নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

রিজিক নিয়ে কোরআনের কয়েকটি আয়াত

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৬



আমাদের শিমের ফলন ভালো হয়েছে, শুধু ভালো নয় আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে। এখন পর্যন্ত জমি থেকে দুই চালান (২২ অক্টোবর ও ৫ নভেম্বর) শিম উঠানো হয়েছে। এছাড়া আলু, ফুলকপি, পাতাকপি, টমেটো, পেঁয়াজ ডিসেম্বর নাগাদ আসা শুরু হবে। মাটির কারণে আমাদের জমিতে মরিচের চাষ ভালো হয় না, তাই মরিচ তেমন একটা চাষাবাদ করা হয় না। প্রসঙ্গত বলে রাখি, যে মাটি যে ফসল দিবে - তাতে সে ফসলই চাষ করা উচিত। ভিন্ন ফসলে ভালো ফলন আসবে না।

খাদ্যশস্য চাষে যে আনন্দ আছে আমার ধারণা আর কোনো কাজে এমন আনন্দ নেই। জমিতে চারাগাছে এক ধরনের ঘ্রাণ আছে, ফসলের কৈশোরে আরেক ঘ্রাণ, ফসল পরিপূর্ণ পেঁকে আসার সময় জমির পাশে দাড়িয়ে মনে হতে পারে “মানব জীবন সার্থক” মানব জনম সার্থক। জমিতে ফসলের গাছ যখন কৈশোরে পৌছে এই জমিতে কৃষকের নেশা লেগে যায়। কৃষক জমির সাথে ফসলের সাথে পরম মমতায় কথা বলেন। ভোর সকালে শীতের দিনের শিশির ভেজা ফসলের পাতাতে মনে হয় রূপা গলে গলে পরছে। ফসলকে ভালোবাসলে ফসলও তার ভালোবাসার প্রতিদান দেন - আমি নিজে এর সাক্ষী।

১। আল-কোরআনে পরম করুণাময় আল্লাহপাক ঘোষণা করেছেন, ‘পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সয়ং তাঁর নিজের ওপর ন্যস্ত করেছেন। (সূরা হুদ, আয়াত ৬)

২। আল্লাহ রিজিকদাতা। নিশ্চয় তিনি আল্লাহ রিজিকদাতা। আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত। (সূরা: যারিয়াত, আয়াত ৫৮)

৩। নিশ্চয় তোমার পালনকর্তা যাকে ইচ্ছা অধিক জীবনোপকরণ দান করেন এবং তিনিই তা সংকুচিতও করে দেন। তিনিই তাঁর বান্দাদের সম্পর্কে ভালোভাবে অবহিত এবং সব কিছু দেখছেন। (সূরা: আল-ইসরা, আয়াত ৩০)

৪। আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন সম্পত্তি দান করেন। (সূরা: আল-বাক্বারাহ, আয়াত ২১২)

উপসংহার: কৃষিকাজ আমার পেশা নয়, কৃষিকাজ আমার ভালোবাসা, আমার পূর্ব পুরুষ কৃষিকাজ করে জীবন যাপন করেছেন। মাটি আমি ভালোবাসি কারণ একদিন আমাকে মাটির কাছেই ফিরে যেতে হবে, ছোট এক মাটির ঘরে সম্পূর্ণ খালি হাতে।

সবাইকে ধন্যবাদ।



বিশেষ ধন্যবাদ: ব্লগার মরুভূমির জলদস্যু। আমার লেখাটির শিরোনাম নিয়ে খানিকটা সংশয়ে ছিলাম, লিখেছি কোরআনের আয়াত অথচ শিরোনাম দিয়েছি “হাদিস” শিরোনামের জন্য ব্লগার মরুভূমির জলদস্যুকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া হলো।

কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ। নির্বাচিত পোষ্টে “উক্ত লেখাটি” স্থান দেওয়াতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।







মন্তব্য ৫২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



২ চালানে কি পরিমাণ সীম উঠানো হয়েছে? আপনার সীমের চাষ কি শুধু পরিবারের জন্য, নাকি ব্যবসায়িকও?

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ব্যবসায়িক। দুই চালানে বেশ ভালো পরিমান শিম উঠেছে (সঙ্গত কারণে ওজন লিখতে চাচ্ছি না) কৃষিকাজ শুধু না, - একজন মানুষ যে কাজই করবেন সে কাজের প্রতি ভালোবাসা না থাকলে কাজের উন্নয়ন হবে না - এটি আমার ব্যক্তিগত ধারণা ও মতামত।

২| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৯

ইসিয়াক বলেছেন: কেমন আছেন প্রিয় মাহমুদ ভাই?

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই?

৩| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯

নতুন নকিব বলেছেন:



অনেক ভাল কাজ করেছেন। সত্যিই আনন্দিত। +

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




সত্যি সতিই আমিও আনন্দিত। মানুষের মৌলিক চাহিদার অন্যতম ও প্রধান চাহিদা নিয়ে কাজ করতে পারা আসলেই আনন্দের। আপনাকে ধন্যবাদ।

৪| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪

শাহ আজিজ বলেছেন: নতুন আলু সিমের ঝোল আহা জীবনটাই ব্যার্থ ।

মাছের সাথে সিম বা আলু , জমজমাট ।

এসব হারিয়ে গেছে আমাদের জীবন থেকে । আমরাও কৃষিজীবী পরিবারের । কিন্তু নগরবাসি হলে যা হয় ।

কোথায় হারিয়ে গেলেন এতদিন

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি সঠিক বলেছেন - নতুন আলুর শুধু ঝোল নয়! নতুন আলু শুধু সিদ্ধ করে বা পুড়ে খাওয়ার মাঝে যে স্বাদ আছে তা সম্ভবত আপনি আমি বা আমাদের সমবয়সিরাই শুধু জানেন।

নতুন আলু দিয়ে টেংরা, শিং মাছের ঝোল বেহেস্তের খাবার। আর শিম দিয়ে রুই মাছের মাথা। এছাড়া এখন জলপাই, তেতুল, চালতা কতবেল এর সিজন।

নানান ঝামেলায় ছিলাম। পরিবারের গোষ্টির বড় ছেলে হলে যা হয় তাই আরকি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।

৫| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: শিরনামে লিখেছেন "হাদিস" আর পোস্টে দিয়েছেন সব কোরআনের আয়াত!!

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাবছি শিরোনামে কি লেখা যায়?
“রিজিক নিয়ে কোরআনের আয়াত ” - এটি কেমন হয়?

৬| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ!

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।

৭| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আফ্রিকার অনেক মানুষকেই দেখি না খেয়ে থাকে ।
কঙ্কালসার শিশু নারী পুরুষ দেখলে খুবই খারাপ লাগে।

এই মানুষদের রিজিক কে দেয় ?
তাদের রিজিক হচ্ছে না কেন?

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




জীবন ও জীবিকার প্রয়োজনে আমার আফ্রিকা দেখার সুযোগ হয়েছে। আফ্রিকার দেশগুলো খনিজ সম্পদের দেশ। আমাদের মতো সাধারণ মানুষের কল্পনা করারও বাইরে এতোটা খনিজ সম্পদ! তারপরও তারা অনাহারে মরে! ছোট ছোট শিশুদের হাতে ভয়ঙ্কর স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র। এক একজন ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রোগের বাহক! - রাজনীতি।

৮| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০২

ইসিয়াক বলেছেন:
আলহামদুলিল্লাহ । আমি ভালো আছি ভাইয়া।

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




বিচিত্র কারণে আপনাকে আমি খুবই পছন্দ করি। আমার জন্য দোয়া করবেন ভাই। বয়স হয়েছে, ঈমানের সাথে যেনো দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ফি আমানিল্লাহ।

৯| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন:
ভাবছি শিরোনামে কি লেখা যায়?


রিজিক নিয়ে কোরআনের আয়াত না লিখে -
রিজিক নিয়ে কোরআনের কয়েকটি আয়াত লিখতে পারেন।

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে মুলপোস্টে আপনার নাম সংযোজন করেছি। শিরোনাম হিসেবে “রিজিক নিয়ে কোরআনের কয়েকটি আয়াত” এটিই সবচেয়ে ভালো শিরোনাম তাই এভাবেই শিরোনাম লিখেছি। আপনাকে আবারও ধন্যবাদ।

১০| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুকরিয়া

জেনে আমরাও পুলকিত হলাম।
আমারো খুব ইচ্ছে মাটির কাছাকাছি থাকার!
দেখি মালিক কবে দয়া করেন।

আপনার আর শাহ আজিজ ভায়ার লোভনীয় রেসিপিতো জিভৈ জল এনে দিচ্ছে
আহা কবে দাওয়াত দেবেন আর মাটির কাছে বসে তাজা তাজা খাবো?
আর অনুভব করবো সেই সোয়াদ ;)

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




বোয়াল মাছ দিয়ে নতুন ছোট আলুর ঝোল হচ্ছে সরাসরি বেহেস্তের খাবার। আর সাথে থাকতে হবে সুরমা আতপ চালের ভাত। খাওয়া শেষে গরুর খাঁটি দুধের মাটির পাতিলে বসানো এক গ্লাস টক দই। তারপর গল্পের বই হাতে লম্বা একটা ঘুম।

এছাড়া শীতের দিনে নতুন আলুর ঝোল দিয়ে মুড়ি মেখে খাওয়ার মাঝে যে আনন্দ আছে তা সত্যি সত্যি বলা বাহুল্য। অবস্যই দাওয়াত পাবেন। অবস্যই।

১১| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

ঢাবিয়ান বলেছেন: মনটা উতলা হয়ে গেল পোস্টটা পরে। কবে যে যেতে পারবো দেশে, কবে যে নিতে পারবো মাটি, চারা গাছের গাছের শৈশব কৈশরের ঘ্রান ??

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




জমিতে ফসলের গাছ যখন কৈশোরে পৌছে এই জমিতে কৃষকের নেশা লেগে যায়। কৃষক জমির সাথে ফসলের সাথে পরম মমতায় কথা বলেন। ভোর সকালে শীতের দিনের শিশির ভেজা ফসলের পাতাতে মনে হয় রূপা গলে গলে পরছে।

ফসলকে ভালোবাসলে ফসলও তার ভালোবাসার প্রতিদান দেন - আমি নিজে এর সাক্ষী।

১২| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন আপনার কোনো খোঁজ খবর নাই!!!!

যাই হোক, আপনাকে দেখে ভালো লাগছে।
কৃষিকাজ অনেক উন্নত কাজ। আমার জায়গা জমি থাকলে আমিও করতাম। এ কাজের প্রতি আমারে ভালোবাসা আছে।

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




টমেটো পুড়ে সরিষার তৈল পেঁয়াজ কুচি শুকনো মরিচ ভাজা দিয়ে টমেটোর ভর্তা করা হয়। এটি হলে ভাত/রুটির সাথে আর কোনো তরকারির প্রয়োজন নেই।

কৃষিকাজ আসলেই ভালোবাসার কাজ। ভালোবাসা না থাকলে এ কাজে ভালো ফলন আসবে না।

১৩| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৯

নেওয়াজ আলি বলেছেন: জ্বি আল্লাহ উত্তম রিজিক দাতা। আমিও সবজি করেছি

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



খুবই ভালো কাজ করেছেন। আল্লাহ উত্তম রিজিক দাতা তিনিই একমাত্র সঠিক বিচারকারী।


১৪| ০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: শিরোনামের সঙ্গে পোস্ট পারফেক্ট হয়েছে।
জলদস্যু ভাইকে ধন্যবাদ। পোস্টে ভালোলাগা। ঔ
মাটিই হবে আমাদের শেষ পরিণতি। আমিও আপনার দেখাদেখি সব্জি ফলানোর প্লান নিলাম।সফল হলে আপনাকে জানাবো।
শুভেচ্ছা প্রিয় ঠাকুরমাহমুদ ভাইকে।

০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




পদাতিক চৌধুরি ভাই, সবজি চাষে যদি মোটামোটি বড় আকারে কাজে আগ্রহী হোন তাহলে আপনার এলাকার কৃষি অফিসারের সাথে কথা বলে নিবেন। তিনি আপনার জমির মাটি পরিক্ষার ব্যবস্থা নিবেন এবং কোন ফসল চাষে ভালো ফলন আসবে তা জানাবেন এবং চাষের বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

আপনার প্রতিও শুভেচ্ছা রইলো।

১৫| ০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



আফ্রিকার মানুষের রিজিকের মালিকও কি আল্লাহ, নাকি সেইসব দেশের সরকারগুলো?

০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




১৫-২০ বছরের একটি অশিক্ষিত ছেলের হাতেও যদি লুগার, কারবাইন, একে৪৭ থাকে সে দেশের কি অবস্থা হতে পারে তাতো আপনি আমার চেয়ে ভালো জানেন। রিজিকের মালিক অবস্যই আল্লাহ, কিন্তু নিজ নিজ কাজের জন্য তদবীর করতে হবে। সরকার মিলিটারি দেশগুলোকে নরকে গুলজার করে রেখেছে।

১৯৭১ এর পর পর দেশে যাদের হাতে অস্ত্র ছিলো, যারা অস্ত্র জমা দেয়নি তারা দেশটাকে লুটতরাজের রাজ্য ঘোষণা করেছিলো। আপনি আমার চেয়ে ভালো দেখেছেন বলে আমার ধারণা।

খনিজ সম্পদ কখনো কখনো অভিশাপের কারণ হয়। গ্রামে প্রবাদ কথা চালু আছে “গরিবের ঘরে সুন্দরী মেয়ে জন্ম নিতে নেই” - বিপদ বাড়ে।

১৬| ০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৩

নূর আলম হিরণ বলেছেন: কি পরিমান জমিতে চাষ করেছেন?

০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




শিম চাষ হয়েছে ৬ বিঘা জমিতে। আপনাকে ধন্যবাদ।

১৭| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

জুন বলেছেন: আপনার লেখা পড়ে মনে পরলো জ্ঞ্যান হবার পর প্রথম গাছ বোনার কাহিনী। সীতাকুণ্ডে ছিলাম, বাসার পাশেই আমাদের বাসার নিজস্ব পুকুর আর তার পারে বোনা আমার পেয়াজ গাছের কথা। কলি বের হওয়ার পরেই নিয়ে বুনেছিলাম পুকুরের নরম মাটিতে। প্রতিদিন ভোরে ঘুম ভাংগার পর আমার প্রথম কাজ ছিল এক দৌড়ে গিয়ে আমার গাছ দেখা কতটা বড় হলো সে। মাঝে মাঝে টেনে তুলে দেখতাম মাটির নীচে থাকা পেয়াজটা কত বড় হলো। সেই শীতের কুয়াশা ভেদ করে আমার দৃষ্টি যখন শলাকার মত সবুজ পেয়াজ পাতায় পরতো এর চেয়ে আনন্দ আর কিছুতেই মনে হয় পাই নি ঠাকুর মাহমুদ।
আজ দুপুরে নতুন সীম, ফুলকপি আর টমেটো দিয়ে রুইমাছ রান্না করেছিলাম। নতুন আলু ছিল না ঘরে কিন্ত আলুর প্রতি এক আলাদা দুর্বলতা থাকায় পুরনো আলুই একটা কেটে দিয়েছিলাম।
মাটির কাছাকাছি থাকায় যে কি আনন্দ তা তারাই জানে যার তার স্বাদ পেয়েছে।
অনেক দিন পরে আসলেন তাই নয় কি!

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




পরিবার ও গোষ্টির বড় সন্তান হলে অভিবাবক নামক বোঝা কাঁধে নিতে হয়। তাই বেশ কিছু ঝামেলায় ছিলাম। জ্বী অনেক দিন পর।

নতুন শিম, ফুলকপি, টমেটো ও রুই মাছের সাথে খানিকটা ধনিয়া পাতা দিয়েছেন কিনা জানা নেই - আপনি যেই রেসিপি দিয়েছেন তাতে বুঝতে পারছি আপনি ভালো রান্না জানেন। অতএব ধরে নিচ্ছি ধনে পাতা দিয়েছেন এবং এই তরকারির স্বাদ অতুলনীয় হয়েছে। শীতের দিনের ভাজি তরকারিতে ধনিয়া পাতা / পেঁয়াজ পাতা দিলে রান্নার স্বাদ মনে রাখার মতো হয়।

চট্রগ্রামের সাথে আমার কর্ম জীবনের অনেক স্মৃতি জড়িত। চট্রগ্রাম আমার একটি প্রিয় জেলা।


১৮| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

মাহিরাহি বলেছেন: শেষ জীবনটা চাষবাস করেই কাটাতে চাই, বিশেষ করে ফলের বাগান গড়ার খুব ইচ্ছা আমার।

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




যে কোনো চাষে যদি মোটামোটি বড় আকারে কাজে আগ্রহী হোন তাহলে আপনার এলাকার কৃষি অফিসারের সাথে কথা বলে নিবেন। তিনি আপনার জমির মাটি পরিক্ষার ব্যবস্থা নিবেন এবং কোন ফসল চাষে ভালো ফলন আসবে তা জানাবেন এবং চাষের বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

আপনার শুভেচ্ছা রইলো।

১৯| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



জুন বলেছেন, " আপনার লেখা পড়ে মনে পরলো জ্ঞ্যান হবার পর প্রথম গাছ বোনার কাহিনী। সীতাকুণ্ডে ছিলাম, ..."

-সীতাকুন্ড হলো সীমের বাপ-দাদার বাড়ী; বাংলাদেশের আর কোথায়ও একই এলাকায় এত ভালো ও এত বেশী সীম হয় না।

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




সীতাকুন্ড শিমের জন্য উপযোগী মাটি। ফসলের জন্য উপযোগী মাটি না হলে ফসল ভালো হয় না। এনজিও থেকে সহায়তা করে কিশোরগঞ্জে লিচু আবাদ করা হয়েছে। সমস্যা বুঝতে বুঝতে লিচু আবাদ এমন পর্যায়ে চলে গেছে যে আর গাছ কাটা সম্ভব না। বাংলাদেশে যদি বাজার থেকে লিচু কিনে লবন দিয়ে খেতে হয় ধরে নিবেন এই লিচুর বাড়ি কিশোরগঞ্জ। যে কোনো ফসলের জন্য মাটি খুবই গুরুত্বপূর্ণ।

২০| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০

জুন বলেছেন: @ চাদগাজী জী আমার একটু একটু মনে পরে পাহাড়ের ঢালে ছিল সীম গাছে ভরা। পরে যখন প্রায়ই চিটাগং যেতাম তখন মিরেশ্বরাই পাড় হলেই চোখ চলে যেতে বায়ের পাহাড়ের দিকে। ছোট ছোট ঝর্নাওরা বলে ছড়া আর ক্ষেতের আলে শীম গাছ। তবে ওরা মাচায় বুনতো কম, বেশিরভাগই বাশের কাঠি জড়িয়ে উঠতো ক্ষেতের পাশে পাশে।

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




পার্বত্য চট্রগ্রামেও ভালো ফলন হয় তবে ফসল তুলে আনা খুবই যন্ত্রনাদায়ক। এছাড়া বৃহত্তর কুমিল্লা, নরসিংদী, ময়মনসিংহ সহ উত্তরবঙ্গে শিমের চাষ হয় প্রচুর।

২১| ০৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১৯

ডঃ এম এ আলী বলেছেন:



বেশ কিছু দিন পরে লেখায় ফিরছেন দেখে মনটা প্রফুল্য হয়ে গেল ।
সবজী চাষে মগ্ন ছিলেন শুনে ভাল লাগল । শীতের তাজা সবজীর
স্বাদই আলাদা । ঠিকই বলেছেন মাটির গুনাগুন দেখে সবজীর চাষ
করা অতি উত্তম, তাতে ফলন ভাল হয়, চাষীর মুখেহাসি ফুটে।
আমিউ ঘরের ভিতর কিছু শীতকালীন সবজীর চাষ করছি।
ঘরের ভিতর জানালার কাছে টবে লাগানো পুই শাক বেশ
লকলকিয়ে বাড়ছে ।


মুল্যবান কথামালাসমৃদ্ধ পোষ্টটি প্রিয়তে গেল ।

শুভেচ্ছা রইল

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমরা প্রায় কাছাকাছি সময়ের মানুষ তাই আপনার প্রতি আমার ভালোবাসা সব সময় ছিলো, সব সময় থাকবে। পুইশাক, লাউপাতা আমার প্রিয় শাক। ইলিশ মাছ দিয়ে পুইশাকের ঝোল হলে আর কোনো রান্নার প্রয়োজন নেই। দুই প্লেট ভাত / চারটি প্রমাণ সাইজের রুটি পুইশাকের তরকারি দিয়ে খাওয়া সম্ভব।

ফসলের চাষাবাদে মাটি ও এলাকা ভেদে আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাশাল্লাহ আপনার পুইশাকের ছবি দেখে খুবই ভালো লাগছে। পোস্টটি প্রিয়তে নিয়েছেন জেনে কৃতজ্ঞতা স্বীকার করছি। ভাই সাহেব, ভালো থাকুন এই দোয়া করি।

২২| ০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: আজ রাতে আল্লাহ আমার জন্য কোনো রিজিক রাখেন নাই।

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি যা বিশ্বাস করবেন তাই সঠিক।

২৩| ০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:


@জুন,


-আপনি চিটাগং যেতে, মিরেশ্বরাই পার হওয়ার পর, বাম পাশের পাহাড়ের দিকে তাকিয়ে যদি সীম গাছ দেখে থাকেন, আপনি আমাকেও দেখেছেন, অবশ্যই চিনেননি।

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




মীরসরাই সহ সমগ্র চট্রগ্রামে আমার প্রিয় মানুষজন আছেন। চট্রগ্রাম আমার প্রিয় এলাকার একটি।

২৪| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ২:০৯

সোহানী বলেছেন: যাক্, আপনাকে দেখে সশান্তি পাচ্ছি। টেনশানে ছিলাম কোথায় আবার হারালেন।

দেশে ফসল ফলানোর সুযোগ না হলেও বিদেশের মাটিতে এ কাজ করার সুযোগ পেয়েছি। আলী ভাইয়ের পুঁই গাছের মতোও অনেক কিছুই লাগাই। যদিও এবার তেমন একটা পারিনি। করোনার কারনে সময়মত বীজ বা চারা সংগ্রহ করতে পারিনি। আশা করছে নেক্সট্ সামারে করবো।

আপনার ফসলের ফলন শুনে ভালো লাগলো।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




শীতপ্রধান দেশে থাকার এই এক সুবিধা। আপনি শীতের সবজি ফল মনের মতো চাষ করতে পারবেন। করোনার কারণে সমগ্র বিশ্ব থমকে গেছে - দেখা যাক সময় ও পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যায়।

আশা করছি শিমের মতো টমেটোর দাম পরে যাওয়ার আগে আগে আমাদের টমেটো বাজারে যাবে বাদবাকি আল্লাহ ভরসা। শুভ কামনা রইলো বোন।


২৫| ০৯ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আশা করি ভাল আছেন। অনেক দিন পর আপনাকে দেখলাম।

আমরা হামেসা রিজিক নিয়ে চিন্তিত। অথচ আল্লাহ বলে দিয়েছেন সকল প্রাণীর রিযিক এর ব্যবস্থা আ্ল্লাহ নিজেই করেন।

মানুষ ছাড়া অন্য কোন প্রানীর মনে হয় রিযিক নিয়ে টেনশন নেই।

আমরা চেষ্টা করে শুধু আমাদের বরাদ্দটুকুই অর্জণ করি।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি সঠিক বলেছেন। আপনি আমি তদবির করলে আল্লাহ আমাদের প্রাপ্য রিজিক দিতে সময় নিবেন না। আমাদের শুধু সঠিক সময়ে সঠিক কর্মটি করতে হবে। বাদবাকি আল্লাহ ভরসা।

২৬| ০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: একটা বিষয় জানতে চাই-

আপনি শিম কত টাকা করে বিক্রি করবেন?
যেমন আজ আমি ১২০ টাকা কেজিতে শিম কিনলাম।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমরা বিক্রি করেছি ২২/১০/২০২০ মাঠ মূল্য = ৯৫,০০০ টাকা টন ও ০৫/১১/২০২০ মাঠ মূল্য = ৮৮,০০০ টাকা টন। গতকাল ০৮/১১/২০২০ মাঠ মূল্য ছিলো ৮৬,০০০ - ৮৮,০০০ টাকা টন অর্থাৎ ৮৬ - ৮৮ টাকা কিলোগ্রাম।

পাইকারি বাজারে গিয়ে ৯৬,০০০ - ৯৮,০০০ টাকা টন হয়।

খুচরা বাজারে ১১০-১২০ টাকা কিলোগ্রাম।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.