নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
ফ্লাইটের আগে বুকে এক ধরনের শুণ্যতা অনুভব করি, খাবার খাওয়া তো দুরে থাকুক পানিও খেতে পারি না, মনে হয় এটিই আমার জীবনের প্রথম ফ্লাইট! এই হয়তো ফ্লাইট মিস হয়ে যাবে! প্লেনের সিটে বসার পর শুরু হয় সারা দিনের অভুক্ত থাকার ক্ষুধা, আর প্লেন যখন আকাশে তখন শুরু হয় কানে ব্যাথা!
আগামী ৩০ জুন - ০২ জুলাই ২০১৯ ফিরে আসছি নিজের দেশে ধুলো ময়লা কাঁদাপানি সর্বস্ব দেশ, ট্রাফিক জ্যাম গাড়ীর হর্ণ, মানুষের চিৎকার শোরগোল আর হট্টগোলের দেশ, তারপরও নিজের দেশ বাংলাদেশ-ভিসা ফ্রি দেশ নিজের দেশ। বড়ই, তেতুল, কাচা আম, জাম, আমড়া, আমলকি, বিলেম্বু, করমজা, জলপাই, চালতা, ডেওয়া সব টক খাবারের দেশ-আমার ধারণা পৃথিবীর আর কোথাও এতো টক খাবার এভাবে খাওয়া হয়না (সম্ভবত)।
ভাতের সাথে আলু ভাজী আর টক দিয়ে ডাল অথবা ছোট মাছ সম্ভবত পৃথিবীর সর্বোৎকৃষ্ট খাবার, অথবা এটি পৃথিবীর খাবার না - অন্য কোনো গ্রহের ভীন গ্রহের অ্যালিয়েনের খাবার।
দেশে এসে ব্লগে লিখতে পারবো কিনা সঠিক জানিনা, আমার ভাগ্নে তার কম্পিউটার লব্ধ সর্ববিদ্যা আমার ল্যাপটপে তুফান চালিয়ে দিয়েছে, সে কথা দিয়েছে আমি বাংলাদেশে ব্লগে লিখতে পারবো। দেখি তার কম্পিউটার জ্ঞান আমাকে কতোটা সাহায্য করে।
অগ্রিম কৃতজ্ঞতা: আমার ভাগ্নে, কাজী রাহাত আহমেদ।
ছবি: গুগল সার্চ ইঞ্জিন
ব্রাক্ষণবাড়িয়ার “তিতাস নদী”
টক ফলের সম্রাজ্ঞী “ডেওয়া”
২৫ শে জুন, ২০১৯ রাত ১১:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ গুরু। ভালো থাকুন।
২| ২৫ শে জুন, ২০১৯ রাত ১১:৪৯
নতুন বলেছেন: দেশে যাবার কথা চিন্তা শুর করলেই তো মন পাল্টে যায়....
এই জন্যইতো বলে Home Sweet Home...
২৫ শে জুন, ২০১৯ রাত ১১:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই নতুন। ধন্যবাদ।
সত্যি সত্যি ভালো লাগা - I am in home, I am home
৩| ২৬ শে জুন, ২০১৯ রাত ১২:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা আমরাও আপনার জন্য অপেক্ষা করছি। তাহলে দেশে আসুন শীঘ্রই।
ভাগনার গতি অগ্রিম শুভেচ্ছা রইল। আশা করি সে মামা জানকে ঠিক ঠিক পথ দেখাতে পারবে।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় গুরুজিকে।
২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু আমার ও শুভেচ্ছা নিবেন। আপনার জন্য রইলো এক দিগন্ত ভালোবাসা ।
৪| ২৬ শে জুন, ২০১৯ রাত ১:০৫
রাজীব নুর বলেছেন: আসুন দেশে আসুন। দেশের পোলা দেশে ফিরে আসুন।
ভিপিএন দিয়ে ব্লগ ব্যবহার করতে পারবেন। আমিও এইভাবেই ব্যবহার করছি।
দেশে ফিরে নিজের চোখে দেখুন, দেশে রকি অবস্থা। কতটা উন্নতি হলো, কতটা অবনতি হলো।
২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:১২
ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই ১৫ দিন দেশের বাইরে থাকা বড় সময়তো না। আমি দেশেই থাকি ভাতের জন্য দেশে বিদেশে দৌড়াই। দেশ ভালো আছে আমরা জনগণ হা হুতাশ করি ভালো নাই ভালো নাই। এই হচ্ছে অবস্থা। আর যেটা না বললেই নয় দেশে ধর্ষণ দিন দিন বাড়ছে দেশে সকল পুং কি ভায়াগ্রা সেবন করছে কিনা এটা ভাবনার বিষয়।
৫| ২৬ শে জুন, ২০১৯ রাত ২:১৪
আরোগ্য বলেছেন: অগ্রিম স্বাগতম মশাই।
এক ঘন্টা আগে এক বাটি জাম ভর্তা খেলাম। আর কটা দিন সবুর করেন। তারপর টক ঝাল মিষ্টি সব খেতে পারবেন ইনশাআল্লাহ।
২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন: জাম আমার প্রিয় ফল, সেই জাম আছে তবে জাম ঝাকি দিয়ে ভর্তা করার লোকজন আর নাই, কাপড়ে দাগ হবে ভেবে এখন কেউ আর জাম ঝাকি দেয় না। ধন্যবাদ ভাই।
৬| ২৬ শে জুন, ২০১৯ রাত ৩:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কোন দেশ থেকে ফিরছেন, কত ঘন্টার ফ্লাইট?
২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন: টোকিও হতে কুয়ালালামপুর হয়ে ঢাকা আসবো। মালয়েশিয়ান এয়ারলাইন্স ট্রাভেল টাইম সর্বমোট ১৬ ঘন্টা ২৫ মিনিট কুয়ালালামপুরে যাত্রা বিরতি ৫ ঘন্টা ১৫ মিনিট। আমি যাত্রা করছি
৩০ জুন ২১:৪০ নারিতা ০৪:০৫ কুয়ালালামপুর - ০৭ ঘন্টা ২৫ মিনিট
০১ জুল ০৯:২০ কুয়ালালামপুর ১১:০৫ ঢাকা - ০৩ ঘন্টা ৪৫ মিনিট
০১ জুল- ০২ জুল ঘুম। শরীর সুস্থ্য থাকলে আল্লাহ ভরসা ০২ জুলাই ব্লগে থাকবো।
৭| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:১০
খায়রুল আহসান বলেছেন: স্বদেশে সুস্বাগতম!
২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই, দেশের বাইরে যাওয়া অর্থ বৃষ্টিতে রাস্তায় কোথাও আটকে পড়া, যতোক্ষন ঘরে না ফিরবো ততোক্ষন মন খারাপ থাকবে।
৮| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:২১
খায়রুল আহসান বলেছেন: "দেশের বাইরে যাওয়া অর্থ বৃষ্টিতে রাস্তায় কোথাও আটকে পড়া, যতোক্ষন ঘরে না ফিরবো ততোক্ষন মন খারাপ থাকবে" - কথাটা চমৎকার বলেছেন, ভাল লাগলো।
২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: আমরা প্রতিটি মানুষ গল্পকার ইতিহাসবিদ ছাড়াকার কবি আর দার্শনিক, সারা জীবন অপরকে চিনতে চেষ্টা করি - আমরণ চলে এই চেষ্টা ! জীবনে নিজেকে চিনতে কখনো চেষ্টা করিনা।
৯| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ অনুভূতিটা অন্যরকম। ল্যান্ড করার সাথে সাথেই মনে হয় না যে অনেক বছর পর আসা হয়েছে এই দেশে...
২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন: দেশের প্রতি ভালোবাসাটা প্রবাসীরা অনুভব করে, আমারা যারা দেশে থাকি প্রবাসীদের নিয়ে মজা করি তা নিতান্ত অন্যায়। একবার দেশের বাইরে গেলে মনে হয় দেশের জন্য মন কিভাবে কাাঁদে। প্রবাসীদের জন্য একরাশ ভালোবাসা। ধন্যবাদ তালগাছ ভাই।
১০| ২৬ শে জুন, ২০১৯ সকাল ১০:২৬
ভুয়া মফিজ বলেছেন: দেশে ফিরেও আপনার ব্লগিং অগ্রযাত্রা অব্যাহত থাকুক। নিরাপদে দেশে পৌছান, এটাই কামনা করছি।
আগামী বছর আমরা এই ব্লগেই আপনার ''স্বদেশ প্রত্যাবর্তন দিবস'' উদযাপন করবো.....আশা করছি!
২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন: উস্তাদ আমি দেশেই থাকি মাঝে মাঝে জীবন জীবিকার সন্ধানে দেশের বাইরে যাই সপ্তাহ দশ দিনের জন্য। এবারের উদ্যেশ্য ছোটবোনকে দেখা আর ব্যাবসার কিছু কাজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১১| ২৬ শে জুন, ২০১৯ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: নিরাপদে ফিরে আসুন। আল্লাহ সহায় হোন
২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন: কাজী ফাতেমা ছবি আপু, দুর প্রবাস থেকে আপনার ভাই আপনার জন্য দোয়া করছে “আপনিও ভালো থাকুন সুস্থ্য থাকুন ব্যাস্ত থাকুন”।
১২| ২৬ শে জুন, ২০১৯ সকাল ১০:৫৩
ভুয়া মফিজ বলেছেন: আপনার জন্য একটা প্রত্যাবর্তনের গান view this link
২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:২০
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রিয় গানের একটি এই গানটি আপনার জন্য উপহার
১৩| ২৬ শে জুন, ২০১৯ সকাল ১১:০২
জুন বলেছেন: নিরাপদ ভ্রমনের জন্য দোয়া রইলো। আর আপনি কি বাউনবাইড়ার লোক নাকি? তিতাসের ছবি দিছেন তো তাই। আমার শাশুড়ীর দেশ কত যে মধুর স্মৃতি তিতাসকে নিয়ে তার ছিল। এসে আবার আমাদের সাথে দেখা হোক ব্লগে এই প্রত্যাশায়।
২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন: জুন আপু, আপনি তো আমাদের গ্রামের ভাষা বলেছেন “বাউনবাইড়া” জ্বী আমি বাউনবাইড়ার অজপাড়া গ্রাম আমার বাড়ী। সেই বাউনবাইড়া এখন আর নাই এখন মোরে মোরে দোকান পাঠ আর সিএনজি সুপার মার্কেট নিউ মার্কেট, বাউনবাইড়ার ঐতিহ্য এখন এইসব কিছুর নিচে ধাবিত।
উল্লেখ্য, আমি দেশেই থাকি মাঝে মাঝে জীবন জীবিকার সন্ধানে দেশের বাইরে যাই সপ্তাহ দশ দিনের জন্য। এবারের উদ্যেশ্য ছোটবোনকে দেখা আর ব্যাবসার কিছু কাজ।
১৪| ২৬ শে জুন, ২০১৯ সকাল ১১:৪৯
ক্লে ডল বলেছেন: স্বাগতম!! আমার, আপনার, আমাদের সকলের ভালবাসার এই পলিমাটির বদ্বীপে।
২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন: আপুরে ধন্যবাদ, যতোদুরেই যাই মন পড়ে থাকে সবুজ শামল দুঃখী মায়ের দেশ বাংলাদেশে।
১৫| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪১
নজসু বলেছেন:
নিজ দেশে আসছেন এর চেয়ে সুখের আর কি হতে পারে।
আপনার পোষ্ট আর পোষ্টের ছবি দেখেই বুঝতে পারছি কতোটা অধীর হয়ে আছেন দেশের ধূলো গায়ে মাখার জন্য।
স্বাগতম প্রিয়।
দেশে আসলে আরও কাছাকাছি থেকে ব্লগে বিচরণ করতে পারবেন আশা করি।
আপনার ভাগনে আপনাকে নিরাশ করবেন না।
২৬ শে জুন, ২০১৯ রাত ৯:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: নজসু ভাই সত্যি বলেছেন, আমি দেশের বাইরে নিজেকে স্যুট করতে পারিনা, প্রবাসে আমি একজন আনফিট মানুষ। শত জয় ঝামেলার পর দেশেই আমার শান্তি দেশেই আমার সব। শুভ কামনা রইলো আপনার জন্য, ভালো থাকবেন।
১৬| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভ স্বদেশ প্রত্যাবর্তন দিবস । গুডলাক ।
২৬ শে জুন, ২০১৯ রাত ৯:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন: শুভকামনা রইলো উস্তাদ।
১৭| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:১৪
মাহমুদুর রহমান বলেছেন: এই ফলটি আমাদের এলাকায় ঢেউয়া নামে পরিচিত।
১৮| ২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার যাত্রা শুভ হোক আরামদায়ক হোক। Welcome back to sweet homeland.
২৬ শে জুন, ২০১৯ রাত ৯:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। আমি আপনাদের মালয়েশিয়া হয়ে আসবো। ট্রানজিট মালয়েশিয়া।
১৯| ২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবার উপরে স্বদেশ সত্য তাহার উপরে নাই।
২৬ শে জুন, ২০১৯ রাত ৯:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন: সবার উপরে স্বদেশ সত্য তাহার উপরে নাই - ১০০ তে ১০০ সঠিক ভালোবাসা রইলো ভাই।
২০| ২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
এমজেডএফ বলেছেন: শুভ প্রত্যাবর্তন, যাত্রা নিরাপদ ও শান্তিময় হউক।
২৬ শে জুন, ২০১৯ রাত ৯:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার জন্য রইলো এক দিগন্ত ভালোবাসা, ভালো থাকুন।
২১| ২৬ শে জুন, ২০১৯ রাত ৮:৩৩
আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,
ইনহাস্ত ওয়াতনম......................
২৬ শে জুন, ২০১৯ রাত ৯:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন: Inhast Watanam !
২২| ২৬ শে জুন, ২০১৯ রাত ৯:২১
আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,
হুমমমমম............এইতো আমার দেশ!
২৬ শে জুন, ২০১৯ রাত ৯:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন: ভালো থাকুন - সুস্থ্য থাকুন - ব্যাস্ত থাকুন।
২৩| ২৬ শে জুন, ২০১৯ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: আমার বাসায় আপনার দাওয়াত।
২৬ শে জুন, ২০১৯ রাত ১১:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন: আমি আপনার কাছে কৃতজ্ঞ। ভাই রাজীব নুর আপনি ভালো থাকুন সুস্থ্য থাকুন।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৯ রাত ১০:৪৭
ল বলেছেন: স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগতম ও শুভেচ্ছা ।।।
মামা ভাগনা যেখানে - আপদ নাই সেখানে সো হ্যাপি ব্লগিং,,..