নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুদূতের অপেক্ষা

১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৬



মৃত্যুপুরী মৃত্যু বাড়ি
একলা আমি শূন্য থাকি
রাত যে হলো ভোর কি হবে
সেই অপেক্ষায় প্রহর গুনি।

ক্লান্ত চোখে প্রহর গুনি
রাত যে হলো অপেক্ষার রাত
রাতের পরে নিশি
নিশির বিষে কান্না হাসি।

কি ভুলে মোর এই তপস্যা
জীবন যে হায় অমাবস্যা।

প্রহর গুনি প্রহর গুনি
হাহাকার নিয়ে প্রহর গুনি
রাত যে আমার সঙ্গ হলি
সঙ্গ কি আর ভঙ্গ করি।

মৃত্যুতেও প্রহর গুনি
মৃত্যুদূতের প্রহর গুনি
মৃত্যুদূতের অপেক্ষায়
জীবনাবসান স্বপেক্ষায়।।


আত্মকথা: - আমি কবি নই লেখকও নই, বয়ষ হয়েছে মাঝে মাঝে সমাজ পরিবেশ নিয়ে কিছু লেখার চেষ্টা করি। আজকে যেই কবিতা লেখার চেষ্টা তাতে পাঁচটি পংতি মালা আছে তা ব্লগের পাঁচজনকে উৎসর্গ করেছি।
ধন্যবাদ, সবাই ভালো থাকুন - ব্যস্ত থাকুন - সুস্থ্য থাকুন।


উৎসর্গ: - ব্লগার ল ভাই, ব্লগার বিজন রয় ভাই, ব্লগার চাঁদগাজী ভাই, ব্লগার ডঃ এম এ আলী ভাই
ও ব্লগার মুক্তা নীল আপা - যিনি ব্লগে দুঃখ লিখতে পছন্দ করেন তবে দুঃখের রঙ তিনি দেখেন নি (হয়তোবা)।



ছবি: গুগল সার্চ ইঞ্জিন
কৃতজ্ঞতা: - সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ।





মন্তব্য ৪৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


কবিতা হতে হবে নির্ঝরের মতো স্বতস্ফুর্ত, পাহাড়ি নদীর মতো চলমান ও শক্তিশালী, চাঁদের আলোর মত স্নিগ্ধ, মানুষের আবহমান জীবনের কাহিনীর মতো বিশাল, ফল্গুধারার মতো অশেষ, ভোরের আলোর মতো দীপ্ত, মানুষের হৃদয়ে জমে থাকা অনুভুতির প্রকাশ

১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, এটি একটি মৃত্যুপথযাত্রীর কবিতা (অগ্রিম লেখা) কারণ মৃত্যুদূতের অপেক্ষার পালায় তো আর কবিতা লেখা হবে না।

২| ১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৭

শেহজাদী১৯ বলেছেন: এত মৃত্যু চিন্তা কেনো?
মৃত্যু তো অবশ্য সম্ভাবী।

১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: বোন শেহজাদী, আপনার ভাই একজন সৈনিক। আর সৈনিক মৃত্যু নিয়ে চিন্তা করে না। তবে কবিতা লিখতে বাধা নেই - নাকি বলেন?

৩| ১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


কবিতা নিয়ে কবিরা সময়ে সময়ে কথা বলেছেন: কবিতা হলো মনের বিশাল অনুভুতি যা ভাষা খুঁজে বেড়ায়।

১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: নিকষ কালো এই আধার রাতে মিটমিটে তারা দেখেও পথ চিনেছি, আপনি সেই তারার মতোই একজন মানুষ।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৫

নীল আকাশ বলেছেন: চারজন খুব ভালো মানুষকেই উৎসর্গ করেছেন।
ছড়া কিন্তু মন্দ হয়নি।

১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




নীল আকাশ ভাই,
হাসুন - পৃথিবী হাসিময়
রাগুন - পৃথিবী রাগময়
কাঁদুন- পৃথিবী করুণাময়

৫| ১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাবার্থ ঠিক আাছে। কবিতা হিসেবে অন্ত্যমিল থাকা জরুরী নয়। তবে ছড়া হলে উপরের লেখায় অন্ত্যমিল ছিল না। হয়তো মৃত্যুপথযাত্রী বলেই...

১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: যদি পূনরজনম থেকে থাকে একজন কবি হয়ে জন্ম নেবো অথবা একজন বাবুর্চি হয়ে - তবে এই মা বাবারই সন্তান হয়ে এই জনমের আর পূর্ব জনমের ভালোবাসার ঋনে।

৬| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

জুন বলেছেন: ছন্দে গন্ধে কবিতায় ভালোলাগা রইলো ঠাকুর মাহমুদ ।
তবে মৃত্যু নিয়ে কবিতা বড় কষ্টের ।
+

১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

ঠাকুরমাহমুদ বলেছেন: জুন আপা। আমার জন্ম জুন মাসে, সেই ক্ষেত্রে আমিও একজন জুন। আপা আগামী পোষ্টের লেখায় থাকবে “দুষ্টের দমন আর শিষ্টের পালন” এবং লেখা পড়ে অবস্যই আপনি আনন্দিত হবেন। ধন্যবাদ, ভালো থাকুন।

৭| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি আমার চেয়ে কমপক্ষে ৩ গুণ ভালো লেখতে পারেন। লেখা থামাবেন না। ধন্যবাদ।

৮| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ঠাকুর মাহমুদ ভাই,

প্রচেষ্টা ভালো ।কবিতা ভালো লেগেছে। তবে জীবন যেখানে ছন্দময়। হতাশা থাকবে কিন্তু আমরা আশার স্বপ্ন দেখি বারে বারে। সেখানে কেন হে কবি আপনার এমন নেগেটিভ চিন্তা?
জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আরো ছন্দময়, আরও রঙিন আরো স্বপ্নীল।
শুভেচ্ছা অফুরান।

১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: আগামীতে ভয়ঙ্কর কিছু একটা লিখবো। সেখানে থাকবে না কোনো দুঃখ হতাশা।

৯| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৩

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




মৃত্যুদূতের অপেক্ষায় থাকার প্রয়োজন নেই। সময় মতো সে আসবেই। অপেক্ষায় থাকি আর না-ই থাকি তার আসা এক অমোঘ নিয়তি।

ছড়াকবিতার মতো হয়েছে। অন্ত্যমিলের দিকে আরো একটু যত্ন নিলে ভালো হতো যদিও মন্দ হয়নি।


১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আহমেদ জী এস ভাই, ছড়া কবিতায় নিজের কিছু না বলা কথা লেখার চেষ্টা। আগামীতে কখনো ছড়া, কবিতা লিখলে তাতে আরো নিখুঁত চেষ্টা করবো। ধন্যবাদ।

১০| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪২

বলেছেন: কুল্লু নাফসি যা ইকা তুল মাউত -


সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে


Every soul shall taste death.....

ক্ষণস্থায়ী জীবন নিয়ে দারুণ মেসেজ।।।

উৎসর্গে কৃতজ্ঞতা।।

১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




কুল্লু নাফসিন যাইক্বাতুল মাউত
প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।
সুরা আল ইমরান (আয়াত ১৮৫)

১১| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫

সাইন বোর্ড বলেছেন: কবিরা কষ্টকে লালন করে, কষ্টই হয়ত কবিতায় ভাষা এনে দেয় । যদিও আধুনিক কবিতায় আবেগের বাড়াবাড়িকে মোটেই স্থান দেয় না । আর মৃত্যু তো অনেকটা শীতল বরফের মত, কোন কোন কবি তার মধ্যে বসবাস করতে পছন্দ করে । আমার বিশ্বাস আপনি নিয়মিত কবিতা লেখার চেষ্টা করলে আরো ভাল লিখতে পারবেন ।

১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড, ধন্যবাদ। লেখার প্রেরণা পেলে ভালো লাগে। আবারো ধন্যবাদ।

১২| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১২

মুক্তা নীল বলেছেন:
ঠাকুর' দা,
শরীর পরে থাকে ,
আত্মা কবেই নিখোঁজ,
মানুষ কিন্তু মরে একবারই,
খুন হয় রোজ ...

এর পরেও বেঁচে আছি ,বেঁচে থাকতে হচ্ছে।
মৃত্যু চিন্তা মাথায় রেখে ভালোলাগা যত রইল আপনার
কবিতায় কৃতজ্ঞতা জানিয়ে কবিতাটি প্রিয়তে নিয়ে নিলাম।
আপনি সুস্থ থাকুন ও সর্বদা মঙ্গল কামনা করছি ।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার জুন আপা ও আপনার জন্য আগামী পোষ্ট হবে মহাভারতের লড়াই। আশা করি পড়ে আনন্দ পাবেন।

১৩| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৬

বলেছেন: মহাভারতের লড়াই দেখার জন্য --- অগ্রীম টিকেট কিনে নিলাম।।।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:

গুরু, আপনার মহাভারতের টিকেট, পপকর্ন সহ।

১৪| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ২:১২

বলেছেন: পপকর্নের সাথে "হট- ড্রিংকস" বা সফট ড্রিংকস দেয়া যায় না।।। হা হা।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ২:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: দেয়া হবে, তবে ব্লগে ছবি দিলে সমস্যা আছে। ডিউটি ফ্রি তাই টেনশন নেওয়ার কোনো কারণ নেই।

১৫| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:২২

নতুন নকিব বলেছেন:



সুন্দর একটি কবিতা। তবে তারচেয়ে বেশি ভালো লাগলো কবিতার ভাবটা। এটা অনন্য। যাদের উদ্দেশ্যে কবিতা নিবেদন করেছেন তাদের সকলকে অভিনন্দন। +++

১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:

নতুন নকিব ভাই, অনেক অনেক ধন্যবাদ। কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি আনন্দিত। আপনাকে মিক্সড ফ্রুট সালাদ এর শুভেচ্ছা। আপনাকেও অভিনন্দন।

১৬| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:২১

বিজন রয় বলেছেন: গতকাল আপনার এই পোস্ট দেখেছিলাম, কিন্তু ব্যস্ততার জন্য ভিতরে ঢোকা হয়নি, এখন এসে তো একবারে "থ"!

এখনও খুব ব্যস্ত তাই চলে যাচ্ছি....... পরে কথা বলব..... কিন্তু কখন তা জানিনা.....

পোস্ট প্রিয়তে রাখলাম.......

অনেক শুভকামনা রেখে গেলাম।

১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: বিজন রয় ভাই আপনি “থ” হয়েছেন তাহলে বলতে হয় ভালো লিখেছি। জেনে খুব আনন্দিত হয়েছি ধন্যবাদ। আবারো ধন্যবাদ।

১৭| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: উৎসর্গ আর কবিতায় ভালোলাগা। নিরন্তর শুভকামনা ।

১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই কবিতায় প্রশংসা করেছেন অর্থ ভালো লিখেছি - ধন্যবাদ, আবারো ধন্যবাদ। ভাই ভালো থাকবেন।

১৮| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাবের ধারাবাহিক উপস্থাপন ভালো লেগেছে।

ব্লগার চাঁদগাজী'র কবিতা ভাবনা মুগ্ধ করেছে। উনি ভালো একজন পাঠক। চমৎকার একজন মানুষ।

১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার চাঁদগাজী আমার প্রিয় বন্ধু মানুষ। ব্লগে আপনি জুনায়েদ বি রাহমান ভাই সহ আরো অনেকে আছেন যারা আমার খুবই প্রিয় মানুষ। ধন্যবাদ ভালো থাকুন।

১৯| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি আমার চেয়ে কমপক্ষে ৩ গুণ ভালো লেখতে পারেন। লেখা থামাবেন না। ধন্যবাদ।


আমি মোটেও ভালো লিখি না। ভাববেন না আমি বিনয় দেখাচ্ছি। আসলেই আমার লেখা অতি নিম্ম মানের। তবু আপনারা পড়েন এটা আমার ভাগ্য।

১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১২

ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই, আপনার বই।

২০| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৩

আখেনাটেন বলেছেন: মৃত্যু অবশ্যভাবী।

১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: যদি পুনর্জন্ম থেকে থাকে তাহলে আপনিই আখেনাটেন।

২১| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রহর গুনি প্রহর গুনি
হাহাকার নিয়ে প্রহর গুনি
রাত যে আমার সঙ্গ হলি
সঙ্গ কি আর ভঙ্গ করি।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




মৃত্যুতেও প্রহর গুনি
মৃত্যুদূতের প্রহর গুনি
মৃত্যুদূতের অপেক্ষায়
জীবনাবসান স্বপেক্ষায়।।

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৪৭

ইফতেখার ভূইয়া বলেছেন: মৃত্যু নিয়ে চিন্তা করাটাকে বেশ পজিটিভলি দেখি। আমার মনে হয় ব্যাপারটা মানুষকে অনেকটাই বিনীয় হতে সাহায্য করে। আর মৃত্যুকে অনেকটাই মুক্তি হিসেবে দেখি। তবে চিন্তাটা যেন আপনাকে পেয়ে না বসে। কবিতা বেশ উথাল-পাথাল মনে হলো। খুব সম্ভবত কবিতা তৈরী করার প্রয়াস থেকে নয় বরং নিতান্তই ভাবনার সবটুকু ডানা মেলে দেয়ার প্রচেষ্টা থেকেই লিখা। আমার ধারনা ভুলও হতে পারে, তবে মৌলিক লিখা আমার বরাবরই ভালো লাগে। ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইফতেখার ভূইয়া ভাই,
অনেক সময় অনেক অনেক চিন্তা ভাবনা যার সামান্যই ব্লগে লেখা সম্ভব হয়, প্রতি দিনে আমাদের ঘটে যাওয়া ঘটনা লিখতে গেলে ০২-০৫ জন লেখক প্রয়োজন এক এক ব্লগারের। সত্যি কিনা বলেন? নাহ এটি ভাবনার বিষয় নয় একটি কবিতা। দুঃখ বিষাদময় কবিতা বলতে পারে। এর বেশী কিছু না।

আপনার আন্তরিক মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.