নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

একজন গাজী

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১১



কনকনে শীতের রাতে চাটগাঁ থেকে ছেড়ে আসা রাতের শেষ ট্রেন চিটাগাং মেইল ধরে রাতের ঘন কুয়াশা ভেদ করে ভোর সকালে ঢাকায় যিনি পৌছেছেন তার পোশাক-আশাক তেমন কোনো সুসজ্জিত নয়। তবে দীর্ঘদেহী সেগুন কাঁঠ রঙা আগন্তুক চোখে পড়ার মতোই একজন মানুষ বটে।

ঢাকাস্থ একটি বিদেশী দূতাবাস অফিসে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ভিসা অফিসারের সামনের চেয়ারে বসে আছেন আগন্তুক। ভিসা অফিসার নিরব, আগন্তুকও নিরব। ভিসা অফিসার জুলিয়ার বয়স ৫৫-৫৭ হবে। তিনি ঢাকা পোস্টিংয়ের পূর্বে দিল্লি পোস্টিং ছিলেন। তিনি উপমহাদেশের মানুষ বেশ ভালোভাবেই চেনেন। তিনি মানুষ দেখে অনেক কিছুই বুঝতে পারেন। জুলিয়া এক মনে পাসপোর্ট ও ডকুমেন্টস দেখছেন। আগন্তুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জুলিয়া জানালেন অফিসে ইন্টারকম চালু আছে। জুলিয়া ও আগন্তুক যা যা কথা বলবেন ফার্স্ট সেক্রেটারি তা শুনতে পাবেন। আগন্তুক জুলিয়ার দিকে নিঃশব্দে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আগন্তুক বিষয়টি জানেন। জুলিয়া জানালেন তাঁর কি কোনো দোভাষীর প্রয়োজন আছে? আগন্তুকের ছোট্ট উত্তর - না, আমার কথা আমি নিজে বলতে চাই। সময় - ১২ই ডিসেম্বর, ১৯৭২।

- পড়ালেখা করার মতো কি তোমার পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আছে?
- না, আমি কৃষকের ছেলে, আমার তেমন টাকা পয়সা নেই।

- তাহলে পড়ালেখার খরচ বহন করবে কিভাবে?
- আমি পড়ালেখার পাশাপাশি একটি কাজ যোগার করে নিবো।

- কি ধরনের কাজ তুমি করতে পারবে?
- আমি কৃষিকাজ পারি, আমি দক্ষ একজন কৃষক।

- এছাড়া আর কোনো কাজ জানা আছে, যদি এগ্রিকালচারে কাজ না পাও তাহলে কি করবে?
- এছাড়া আর কোনো কাজ জানি না, আমি এগ্রিকালচারে কাজ পেয়ে যাবো।

- এগ্রিকালচারে কাজ না পেলে পড়ালেখার জন্য টাকা পয়সা কিভাবে উপার্জন করবে?
- আমি দেশে চলে আসবো।

জুলিয়া আশ্চর্য হয়ে প্রশ্ন করেন - তুমি বলতে চাচ্ছো তুমি এগ্রিকালচারে কাজ না পেলে দেশে চলে আসবে?
আগন্তুকের ছোট্ট কিন্তু পরিস্কার উত্তর - তুমি সঠিক শুনতে পেয়েছো, “আমি দেশে চলে আসবো”।

জুলিয়া সাধারণত ভিসা আবেদনকারীদের সাথে হেসে কথা বলেন না। জুলিয়া হেসে আগন্তুককে জানান তুমি বসো, আমি আসছি। জুলিয়া ভেতরের রুমে চলে যান। তিন মিনিট পর ভিসা অফিসার জুলিয়া ফিরে এসে আগন্তুকের হাতে একটি স্লিপ দিয়ে জানালেন আগামী পরশু ডিসেম্বর ১৪, ১৯৭২। বিকাল চারটায় তোমার পাসপোর্ট দেওয়া হবে।

১৪ই ডিসেম্বর, ১৯৭২। বৃহস্পতিবার। বিকাল চারটা বেজে দশ মিনিট। জুলিয়া আগন্তুকের হাতে পাসপোর্ট দিয়ে জানালেন তোমার জন্য শুভেচ্ছা, তোমাকে ভিসা দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, তুমি কি জানো, তুমি দেখতে অনেকটা আমাদের দেশের শিল্পী জর্জ হ্যারিসনের মতো? জর্জ হ্যারিসন তোমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য গান করেছেন। আগন্তুক এই প্রথম জুলিয়ার দিকে চোখে চোখ রেখে জানালেন - আমাদের এলাকায় টেলিভিশন নেই, আর আমি পত্রিকা পড়তে পারি না। আমার চোখে কিছু সমস্যা আছে, মনে হয়।


পরিশিষ্ট: মহান শিল্পী জর্জ হ্যারিসনের সাথে আগন্তুকের কখনো সামনা সামনি দেখা হয়েছে নাকি হয়নি, পরিচয় আছে নাকি নেই তা গল্পে অপ্রকাশ্যই থাকুক। গল্পের আগন্তুককে আমরা চিনি। আগন্তুক আমাদের পূর্ব পরিচিত, তাঁর সাথে আমরা দীর্ঘ সময় ধরে লেখালেখি করছি, তিনিই উক্ত গল্পের একজন গাজী - আমাদের “গাজী সাহেব”। এটি নিতান্ত একটি গল্প মাত্র। গল্পের সাথে সাধারণত বাস্তবতার কোনো মিল থাকে না। আর মিল থাকলেও কিছু করার নেই। গল্প অর্থ গল্প।


ছবি: George Harrison The Concert For Bangladesh






মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি তো মনে করেছি সোনাগাজীকে নিয়ে পোস্ট দিয়েছেন ।

কেমন আছেন ? অনেক দিন পর ব্লগে আসলেন।

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি গল্পের শেষে পরিশিষ্ট পড়ুন। আপনার ভালো লাগার কথা। আমি ভালো আছি, কিছুদিন ঢাকার বাইরে ছিলাম। আমি ল্যাপটপে বা সেলফোনে পোস্ট লিখতে পারি না। বাংলা কী বোর্ড ছাড়া আমি বাংলা লিখতে পারি না। গুগল করে লিখতে অনেক ধৈর্য ও সময় ব্যয় করতে হয়।

আপনি কেমন আছেন।

২| ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের গাজী সাহেব মানে চাদ্গাজী সাহেব ?

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি সঠিক। গাজী সাহেব একজনই ছিলেন। একজনই আছেন। আপনাদের এলাকায় শীত কেমন?


৩| ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৬

রানার ব্লগ বলেছেন: প্রশ্নের উত্তরের ধরন বলে দেয় ওটা গাজী সাহেব !!!

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভয়াবহ ধরনের দেশ পাগলা মানুষ। আপনাকে অশেষ ধন্যবাদ।


৪| ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: শীত রাত ৮ টার পর থেকে অনুভুত হচ্ছে ২/৩ দিন ধরে।

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



গতকাল ভোরে আমি দেশে এসেছি। দেশে এসেই কেনো জানি মনে হচ্ছে এইবার শীত পড়বে! বেশ ভালো রকমের শীত পড়বে। নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কষ্টের দিন হচ্ছে - শীত আর বর্ষা।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:



প্রকৃতির সাথে মিলেমিশে মানুষের জন্য খাদ্য উৎপাদনই সবচেয়ে আদি ও বড় পেশা।

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



কৃষিকাজকে আমি কতোটা ভালোবাসি তা কখনো তেমন করে ব্লগে লেখা হয়নি। আপনি কৃষি কাজের সাথে জড়িত ছিলেন আপনি ভালো করেই জানেন মানব সেবা করার জন্য কৃষিকাজের সম্ভবত কোনো বিকল্প নেই।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! পছন্দের কাউকে নিয়ে কেমন চমৎকার লিখে ফেললেন

১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



গল্প পড়ে আপনার ভালো লেগেছে এটিই আমার ভালো লাগা, আমার আনন্দ। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


৭| ১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৪

নেওয়াজ আলি বলেছেন: গাজী সাহেবও গাজী হওয়ার পিছনের গল্প(বাস্তবতা ) পাঠককে জানাবেন। ঠাকুর সাহেব আপনি ৯০ দশকের গল্প প্রকাশের শিক্ষক আমিসহ অনেকের। আপনার লেখা গল্প আর গল্প থাকার কথা না। অনেকের সাথে মিলে জীবন্ত হয়ে উঠবেই।

১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



গল্প পড়ে আপনার ভালো লেগেছে এটিই আমার ভালো লাগা, আমার আনন্দ। লেখালেখি করতে পারা ভাগ্যের বিষয়। আপনি আপনার নিজস্ব চিন্তা ধারা বিভিন্ন মানুষের সাথে লেখার মাধ্যমে জানাতে পারছেন।

সামহোয়্যারইন ব্লগে আপনি থার্ড জেন্ডার নিয়ে লেখালেখি করেছিলেন - ভয়াবহ অভিজ্ঞতা! আপনার লেখার হাত ভালো, সময় পেলে লেখালেখি চলমান রাখুন।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


৮| ১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:২২

শূন্য সারমর্ম বলেছেন:


গাজী সাহেবকে দেখা জর্জ হ্যারিসন পূর্ণ করলো।

১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



গাজী সাহেব দেখতে কেমন মহান শিল্পী জর্জ হ্যারিসনকে দেখে কিছুটা ধারণা করা সম্ভব। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৩

কামাল১৮ বলেছেন: গল্প হলেও ব্যক্তি গাজী সাহেবের চরিত্রের কিছু দিক সুন্দর ভাবে ফুটে উঠেছে।

১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



মানুষকে ও মানুষের সুন্দর দিকগুলো দেখতে পারা ভাগ্যোর ব্যাপার। দেশে বেশ শীত পড়েছে খুব সম্ভব এইবার ভালো শীত পড়বে, গরীব পরিবারগুলোর জন্য বিপদ হয়ে যাবে।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৫

শেরজা তপন বলেছেন: আপনার গল্পটার পিছনে বেশ খানিকটা সত্য লুকিয়ে আছে মনে হয়।
বেশ ভালো লাগলো।

১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি সঠিক, গল্পে কিছু সত্য লুকানো আছে। গল্প পড়ে আপনার ভালো লেগেছে এটিই আমার ভালো লাগা, আমার আনন্দ। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


১১| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাংলাদেশ সময় রাত ৩টা বেজে ৩০ মিনিট। কি মনে করে মোবাইল হাতে নিলাম জানা নেই। এই লেখাটা চোখে পড়ল। গাজী সাহেবের ভেতরটা আপনি পরিস্কার ভাবে পড়েছেন তাই সুক্ষ এবং চমৎকার উপস্থাপনা হয়েছে।
সামান্য মন্তব্যটা সকালে করলেও হতো। কিন্তু দুটো মানুষ মন্তব্যে বাধ্য করলো এই মুহূর্তে।
একজন ঠাকুর মাহমুদ এবং আরেকজন গাজী সাব।

আজ সামহোয়্যার ইনের জন্মদিন। এই ব্লগ অনেক কিছু ভাবতে শেখায়।
আপনাদের জন্য শুভ কামনা।

১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভালো লেখা ভালো মানুষকে টানে আর মন্দ লেখা মন্দ মানুষকে। এই যেমন আপনি রাত তিনটা বেজে ত্রিশ মিনিটে ঘুম ভাঙ্গার পর ব্লগে লগইন হয়ে মন্তব্য করেছেন। - তাতে আমি কৃতজ্ঞ ও আনন্দিত, যে আপনাদের একটি ভালো লেখা উপহার দিতে পেরেছি।

আমি মনে করি ভালো লেখা লিখতে পারা ভাগ্যের বিষয় ঠিক তেমনই ভালো লেখা পড়তে পারাও ভাগ্যের বিষয়। আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:১৮

কবিতা ক্থ্য বলেছেন: গাজী সাহেবকে নিয়ে আপনার এই পোষ্ট আমাদের আবার নতুন করে ভাবনায় ফেলে দিলো।
উনাকে নিয়ে নেতিবাচক মন্তব্যের যে বিশাল পাহাড় গড়ে উঠেছে কালের আবর্তে, সে পাহাড়ের পেছনে কখনো যে সূ্র্য উঠতে পারে- তা আমরা ভুলেই গিয়েছিলাম।

আপনার এবং গাজী সাহেবের দীর্ঘায়ু কামনা করছি।

১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



মন্তব্য প্রতিমন্তব্য গুলো পড়লে যে কোনো সুস্থ স্বাভাবিক শিক্ষিত মানুষ ধরতে পারবেন কে কোথায় কি কি সমস্যা করছে। যখন হুজুগ তৈরি হয় তখন পূর্বের মন্তব্য প্রতিমন্তব্যগুলো পড়ার জন্য অনরোধ থাকবে।

রাতের পর দিন আর দিনের পর রাত থাকবে এটি পৃথিবীর স্বাভাবিক নিয়ম কিন্তু দিনে রাতে যে কোনো সময় অন্যায় অবিচার ব্যাভিচার হয় তার জন্য দিন রাত প্রয়োজন হয় না। আর অন্যায়কারী সব সময় প্রথমস্থানে থাকে, তার দলও ভারী থাকে। - আশা করি আপনাকে কিছুটা বুঝাতে পেরেছি। চর দখল ও স্পেস পারচেজ, স্পেস হান্ট আজকের নতুন কিছু না, আমি শত সহস্র বার এইসব দেখেছি এবং ফলাফলও দেখেছি। - সময় আমাদের অনেক কিছু দেখাবে আর আমরাও দেখবো।

আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি আমেরিকা গেলেন। চাঁদগাজীর সাথে দেখা হলো।
আপনারা আড্ডা দিলেন লম্বা সময়। আড্ডায় কথায় কথায় চাঁদগাজী আপনাকে হ্যারিসনের কথা জানালেন। আপনি শুনে মুগ্ধ হলেন। এবং আপনি দেশে ফিরে এসে আমাদের সেই গল্প শুনালেন দারুন মুন্সিয়ানায়।

আপনাকে আন্তরিক ধন্যবাদ।
শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।

১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে একটি মজাদার তথ্য দেই - চাঁদ নিয়ে কবি সাহিত্যিক প্রবন্ধকার অনেক অনেক লেখা লিখেছেন ভবিষ্যতে আরোও লিখবেন। আপনি হুজুগ থেকে দূরে থাকুন নিজের লেখা লিখুন “আমাদের শাহেদ জামাল, আজকে ডায়েরী, আজকে ঢাকা, আজকের ভোর, আজকের দুপুর, আজকের সন্ধ্যা ইত্যাদি ইত্যাদি। লেখালেখি করতে চাইলে লেখার অভাব নেই। আমার নিজের লেখা লিখতে হলে আমার এক জীবনে লিখে শেষ করা সম্ভব নয়।

কবিতাটি মনে আছে? - সবচেয়ে ভালো পাওরুটি আর ঝোলাগুড়। মাঝে আপনি বাজে ঝামেলাতে জড়িয়েছেন, সত্যি বলতে আমার কষ্ট লেগেছে আমি আপানকে সাবধান করার জন্য আপনাকে নিয়ে পোস্ট দিয়েছি - আপনি বুঝতে পারলেই হলো। ঝামেরা থেকে দূরে থাকুন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

*** আপনি পোস্টে লাইক দিয়েছেন দেখে ভালো লেগেছে।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: চাদগাজী একজন মানবিক মানুষ।
তিনি বাংলাদেশকে অনেক ভালোবাসেন। দূরদেশে থাকলেও তিনি সারাক্ষণ দেশের কথা ভাবেন। চিন্তা করেন। এদিকে সামুতে ভোটাভোটি হচ্ছে। অথচ সামুর শ্রেষ্ঠ ব্লগার 'চাঁদগাজী'। সেদিকে ব্লগ টিমের হুশ নাই। কথিত স্বেচ্ছাসেবক নিয়ে নৃত্য চলছে। আজিব!!

১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



not necessary, কোনোভাবেই জরুরী নয়। চর দখল ও স্পেস পারচেজ, স্পেস হান্ট আজকের নতুন কিছু না, আমি শত সহস্র বার এইসব দেখেছি এবং ফলাফলও দেখেছি। - সময় আমাদের অনেক কিছু দেখাবে আর আমরাও দেখবো।

আপনাকে নিয়ে একটি লেখা লিখবো, গল্পের নায়ক রাজীব নুর। আশা করি আপনার আপত্তি থাকবে না।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪১

কাছের-মানুষ বলেছেন: গাজী সাহেবকে নিয়ে আপনার চিন্তার ভাল প্রতিফলন ঘটেছে এই লেখায়৷

আপনাদের দুজনকেই শুভেচ্ছা রইল।

১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভালো লেখা ভালো মানুষকে টানে আর মন্দ লেখা মন্দ মানুষকে। আপনাদের একটি ভালো লেখা উপহার দিতে পেরেছি। আমি মনে করি ভালো লেখা লিখতে পারা ভাগ্যের বিষয় ঠিক তেমনই ভালো লেখা পড়তে পারাও ভাগ্যের বিষয়। আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২২

মোহামমদ কামরুজজামান বলেছেন: এটি নিতান্তই শুধুমাত্র গল্প । এর সাথে সময়-স্থান ও আমাদের পরিচিত কারো সাথে মিলে গেলে এ শুধু কাকতালীয় ব্যাপার মাত্র । এর জন্য লেখক কোনভাবেই দায়ী নয়।

তবে লেখক এমনভাবে তার লেখা উপস্থাপন করেছে এবং ঘটনার সময়-স্থান-পাত্রকে এমনভাবে আমাদের সামনে তুলে ধরেছেন তাতে শুধু মনে নয়, একটা সময় শতভাগ ধারনা হয়ে যাচছিল যে ইনিই ;) তিনি।

শেষে এসে, মন ভংগ হয়ে গেল ।
আর কারো মন ভাংগা ঠিক নয় স্যার । কারো মন ভাংগা আর :( মসজিদ ভাংগা সমান কথা।

সবশেষে, আমিও কৃষি কাজ করেছি-করি। এখনো যদি সুযোগ পেতাম তাহলে সব ছেড়ে-ছুড়ে চলে যেতাম।
আফসোস নিজের একছটাক জমিও :(( নেই চাষবাসের জন্য।

১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



গল্পের কিছু ধারা, গল্পের কিছু নিজস্ব গতি আছে এখানে লেখক গল্পের গতিরোধ করেন না। মাঝে মাঝে কিছু গল্প অসমাপ্ত থেকে যায় এই অসমাপ্তেই গল্পের সমাপ্তি। আমি মসজিদ মন্দির ভাঙ্গার দলে কখনো ছিলাম না, প্রতিরোধ করেছি আজীবন।

কৃষিকাজে সৃষ্টির আনন্দ আছে। শীতের সময়ের ফসল - আমাদের সরিষা ক্ষেতে গেলে আমি জমির পাশে আধা বেলা থাকি, আমি সাধারণত জমির পাশে সময় ব্যয় করি। আমাদের এক সময়ে কৃৃষি ছাড়া অন্য কোনো পেশা ছিলো না। তাই হয়তো রক্তে কৃষি মিশে আছে।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৭| ১৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
একজন মানুষ কে নিয়ে লিখতে হলে তাঁকে উপলব্ধি করতে হয়।
না, নিজের কথা আমি নিজেই বলতে চাই। বাক্যটা চাঁদগাজীকে দারুণ ভাবে রিপ্রেজেন্ট করলো।
আমার উপলব্ধিতে এটাই চাঁদগাজী।

১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:



মানুষকে বুঝতে পারা, বুঝতে চেষ্টা করাই সত্যিকার মানুষের কাজ। না বুঝে যে কোনো কিছু বলা এইগুলো মনুষ্যত্বহীন ও বিচার বিবেকহীন মানুষের কাজ। প্রতিটি মানুষের নিজস্ব বিচার বিবেক থাকা উচিত। এটি যাদের নেই তারা জগতের অসুখী মানুষ।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


১৮| ২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৭

ডঃ এম এ আলী বলেছেন:



গল্পতো গল্পই , সে জন্যতো একে গল্প বলে ।
গল্পের গাথুনি , প্লট ও গতিময়তা সাবলিল হয়েছে ।
শুভেচ্ছা রইল ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ২:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



ডঃ এম এ আলী ভাই সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাহেব আশা করি ভালো আছেন। আমি কিছুদিন ঢাকার বাইরে ছিলাম, তাই আপনার মন্তব্য উত্তর সঠিক সময়ে দিতে পারিনি। আপনি গল্প পড়েছেন জেনে আমি আনন্দিত ও কৃতজ্ঞ।

আপনার জন্যও শুভেচ্ছা রইলো।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ২:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:


আল্লার রহমতে আপনাদের
সকলের দোয়ায় এখন অগের
থেকে অনেকটা সুস্থ বোধ করছি ।

ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভাই সাহেব, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। দোয়া করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি বিস্তারিত আলোচনা নিয়ে আপনার পোস্টে আসবো শিঘ্রই।

আপনাকে অশেষে অশেষ ধন্যবাদ।

২০| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: গল্প হলেও, গল্পের পেছনে কিছু সত্য কথা তো লুকিয়ে থাকেই। আপনার গল্পটাও সত্য কাহিনী নিয়ে রচিত বলে মনে হচ্ছে।
এক সময় কমবেশি কৃষিকাজ আমরা সবাই জানতাম। এখনকার প্রজন্ম এ ব্যাপারে একেবারেই অন্ধ। এজন্য অভিভাবক হিসেবে আমরাই দায়ী।

২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



কৃষি বাংলাদেশের মানুষের রক্তে মিশ্রিত আছে। তারপরও কেনো কৃষি থেকে মানুষ দূরে সরে পড়েছেন তা ভাবনার বিষয়। কৃষিকাজে যেই আনন্দ আছে আর কোনো কাজে এমন আন্দ আছে কি না আমার তেমন জানা নেই। গল্প হলেও সত্যতো কিছু না কিছু থাকেই।

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.