নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

এপিটাফ

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪০




একটি ঘুম, দীর্ঘ একটি ঘুম
ঘুমে পেরিয়ে যাবে, কি দিন কি রাত্রি,
বর্ষা শীত বসন্ত, শত সহস্র বছর
অনন্ত অনন্তকাল, কাল মহাকাল।।




ছবিঃ ঘুম

কৃতজ্ঞতা স্বীকারঃ সামহোয়্যারইন ব্লগ।












মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:



ঐ রকম ঘুম কেহ চাহে? ৬/৭ ঘন্টা ঘুমই ভালো ঘুম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




সম্পূর্ণ সুস্থ অবস্থায় আমি সর্বোচ্চ ২৬ ঘন্টা এক নাগারে ঘুমিয়েছি। তবে অসুস্থ অবস্থার কথা আলাদা তখন ঘুমের ঔষধ দেয়া হতো। আমার জীবনে বেশ কয়েকবার এমন হয়েছে মৃত্যুর মুখোমুখি চলে এসেছি, কোনোভাবে বেঁচে যাবো ভাবিনি আশা ছেড়ে চোখ বন্ধ করেছি - মনে হয়নি আর কখনো চোখ খুলবো।

বিচিত্র কিছু কারণে আমি পূণর্জন্মে বিশ্বাস করি।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৭

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
কেমন আছেন? কি খবর?
ছাদে ড্রামে আমার আম আগে এবার প্রচুর মুকুল এসেছে। আমি অনেক খুশি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




শুভ সংবাদ। ফরমালিন মুক্ত আম খেতে পারবেন। একমাত্র নিজের হাতের সবজি ফলই আপনি নিশ্চিত হতে পারছেন এখানে বিষ নেই।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৮

রাজীব নুর বলেছেন: আব্বার কবরে একটা এপিটাফ আছে।
সেখানে তার নাম, জন্ম, মৃত্যুর দিন তারিখ সব লেখা আছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রতিটি মানুষের উচিত পিতামাতার কবরের পাশে কিছু সময়ের জন্য হলেও দাড়িয়ে তাঁর জন্য প্রার্থণা করা। পরম করুণাময় যেনো তাঁকে শান্তি দেন।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি একা না পৃথীবির সকলে বিশ্বাস করলেও পূণর্জন্ম সত্য না।এর কোন বৈজ্ঞানিক প্রমান নেই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




মাত্র ৩০০ বছর আগেও কি মানুষ বিশ্বাস করেছে কেউ কখনো এভাবে সেলফোনে কথা বলতে পারবে? আপাত বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে অনেক কিছুই থাকতে পারে আজ নয়তো কাল এর ব্যাখ্যা বিজ্ঞানই করবে। ততোদিন না হয় অপেক্ষা।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৬

নীল আকাশ বলেছেন: শুভ সকাল ভাই।
কেন যেন লেখাটা পড়ে মন খারাপ হয়ে গেল।
একদিন আমাদের সবাইকেই এই অন্তকালের ঘুমে শুয়ে থাকতে হবে। সাথে কি উপযুক্ত পাথেয় নিয়ে যেতে পারছি?
পার্থিব জগতে পূর্ণজন্ম হওয়া - বিশ্বাস করা ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষীক।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




নীল আকাশ ভাই, আপনি জেনে আনন্দিত হবেন যে, ব্যক্তি চিন্তা যদি সমাজ সংসার পরিবার পরিবেশ এমনকি দেশের কোনোরূপ ক্ষতি সাধণ না করে তাহলে সেই চিন্তা বিশ্বাস কারোও সাথে সাংঘর্ষিকতা লালন করে না। অসংখ্য মা বেঁচে ছিলেন এক বুক আশা নিয়ে তাঁর যুদ্ধে মৃত সন্তান ফিরে আসবেন! এটি সমাজের জন্য এমনকি তাবত পৃথিবীর জন্য ক্ষতিকর ছিলো না।


৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুভ সংবাদ। ফরমালিন মুক্ত আম খেতে পারবেন। একমাত্র নিজের হাতের সবজি ফলই আপনি নিশ্চিত হতে পারছেন এখানে বিষ নেই।

অনেক মুকুল হলেও শেষমেষ ঝড় বৃষ্টিতে আম পড়ে গিয়ে টিকে থাকে ২০/২৫ টা। এছাড়া পাশের বাসার দুষ্ট ছেলেরা চুরী করে নিয়ে যায়। (পরীক্ষিত)

অবশ্য এসব আম আমাত পছন্দ না। আমার পছন্দের আম হচ্ছে হিমসাগর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমারও আম পছন্দ। আম চিপে দই চিড়া খই দিয়ে সকালে বিকালে নাস্তা। এতো মজাদার খাবার আর কয়টা আছে?


৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রতিটি মানুষের উচিত পিতামাতার কবরের পাশে কিছু সময়ের জন্য হলেও দাড়িয়ে তাঁর জন্য প্রার্থণা করা। পরম করুণাময় যেনো তাঁকে শান্তি দেন।


আব্বাকে গ্রামে কবর দেওয়া হয়েছে।
আমার যাওয়া হয় না। তবে আমার ছোট ভাই প্রতি শুক্রবারই যাচ্ছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের গ্রামের স্থায়ী বাড়ি আমাদের ঢাকার অস্থায়ী বাড়ি থেকে প্রায় ১৫০ কিঃমিঃ তারপরও আমি প্রতি মাসে একবার বাড়িতে যাই কারণ জমিজমা তারচেয়েও বড় কারণ কবর।

পোস্টে বিচিত্র কারণে কোনো মন্তব্যই ছিলো না। আপনি একা চার চারটি মন্তব্য করেছেন। ফিডব্যাক সবাই দিতে পারেন না, কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্যও ভাগ্যর প্রয়োজন হয়। আপনি ভাগ্যবান মানুষ।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনন্ত অনন্তকাল। কাল, মহাকাল।
সীমাহীন অন্ধকার !
তারপর কি ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




আগে ঘুমোতে দিন। ঘুম থেকে উঠে যা জানতে পারবো আপনাকে আগে জানাবো - কথা দিচ্ছি। কারণ আপনিই একমাত্র ব্যক্তি যিনি তারপর জানতে চেয়েছেন .....

আমের সিজন চলে আসতেছে কাঁচা আম দিয়ে টক ডাল। কাঁচা আম দিয়ে টেংরা / পুঁটি / কাজলি মাছের ঝোল আর সাদা ভাত। সাক্ষাত স্বর্গের খাবার। আপনার জন্য দাওয়াত রইলো।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখক বলেছেন:

আমের সিজন চলে আসতেছে কাঁচা আম দিয়ে টক ডাল। কাঁচা আম দিয়ে টেংরা / পুঁটি / কাজলি মাছের ঝোল আর সাদা ভাত। সাক্ষাত স্বর্গের খাবার। আপনার জন্য দাওয়াত রইলো।


ঠাকুর মাহমুদ ভাই, আপনার দাওয়াত কবুল করার জন্য দেশে না যেয়ে উপায় নেই মনে হচ্ছে

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার জন্য অবশ্যই অবশ্যই দাওয়াত অপেক্ষা করবে। দেশে আপনাকে আপনার মনের মতো আপ্যায়ন করা হবে। ধন্যবাদ।

১০| ২২ শে মে, ২০২১ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: ইহজাগতিক ঘুম সাধারণতঃ শান্তির হয়ে থাকে। অনন্তকালের ঘুম কেমন হয়, কে জানে! আল্লাহ রাব্বুল 'আ-লামীন আমাদের ইহজাগতিক, পারলৌকিক, সকল ঘুম শান্তিময় করে দিন!

২৫ শে মে, ২০২১ রাত ৮:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আল্লাহ রাব্বুল 'আ-লামীন আমাদের ইহজাগতিক, পারলৌকিক, সকল ঘুম শান্তিময় করে দিন! আমীন।।

আমি গত কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম তাই মন্তব্য উত্তর করতে পারিনি। তাছাড়া আমি লেপটপে বাংলা লিখতে পারিনা। বাসায় ও অফিসে ডেস্কটপে ব্লগে লেখালেখি করি। মন্তব্য উত্তর দেড়ি হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.