নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

পুত্রের প্রতি পিতার একটি পত্র (আজ ২০শে জুন, ২০২১ বিশ্ব বাবা দিবস)

২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৬






উৎসর্গ: আজ ২০শে জুন, ২০২১ইং বিশ্ব বাবা দিবসে চিঠিটি উৎসর্গ করছি সকল পিতাদের প্রতি। যারা অধীর নয়নে সন্তানের জন্য অপেক্ষা করেন অনাদি অনন্তকাল। তাঁরা পথ চেয়ে থাকেন - অপেক্ষা করেন একটি চিঠির জন্য একটি ফোনের জন্য। স্বপ্ন দেখেন সন্তানের সাথে একসাথে বসে দুইটি রুটি খাবেন। আম জাম কাঁঠাল লিচু আনারস খাবেন। মমতাময় স্নেহমাখা হাত সন্তানের মাথায় রেখে দোয়া করবেন। পরম করুণাময় আল্লাহপাকের কাছে প্রার্থনা করছি - পৃথিবীর সকল পিতা ভালো থাকুন। ভালো থাকুন পৃথিবীর প্রতিটি সন্তান। পৃথিবীর সকল পিতা থাকুন দুধেভাতে। দুধেভাতে থাকুন পৃথিবীর প্রতিটি সন্তান।


কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ। নির্বাচিত পোষ্টে “উক্ত লেখাটি” স্থান দেওয়াতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।
ছবি: airmail envelope




মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫১

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্রবল ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত চিঠি।

২০ শে জুন, ২০২১ রাত ৮:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আজ বিশ্ব বাবা দিবসে প্রার্থনা করছি পৃথিবীর সকল পিতা ভালো থাকুন। ভালো থাকুন পৃথিবীর প্রতিটি সন্তান। পৃথিবীর সকল পিতা থাকুন দুধেভাতে। দুধেভাতে থাকুন পৃথিবীর প্রতিটি সন্তান।

মন্তব্য ও প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ২০ শে জুন, ২০২১ রাত ৮:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আহা!! যে লিখেছে অসাধারণ লিখেছে।

যদিও পহেলা বৈশাখে আম-জাম-কাঠাল-লিচু পাওয়াটা কষ্টসাধ্য হবে। তবুও আশা পূরন হোক।

২০ শে জুন, ২০২১ রাত ৮:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




মরুভূমির জলদস্যু ভাই, পিতা মানেই তিনি সব পারেন। কিভাবে যেনো তিনি পহেলা বৈশাখে সব নতুন নতুন ফলমূল জোগাড় যন্ত্র করেন। ঈদের আগে কিভাবে যেনো তিনি সবার জন্য নতুন নতুন কাপড় আর জুতোর ব্যবস্থা করেন। আর অসুস্থ হলে হাসপাতালের ফ্লোরে ফ্লোরে কান্তিহীন ছুটেন। পিতা বলেই হয়তো এতো কিছু করতে পারেন।

৩| ২০ শে জুন, ২০২১ রাত ৮:২০

স্বপ্নাশিস বলেছেন: একবুক ভালোবাসা বাবা জাতীর জন্য।

২০ শে জুন, ২০২১ রাত ৮:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




“পিতাহীন সন্তান যেনো ভাঙ্গা গাছের গুড়া
মাথার উপর পিতার ছায়ায় সন্তান হয় পর্বতেরও চূড়া”
- আমার বেহেস্তবাসী দাদীজান

এক বুক ভালোবাসা থাকবে বাবা জাতির জন্য অনাদি অনন্তকাল - কাল, মহাকাল।

৪| ২০ শে জুন, ২০২১ রাত ৮:২০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভালো থাকুক পৃথিবীর প্রতিটি বাবা আর ভালো থাকুক পৃথিবীর প্রতিটি সন্তান।

২০ শে জুন, ২০২১ রাত ৮:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাবা
বাবা অন্ন বস্ত্র বাসস্থান
বাবা খোলা আসমান,
বাবা শক্তি আর বিশ্বাস
বাবা বুক ভরা এক নিঃশ্বাস
বাবা দিনের পর রাত, আর রাতের পর দিন
বাবা মায়ের চুড়ি কপালের টিপ, আর শাড়ি রঙিন।

বাবা শিশুর সকল স্বপ্ন
বাবা ত্রিভুবনের রত্ন।।

পৃথিবীর সকল পিতা থাকুন দুধেভাতে। দুধেভাতে থাকুন পৃথিবীর প্রতিটি সন্তান।

৫| ২০ শে জুন, ২০২১ রাত ৮:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'বাজান, আপনি একজন যোদ্ধার ছেলে যোদ্ধা।' খুব আন্তরিক ও আকুতিপূর্ণ কথা, মুক্তিযুদ্ধে ভাই হারানো একজন মুক্তিযোদ্ধা বাবার কাছ থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে হাতের মুঠোয় প্রাণ বাজি রেখে কর্তব্যরত ছেলের প্রতি চিঠিখানি খুব আবেগে ভরা। পাঠক হিসাবে আমার মন সিক্ত হয়ে গেল।

বাবারা তো এমনই হয়।

সকল বাবার প্রতি শ্রদ্ধা।

আমিও একজন বাবা। বাবাদের পক্ষ থেকে আমিও সন্তানদের জন্য জানাচ্ছি একবুক ভালোবাসা ও শুভেচ্ছা।

২০ শে জুন, ২০২১ রাত ৮:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই, বাবা একজন অদ্ভুত মানুষ। বাবা তাঁর সন্তান ছাড়া কখনো ভালো ভালো রেষ্টুরেন্টে খাবার খেতে পারেন না, খেতে পারেন না সিজনাল ফলমূল। অশ্রসজল ঝাপসা চোখে ভেসে উঠে সন্তানের কোমল নরম চেহারা।

বিশ্বের সকল বাবাদের প্রতি একবুক ভালোবাসা, সন্তানের জন্য তাঁদের এই বলিদানের জন্য, সন্তানের জন্য তাঁদের এই ত্যাগের জন্য। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি - পৃথিবীর সকল পিতা ভালো থাকুন। ভালো থাকুন পৃথিবীর প্রতিটি সন্তান।

৬| ২০ শে জুন, ২০২১ রাত ৯:৪৫

কামাল১৮ বলেছেন: বাবা নেই বহু বছর,তার পরও বাবাকে মনে পড়ে।চিঠি মর্মস্পর্শী হয়েছে।প্রথিবীর সবাই ভালো থাকুক এই কামনা।

২০ শে জুন, ২০২১ রাত ৯:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই, সালাম নিবেন। আমারও বাবা গত হয়েছেন বহু বছর কিন্তু বাবার অভাব কখনো পূরণ হবার নয়। জ্বী পৃথিবীর সবাই ভালো থাকুন। সবাই নিজ নিজ গৃহে ফিরুন নিরাপদে - শান্তিতে বসবাস করুন।

৭| ২১ শে জুন, ২০২১ রাত ১২:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পৃথিবীর সকল বাবা যেখানে থাকুন ভাল থাকুন।

২১ শে জুন, ২০২১ রাত ১২:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




সনাতন ধর্মের আদি কথা - শ্রীপিতার প্রনাম মন্ত্র: "পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ। পিতোরি প্রিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতাঃ - প্রার্থনা করছি, পৃথিবীর সকল পিতা ভালো থাকুন পৃথিবীর সকল সন্তান ভালো থাকুন।

ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই।

৮| ২১ শে জুন, ২০২১ রাত ১২:৩২

হাবিব বলেছেন: সকল বাবাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

২১ শে জুন, ২০২১ রাত ১২:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রার্থনা করছি, পৃথিবীর সকল পিতা ভালো থাকুন পৃথিবীর সকল সন্তান ভালো থাকুন। মন্তব্যর জন্য ধন্যবাদ হাবিব ভাই।

৯| ২১ শে জুন, ২০২১ রাত ১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বাবা মানে স্নেহ-তৃষিত মনের দুর্ভেদ্য আশা।

২১ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রার্থনা করছি, পৃথিবীর সকল পিতা ভালো থাকুন পৃথিবীর সকল সন্তান ভালো থাকুন। মন্তব্যর জন্য ধন্যবাদ নূর মোহাম্মদ নূরু ভাই।

১০| ২১ শে জুন, ২০২১ রাত ৩:১৫

নেওয়াজ আলি বলেছেন: সব বাবার প্রতি ভালোবাসা । সব বাবাইরথাকুক প্রিয় সন্তানের ঘরে ভালাবাসায়

২১ শে জুন, ২০২১ বিকাল ৪:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




সন্তানের জন্য পিতার যে আত্মত্যাগ আর বলিদান তাঁর প্রতি কৃতজ্ঞতা করে শেষ করার কোনো উপায় নেই। সব বাবার প্রতি ভালোবাসা। সকল বাবা থাকুন প্রিয় সন্তানের সাথে অনেক অনেক ভালাবাসায় আর মমতায়।

১১| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:২৫

মনিরা সুলতানা বলেছেন: বাবা দিবসে সকল বাজানেদের প্রতি শ্রদ্ধা !
চমৎকার শেয়ার।

২১ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাবা দিবসে সকল বাজানদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও এক বুক ভালোবাসা। সন্তানের প্রতি তাঁদের এই বলিদানের জন্য, সন্তানের প্রতি তাঁদের এই ত্যাগের জন্য। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি - পৃথিবীর সকল পিতা ভালো থাকুন। ভালো থাকুন পৃথিবীর প্রতিটি সন্তান।

আপনাকে অশেষ ধন্যবাদ।

১২| ২১ শে জুন, ২০২১ বিকাল ৫:১৬

মোগল সম্রাট বলেছেন: মুগ্ধ হলাম।

২১ শে জুন, ২০২১ বিকাল ৫:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



জীবন থেকে নেয়া। পিতা আর পৃথিবী সমান সমান। সনাতন ধর্মের আদি কথা - শ্রীপিতার প্রনাম মন্ত্র: "পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ। পিতোরি প্রিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতাঃ - প্রার্থনা করছি, পৃথিবীর সকল পিতা ভালো থাকুন পৃথিবীর সকল সন্তান ভালো থাকুন।

আপনাকে অশেষ ধন্যবাদ।

১৩| ২২ শে জুন, ২০২১ সকাল ৮:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



অনেক দরদ মাখা চিঠি।
বাবার পরিচয় শুধু বাবাই ।
বাবাহীন জীবন যেন অন্ধের মতন ।
বাবা অন্ন, বাবা বস্ত্র , বাবা বাসস্থান
মনে পরে কোন এক গল্পে পড়েছিলাম
ছেলে গেছে কলকাতায় পড়তে , থাকে মেসে,
লেখা পড়ার শুধু শুরু , হয়েছে মাত্র অক্ষর জ্ঞান।
আকার ইকার কোন কিছুই ছেলেটি শিখেনি তখনো ।
এ দিকে টাকার অভাব ছেলে করবেটা কি ভেবে আকুল ।
অবশেষে বাবার দেয়া পোষ্টকার্ডে লিখল চিঠি বাবার কাছে
বব টক পঠ যদ ন পঠ তব ন খয় মরব
মানে বাবা টাকা পাঠাও, যদি না পাঠাও তবে না খেয়ে মরব ।
এখন বুঝেন বাবা অন্ন , বাবা বস্ত্র বাবা বাসস্থান কত সত্য কথা ।
বাবা খোলা আসমান, সত্যিই ছেলের চিঠি পেয়ে টাকা তিনি টাকা পাঠিয়েছেন
টাকা পেয়ে ছেলে যেন আসমানের চাঁদ পেয়েছে হাতে ,পেয়েছে বাঁচার অবলম্বন।
বাবা শক্তি আর বিশ্বাস,এটা সে জনই বুঝে যেজন ভয়ানক বিপদে পড়েছে একবার ।
বাবা বুক ভরা এক নিঃশ্বাস,বিপদ হতে মুক্তি পেলে বুঝা যায় বাবাই বুক ভরা নিঃশ্বাস ।
অপনার কথার সাথে পুরাপুরি একমত, আপনার কামনা বাসনার সাথে সুর মিলিয়ে বলি
পৃথিবীর সকল পিতা থাকুন দুধে ভাতে। আর দুধে ভাতে থাকুন পৃথিবীর প্রতিটি সন্তান।
তবে এখনকার দুনিয়ায় দুধের চেয়ে বেশী দামী পান্তা ভাত আর ইলিশ ভাজি। সেকারণে
এখনকার দিনে মনে হয় বলা সঙ্গত সকলেই যেন থাকে পান্তা ভাত আর ইলিশে !!!!!!!!!
মাছের যে সুদিন এখন দেশে আসছে, তাতে মনে হয় সকলই থাকতে পারবে মাছে ভাতে।
গুখাদ্যের যে অভাব দেখা যাচ্ছে তাতে করে দুধের চাহিদা মিটবে কেমনে সেটাই ভাবার বিষয়।
বাবা দিবস উপলক্ষে মুল্যবান পোষ্টটির জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

২৩ শে জুন, ২০২১ দুপুর ২:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভাই সাহেব, পিতা পুত্রের সম্পর্কতে ধুলো জমাতে চেষ্টা করছে কতিপয় লেখক ব্লগার ফেসবুকার। এটি তাঁদের জন্য বড় ধরনের দায়ভার হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। এক সময়ে স্বামী স্ত্রী নিয়ে যারা সম্পর্ক খারাপ হওয়ার লেখালেখি করেছে তাদের জীবন আজ সংসারহীন। আমি আশ্চর্য হই বাংলাদেশের মানুষ বাংলা ভাষার মানুষ যেদিন থেকে লেখালেখি শিখেন সেদিন থেকে নেগেটিভ লেখার প্রতি আগ্রহী হয়ে পড়ের প্রবলভাবে!

আমি মনে করি পিতার প্রতি সন্তানের যেমন দায়িত্ব আছে তার চেয়ে হাজার গুণ লক্ষ গুণ দায়িত্ব সন্তানের প্রতি পিতার। আর এই দায়িত্ব যদি একজন পিতা সফলভাবে সম্পন্ন করেন তাহলে সেই পিতা কখনো বৃদ্ধাশ্রমে থাকবেন না। বাবা দিবসে বাবাদের মনে রাখতে হবে তাঁদের দায়িত্ব কি? তাহলে সন্তান তাঁর দায়িত্ব ছেড়ে কখনো পালাবেন না। আমি প্রতিটি বাবা দিবসে লক্ষ্য করি বাবাদের নিয়ে মানুষের কি পরিমাণ বিরূপ আচরণ! এই আচরণের কারণ একটিই হতে পারে সন্তান মানুষ করতে পারেন নি, আর পিতার দায়িত্ব অবহেলা ছিলো।

আমি মনে প্রাণে প্রার্থনা করি পৃথিবীর সকল পিতা ভালো থাকুন পৃথিবীর সকল সন্তান ভালো থাকুন। প্রকৃতির দান মানুষের প্রতিটি সম্পর্ক আরো সুদৃঢ় হোক। আপনার অত্যন্ত মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।


১৪| ২৩ শে জুন, ২০২১ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর চিঠি কী সুন্দর লেখা

২৩ শে জুন, ২০২১ দুপুর ২:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রিয় বোন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.