নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ইতিহাসের মাসুদ রানা কাজী আনোয়ার হোসেন আমাদের সকলের প্রিয় কাজী’দা আর নেই

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৪



অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসের প্রাণ পুরুষ সেবা প্রকাশনী ও প্রজাপ্রতি প্রকাশনীর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের স্পাই থ্রিলার জগতে জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন সকলের প্রিয় কাজী’দা আমাদের মাঝে আর নেই। আজ বুধবার বিকাল আনুমানিক সময় ১৬:৪০ এ বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী আনোয়ার হোসেনের মৃত্যু হয় বলে জানা যায়। তাঁর মৃত্যুতে আমারা ভাষাহীন বাকরুদ্ধ। আমারা শোকাহত আমরা মর্মাহত। পরম করুণাময় রহমানুর রাহিম আল্লাহ পাকের দরবারে কাজী’দার চিরো শান্তির জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ পাক কাজী’দাকে শান্তিতে রাখুন। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

এমন একটি সময় ছিলো আমরা বই পড়ে হতাশ হয়েছি, আশাহত হয়েছি, মনমরা হয়েছি এমন এমন বই আর গল্প উপন্যাস ছিলো যেসব অধিকাংশ উপন্যাসের মূল চরিত্রের কাজ ছিলো মদ গাঁজা ভাং খেয়ে কোনো বাড়ির সামনে পড়ে বেওয়ারিশ হয়ে মরে থাকা। প্রেমে পাগল হয়ে আত্মহত্যা করা। পড়ালেখায় বিলাত ফেরত ফার্স্ট ক্লাস ফার্স্ট পাত্র কোথাও আবার চৌদ্দ বছর বয়সের পাত্রীর গল্প পড়ে পড়ে যখন মনে হয়েছে এসব গল্প পড়া অর্থহীন তথা নিজের ক্ষতি করা, পরিবারের ক্ষতি করা সমাজের ক্ষতি করা তখন বাংলাদেশে বাংলা ভাষায় মানব জীবনে ঘুড়ে দাঁড়ানোর গল্প লিখে আমাদের যাদুর দেশে নিয়ে গিয়েছিলেন আমাদের প্রিয় কাজী আনোয়ার হোসেন আমাদের সকলের প্রিয় কাজী’দা।

জীবন ঘুড়ে দাঁড়ানোর জন্য। জীবন জীবনকে ভালোবাসার জন্য। জীবন লোভহীন সম্রাটের মতো পথ চলার জন্য। জীবন জীবনের জন্য। তিনি আমাদের রহস্য মানব মাসুদ রানা আমাদের কাজী আনোয়ার হোসেন। মাসুদ রানা চরিত্রে আমরা খোঁজে পাই আমাদের সকলের প্রিয় কাজী’দাকে। আমাদের রহস্য মানব স্পাই থ্রিলার জগতে মাসুদ রানাই আমাদের কাজী আনোয়ার হোসেন।

প্রিয় কাজী’দা আপনাকে আমরা ভুলবো না। আপনি বেঁচে থাকবেন আমাদের অন্তরে অনন্তকাল। আমরা এমন একজনকে হারিয়েছি বাংলার মাটিতে বাংলার ইতিহাসে যিনি অমর হয়ে থাকবেন যার বিকল্প শুধু তিনিই ছিলেন, তিনি আমাদের প্রিয় কাজী’দা। প্রিয় কাজী’দা আপনার পাঠক সমাজ থেকে আপনার প্রতি ভালোবাসা থাকবে অনন্তকাল - কাল মহাকাল।









মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিও মাসুদ রানা পড়েছি।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



খুবই দুঃখজনক বিষয়। আমরা পরম করুণাময় আল্লাহপাকের কাছে দোয়াপ্রার্থী।

২| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।


৩| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১৪

সভ্য বলেছেন: মাসুদ রানার বই পড়ার জন্য মার ও খেয়েছি বাসায় তবুও পড়া কাকে বলে তা পেয়েছি কাজীদা'র বই থেকে, উনার গল্পগুলো ওয়েষ্টার্ন গুলো মানে সেবা প্রকাশনী থেকে যা বের হতো তা সবই পড়া চাই এমন হয়ে গেছিলো রুটিন। উনি যেন অনন্ত বিশ্রাম লাভ করেন উপরে। আমেন।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:২৪

সোবুজ বলেছেন: সেবা প্রকাশনীর অনেক বই আছে আমাদের বাসায়।আমার বাচ্চারা সবাই সেবার বইয়ের পোকা ছিল।বাচ্চারা পড়ে বলেই হোক অথবা বন্ধু বান্ধবদের কাউকে পড়তে দেখেনি বলেই হোক বা বইয়ে ধরন দেখেই হোক একটাও পড়া হয় নাই।
তার মৃতু্তে শোক প্রকাশ করছি।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৭

সাসুম বলেছেন: অনেক দিন পর কারো মৃত্যু আমাকে ছুয়ে গেছে। হয়ত আমার শৈশবের রাহাত খানকে দেখতে পেতাম উনার মাঝে তাই।

আপনার প্রতি আজীবন কৃতজ্ঞতা, রানার কাছ থেকে কত কিছু যে শিখেছি!

আজন্ম আমাদের নায়ক! কাজীদা আপনাকে শ্রদ্ধা।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




সাসুম ভাই, মৃত্যু অবধারিত কথা সত্যি কিন্তু কিছু কিছু মৃত্যু আছে হৃদয়ে দাগ করে দিয়ে যায়। তেমনই একটি মৃত্যু কাজী আনোয়ার হোসেন। আমি রাহাত খান ও মাসুদ রানার মাঝে কাজী আনোয়ার হোসেন আমাদের সকলের প্রিয় কাজী’দাকে পেতাম।

মাসুদ রানা ও রাহাত খানের চরিত্র আমাদের জীবন সংগ্রামে ঘুড়ে দাড়াতে শিখিয়েছে। যা বাংলার গল্প উপন্যস জগতে বিরল বিষয়।

এমন একটি সময় ছিলো আমরা বই পড়ে হতাশ হয়েছি, আশাহত হয়েছি, মনমরা হয়েছি এমন এমন বই আর গল্প উপন্যাস ছিলো যেসব অধিকাংশ উপন্যাসের মূল চরিত্রের কাজ ছিলো মদ গাঁজা ভাং খেয়ে কোনো বাড়ির সামনে পড়ে বেওয়ারিশ হয়ে মরে থাকা। প্রেমে পাগল হয়ে আত্মহত্যা করা। পড়ালেখায় বিলাত ফেরত ফার্স্ট ক্লাস ফার্স্ট পাত্র কোথাও আবার চৌদ্দ বছর বয়সের পাত্রীর গল্প পড়ে পড়ে যখন মনে হয়েছে এসব গল্প পড়া অর্থহীন তথা নিজের ক্ষতি করা, পরিবারের ক্ষতি করা সমাজের ক্ষতি করা তখন বাংলাদেশে বাংলা ভাষায় ঘুড়ে দাঁড়ানোর গল্প লিখে আমাদের যাদুর দেশে নিয়ে গেলেন আমাদের প্রিয় কাজী আনোয়ার হোসেন আমাদের সকলের প্রিয় কাজী’দা।

জীবন ঘুড়ে দাঁড়ানোর জন্য জীবন জীবনকে ভালোবাসার জন্য। জীবন লোভহীন সম্রাটের মতো পথ চলার জন্য। জীবন জীবনের জন্য। তিনি আমাদের রহস্য মানব মাসুদ রানা আমাদের কাজী আনোয়ার হোসেন। মাসুদ রানা চরিত্রে আমরা খোঁজে পাই আমাদের সকলের প্রিয় কাজী’দাকে। আমাদের রহস্য মানব স্পাই থ্রিলার জগতে মাসুদ রানাই আমাদের কাজী আনোয়ার হোসেন।

আজন্ম আমাদের নায়ক। কাজী’দার জন্য ভালোবাসা। কাজী’দা আপনাকে শ্রদ্ধা।


৬| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১২

সাজিদ! বলেছেন: কাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে ব্যথিত। আমাদের বয়সীদের চমৎকার শৈশব কেটেছে সেবা প্রকাশনীর সাথে। আমার শুরু হয়েছিল তিন গোয়েন্দা দিয়ে, এরপর সেবা ক্লাসিক, মাসুদ রানা, ওয়েস্টার্ন, বারবার স্বপ্নের জগতে নিয়ে গেছে আমাদের। রহস্য পত্রিকাও পড়া হতো নিয়মিত। জেনে ভালো লাগলো আমাদের বড় হিসেবে আপনারাও মাসুদ রানাকে ভালোবাসতেন। সাহসী বাঙালি যুবক দুনিয়া জুড়ে মায়াবী স্বপ্নের জাল বুনে ছুটে বেড়াচ্ছে, এমন অনুভবে আপনারাও মুগ্ধ হয়েছেন। কাজীদা বেঁচে থাকবে পাঠকের মনে, আর রানা? ও তো চির তরুন। স্রস্টা ওকে অমর করে পাঠিয়েছেন।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাংলাদেশের ছাত্র ছাত্রীদের হাতে অবসরের সঙ্গী হিসেবে পাঠ্য বইয়ের বাইরে কোনো ভালো বই যদি পড়তে হয় সেই ভালো বইটি তুলে দিয়েছেন কাজী আনোয়ার হোসেন ও তাঁর সেবা প্রকাশনী।

আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।


৭| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কাজীদা একজন হিরো । অমর ।
ওপারে ভালো থাকবেন 'মাসুদ রানা'র স্রষ্ঠা ।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



কাজীদা একজন হিরো। অমর । ওপারে ভালো থাকবেন 'মাসুদ রানা'র স্রষ্ঠা। - আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

৮| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:০১

ইসিয়াক বলেছেন:

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।

গত অক্টোবর মাসের ৩১ তারিখ প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে কাজীদার। মাঝে পাঁচ বার হসপিটালাইজড ছিলেন। চিকিৎসার সুযোগ খুব একটা পাওয়া যায়নি। একটা ব্রেইন স্ট্রোক ও হার্টএটাক হয়ে সব শেষ হয়ে গেল। ১০ ই জানুয়ারি থেকে লাইফ সাপোর্ট এ ছিলেন। আজ চলে গেলেন সকলকে ছেড়ে।
উপরের লাইনগুলো মাসুমা মাইমুরের( কাজী আনোয়ার হোসেনের ছেলের বউ) ফেসবুকের ওয়াল থেকে।


বাসায় থাকা মাসুদ রানা চুপিচুপি পড়ার অন্য রকম আনন্দ ছিল । তার অনেক পরে সেবা প্রকাশনীর কিশোর ক্লাসিক, ওয়েস্টান, তারও পর তিন গোয়েন্দা সেই সব দিনগুলো স্বপ্নের মতো ছিল। স্বপ্নদ্রষ্টা ছিলেন প্রিয় কাজীদা আর উনার সেবা প্রকাশনী। অসম্ভব ভালোবাসার আপন জন চলে গেলেন। খবরটা পেয়ে অনেকক্ষন চুপচাপ ছিলাম। এত খারাপ লাগছে কি বলবো। বলার ভাষা নেই।

বিনম্র শ্রদ্ধা রইলো।

২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



খুবই মন খারাপ লাগছে বলার কোনো ভাষা জানা নেই।
আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

৯| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন।
বইয়ের জগতের এক মহিরুহর বিদায় হলো।

২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন। বইয়ের জগতের এক মহিরুহর বিদায় হলো।

আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।


১০| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:১৬

নেওয়াজ আলি বলেছেন: আমাদের কিশোর বেলায় মাসুদ রানা খুব খুব জনপ্রিয় ছিলো দেখেছি। এই বই পড়ার খুব শখ ছিলো। শ্রদ্ধা ও ভালোবাসা কাজীদাকে। আল্লাহ যেনো উনাকে জান্নাতবাসি করে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।


১১| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৫

নীল আকাশ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ উনাকে উনার দোষ ত্রুটি মাফ করে দিয়ে বেহেস্ত নসীব করুন, আমিন।
কালজয়ী মানুষের কখনো মৃত্যু হয় না, ঊনি রয়ে যাবেন আমাদের হৃদয়ের অন্তঃপুরে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

১২| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪৭

বিটপি বলেছেন: কাজীদা'র লেখার আমি একজন ভক্ত। আমি বুঝতে পারি, মাসুদ রানার কোন বইগুলো ওনার লেখা। প্রথমদিকের ৭/৮টা বই পড়লে পরিষ্কার বুঝা যায়। ওনার লেখার ধরণ আর হাকিম সাহেবের লেখার ধরণ ভিন্ন।

কাজীদা'র জন্য বেহেস্ত চেয়ে লাভ নেই। উনি মুসলিম ছিলেন না। উনি নিজের আরেক নাম রেখেছিলেন বিদ্যুৎ মিত্র। একজন পাঠক এই ব্যাপারে প্রশ্ন করায় তিনি লিখেছিলেন, আমি কোন ধর্ম মানিনা। তাই যে যা ডাকে, তাতেই আমি খুশী।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

১৩| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

একটি জীবন্ত অধ্যায় শেষ হলো, ওনি ইতিহাস হয়ে থাকবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

১৪| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৮

জুল ভার্ন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ উনাকে উনার দোষ ত্রুটি মাফ করে দিয়ে বেহেস্ত নসীব করুন।
আমিন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

১৫| ২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১০

এমজেডএফ বলেছেন: ৭০ ও ৮০'র দশকের তরুণ প্রজন্মকে বই পড়তে আগ্রহী করে তুলেছিলেন অসাম্প্রদায়িক ধ্যান-ধারণায় বিশ্বাসী এবং বাংলাদেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক কাজী মোতাহার হোসেনের যোগ্য উত্তরসুরী, লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা ধারাবাহিকের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত! মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

"কাজী আনোয়ার হোসেন" নামটি এবং "কুয়াশা" শব্দটি দেখলে আমার ছেলেবেলার একটি স্মৃতি এখনো মনে পড়ে। ৭০'র দশকে গ্রামে যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম তখন দেখতাম আমাদের সিনিয়র ভাইদের কুয়াশা সিরিজের বই নিয়ে মাতামাতি করতে। কেউ একজন একটা বই কিনে আনলে কার আগে কে পড়বে টানাটানি। তখনকার দিনে গ্রামে তরুণদের অবসর সময়ে করার মত কিছু ছিল না। গ্রামের দরিদ্র পরিবারের ছেলেদের এ ধরনের বই কেনার সামর্থ্যও ছিল না। তারা বন্ধুদের পেছনে দিনের পর দিন ঘুরতো বইটি ধার করে পড়ার জন্য। উল্লেখ্য এই বইগুলো হাত থেকে হাতে ঘুরতে ঘুরতে একসময় নিঁখোজ হয়ে যেতো :)

উল্লেখ্য, আমাদের সমাজে যে কোনো ভালো কাজে বাঁধা আসবেই। কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজেও বাঁধা এসেছিলো। মৌলবাদী ও রক্ষণশীল পরিবারগুলোর অভিযোগ ছিল যে, তিনি মাসুদ রানা সিরিজে যৌনতার বেসাতি পেতেছেন। এই হাওয়ায় পাল এতোটাই উঠেছিলো যে, 'প্রজাপতি' মার্কাওয়ালা বই পড়াই নিষিদ্ধ হয়ে গিয়েছিলো অনেক বাঙালি পরিবারে। যাই-হোক, সব বাধা-বিপত্তি পেরিয়ে কাজী আনোয়ার হোসেন বাঙালি পাঠকদের স্মৃতির মণিকোটায় চিরস্থায়ী হয়ে থাকবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

১৬| ২০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫০

তারেক_মাহমুদ বলেছেন: এম জেড এফ আপনার মন্তব্য পড়ে মুগ্ধ হলাম, অনেক ধন্যবাদ

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

১৭| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
ছোটকালে আমাদের বাসাটাই ছিল বিশাল লাইব্রেরি।
আমার পিতা একজন বিচারপতি হলেও প্রচুর বই কিনতেন, সবচেয়ে বেশী কিনতেন আমার বড় ভাই।
কুয়াশা ১১ প্রথম কাজিদার বই হিসেবে আমার হাতে তুলে দেয়া হয়েছিল, তখনো মাসুদ রানা পড়ার অনুমতি পাই নি।

কাজী আনোয়ার হোসেনে, ওনার সেবা প্রকাশনী নিজস্ব ভাষারীতিতে নিউজপ্রিন্টে ছেপে পেপারব্যাকে সস্তায় বই পাঠকের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে পাঠক তৈরিতে নীরবে এক বিরাট কাজ করে ফেলেছিলেন কাজী আনোয়ার হোসেন।
দেশের একটি বিশাল প্রজন্ম বিজ্ঞানমনষ্ক উদার ও আধুনিক চিন্তা ধারায় গড়ে উঠেছিল সে সময়টায়।
৩০ বছরে প্রতিটি বই মেলায় সেবার স্টলের সামনে ভীড় কমতে দেখিনি কখনো।
কাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

১৮| ২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৮

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




এক কিংবদন্তীর প্রস্থান।

কতো যে স্মৃতি " মাসুদ রানা"কে ঘিরে! মনে আছে, সেই কতোদিন আগে ক্লাসের বন্ধু আরিফ ক্লাসের মধ্যে একটা ভাব নিয়ে যেদিন একটা বই, যার মলাট উল্টোতেই দেখা গেলো লেখা আছে - " প্রাপ্তবয়স্কদের জন্য মাত্র" দেখালো তখন আমরা বন্ধুরা প্রাপ্তবয়স্কদের কিছু দেখার লোভে বই নিয়ে অদম্য উৎসাহে কামড়াকামড়ি শুরু করে দিয়েছিলুম। বেশ মনোমালিন্যের পরে ঠিক হলো পালাক্রমে পড়বে সবাই। নামটি জানা গেলো ধংসপাহাড়, কাজী আনোয়ার হোসেন নামের কারো লেখা। আমার ভাগে যেদিন পড়লো সেদিন বইটি কোমড়ে গুঁজে বাসায় । সন্ধ্যে হলে, কেরসিনের বাতি নিয়ে পায়খানায় ( তখন বাথরুম বা ওয়াশ রুম বলতে কিছু ছিলোনা) বসে দুরুদুরু বুকে বইখানার পাতা ওল্টানো। #:-S সেই থেকে শুরু, আজ অবধি চলছে। কাজী আনোয়ার হোসেনও সেই থেকে গেঁথে আছেন মনে।

আসলেই কতো কিছু যে শিখেছি মাসুদরানা পড়ে। একবার তো ছাত্রাবস্থায় ফরিদপুরে গাড়ী নিয়ে আটকে গেছিলুম । গাড়ী ইঞ্জিন পর্যন্ত খুলে ফেলতে যাচ্ছিলো মেকানিকরা।সে যাত্রা মাসুদরানার বইয়ে গাড়ীর বিভিন্ন টেকনিক্যাল টার্মসগুলো আউড়ে রেহাই পেয়েছিলুম। সে এক মজার কাহিনী!

মরনের ওপারে সৃষ্টিকর্তা তাকে শান্তিতে রাখুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

১৯| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: প্রতিটা মৃত্যু আমাকে কষ্ট দেয়।
যদিও একথা সত্যি সবার মরতে হবে। যেহেতু সবার মরতে হবে তাই হা হুতাশ না করতে চেষ্টা করি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

২০| ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:১৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গভীর শ্রদ্ধা এই মহান মানুষটির প্রতি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

২১| ২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

খায়রুল আহসান বলেছেন: ছয় মাস কম ছিয়াশি বছর বেঁচে থেকে তিনি এক জীবনে সব্যসাচীর ন্যায় অনেক কিছু লিখে/করে গেছেন। তিনি সিনেমায় গানও গেয়েছেন, অভিনয়ও করেছেন স্বল্পকালীন। তাও স্ত্রী ও শ্যালিকারা স্বনামধন্যা গায়িকা ছিলেন।

"বাংলাদেশের ছাত্র ছাত্রীদের হাতে অবসরের সঙ্গী হিসেবে পাঠ্য বইয়ের বাইরে কোনো ভালো বই যদি পড়তে হয় সেই ভালো বইটি তুলে দিয়েছেন কাজী আনোয়ার হোসেন ও তাঁর সেবা প্রকাশনী" (৬ নং প্রতিমন্তব্য) - পাঠক প্রত্যাশা পূরণে উনি যুগের দাবী মিটিয়েছিলেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

২২| ২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: মাসুদ রানা কাজী আনোয়ার হোসেনের অনবদ্য সৃষ্টি। এক কর্মময় জীবনের ইতি হলো। আমরা সকলে যার যার অবস্থান থেকে সময়ের দাবী মেটা্ই। তারপর একদিন স্রষ্টার কাছে চলে যায়। তবে কেউ কেউ নক্ষত্র হয়ে আকাশ স্পর্শ করে। তিনি তেমনই একজন। তার রুহের মাগফিরাত কামনা করি ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের প্রিয় কাজী’দার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন, আমিন।

২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৪৩

সাসুম বলেছেন: ঠাকুর মাহমুদ ভাই, আপনাকে মিস করছি।

ফিরে আসুন, পোস্ট দিন। আপ্নার লিখা আমি ভাল পাই

১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




সাসুম ভাই, ব্যবসা, কৃষি ও দাপ্তরিক কাজে বেশ ঝামেলা পার করছি। রোজা রমজানে হয়তো আর লেখা সম্ভব হচ্ছে না। তারপরও লেখালেখির চেষ্টা করবো ভাই। আপনি অনুরোধ করেছেন আমার মনে থাকবে। ভিসা ও বিমান নিয়মিত হলে আমি চীন আসবো, গোয়াংঝো ও সাংহাই আমার বেশ কিছু কাজ জমে আছে এছাড়া যেতে হবে শহরের বাইরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে।

আমি সময় করে পোস্ট দিবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.