঈসা ইবনে মারিয়াম (আলাইহিস-সালাম) ঈসা আল মসিহ, যিশু খ্রিষ্ট
জন্ম: আনুমানিক ২-৭ খৃষ্টপূর্বাব্দ
জন্মস্থান: বেথেলহাম, ফিলিস্তিন
আদি শহর: নাসরত, গালীল
পিতা-মাতা: মেরি ও জোসেফ
মৃত্যু: ৩০-৩৩ খ্রিস্টাব্দ নাগাদ (বয়স আনুমানিক ৩৩, জেরুসালেম, জুডিয়া, রোমান সাম্রাজ্য)
মৃত্যুর কারণ: ক্রুশবিদ্ধকরণ

ঈসা ইবনে মারিয়াম (আরবি: عيسى‎, প্রতিবর্ণী. ʿĪsā‎), যিনি খ্রিস্টধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের নূতন নিয়মে যিশু নামে পরিচিত, ইসলাম ধর্মে একজন অদ্বিতীয় ও গুরুত্বপূর্ণ নবী ও রাসূল (আল্লাহ বা একেশ্বরের বার্তাবাহক ও প্রচারক) হিসেবে স্বীকৃত। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে ঈসা ও তাঁর মা মরিয়ম (মেরি) সম্পর্কে অনেক বর্ণনা দেওয়া আছে। ইসলামে ঈসাকে "মসিহ" উপাধি দেওয়া হয়েছে, যার অর্থ "ত্রাণকর্তা"। কুরআন ও হাদিসে "সময়ের সমাপ্তি" সংক্রান্ত বিভিন্ন ঘটনাবলির এক গুরুত্বপূর্ণ চরিত্র হলেন ঈসা। আল কুরআনে ঈসার মা মরিয়মকে উপজীব্য করে একটি সম্পূর্ণ অধ্যায় বা সুরা রয়েছে, যার নাম সুরা মরিয়ম।

ঈসা আঃ ইসলাম ধর্ম মতে
যিশু খ্রিষ্ট খ্রিষ্ট ধর্ম মতে

মহান ঈসা ইবনে মারিয়াম (আলাইহিস-সালাম) যিশু খ্রিষ্ট সম্পর্কিত বিস্তারিত জানার জন্য আপনার পূর্ণ নাম ঠিকানা সহ চিঠি লিখুন নিম্ন ঠিকানায়, আপনার কাছে মহান ঈসা ইবনে মারিয়াম (আলাইহিস-সালাম) যিশু খ্রিষ্ট সম্পর্কিত অফসেট পেপারে প্রিন্টিং প্রেস হতে প্রিন্টকৃত “ইঞ্জিল, বাইবেল, তাওরাত, ওল্ড টেষ্টামেন্ট, নিউ টেষ্টামেন্ট সহ সকল ধরনের ধর্ম বিষয়ক বই পুস্তিকা বিনামুল্যে প্রেরণ করা হব।

উল্লেখ্য যে, সকল প্রকার ধর্মীয় বই পুস্তিকা পাঠানো হবে যা শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরিন ঠিকানার জন্য প্রযেজ্য এবং প্রবাসী ঠিকানার জন্য নহে।

চিঠি লেখার ঠিকানা ঠিকানা:

মসিহী জামাত
জি পিও বক্স নং: ৩৫০৭
ঢাকা - ১০০০
বাংলাদেশ






মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়তাম চাই। চিঠি লিখুম কিন্তু ।

২৫ শে জুন, ২০১৯ দুপুর ২:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে মহান ঈসা ইবনে মারিয়াম (আলাইহিস-সালাম) যিশু খ্রিষ্ট সম্পর্কিত বই পুস্তিকা পাবেন।

২| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৭

টারজান০০০০৭ বলেছেন: ঈসা আ. ইসলামের গুরুত্বপূর্ণ নবী ও রসূল সন্দেহ নাই ! তবে তাহার ব্যাপারে খ্রিস্টানদের বিশ্বাস ও বর্ণনার সাথে মুসলমানদের বিশ্বাস ও বর্ণনার বিশাল পার্থক্য আছে। এ বিষয়ে পড়া যাইতে পারে :

খ্রিষ্ট ধর্ম নাকি পৌলবাদ --- আল্লামা ত্বকী উসমানী দা.বা.
মাকতাবাতুল আশরাফ
ইযহারুল হক — রহমতুল্লাহ কিরানবী

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৩:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

৩| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৩:২২

করুণাধারা বলেছেন: ধন্যবাদ, তথ্যটা দেবার জন্য।

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৩:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৩:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ জন্যই আপনাকে নিয়ে এতদিন হিসাব মিলছিল না...

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: কি কারণ ?

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৩:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার মনের কথা আমার জানার কথা না, আপনি কোথায় ? সে যাই হোক, ব্লগে একটি বিশেষ ধর্মের প্রচুর প্রচার হয়ে গেছে, হয়ে গেছে প্রচুর গালাগালী ! এখন পৃথিবীতে তো আরো ধর্ম আছে তারও প্রচার প্রয়োজন মনে করছি। দেখি কেমন মন্তব্য আসে। নাকি বলেন? সাথে থাকুন “বৃক্ষ তোমার নাম কি = ফলে পরিচয়”।

৫| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৪:০২

রানার ব্লগ বলেছেন: বিচার মানি তালগাছ আমার ভাই হিসেব মিলিয়ে ফেলেছেন


১+১=৩

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৪:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: বিচার মানি তালগাছ আমার ভাই মহাজ্ঞানী মহাজন সে পথে করে গমন !!!

৬| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৪:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: নিশ্চিত করছি প্রতিটি মন্তব্য আমার এবং একটি রাজীব নুরের ও আরেকটি বিচার মানি তালগাছ আমার এর। সাবাস।

৭| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: খ্রিস্টান মিশনারীর থেকে বেশ কিছু বই ফ্রী দেয় শুনেছি(তাদের প্রাচারণার অংশ হিসেবে)। সেসব বই অবস্যই তাদের বিশ্বাস সম্পর্কিত। টারজানের কিছু মন্তব্য কোট করছি, "ঈসা আ. ইসলামের গুরুত্বপূর্ণ নবী ও রসূল সন্দেহ নাই ! তবে তাহার ব্যাপারে খ্রিস্টানদের বিশ্বাসও বর্ণনার সাথে মুসলমানদের বিশ্বাস ও বর্ণনার বিশাল পার্থক্য আছে।" বিশেষ করে তার পিতা ও মৃত্যু সম্পর্কিত। মুসলিমদের জন্য ইসলামিক আকিদাতেই বিশ্বাস করতে হবে(ইসা(আ:) এর পিতা নেই, তিনি মারাও যান নি), কোন রকম যুক্তি ছাড়াই।

পুনশ্চঃ কে বই নিবে/না নিবে সে বিষয়ে আমার কোন মন্তব্য নেই। এটা যার যার ব্যক্তিগত বিষয়। (আমি বাইবেলের কিছু পিডিএফ অনুবাদ পড়েছি, বুঝতে সমস্যা হয়)


অ. টঃ
সামু ব্লগ সব ধর্মের জন্যই উন্মুক্ত। তবে অাপনি আপনার ধর্মীয় পরিচয় পরিষ্কার করেন নি। আপনার নামে ঠাকুর থাকায় অনেকে হিন্দু ভেবেছে, আপনি অনেক সময় নিজেকে মুসলিম হিসেবে মৌন সমর্থন করেছেন। ধর্মীয় পোস্ট/মত প্রচারের সময় নিজের অবস্থান পরিষ্কার করা জরুরী।

{বড় প্রতিউত্তরের দরকার নেই। সোজাভাবে একটা প্রশ্নের উত্তর দিন, "আপনি কোন ধর্মে বিশ্বাসী??}




@বিচার মানি তালগাছ আমার
ছবিগুলোর জন্য ধন্যবাদ।

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: বিচার মানি তালগাছ আমার, ছবিগুলোর জন্য ধন্যবাদ।
নিজাম উদ্দিন মন্ডল সাহেব উরুফে পাঠকের প্রতিক্রিয়া! আপনার প্রশ্ন আপনার কাছে সাসপেন্স থাকুক।

৮| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


কিতাবী ধর্মের দিক থেকে যীশুর বক্তব্য মোটামুটি সময়োপযোগী ছিলো; আজকের বিশ্বে ২০০ কোটী মানুষ উনাকে অনুসরণ করছেন। যীশু নবী/রসুল কিছুই ছিলেন না, তিনি ছিলেন ততকালীন সময়ের সামাজিক বিপ্লবের কন্ঠস্বর।

উনার পিতৃ পরিচয়টা উনার জীবনে যোগ না হওয়াতে, ইতিহাসে তিনি পরিস্কার চরিত্র হিসেবে কিছুটা সমস্যায় আছেন।

তিনি রোমান ও ততকালীন ইহুদী রাবাইদের শাসন ও শোষণের বিরোধীতা করেছিলেন; বিশাল রোমান সাম্রাজ্যের বিপক্ষে দাঁড়ানোর জন্য তিনি ধর্কে ব্যবহার করেছিলেন; ধর্মীয় অবস্হানের দিক থেকে তিনি ইহুদী ধর্মাবলম্বী ছিলেন; উনার উপর কোন কেতাব নাজিল হয়নি, উনার বক্তব্য ও তোরার সমন্ময়ে নতুন গ্রন্হ রচিত হয়েছে বাইবেল নামে; উনি নিজকে নবী বা রসুল হিসেবে দাবী করেননি; তিনি ছিলেন ততকালীন সময়ের সামাজিক বিপ্লবের কন্ঠস্বর।

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: যিশু ছিলেন একজন ইহুদি ধর্মপ্রচারক, যিনি খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য হন। তিনি নাসরতের যিশু নামেও অভিহিত হন। যিশুকে প্রদত্ত উপাধি 'খ্রিস্ট' থেকে খ্রিস্টধর্মের নামকরণ করা হয়েছে। খ্রিস্টানরা বিশ্বাস করেন, যিশু ইশ্বরের পুত্র এবং বাইবেলের পুরাতন নিয়মে পূর্বব্যক্ত মসিহ যার আগমন নতুন নিয়মে পুনর্ব্যক্ত হয়েছে।

আপনার সকল তথ্য উপাত্ত সঠিক ও নির্ভরশীল। ধন্যবাদ।

৯| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


উনার মৃত্যুর পর, বাইবেল রচিত হয়েছে উনার বক্তব্য ও উনার শিষ্যদের লেখার উপর নির্ভর করে; উনি জানতে পারেননি যে, উনার নামে নতুন ধর্মের সৃষ্টি হয়েছে, নতুন বই বাইবেল রচিত হয়েছে। উনার কাছে কোন ওহী আসেনি; উনার ধর্মীয় জ্ঞান ছিলো তোরাহ থেকে।

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: সময় ও সুযোগ পেলে হলিউড বিখ্যাত নায়ক টম হ্যাংকস অভিনিত “দ্যা ভিঞ্চি কোড” মুভিটি দেখবেন মজাদার সিনেমা।

১০| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:৩৬

বলেছেন: পিতা-মাতা- মেরী ও জোসেফ,

মসীহী জামাত!!

এইসব জামাত শুনলে মনে হয় --জামানা খারাব হে!!!

ঘটনা কি গুরু!!!

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: উস্তাদ জামানা খারাব নেহি হোতে, খারাব হোতে আপনা আপনা দিমাগ। ব্লগে শুধু একটি ধর্মের প্রচার কাজ চলছে তাই অন্য ধর্মের কিছু প্রচারের জন্য চেষ্টা করছি - দেখি বাদবাকী আল্লাহ ভরসা।

১১| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


তিনি নিজেই নিজকে "খোদার ছেলে" দাবী করেছিলেন কিনা, নাকি পরে অন্যেরা তা যোগ করেছে, সেটার প্রমাণ বের করা সম্ভব হয়নি; কারণ, রোমানদের খাতায় উনার সম্পর্কে কিছু নেই; উনার জন্ম মৃত্যু, জীবনকাল, সবই ছিল রোমান রাজত্বে।

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন: অনেক রূপকথা মানুষকে সব সময় আনন্দ দিয়ে আসছে, ভাবাচ্ছে, কাঁদাচ্ছে
আদম-হাওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রতিষ্ঠিত রূপকথা
তার পরের গুলো রূপকথার শাখা প্রশাখা - - - - -

আপনার লেখার সাথে সহমত পোষন করছি

১২| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:

উনার জন্ম হয়েছে খৃষ্টপুর্ব শুন্য (জিরো ) সালে। উনার জন্মদিনকে খৃষ্টপুর্ব সালের শুন্য বছর ধরা হয়।

২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: উইকিপিডিয়াতে ইসলামীক ইতিহাস হিসেবে তার জন্ম দেওয়া আছে আনুমানিক ২-৭ খৃষ্টপূর্বাব্দ। আর খ্রিষ্ট উইকিপিডিয়াতে ০৪ খৃষ্টপূর্বাব্দ । উভয় জায়গাতে কিছু বিভ্রান্ত আছে।

১৩| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

আহা রুবন বলেছেন: বাইবেল পড়া আছে। গল্পগুুলো পড়তে ভালই লাগে। ভক্তির পুস্প কী ধরণের বই? এখনও পড়িনি, কয়দিন আগে হাতে পেয়েছি।

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: মহান ঈসা ইবনে মারিয়াম (আলাইহিস-সালাম) যিশু খ্রিষ্ট সম্পর্কিত বিস্তারিত জানার জন্য আপনার পূর্ণ নাম ঠিকানা সহ চিঠি লিখুন নিম্ন ঠিকানায়, আপনার কাছে মহান ঈসা ইবনে মারিয়াম (আলাইহিস-সালাম) যিশু খ্রিষ্ট সম্পর্কিত অফসেট পেপারে প্রিন্টিং প্রেস হতে প্রিন্টকৃত “ইঞ্জিল, বাইবেল, তাওরাত, ওল্ড টেষ্টামেন্ট, নিউ টেষ্টামেন্ট সহ সকল ধরনের ধর্ম বিষয়ক বই পুস্তিকা বিনামুল্যে প্রেরণ করা হব।

উল্লেখ্য যে, সকল প্রকার ধর্মীয় বই পুস্তিকা পাঠানো হবে যা শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরিন ঠিকানার জন্য প্রযেজ্য এবং প্রবাসী ঠিকানার জন্য নহে।

চিঠি লেখার ঠিকানা ঠিকানা:

মসিহী জামাত
জি পিও বক্স নং: ৩৫০৭
ঢাকা - ১০০০
বাংলাদেশ

১৪| ২৫ শে জুন, ২০১৯ রাত ৮:০২

জুন বলেছেন: ঈসা নবীর আব্বার নাম জোসেফ ছিল এই তথ্যটি আজ জানলাম ঠাকুর সাহেব। বাইবেলের কিছু কিছু অংশ পড়েছি ।

২৫ শে জুন, ২০১৯ রাত ৮:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: যিশু খ্রিষ্টের বাবা জোসেফ উইকিপিডিয়াতে বর্ণনা করা আছে এছাড়া এই তথ্য নানান উৎস থেকে পাওয়া যায়।

২৫ শে জুন, ২০১৯ রাত ৮:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: যিশু খ্রিষ্ট

যিশু খ্রিষ্টের মাতা

যিশু খ্রিষ্টের পিতা

ধর্ম বিয়য়ে কিছু কিছু অংশ পড়া সমস্যা তৈরি করে মাদাম জুন।

১৫| ২৫ শে জুন, ২০১৯ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: জানলাম।

২৫ শে জুন, ২০১৯ রাত ৮:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: জানলাম।

১৬| ২৫ শে জুন, ২০১৯ রাত ১১:৫৬

নতুন বলেছেন: যীষু খৃস্ট কি বাস্তবে কোন ঐতিহাসিক চরিত্র? উনাকে অনেকেই মনে করেন তার এই চরিত্র সৃস্টিকরা হয়েছে।

আর সবচেয়ে বড় কথা হইলো কুমারী মেয়ের গভে` সন্তান হতে পারেনা এবং বাবা ছাড়া ছেলে সন্তান হতে পারেনা...

তাই যীষু খৃস্টের কাহিনি পুরাই কল্পকাহিনি.... কিছু সত্য ঘটনার সাথে কল্পনামিশিয়ে যীষু খৃস্টের চরিত্র সৃস্টি করেছে.... :)

২৫ শে জুন, ২০১৯ রাত ১১:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: বর্তমান ইতিহাসবিদরা তা প্রমাণ করেছেন। সম্ভব হলে “দ্যা ভিঞ্চি কোড” সিনেমাটি দেখবেন ভালা লাগার কথা।

১৭| ২৬ শে জুন, ২০১৯ রাত ১২:২৩

নতুন বলেছেন: অবশ্যই দেখেছি....

এটা কাহিনি... কিন্তু কিছু ঐতিহাসিক ঘটনার উপরে নিভর করে লেখা... আর ডান ব্রাউন খুবই উচমানের লেখক... :)

ধম` নিয়ে কোন প্রমান বলে কিছু নাই। সবই বিশ্বাস মাত্র... :)

২৬ শে জুন, ২০১৯ রাত ১২:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ১০০ তে ১০০ সঠিক বলেছেন। আগামীতে দেওয়ানবাগ নিয়ে একটি পোষ্ট দিবো।

১৮| ২৬ শে জুন, ২০১৯ রাত ১:৪১

নতুন বলেছেন: দেওয়ানবাগী একটা জিনিস বটে.... মানুষকে কি ভাবে তার মুরিদ বানাইছে এবং তার তত্ব প্রচার করছে।

অজ্ঞতার বিভিন্ন স্তর থাকে... এই সব জিনিস দিয়ে সেটা বোঝা যায়...

কিছু মানুষ দেওয়ানবাগীর মুরিদ, কিছু মানুষ হোমিওপ‌্যাথী বিশ্বাস করে, কিছু মানুষ জীনপরী,বানামারা,জাদুটোনায় বিশ্বাসী,

কিছু মানুষ এলিয়ানে, ওয়ানওয়াল্ড ওডার, ইমাম মেহেদী, বেশির ভাগ মানুষ কোন না কোন ধমে` বিশ্বাসী....

এই জিনিসটাকে আমি বলি... shroud of ignorance ...বেশির ভাগ মানুষই কোন না কোন অজ্ঞতায় ঢাকা থাকে...

আমিও খুজি যে আমি কোন অজ্ঞতায় আচ্ছন্ন আছি... কোন ভ্রান্ত বিশ্বাসে আমি ডুবে আছি...

২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: অঘোষিত রাষ্ট নায়ক দেওয়ানবাগ, শুনেছি তার মুরিদ বর্তমানে ২ কোটি !!! আল্লাহ ভালো জানবেন, মানুষ কিভাবে এমন আস্ত পাঠাকে পীর ভেবে পায়ে চুম্বন করছে সেজদাহ করছে। আমি বিস্তারিত লিখবো - আশা করবো পাশে থাকবেন।

১৯| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:০৯

মাহমুদুর রহমান বলেছেন: ঈসা (আঃ) এর এখনও মৃত্যু হয় নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.