নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

পবিত্র রমজান মাসের শুভেচ্ছা

০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:২৩



প্রথমেই সকল প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পরম করুণাময় মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে ও আমার সহ সঙ্গীদের সুস্থ ও নিরাপদে দেশের মাটিত আপন মাতৃভূমিতে নিজ পরিবারে শত সহস্র প্রতিকুলতার মাঝেও ফিরিয়ে এনেছেন। কিছু জরুরী কাজে জরুরীভাবে দেশের বাইরে যেতে হয়েছিলো। জেটল্যাগ অর্থাৎ দীর্ঘ বিমান যাত্রার কারণে খানিকটা ক্লান্ত। আমার অনুপস্থিতিতে যারা আমাকে খোঁজ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। বিশেষ করে কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করছি সাসুম ভাই, অগ্রজ খায়রুল আহসান ভাই ও রোকসানা লেইস আপার প্রতি - আমার লেখা পাতায় বারংবার তারা এসে খোঁজ করে গিয়েছেন।

ধন্যবাদ প্রিয় মানুষদের। দূরদেশে যেই ভাইদের কথা প্রায়ই মনে পড়েছে - প্রিয় অগ্রজ আহমেদ জী এস, ডঃ এম এ আলী, খায়রুল আহসান, চাঁদগাজী/সোনাগাজী, শাহ আজিজ, প্রামানিক, জুল ভার্ন, মরুভূমির জলদস্যু, হাসান মাহবুব, অপু তানভীর, কলাবাগান১, সাসুম, কাজী ফররুখ আহমেদ, রাজীব নূর, ইসিয়াক, সোবুজ, নতুন নকিব, এমজেডএফ, রক বেনন, অর্ক, স্রাঞ্জি সে, ল রহমান লতিফ, ডার্কম্যান, সেলিম আনোয়ার, স্বপ্নবাজ সৌরভ, নেওয়াজ আলি, স্বামী বিশুদ্ধানন্দ, মোগল সম্রাট, মোঃ মাইদুল সরকার, নীল আকাশ, অন্তরন্তর, সত্যপথিক শাইয়্যান, শাইয়্যানের টিউশন, নতুন, শেরজা তপন, কাছের-মানুষ, হাসান কালবৈশাখী, রূপক বিধৌত সাধু, মোহামমদ কামরুজজামান, মোঃমোস্তাফিজুর রহমান তমাল, অনল চৌধুরী, রবিন.হুড, এপোলো, গড়ল, নিমো, সাজিদ উল হক আবির, গিয়াস উদ্দিন লিটন, মোহাম্মাদ আব্দুলহাক, রানার ব্লগ, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, নয়ন বিন বাহার, কালো যাদুকর, আলমগীর সরকার লিটন, বিজন রয়, আইজ্যাক আসিমভ্‌, রেজা ঘটক, তারেক ফাহিম, শূন্য সারমর্ম, খাঁজা বাবা, কবীর হুমায়ূন, ইফতেখার ভূইয়া, স্বপ্নের শঙ্খচিল, সোনালী ডানার চিল, এ.টি.এম.মোস্তফা কামাল, ফয়সাল রকি, শরৎ চৌধুরী, বিদ্রোহী ভৃগু, মাধুকরী মৃণ্ময়, আলমগীর জনি, ফেনা, বিএম বরকতউল্লাহ, মোস্তফা সোহেল, সনেট কবি/মহাজাগতিক চিন্তা, আমি পরাজিত যোদ্ধা, আরমান আরজু, মোঃমোজাম হক, মঞ্জুর চৌধুরী, সাহাদাত উদরাজী, উদাসী স্বপ্ন, সুপার ডুপার, স্বর্ণবন্ধন, সৈয়দ তাজুল ইসলাম, অগ্নি সারথি, শাহিন-৯৯, মেহেদি_হাসান., নিমচাঁদ, ডাব্বা, ব্লগ সার্চম্যান, আমি তুমি আমরা, কল্পদ্রুম, পদ্মপুকুর, এ আর ১৫, সম্রাট ইজ বেস্ট, রিনকু১৯৭৭, কাজী আবু ইউসুফ (রিফাত), যুনায়েদ বি রাহমান, নূর আলম হিরণ, লিসানুল হাঁসান, তারেক ফাহিম, প্রফেসর সাহেব, মোহাম্মদ গোফরান, অক্পটে, সৈয়দ মশিউর রহমান, সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ সহ আরো অনেকে।

দূরদেশে যেই বোনদের মনে পড়েছে - আমার প্রিয় বোন রোকসানা লেইস, কাজী ফাতেমা ছবি, জুন, মনিরা সুলতানা, মেহবুবা, মুক্তা নীল, ফাহমিদা বারী, গুলশান কিবরীয়া, ওমেরা, নাসরীন খান, শিখা রহমান। এবং মমতাময়ী মায়ের মতো দুইজন সোহানা জোহা ও মৃন্ময়ী শবনম।

সর্বশেষে যার কথা না বললেই নয়, তিনি আমাদের সকলের প্রিয় কাল্পনিক_ভালোবাসা।

সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। সকলের প্রতি বিনিত অনুরোধ আসুন রমজানের নিয়ম নীতি মেনে চলি রমজানের পবিত্রতা রক্ষা করি। সংযমের মাস রমজান মাস। আমরা সকলে সংযমী ও মিতব্যয়ী হই। দুঃখী ও দুস্থ মানুষের পাশে দাড়াই। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।






মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:২৯

সোনাগাজী বলেছেন:



শুভেচ্ছা, ভালো থাকুন।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকেও শুভেচ্ছা। বাংলাদেশে ঢাকা রাজধানী প্রায় অচল অবস্থা। ঘন্টায় ৭-৮ কিলোমিটার চলা যাচ্ছে।

২| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: রমজানের শুভেচ্ছা। অনেক দিন আপনাকে দেখি না, আল্লাহ ভালো রাখুন

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকেও রমজানের শুভেচ্ছা। রাজধানী ঢাকা প্রায় অচল হয়ে গিয়েছে। এতোটা জ্যাম হয়েছে যা কল্পনাতীত।

৩| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: যাওয়ার আগে বলে যেতে পারতেন। আমরা নিশ্চয়ই বলতাম না ফিরে আসার সময় আমাদের জন্য চকলেট নিয়ে আসতে হবে!!
আমি আপনাকে মিস করেছি। মনে মনে খুজেছি। আপনি ফেসবুকে আসছেন কিনা জানি না। আপনার নাম্বারও আমার কাছে নাই।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগে বলে যাবার মতো হাতে সময় পাইনি। রাতে ডিসিশান ভোরে ফ্লাইট। আর আমি ল্যাপটপ বা সেলফোনে ব্লগে লিখতে পারি না। তাছাড়া বেশ ঝামেলাতে ছিলাম। সময় বের করা কঠিন ছিলো।

ঢাকা শহরকে আপনি ভালো জানেন। ঢাকা অসম্ভব ভাবে জ্যাম তৈরি হয়েছে! ২০ কিলোমিটার যেতে তিনঘন্টা সময় লেগেছে! ভাবতে পারেন অবস্থা?

৪| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১:০৬

সোবুজ বলেছেন: এসেই জানান দেয়ার জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনিও ভালো থাকবেন। আপনি আগের মতোই ধুমধাম ব্লগিং করছেন দেখে ভালো লাগছে। আপনাকে অশেষ ধন্যবাদ।

৫| ০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৪:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাইজান, আছেন কেমন? রমজানের প্রথম সেহরি কেবন কাটলো আপনার?

অনেক অনেক ভালোবাসা জানবেন।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাইজান, আমি ভালো আছি আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সেহরিতে রুটি কলা দই খেয়েছি। আপনার জন্যও অনেক অনেক ভালোবাসা রইলো।

৬| ০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৫:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রবাসে গিয়েও আমাদের মনে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানে একটু পরেই এই বছরের প্রথম ইফতার হবে, মিনিট পনের এর মত বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে লাখে শুকরিয়া জানাই। আপনার আর পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছি। রমজান মোবারাক।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার ও আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। রমজান মোবারাক। আপনার ওয়েবসাইট দিন দিন ভারি ও ওজন হচ্ছে, ভালো কাজ করেছেন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

৭| ০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৫:৪০

ডঃ এম এ আলী বলেছেন:



রমজানের শুভেচ্ছা ।
দোআ করি ফজিলতময় রমজান মাসে
আপনার জীবনে আরো অনেক সমৃদ্ধি ও
সুখ শান্তি বয়ে আনুক ।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাইসাহেব, সালাম নিবেন। আশা করি ভালো আছেন। আপনার জন্যও দোয়া করি আল্লাহ পাক আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি ও নিয়ামত দিন। ফি আমানিল্লাহ।


৮| ০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৬:৩৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার আর পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছি।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



রমজান মোবারাক। আপনার ও আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৯| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,



দীর্ঘ বিরতির মাঝেও হঠাৎ হঠাৎ মেঘের ফাঁক থেকে চাঁদের মতো উঁকি দিয়ে গেছেন বলে খুব বেশী চিন্তিত ছিলুম না আপনাকে নিয়ে। ধরে নিয়েছিলুম, ব্যস্ত ছিলেন নিজের কাজে। সেটাই সত্য হলো দেখছি। তবে তা যে দেশের বাইরে তা মনে হয়নি।
ফিরে এসেছেন নিজের মাটিতে, এর চেয়ে স্বস্তি আর কিসে হয় ?

ভালো থাকুন আর আগের মতোই ব্লগমাঠে লেখার বীজ বপন করে যেতে থাকুন।
রমজানের শুভেচ্ছা।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আহমেদ জী এস ভাই, আপনাকেও রমজানের শুভেচ্ছা। ঢাকা শহর ভয়াবহ যানজটে পরিণত হয়েছে। ২০ কিলোমিটার যেতে তিনঘন্টা সময়ে লেগেছে! ভাবা যায়? এই অপরিকল্পিত নগরায়ন একদিন অভিশাপে পরিণত হবে। মানুষের কি পরিমাণ কর্মঘন্টা শুধু যাতায়াতে পথে পথে বিলীন হয়ে যাচ্ছে তা দেখার বোঝার কোনো মানুষ নেই। - আমি বিস্তারিত লিখার চেষ্টা করবো আশা করি পাশে থেকে সহযোগিতা করবেন।

দেশে এসে বুক ভরে নিঃশ্বাস নিয়েছি। পৃথিবীর সকল সৃষ্টি ভালো থাকুক।

১০| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৮:৫৫

এপোলো বলেছেন: রমযানের শুভেচ্ছা রইল। এই পবিত্র মাসের উছিলায় আমাদের ইহকাল ও পরকালের যেন উপকার হয় সে কামনা করি।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার জন্যও রমযানের শুভেচ্ছা। এই পবিত্র মাসের উছিলায় আমাদের ইহকাল ও পরকালের যেন উপকার হয় সে কামনা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১১| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সকলকের জন্য শুভেচ্ছা রইলো অফুরন্ত।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




রমজান মোবারক। আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ‍ও অভিনন্দন।


১২| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ১১:০৬

জুল ভার্ন বলেছেন: এত এত নামের ভীড়ে এই অধমের নামটা নাই- তবুও আপনার জন্য শুভ কামনা।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই জুল ভার্ন, আমি সর্ব প্রথমে আপনার মন্তব্য উত্তর দিচ্ছি। আমি আন্তরিক ভাবে দুঃখিত। নামের তালিকায় আপনার নাম দিতে ভুলে গিয়েছি প্লিজ মনোকষ্ট নেবেন না। আপনার নাম অত্যন্ত সন্মানের সাথে তালিকায় যোগ করা হয়েছে। আপনি অধম নন আপনি অবশ্যই অবশ্যই একজন উত্তম মানুষ। আপনার জন্যও শুভ কামনা।

১৩| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রথমেই দয়াময়ের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আপনাকে সহিসালামতে ঘরে পৌছিয়েছেন। অনেক দিন আপনার কোন লেখা দেখিনি তাই মাঝে মাঝে মনে হত তবে খোজ নেবার মত কোন সুযোগ আমার হয়নি (কারন, ব্লগ আমি আসলে কাউকে ব্যক্তিগতভাবে না চিনি, না কারো যোগাযোগ নাং আছে)।

মহান আল্লাহপাক আমাদের সকলকে রমজানের রোযার পবিত্রতা রক্ষার পাশাপাশি সব গুলি রোযা রাখার তওফিক দান করুন। তওফিক দান করুন রহমতের এই মাসে বেশী বেশী নেক আমল করার এবং নিজেকে পরিশুদ্ধ করার।

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:



বেশ কিছু ঝামেলায় ছিলাম, ধরেই নিয়েছিলাম এবার সম্ভবত রোজা ও ঈদ পরিবার পরিজন থেকে দুরে দেশের বাইরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আল আমীন এর অশেষ রহমতে দেশে ফিরে এসেছি।

ব্লগে আমারও কারো সাথে ব্যক্তিগত যোগাযোগ নেই কাউকে চিনিও না। ব্লগ এডমিনের ইমেইল এড্রেস জানি, ফোন নাম্বার ছিলো হারিয়ে ফেলেছি। মহান আল্লাহপাক আমাদের সকলকে রমজানের রোযার পবিত্রতা রক্ষার পাশাপাশি সব গুলি রোযা রাখার তওফিক দান করুন। তওফিক দান করুন রহমতের এই মাসে বেশী বেশী নেক আমল করার এবং নিজেকে পরিশুদ্ধ করার।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৪| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই আপনি ভাল, নিরাপদ ও সুস্থ্য থাকুন সেই কামনা করছি। স্মরণ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভাই আপনিও ভালো, নিরাপদ ও সুস্থ্য থাকুন সেই কামনা করছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

১৫| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:০৮

ইসিয়াক বলেছেন:






ভালো থাকুন প্রিয় মাহমুদ ভাই।
আপনার প্রতিও রমজানের শুভেচ্ছা রইলো।

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনিও ভালো থাকুন। আপনার প্রতিও রমজানের শুভেচ্ছা রইলো।

১৬| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৩২

প্রামানিক বলেছেন: রমজানের শুভেচ্ছা জানিয়ে গেলাম

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আশা করি ভালো আছেন। চিৎিসকের দেয়া সকল নিয়ম মেনে চলবেন প্লিজ। আপনার প্রতিও রমজানের শুভেচ্ছা রইলো।

১৭| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: রমজান মাস আমার কাছে আনন্দের মাস। খাওয়ার মাস। একটু বিলাসিতা করার মাস।

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



করুন খাওয়া দাওয়া। বিলাসিতাও করুন। মনের আনন্দ হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। মনকে কখনো কষ্ট দিতে নেই।

১৮| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৮

নীল আকাশ বলেছেন: আপ্নাকেও পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই পবিত্র সময়ে বেশি বেশি করে ইবাদত করা তৌফিক দান করুন আল্লাহ আপনাকে, আমীন।

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



মহান আল্লাহপাক আমাদের সকলকে রমজানের রোযার পবিত্রতা রক্ষার পাশাপাশি সবগুলো রোযা রাখার তওফিক দান করুন। তওফিক দান করুন রহমতের এই মাসে বেশী বেশী নেক আমল করার এবং নিজেকে পরিশুদ্ধ করার।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৯| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: আপনি কোথায়? মন্তব্যের উত্তর দিবেন না।
জেটলগ এখনো কাটেনি?

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



জেটলেগ কেটেছে তবে যেই কাজে গিয়েছিলাম তার ডিউটি এখনোও শেষ হয়নি। দেশে সবই আগুন গরম অবস্থা।

২০| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১০:৩৩

কালো যাদুকর বলেছেন: প্রিয় ঠাকুরমাহমুদ ভাই , আপনার জন্য শুভকামনা ৷ বিদেশে থেকে ঠিক ঠাক মত দেশে ফিরে এসেছেন দেখে এখন বুঝতে পারছি কেন এত দিন অনুপস্থিত ছিলেন। এতদিন আপনার অনুপস্থিতি সামুতে বোঝাই যাচ্ছিল ৷ আমি ও ভাবছিলাম কোথায় চলে গেলেন।
কোন দেশে কেন গিয়েছিলেন ?
এই অধমের কথা স্বরণ করায় বিশেষভাবে কৃতজ্ঞ অনুভব করছি।
সবশেষে রমজান মোবারক। মাহে রমজান আপনার জীবনে বয়ে আনুক অনেক অনেক রহমত ও বরকত ৷

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



বেশ কিছু ঝামেলায় ছিলাম, ধরেই নিয়েছিলাম এবার সম্ভবত রোজা ও ঈদ পরিবার পরিজন থেকে দুরে দেশের বাইরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আল আমীন এর অশেষ রহমতে দেশে ফিরে এসেছি। কোন দেশে কোথায় গিয়েচিলাম তা গল্পের আকারে কিছু আমি লিখবো।

আর ভাই আপনি কনোভাবে অধম নন। অবশ্যই অবশ্যই আপনি আমার একজন প্রিয় মানুষ এবং উত্তম মানুষ। আপনাকেও রমজান মোবারক। মাহে রমজান আপনার জীবনে বয়ে আনুক অনেক অনেক রহমত ও বরকত ৷ আপনাকে অশেষ ধন্যবাদ।

২১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৮

সাসুম বলেছেন: প্রিয় ঠাকুরমাহমুদ ভাই , আপনার জন্য শুভকামনা । অনেক অনেক ভাল থাকুন পরিবার নিয়ে।

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



বেশ কিছু ঝামেলায় ছিলাম, ধরেই নিয়েছিলাম এবার সম্ভবত রোজা ও ঈদ পরিবার পরিজন থেকে দুরে দেশের বাইরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আল আমীন এর অশেষ রহমতে দেশে ফিরে এসেছি। কোন দেশে কোথায় গিয়েছিলাম তা গল্পের আকারে কিছু আমি লিখবো।

আপনার জন্যও শুভকামনা ভাই। আপনিও অনেক অনেক ভাল থাকুন।


২২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার একটা মন্তব্য পড়ে আপনার ব্লগে এসেছি।

রামাদান মোবারক।

দোয়া করি রামাদার সবার জন্য শান্তিপূর্ণ হোক।


০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



রমজান মোবারক। দোয়া করি রমজান সবার জন্য শান্তিপূর্ণ হোক। আপনাকে অশেষ ধন্যবাদ।

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০২

বলেছেন:
গুরুজী,,,
এত ভালোবাসা, এত গভীরতা, এত এত মনে রাখার জন্য হৃদয়পুর থেকে এক আহ্লাদী টিপ দিলাম আপনার কপালে।।।।

আমি ভালো আছি,,, বেশ আছি,,, আর আপনি?

রামাদান করিম
রামাদান মোবারক।।

ভালো থাকেন।।
আবার হবে তো দেখা,,,

রামাদান মোবারক।
ধন্যবাদ জানিয়ে আজকের মতো।।।।

০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি আপনাকে খুবই খোঁজ করেছি এবং এক সময় মনে করেছি - না থাক। আপনি এভাবে উধাও হওয়ার কারণ কি জানতে চাইবো না। আমারও ইচ্ছে করেনা আর ব্লগে আসতে, আমি আসলে ব্লগে নিজের কিছু কথা লেখার জন্য আসি আর কিছু না। কে কি করছে তাতে আমার কিছু্ই আসে যায় না। যার যা ইচ্ছে করুক।

অবশ্যই দেখা হবে। আমার বেশ বড় বড় কয়েকটি ঘু্ড্ডি আছে, আমি ঘুড্ডি উড়াতে পছন্দ করি। আপনি ঘুড্ডি উড়াতে পারেন তো? আর কাঁচা আম/তেতুল/ডেওয়া টক দিয়ে টেংড়া মাছের ঝোল আর সাদা ভাত কেমন হবে বলুন তো?

রমজান মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.