নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির জন্য প্রার্থনা

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৯





ইয়া আল্লাহ ইয়া রহমানুর রাহিম, আপনার রহমতের দরবারে আপনার কাছে আমরা প্রার্থনা করছি। আপনি আপনার রহমতের বৃষ্টি দিয়ে আপনার সকল সৃষ্টিকে রক্ষা করুন। আপনি বিচার দিনের মালিক। আপনি ছাড়া আমাদের চাওয়ার আর কেউ নেই।

রোদ্রের তাপে খাদ্য-শস্য, শস্য বীজ, লতা পাতা পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে খেটে খাওয়া মানুষের দেহ। আপনার রহমতের জন্য আমরা সকলে প্রার্থনা করছি। আমাদের মাঝে যেই মানুষাটিকে আপনি পছন্দ করেন - তার উছিলায় আপনি বৃষ্টি দিন, বৃষ্টির জন্য সমগ্র দেশের মানুষ হাহাকার করছেন। কষ্ট করছেন। আপনি রহমানুর রাহিম আপনি আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের শান্তি দিন।

আপনি আমাদের দোয়া কবুল করুন। আমীন।








মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৯

নিমো বলেছেন: জলবায়ু শরণার্থী হওয়ার পথে আমরা। অবশ্য অন্যের দান-খয়রাতই আমাদের সম্বল। আর নইলে শেষ ভরসা দুআ।

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



যার কেউ নেই তাঁর আল্লাহ আছেন (আল্লাহ/ঈশ্বর/ভগবান) আমাদের চাওয়ার আর কোনো কেউ নেই “একমাত্র আল্লাহ ব্যতীত”। এভাবে গরম দিনকে দিন বেড়ে চললে দেশে সকল প্রকার দুর্ঘটনার হার মাত্রতিরিক্তভাবে বেড়ে যাবে।



২| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৫

কিরকুট বলেছেন: বৃষ্টি টা খুব দরকার। গাছ গুলও গরমে শ্বাস নিতে পারছে না।

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



দেশের মানুষ কি পরিমাণ কষ্ট করছেন তা লিখে শেষ করা যাবে না। অথচ সমাধান খুব কঠিন কাজ ছিলো না। এখন একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু করার নেই। এখন দোয়া করা ছাড়া আর আমাদের উপায়ন্তরও নেই।

৩| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: রমজান মাসে আল্লাহ আমাদের পরীক্ষা করসেন। ইনশাআল্লাহ বৃষ্টি হবে। কাল তো শব কদর।দোয়া কবুল হবে।

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আল্লাহ আমাদের ডাক কবুল করুন।

৪| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: রমজান মাসে আল্লাহ আমাদের পরীক্ষা করসেন। ইনশাআল্লাহ বৃষ্টি হবে। কাল তো শব কদর।দোয়া কবুল হবে।

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



দেশের মানুষ বড় বিপদে আছেন। একমাত্র আল্লাহ যদি রহমত করেন। নয়তো কোনো উপায় তো আর দেখি না।


৫| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজ ঠান্ডা হাওয়া বইছে আলহামদুলিল্লাহ

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি তো সেন্ট্রাল ঢাকাতে বসবাস করেন। আগুনের দেশ সেন্ট্রাল ঢাকা। আল্লাহ আমাদের সকলের জান মাল হেফাজত করুন। তাঁর রহমত নাজিল করুন।

৬| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:



মিডলইস্টে টেকনোলজি দিয়ে আর্টিফিশিয়াল বৃষ্টি নামায়।

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



মধ্যপ্রাচ্যের মানুষ নিজ দেশকে হয়তো ভালোবাসেন। তাই নিজ দেশকে উন্নত করছেন।

৭| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: মোবাইল থেকে ফুল ভার্সন ইউজ করা যাচ্ছেনা। অনলাইনে থাকা ব্লগার এর কারও নামের উপর ক্লিক করলে প্রথম পাতায় নিয়ে যাচ্ছে। ভিপিএন ছাড়া গ্রামীণ নেটওয়ার্ক থেকে ব্লগে ঢুকা যায়না। ব্লগিং এখন বেশ "জটিল! "

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি গ্রামীন সিম বাদে অন্য কোনো অপারেটর সিমে ইন্টারনেট ব্যবহার করে দেখতে পারেন। আগ্রাবদের সড়কে গরমে টেকা দায় মনে হয়েছে বাতাসের সাথে আগুন ছড়ানো আছে।

৮| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২১

শেরজা তপন বলেছেন: অনেকদিনবাদে গরমে ঘুম ভেঙ্গে আপনি আসলেন!
এমনিতেই গরম আমার ভীষণ অপছন্দের-এরউপরে এমন গরম হলেতো কথাই নেই।
কোনদিন এদেশ ছেড়ে গেলে হয়তো গরমের জন্যই ছাড়তে বাধ্য হব :(

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



রোজা রমজানের দিন কাজের চাপ বেশী, এবং বেতন ঈদ বোনাস শেষ করে কিছু অবসর হতে সময় লেগেছে। দেশে যেভাবে গরম বেড়ে চলেছে তাতে করে সড়ক রেল ও নদী পথে দিনকে দিন দুর্ঘটনার হার বেড়ে যাবে, এটি হয়তো যাদের বোঝা প্রয়োজন তাঁরা বুঝতে পারছেন না।

কষ্ট হলেও নিজ দেশে থাকুন। দিন বদল হবে। হয়তো সময় লাগবে, তবে দিন বদল হবে।

৯| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন:
গাছপালা কেটে সাফ করি আবার গরমে হাঁসফাঁস করি। খুব অদ্ভূত আমরা।

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



বৃক্ষ নিধনের জন্য খুব সম্ভব আমরা পৃথিবীতে প্রথম কাতারে চলে এসেছি। সমতলের মানুষ পার্বত্য এলাকায় গিয়ে সব গাছ কেটে সাবার করে দিচ্ছেন। এই দেশ ধ্বংস করে দিতে হবে! এমন চিন্তা চেতনা নিয়ে সবাই এগুচ্ছে - মনে হয়।

১০| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: বৃষ্টি এখন খুবই প্রয়োজন। আপনার সাথে আমিও প্রার্থনা করি আল্লাহ যেন অতি সিগ্র তাঁর রহমতের বৃষ্টি নাযিল করেন।

১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আল্লাহু রহমানুর রাহিম। ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট হাইওয়েতে যেদিকে চোখ যাবে মনে হবে গাছ পুড়ে যাচ্ছে। ফসল পুড়ে একাকার অবস্থা। আমাদের লেবু বাগানের অবস্থা ভয়ংকর। ঘন সবুজ চা বাগান ছাই রঙা হয়ে গিয়েছে।

আল্লাহ যদি আমাদের রক্ষা করেন রহমত করেন। এছাড়াতো উপায়ান্তর দেখি না।

১১| ১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ফি আমানিল্লা।

১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের দেশের জলবায়ু পাল্লা দিয়ে যেইভাবে পরিবর্তন হচ্ছে - আগামী দিনে আমাদের জন্য মহা বিপদ অপেক্ষা করছে। আল্লাহ আমাদের রহমত করুন। আমাদের জান মাল হেফাজত করুন।

১২| ১৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:৩৯

অগ্নিবেশ বলেছেন: দোয়াতে কাম হইলে এতদিনে মোদী রক্তবমি করে অক্কা পাইত আর ইসরাইল পাখীর মুতে ভাইস্যা যাইত।

১৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার ধারণা বৃষ্টির জন্য বাংলাদেশে অন্যতম দায়ী অতিরিক্ত বৃক্ষ নিধন, মাত্রতিরিক্ত শিল্প কারখানা, আর অকারণ বিল্ডিং ভবন নির্মান (আমার ধারণা ভুল হতে পারে) যারা বৃক্ষ নিধন করছেন তাদের বিচার একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবেন না। তারা বিশেষ দলের সান্ডা পান্ডা ল্যান্ডা গুন্ডা।

মোদী আর ইসরাইলের বিরুদ্ধে কেউ মনে হয় আল্লাহর কাছে নালিশ করেন নাই। তবে তাদেরও বিচার হবে দুনিয়াতেই বিচার হবে। আশা করি আপনি আমি দেখে যেতে পারবো।

১৩| ১৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: এখন অনেক গরম। অনেকে বৃষ্টির জন্য নামাজ পড়ছেন, প্রার্থনা করছেন। কোথাও আগুন লাগলেও অনেকে আযান দেয়। এমন কি ভূমিকম্প হলেও আজান দেয়। সহজ সরল সত্য কথা হলো- আযান দিয়ে বা প্রার্থনা করে আগুন নেভানো যাবে না। ভূমকম্প থামানো যাবে না। এমনকি বৃষ্টি আনা যাবে না। এটা হচ্ছে বাস্তবতা।

১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রার্থনা করতে হয়। নিজের মনের জন্য প্রার্থনা করতে হয়। আপনার বয়স কম, সময়ে বুঝতে পারবেন। বৃষ্টির জন্য দেশে বনায়ন প্রকল্প করতে হবে মাস প্রজেক্ট তৈরি করে মাঠে নামতে হবে। আমি সময় করে বিস্তারিত লিখবো।

১৪| ১৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৫৪

নতুন বলেছেন: আগামী শুক্র বারের আগে বৃস্টি হবাব সম্ভবনা কম। :|
https://en.sat24.com/en/forecastimages/azie/forecastprecip

মধ্যপ্রাচ্যের চেয়ে ঢাকাতে আজ তাপমাত্রা বেশি.... দুবাইতে আজ ২৬ গ্রিডি আর ঢাকাতে ৪০ডিগ্রি :|

দেশে বনায়নের উপরে আবার জোর দিতে হবে। আর সরকারী সব জমিতে যতটা সম্ভব গাছ লাগাতে হবে...

জনগনকেও শিক্ষিত করতে হবে বেশি গাছ লাগাতে।

১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



গাছ লাগাতে গেলে সময় ব্যয় হবে। তাহলে ব্লগিং ফেসবুকিং ইউটিউব টিকটক লাইকি কে করবে? বাংলাদেশ সাহারা মরুভূমির মতো "বঙ্গ মরুভূমি, বাংলা মরুভূমি" হয়ে যাবে তারপরও দেশের মানুষ গাছ লাগাবে না।

১৫| ১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:



- বৃষ্টি নামার সময় হয়ে এসেছে।

৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



বৃষ্টি অল্প বিস্তর হচ্ছে। বৃষ্টি খুবই দরকার। জমি জমার অবস্থা ভয়াবহ ধরনের খারাপ অবস্থা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.