নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বাবা

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬



বাবা অন্ন বস্ত্র বাসস্থান
বাবা খোলা আসমান,
বাবা শক্তি আর বিশ্বাস
বাবা বুক ভরা এক নিঃশ্বাস
বাবা দিনের পর রাত, আর রাতের পর দিন
বাবা মায়ের চুড়ি কপালের টিপ, আর শাড়ি রঙিন।

বাবা শিশুর সকল স্বপ্ন
বাবা ত্রিভুবনের রত্ন।।


আত্মকথাঃ করোনাকালে সন্তানের অসুস্থতায় অসংখ্য বাবাকে দেখেছি সন্তানকে কোলে করে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল দৌড়াচ্ছেন। অক্লান্তভাবে হাসপাতালের এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাচ্ছেন। তিনি একজন বাবা। আর অসুস্থ যিনি কোলে - তিনি এই হিমালয়সম বাবার সন্তান। হিমালয় যেমন মেঘকে ভালোবেসে গায়ে মেখে রাখছেন অনন্তকাল, ঠিক তেমনই সকল বাবা তাদের সন্তানদের গায়ে মেখে রাখছেন কি রোদ কি বৃস্টি কি রোগ আর কি মহামারী!

সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসার কাছে স্মরণকালের ভয়াবহ করোনা নামক মহামারী পরাজিত হয়েছে এরচেয়ে বড় প্রাপ্তি আর কিছু আছে বলে আমার জানা নেই। পৃথিবীর সকল বাবা সুখে থাকুন, শান্তিতে থাকুন আর পৃথিবীর সকল সন্তান থাকুন দুধেভাতে।




কৃতজ্ঞতা স্বীকারঃ সামহোয়্যারইন ব্লগ।
ছবিঃ দ্য ফ্যামিলি

উৎসর্গঃ লেখাটি উৎসর্গ করছি ব্লগার রক বেনন ভাইকে। যিনি নিজের লেখালেখির পাশাপাশি অন্যান্য ব্লগারদের লেখালেখির প্রতি আগ্রহী করে তুলেন।








মন্তব্য ৫০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: সন্তানেরাও একদি বাবা তারাও দৌড়াবে এমন করে

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




শতভাগ সত্যি কথা। আজ যে সন্তান বাবা মাকে ভালোবাসবেন আগামী কাল সেই সন্তান যখন বাবা মা হবেন তিনিও তাঁর সন্তানের কাছে অনুরূপ ভালোবাসা পাবেন।


২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাবা মায়ের কাছে সন্তান যেমন অমূল্য সম্পদ, ঠিক তেমনি সন্তানের কাছেও বাবা মা অমূল্য রত্ন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩১

নেওয়াজ আলি বলেছেন: করোনা কালে বুকে সন্তান নিয়ে দৌড়াতে দৌড়াতে বাবার বুকেই সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিকিৎসা মিলে নাই লিখা থাকবে সেই ইতিহাস আসমান আর জমিনে

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই নেওয়াজ আলী, যেই সকল চিকিৎসক রোগীর সেবা দানের জন্য শপথ নিয়ে কর্তব্য অবহেলা করেছেন তাদের বিচার এই দুনিয়াতে হবে আখেরাতেও হবে।


৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



যেই শিশুর বাবা নেই, তাকে মানুষ করার দায়িত্ব কার?

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই, যেই শিশুদের বাবা নেই সেই শিশুদের বাবা সরকার। সেই শিশুদের মানুষ করার দায়িত্ব ও কর্তব্য সরকার ও রাষ্ট্রের।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সব সন্তান আমাদের সন্তান সব বাবা আমাদের বাবা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




অনেক অনেক মূল্যবান কথা বলেছেন। সত্যি সত্যি অনেক মূল্যবান কথা। সব সন্তানই আমাদের সন্তান। সব বাবাই আমাদের বাবা।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০১

মেহেদি_হাসান. বলেছেন: পৃথিবীর সকল বাবা ভালো থাকুন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




পৃথিবীর সকল বাবা যেনো তাঁদের সন্তানদের নিয়ে ভালো থাকেন সুখে থাকেন।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: দুই মাস ১০ দিন আগে হঠাত আব্বা মারা গেলো। সেই শোক আমি এখনও সামলিয়ে উঠতে পারি নি।

০১ লা মার্চ, ২০২১ রাত ১২:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার বাবা ভাগ্যবান মানুষ ছিলেন। আপনি দেখতে অনেকটা আপনার বাবার মতোই।

৮| ০১ লা মার্চ, ২০২১ রাত ২:০৯

ডঃ এম এ আলী বলেছেন:



ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে
শৈশবে নিশ্চয়ই আমার মতো অনেকেই এ কবিতা আবৃতি করেছেন । একথা
সত্য যে বাবা সকলের মনের মধ্যে থাকেন। তবে মাঝে মাঝে মনে হয়
কবি কেন লিখলেন না, ‘ঘুমিয়ে আছে শিশুর মাতা, সব শিশুরই অন্তরে’।
তবে পরক্ষনেই মনে হতো কবি তো একজন বাবা। তাই বাবার কথাই লিখেছেন।
মা হলে মায়ের কথা লিখতেন । আবার এটাও মনে হয় পুরুষতান্ত্রিক সমাজে
পুরুষ কবি তো পিতার কথাই লিখবেন, যদিও মা তার সবচেয়ে আপন।
কবি মায়ের কোলেই বড় হয়েছেন। মনীষীরা মায়ের কথাই বেশি বলেছেন।
নবী করিম (সা.) বলেছেন, ‘সবচেয়ে আপন হলেন মা’, ‘মায়ের পদতলে স্বর্গ’, ‘
মা-বাবাকে কখনও কষ্ট দিও না’।

আমাদের অভিযোগ-অনুযোগ-আবদার, সব তো মায়েরই কাছে।
বাবাকে বলতে একটু ভয়ও হয়। তাই হয়তো কৃতজ্ঞতা আর ভালবাসার
টানে মুখে বলি বাবার কথা, মা থেকে যান অন্তরের অন্তন্থলে ।
জেন্ডার সচেতন ও পুরুষতান্ত্রিকতামুক্ত সমাজে একথা এখন বলা যায় এভাবে
‘লুকিয়ে আছে শিশুর মাতা সকল শিশুর অন্তরে,
ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে।’

এটাও স্বীকার্য যে বাবারাও সন্তানের জন্য প্রয়োজনে অপরিসীম দু:খ দুর্দশা বহন করেন
ত্যাগ স্বিকার করেন , অতি কষ্ট হলেও দায় দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন ,
আদর যত্নে সন্তানের লালন পালন করেন, জীবনের শেষ দিন পর্যন্ত সন্তানের
মঙ্গল কামনা করে যান, সন্তান যেন মান মর্যাদা নিয়ে প্রতিষ্ঠিত হন সমাজে ।

আপনার লেখাটিতেও দেখা যায় শেষের দিকে পুরুষতান্ত্রিকতামুক্ত
বাবা মা উভয়ের কথামালাই উঠে এসেছে । এমনটাইতো চাই ।
বাবাকে নিয়ে সুন্দর লেখাটির জন্য জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল ।

০১ লা মার্চ, ২০২১ দুপুর ১:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই সাহেব,
আমার কাছে মনে হয় ভালোবাসার ক্ষেত্রে পুরুষতান্ত্রিক বিষয়টি গণ্য হবে না (খুব সম্ভব, অবশ্য এটি আমার ব্যক্তিগত ধারণা মাত্র) মাতাপিতার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা এগুলো জীবনের প্রাপ্তি যা জয় করা যায় না। আমি মনে করি ভালোবাসা জয়ের বিষয় না, ভালোবাসা ভালোবাসার বিনিময়ে পেতে হয়।

মা নিয়ে অনেক লেখা হয়েছে তাই আমি বাবা নিয়ে লেখি। আমি আমার আম্মার কাছে একবার জানতে চেয়েছিলাম “আম্মা বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি? আ্ম্মা উত্তর দিয়েছিলেন - পৃথিবীর সকল কাজ কঠিন, এই ভাত রান্না করাও কঠিন কাজ, সামান্য এদিক সেদিক হলে চাল শক্ত থাকবে অথবা জাও হয়ে যাবে! আপনি যদি কাজকে সম্মান করেন কাজও আপনাকে সম্মান করবেন। - আপনি ভাবতে পারেন এই কথা একজন অন্ধগ্রামে বসবাস করা প্রাইমারি স্কুল পড়া মায়ের কথা। তিনি উচ্চ শিক্ষিত মানুষ নন, কিন্তু তাঁর জ্ঞান উচ্চ শিক্ষিত।

মাতাপিতা সন্তানের জন্য আর্শিবাদ স্বরূপ। আপনার জন্য অনেক অনেক দোয়া শুভ কামনা রইলো।

৯| ০১ লা মার্চ, ২০২১ ভোর ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "চাঁদগাজী ভাই, যেই শিশুদের বাবা নেই সেই শিশুদের বাবা সরকার। সেই শিশুদের মানুষ করার দায়িত্ব ও কর্তব্য সরকার ও রাষ্ট্রের। "

-কোন সরকার সেটা করেছে? কোন প্রেসিডেন্ট ও হাইকোর্ট কোন সরকারকে এই ব্যাপারে কোন নির্দেশ দিয়েছিলো?

০১ লা মার্চ, ২০২১ বিকাল ৩:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
আমি একক একজন মানুষ মাত্র। আমার নিশ্চয় সরকার নামক সিস্টেমের চেয়ে বেশি জ্ঞান রাখা সম্ভব না। আমি সরকারের দুর দুরান্ত পর্যন্ত - বালি পরিমান, তিল পরিমান জ্ঞান বুদ্ধিও রাখি না। সরকার কেনো অনাথ এতিম শিশুদের পাশে দাড়াচ্ছেন না আমি জানিনা। এটি সঠিক সরকারিভাবে রাষ্ট্রিয়ভাবে কোনো সরকার বা রাষ্ট্র এই দায় কখনো নেয়নি।

আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি প্রায় ত্রিশ বছর যাবত। আমি কখনো কোনো রিটার্ন আশা করি নি, একমাত্র ভিক্ষুক আর আত্মবেকার ব্যতীত বাকি সবাইকে কর্মক্ষম করে তোলা সম্ভব। ভালো আয়ের পথে নিয়ে যাওয়া সম্ভব। এগুলো ব্লগে লেখা অনেক ঝামেলা, মানুষের জন্য কাজ করা নিয়ে মানুষজন প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে আগ্রহী নই, কারণ কারোও উপকার করার জন্য আমি জবাবদিহি দিতে বাধ্য নই। আমি নিজের আনন্দের জন্য মানুষের উপকার করি। - কথা শেষ।

করোনা সমস্যা শেষ হোক, আপনি দেশে আসলে আমাকে জানাবেন। আপনাকে সামান্য একটি টিপস দিচ্ছি - অনাথ এতিম অথবা টোকাই টাইপ ছেলেপুলেদের দুই চারজনকে আপনার পরিচিত কোনো রাইস মিলে, মটর ওয়ার্কশপে কাজ যোগার করে দিন, তারা কাজ করে কতো টাকা পাবে - না পাবে পরের বিষয় আপনি মনে যে আনন্দ পাবেন তার মূল্য অনেক অনেক।

১০| ০১ লা মার্চ, ২০২১ সকাল ১০:০৬

রক বেনন বলেছেন: ঠাকুর ভাই, আপনার এই পোস্ট দেখে আমি হতবাক। আমার মতো সামান্য একজন ব্লগারকে উৎসর্গ করেছেন দেখে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। খানিকটা লজ্জা ও পাচ্ছি ঠাকুর ভাই।

আপনার কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে ভাই। আপনি ঠিকই বলেছেন। বাবা শব্দটিই যেন একটি শক্তি। একটি বিশাল বটগাছ। সমস্ত ঝড় বৃষ্টি, সমস্ত কষ্ট, সমস্ত শোক যেন ওই একটি শক্তিই ঠেকিয়ে দেয়। একটি জায়গায় পড়েছিলাম, ঠিক কোথায় তা মনে নেই, তবে লিখাটি ছিল অনেকটা এই রকমঃ

প্রশ্নঃ তুমি কি কখনো ঈশ্বরকে দেখেছো?
উত্তরঃ না, তবে আমি আমার বাবাকে দেখেছি।

জানেন ঠাকুর ভাই, বাবারা অনেক মিথ্যাবাদী হয়। অনেক। কষ্ট হলে বলেন কিসের কষ্ট, না খেয়ে থাকলে বলেন, পেট পুরো ভরা, টাকার কথা বললে বলেন, টাকা নেই কিন্তু কোন কিছু চাইলে কিভাবে কিভাবে যেন জোগাড় করে ফেলেন।

পরিশেষে পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ঠাকুর ভাই। আপনার ও আপনার পরিবারের সকলের জন্যে রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। শুভকামনা রইল ভাই। ভালো থাকবেন সর্বদা।

০১ লা মার্চ, ২০২১ রাত ১১:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




রক বেনন ভাই,
একটি শিশুর জন্মের সাথে সাথে একজন পিতার জন্ম হয়। আমার আব্বা গত হয়েছেন ১৯৯৯ সনে। সবাই বলেন আমি আমার আব্বার মতোই একজন হয়েছি, তারপরও আমি নিজের মাঝে অনেক অপূর্ণতা খোঁজে পাই যা আমার আব্বার মাঝে ছিলো কিন্তু আমার মাঝে নেই।

পিতামাতা হওয়ার প্রথম শর্ত সম্ভবত মিথ্যে বলতে হবে। শত কষ্টের পরও বলতে হবে না কষ্ট নেই। শরীর খারাপ থাকলেও সন্তানদের বলতে হবে - আমার শরীর ভালো আছে।

রক বেনন ভাই, সময় মানুষের সবচেয়ে বড় শিক্ষক। সময়ের সাথে সাথে আপনি এমন কিছু জানবেন যা আপনার কাছে মনে হবে একি! জীবনে বাবার ভূমিকায় বাবা কি করে গেলেন? বাবা আসলে এমন এক ছায়া যিনি ছায়ার মতো আমাদের মাথার উপর থেকে আমাদের সকল সমস্যা দুর করেন।

আপনার ও আপনার পরিবারের প্রতিও অনেক অনেক দোয়া রইলো ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন।

১১| ০১ লা মার্চ, ২০২১ সকাল ১০:১৬

রক বেনন বলেছেন: আপনার জন্যে একটি ছোট এনিমেশন ঠাকুর ভাই-


view this link

০১ লা মার্চ, ২০২১ রাত ১১:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




রক বেনন ভাই, আপনার দেয়া ভিডিওটি দেখে খুব ভালো লেগেছে - আসলে এটিই বাবার আদর্শ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ইউটিউবে শর্টফিল্মগুলো দেখি, আমার কাছে খুবই ভালো লাগে।

লিও রজেস আমার একজন প্রিয় শিল্পী। এটি ২০১৮ সনের একটি ট্রেড এক্সিভিশনের ওপেনিংয়ের অনুষ্ঠান। আশা করি আপনার এই বাঁশির সূর ভালো লাগবে।

আপনার জন্য দোয়া রইলো। ভালো থাকুন।

১২| ০১ লা মার্চ, ২০২১ সকাল ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: বাবা-মা সন্তানদের জন্য কতটুকু করেন তা সন্তানরা মনে রাখেনা (অনেক সময়)। অবশ্য প্রায় প্রত্যেক সন্তানই একটা সময় পরে নিজেই সেই বাবা-মার স্থানে এসে দাঁড়ায়।

০২ রা মার্চ, ২০২১ রাত ১২:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাবা মা সন্তানের পাশে থাকবেন। সন্তানও বাবা মায়ের পাশে থাকবেন। এই নিয়মের বাইরে আমাকে অনেক কষ্ট দেয়। বাবা মা কখনো সন্তানের হাত ছাড়বেন না আর সন্তানও কখনো বাবা মায়ের হাত ছাড়বেন না - এটি আমার দাবী। সমগ্র বিশ্বের বাবা মায়ের দাবী সমগ্র বিশ্বের সন্তানদের দাবী।

১৩| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ১২:০৯

রানার ব্লগ বলেছেন: ১৩ বছর ধরে পিতৃহীন !!!

০২ রা মার্চ, ২০২১ রাত ১২:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার আব্বা গত হয়েছেন ১৯৯৯ সনে এখনও আমি আমার আব্বার অভাব অনুভব করি। পৃথিবীর সকল বাবা সুখে থাকুন শান্তিতে থাকুন, আর পৃথিবীর সকল সন্তান থাকুন দুধেভাতে। রানার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৪| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ১:১১

পদাতিক চৌধুরি বলেছেন: সন্তানের জন্য পাহাড়প্রমাণ দায়িত্ব সামলানো বাবাদেরকে শ্রদ্ধা। আমরা যারা বাবা-মায়েদেরকে হারিয়েছি তারাই জানি এর অভাব। এই ক্ষতস্থান কোন কিছু দিয়ে পূরণ হওয়ার নয়। উৎসর্গে ভালোলাগা।
নিরন্তর শুভেচ্ছা আপনাদের দুজনকেই।

০২ রা মার্চ, ২০২১ রাত ১২:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমরা যারা বাবা-মায়েদেরকে হারিয়েছি তারাই জানি এর অভাব। এই ক্ষতস্থান কোন কিছু দিয়ে পূরণ হওয়ার নয়। কোনোদিনও পূরণ হওয়ার নয়। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।


১৫| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: বাবা যেন একটা প্রতিষ্ঠান। বাবা অনেক বড় একটা বিষয়। সন্তানের মঙ্গল কামনায় প্রয়োজনে হাসিমুখে অনেক তাগ স্বীকার তারা করেন। এমনকি মায়ের অভিভাবক হিসেবেও তার অবদান অতুলনীয় ।

০২ রা মার্চ, ২০২১ রাত ১২:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাবা কখনো স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি আবার কখনো হেভী ইন্ডাস্ট্রি। এমন এক ইন্ডাস্ট্রি যার কোনো ছুটি নেই কি সরকারি ছুটি আন্তদেশীয় রাষ্ট্রিয় ছুটি আর কি পহেলা বৈশাখ আর কি ঈদ! চলমান চলবে অনন্তকাল থেকে অনন্তকাল মহাকাল।

যাদুকর, মায়ের সবচেয়ে ভালো অভিভাবক হচ্ছেন বাবা। যেদিন বাবা থাকেন না সেদিন থেকে মা হয়ে পরেন পৃথিবীর সবচেয়ে নিরহ জীব! পৃথিবীর সকল বাবা সুখে থাকুন শান্তিতে থাকুন, আর পৃথিবীর সকল সন্তান থাকুন দুধেভাতে।




১৬| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার বাবা ভাগ্যবান মানুষ ছিলেন। আপনি দেখতে অনেকটা আপনার বাবার মতোই।

হ্যা আব্বার সাথে আমার অনেক মিল আছে।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:



সন্তান বাবার মতো দেখতে শুনতে কাজে কর্মে হতে পারাটা সৌভাগ্য। কাজে যয়েন করছেন না কেনো? দেশে এখন প্রচুর মিডিয়া, আপনার মতো পুরোনো লোক তাদের জন্য ভালো হবার কথা।

১৭| ০১ লা মার্চ, ২০২১ বিকাল ৪:২৬

নতুন নকিব বলেছেন:



চমৎকার বিষয়। মুগ্ধ করা দারুন পোস্ট। +

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাবার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ মাঝে মাঝে কিছু লেখা মাত্র। হয়তো এই লেখাগুলো কখনো নেটে কেউ খোঁজে পাবেন - পড়বেন, কিছুটা হলেও মনে আলোড়ন তুলবে। এখানেই স্বার্থকতা। শুভ কামনা রইলো।

১৮| ০১ লা মার্চ, ২০২১ বিকাল ৪:৩০

নীল আকাশ বলেছেন: বাবাকে নিয়ে লেখা ভাল লেগেছে।
চুড়ি বানান ঠিক করে দিন। চুরি এবং চুড়ি এক না।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



নীল আকাশ ভাই, ধন্যবাদ আমি বানান ঠিক করে দিয়েছি। আপনাকে আবারও ধন্যবাদ ও শুভ কামনা।

১৯| ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:১০

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,





যারা এই লেখা পড়ছেন, এটা নিয়ে লিখছেন, মন্তব্য করছেন তাদের অনেকেই হয়তো "বাবা"!
সেলিম আনোয়ার বলেছেন - " বাবা যেন একটা প্রতিষ্ঠান।" আমিও বলি , "যদি তেমন বাবা হন।"
তবে সব বাবারাই যেন হিমালয় সম হয়ে উঠতে পারেন, সে প্রার্থনা রইলো।

আগেও "বাবা" নিয়ে লিখেছিলেন সম্ভবত। পিতৃত্ব / বাবাত্ব মনে হয় আপনাকে অনেক টানে বা ভাবায়।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আহমেদ জী এস ভাই,
বাবার প্রতি কৃতজ্ঞতা স্বরুপ মাঝে মাঝে লেখি। এ লেখাগুলো ইন্টারনেটে থেকে যাবে, হয়তো অনেক অনেক দিন পরেও কেউ না কেউ নেট থেকে এই লেখা পড়বেন আর এখানেই স্বার্থকতা। ১৯৯০ সনে বেশ বড় ধরনের এক দুর্ঘটনায় আমি অসুস্থ হয়ে ৩৫ দিনের জন্য শয্যাশায়ী হয়ে পরি। আমার আব্বা আমার সাথে তখন সার্বক্ষনিক সঙ্গী হয়ে পরেন। যদিও আমি গুরুতর অসুস্থ ছিলাম কিন্তু আমার জীবনের সবচেয়ে আনন্দময় সময় ছিলো সেটি। পৃথিবীর সকল বাবা সুখে থাকুন শান্তিতে থাকুন, আর পৃথিবীর সকল সন্তান থাকুন দুধেভাতে।

আহমেদ জী এস ভাই, আমার জীবন গল্পময়। যদি শরীর ভালো থাকে যদি শরীর ও মনের শক্তি পাই তাহলে সে সব গল্প লিখবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২০| ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:৩৫

কাছের-মানুষ বলেছেন: বাবাকে নিয়ে অসাধারন একটি পোষ্ট। সকল বাবাদের প্রতি শ্রদ্ধা রইল!

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




সকল বাবাদের প্রতি শ্রদ্ধা রইল! পৃথিবীর সকল বাবা সুখে থাকুন শান্তিতে থাকুন, আর পৃথিবীর সকল সন্তান থাকুন দুধেভাতে।

২১| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ২:৩৪

অন্তরন্তর বলেছেন: বাবা বটবৃক্ষ, বয়সের ভারে যতই দুর্বল হউক শুধু দাড়িয়ে বা বসে থাকলেই যে সাহস মনে থাকে তা পৃথিবীর সকলে মিলে সহায়তা করলেও মিলে না। যারা পিতৃহীন মাতৃহীন তারাই বুঝে কি হারায়েছে জীবনে। বাবাকে নিয়ে লিখা ভাল লেগেছে ঠাকুর ভাই।

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



অন্তরন্তর ভাই,
বাবার নামেরই অনেক অনেক ওজন। আর নাম সহ মানুষটি যখন মাথার উপর থাকেন তখন মনে হয় সমগ্র বিশ্ব আমার। সমগ্র বিশ্বের ভালোবাসা আমার। বাবার রাগ সন্তানের জন্য আর্শিবাদ। বাবার ভালোবাসা সন্তানের জন্য শীতল ছায়া। পৃথিবীর সকল বাবা সুখে থাকুন শান্তিতে থাকুন, আর পৃথিবীর সকল সন্তান থাকুন দুধেভাতে।

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা। ভালো থাকবেন।

২২| ০২ রা মার্চ, ২০২১ রাত ১০:২৫

মৃন্ময়ী শবনম বলেছেন: বাবার প্রতি আপনার যে মায়া মমতা ভালোবাসা সম্মান দোয়া করি আল্লাহপাক যেনো আপনাকে সেই সম্মান দান করেন। আপনার সন্তানেরা যেনো আপনাকে আপনার মতোই ভালোবাসেন।

০৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আল্লাহপাক আপনার দোয়া কবুল করুন। আমিও আপনার জণ্য দোয়া করছি আপনি যেনো আপনার বাবা মায়ের সাথে আপনার পরিবার পরিজনের সাথে স্নেহ মায়া মমতা ভালোবাসায় জীবন অতিবাহিত করতে পারেন।

পৃথিবীর সকল বাবা সুখে থাকুন শান্তিতে থাকুন, আর পৃথিবীর সকল সন্তান থাকুন দুধেভাতে।

২৩| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:২৩

রানার ব্লগ বলেছেন: বারো বছর হলো পিতৃ হীন কিন্তু স্মৃতি টা খুবি ত্যাঁদড়, ঘারের কাছে বসে থাকে আলাদিনের দৈত্যের মত, চান্স পেলেই চোখের পাতায় ঝাপ দেয় আর আমি আমি হাঁরাই স্মৃতির কুয়াশায়।

০৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




রানার ভাই, আজকে আপনি আপনার বাবার জন্য যেমন অনুভব করছেন, একদিন আপনার সন্তানও আপনার জন্য এমনি অনুভব করবেন - এটিই জীবনের স্বার্থকতা।

২৪| ৩১ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৯

বলেছেন: আহ !!!!! টাচী

৩১ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:





ল ভাই দ্য প্রিয়জন,
আপনি কোথায় চলে যান? আপনি কি জানেন আপনাকে খুব - খুউব মনে করি। আমি অত্যন্ত গর্বের সাথে আজ থেকে আপনার উপাধি দিচ্ছি “প্রিয়জন”।


২৫| ১০ ই মে, ২০২১ রাত ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: বাবাকে নিয়ে লেখা পংক্তিগুলো ভাল লেগেছে। + +
বাবার অবদান অনেক সময় অনুল্লেখিত থেকে যায়, অস্বীকৃতও থেকে যায়। কিন্তু বাবারা কখনোই এসব খেয়াল করেন না।
সেলিম আনোয়ার এর মন্তব্যটা খুব ভাল লেগেছে, বিশেষ করে তার শেষ কথাটাঃ এমনকি মায়ের অভিভাবক হিসেবেও তার অবদান অতুলনীয়!

১২ ই মে, ২০২১ রাত ১০:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাবা হচ্ছেন একটি পরিবারের পূর্ণাঙ্গ ঠিকানা। সেলিম আনোয়ার ভাইয়ের মন্তব্য সত্যিকার বাস্তবতার প্রতিচ্ছবি “এমনকি মায়ের অভিভাবক হিসেবেও তার অবদান অতুলনীয়”

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.