নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

এখন অনেক রাত

০১ লা জুলাই, ২০২৩ দুপুর ২:৫৭




মধ্যরাতে এপার্টমেন্ট বাসার নিরবতা ভাঙ্গে বোতল গ্লাস কাঁচ ভাঙ্গার ঝনঝন শব্দে! সাথে শুরু হয় বিশ্রী কদাকার অকথ্য নোংরা ভাষার গালাগালী। ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে দীর্ঘ দিনের বাসার কাজের বুয়া নুরী। নুরী ছুটে আসে মাস্টার বেডরুমের দিকে। না মাস্টার বেডরুমে নয়, ড্রইং রুমের পাশে ড্রাই কিচেন - এখানে সাজানো মিনিবার। আর কেবিনেটে থাকে থাকে থরে থরে সাজানো বিয়ার ক্যান বোতল, নানান সাইজের নানান ডিজাইনের নানান রঙের অ্যালকোহল বোতল! ফ্রিজ, ওয়াইন গ্লাস, আইস বাকেট, আর বাহারী কাটলারী। মেঝেতে গড়াগড়ি করছে ভাঙ্গা অ্যালকোহলের বোতল গ্লাস!

মদ্যপ পঞ্চাশোর্ধ জেরিন খানের ঠোট গাল কপাল সহ সারা মুখে লিপস্টিক আর কাজলের ছড়াছড়ি! রেজর ব্লেডে হাতের নানান স্থানে কাটা ছেড়া রক্তারক্তি আর মুখ থেকে ছিটকে পড়ছে লালা আর বিশ্রী গালাগালী। নুরী জড়িয়ে ধরে সামলাতে গিয়ে কিছু কিল লাথি চড় থাপ্পড় খায়।

জরিনা আকতার থেকে জেরিন খান হয়ে উঠার গল্প! “জরিনা আকতার ওরফে জেরিন খান ওরফে জ্যারিন” এর জীবনে আরোও অনেক অনেক কিছুই ঘটবে। কারণ - “এখন অনেক রাত”।


- অসমাপ্ত -



অসমাপ্ত গল্পের শিরোনাম: প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর গান “এখন অনেক রাত
কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইনব্লগ।






মন্তব্য ৪৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৩ বিকাল ৪:০৪

মনিরা সুলতানা বলেছেন: এও সমাজের একটা অংশের গল্প !
গান টা আমার খুব প্রিয়।

ঈদ শুভেচ্ছা ভাই।

০১ লা জুলাই, ২০২৩ বিকাল ৪:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



কর্মের কারণে সমাজের অন্ধকার অংশ আমাকে দেখতে হয়েছে বারংবার। কিন্তু আপনি এই সমাজের অংশ কিছুটাও যদি চিনে থাকেন দেখে থাকেন! তাহলে বলতে হবে আপনি সত্যি সত্যি প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখেন। কারণ, চোখ থাকলেই সবাই সব কিছু দেখতে পাবেন এটি সত্য নয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।


০১ লা জুলাই, ২০২৩ বিকাল ৪:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকেও ঈদের শুভেচ্ছা বোন।


২| ০১ লা জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৯

বিজন রয় বলেছেন: গল্প শুরু হলো, দেখি পরের দিকে কি হয়।

জরিনা আকতার ওরফে জেরিন খানের পরিনতি কি দেখবো।

০১ লা জুলাই, ২০২৩ বিকাল ৫:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:



এই গল্পগুলো অসমাপ্ত। এর পরিণতি পত্র পত্রিকার পাতায় শিরোনাম হয়ে আসে। গল্পে সাধারণত আসে না।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৩| ০১ লা জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: তার মানে কি এখানেই শেষ? এর পর আর কিছু আসবে না।

০১ লা জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার লেখা অসমাপ্ত গল্প এখানেই শেষ। হয়তো পত্র পত্রিকায় আমরা জ্যারিনের অন্ধকার জীবন গল্প পড়তে পারবো। হয়তোবা কোনো একদিন।


৪| ০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

কামাল১৮ বলেছেন: আমার দুর্ভাগ্য যে আমি এমন কোন বাসায় প্রবেশ করিনি যেখানে কেবিনেটে সাজানো থাকে হরেক রকমের মদের বোতল।শ্রেনীভেধে এটা হয়তো হয়,আমি সেই শ্রেনীর নাগাড় পাই নি।বৃথাই গেলো এ জীবন।

০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



জীবন বৃথা হবে কেনো! আপনি হয়তো এমন এমন অনেক দেখেছেন যা আমি ও আমার মতো মানুষজন জীবনে দেখিনি। হতে পারে কিনা?

জীবন আনন্দ বাবুর মতো আবার ফিরে আসুন তাহলে হয়তো দেখতে পাবেন। আমিও জীবন আনন্দ বাবুর মতো আবার ফিরে আসবো। আগামীতে সত্যি সত্যি আমাকে আবারও পেয়ে যাবেন।

৫| ০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

কামাল১৮ বলেছেন: পরীমনির বাসার কাহিনী মনে হয়।

০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার উল্লেখিত মেয়েটির শিক্ষা ও বিচারবুদ্ধি জ্ঞান কম। আমরা সাধারণত এদেরকে মাথামোটা বেকুব বলে থাকি।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


৬| ০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এধরণের গল্প পাঠকের চিন্তা শক্তিকে শানিত করে।
ঈদের বিলম্বিত শুভেচ্ছা নিন।

০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি এই ধরণের গল্প পাঠক পছন্দ করি যারা গল্পের ঘুড্ডির সুতো ধরতে পারেন। আপনি সুতো ধরতে পেরেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও ঈদ মোবারক প্রিয় লেখক।


৭| ০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ঈদ মুবারক ভাইয়া

০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রিয় বোন, আপনাকে ও আমার দুই ভাইগ্নাকেও ঈদ মোবারক।


৮| ০১ লা জুলাই, ২০২৩ রাত ১০:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:

বাস্তব গল্প। গল্পটা জমে উঠেছে।
এই পর্বে আর একটু লম্বা করলে ভালো হতো। অপেক্ষায় রইলাম।

০২ রা জুলাই, ২০২৩ রাত ১২:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



অসমাপ্ত গল্পের এইখানেই ইতি। আপনার গল্প ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। গল্প লেখা সার্থক হয়েছে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

০২ রা জুলাই, ২০২৩ রাত ১:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে ঈদ মোবারক।


৯| ০২ রা জুলাই, ২০২৩ রাত ১২:০৭

হাসান জামাল গোলাপ বলেছেন: গভীর রাতে পরম যত্নের সোহাগে খুন ঝরে পড়ে!

০২ রা জুলাই, ২০২৩ রাত ১২:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



রাত যতো গভীর হয় মানুষের মনও ততো ঝামেলাযুক্ত হতে থাকে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

০২ রা জুলাই, ২০২৩ রাত ১:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে ঈদ মোবারক।


১০| ০২ রা জুলাই, ২০২৩ রাত ১২:০৮

ডঃ এম এ আলী বলেছেন:



এখন অনেক রাত লোক চক্ষুর অন্তরালে রাতের আলো আঁধারিতে সমাজে ঘটে চলা খন্ড চিত্রের
একটি দিক সুন্দর করে তুলে ধরেছেন স্বল্প পরিসরের এ লেখাটিতে ।
এ জন্যই সর্বজ্ঞাত মহান আল্লাহ্ বলেছেন
"আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। অতঃপর তাকে নামিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
(সুরা আত ত্বীনঃ আয়াত নম্বর ৪-৫)
কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
(সুরা আত ত্বীনঃ আয়াত নম্বর ৬)
এই আয়াত থেকে বুঝা যায় যে তারাই আশরাফুল মাখলুকাত যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে,
আর বাকিরা যদিও সুন্দর গঠনে সৃষ্ট হয়েছে কিন্তু বিশ্বাস স্থাপন ও সৎকর্ম না করার কারনে তারা নিকৃষ্ট।
আল্লাহ্‌ বলেছেন তাদেরকে একেবারে নিকৃষ্ট স্থানে নামিয়ে দেয়া হবে। এর প্রমান এ দুনিয়াতেই দেখা যাচ্ছে।

শুভেচ্ছা রইল

০২ রা জুলাই, ২০২৩ রাত ১:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



দেনা পাওনা - দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ। ভালো কাজেরও দেনা পাওনা আছে, ঠিক তেমনই মন্দ কাজেরও দেনা পাওনা আছে। কখনো কখনো সুদে আসলে সেই দেনা পাওনা বিশাল আকৃতি ধারণ করে, যার বোঝা সকল মানুষ বইতে পারে না। তখন কোনো না কোনো দূর্ঘটনা ঘটে।

পৃথিবী কারোও কারোও জন্য নরকে পরিণত হয়। আর কারোও কারোও জন্য স্বর্গ। এর ব্যাখ্যাগুলো অনেক অনেক বড়। আমি অসংখ্য অসংখ্য জীবন দেখেছি।

ডঃ এম এ আলী ভাই, আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্যে কামনা করছি। ভালো থাকুন।


১১| ০২ রা জুলাই, ২০২৩ রাত ১২:২৫

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




দেশে এখন অনেক রাতই বটে। দুপুরের ভাত ঘুম ভেঙে আধ খোলা চোখে আধেক কাহিনী লিখলেন।

জরিনাদের "জেরিন" হয়ে ওঠার পেছনে সমাজের নিস্পৃহতা, দেখেও না দেখার মনোভাব, নৈতিক অবক্ষয়, চিন্তার বন্ধ্যাত্ব, চেতনার অনুশীলনহীনতা ইত্যাদি অনেকগুলি অনুঘটকই দায়ী। আর ব্যক্তি বিশেষের কাছে "জরিনা' শব্দটিকে যতোটা গেঁয়ো মনে হয় তারচেয়ে "জেরিন" শব্দটিকে বেশী অভিজাত বলে মনে হয়। আমরা "জরিনা"কে নয় "জেরিন"টাকেই বেশী সমীহ করি। ফলে অবিরাম ছলচাতুরী প্রবঞ্চনার খেলা খেলে খেলে জরিনাদের জেরিনে রূপান্তরটিকে গায়ে মাখিনা বরং অবাক হয়ে তাকিয়ে রই। হয়তো অমন শনৈঃ শনৈঃ রূপান্তরের সাহসটা আমাদের নেই বলে পিছনে জেরিনদের সাফল্যে গালি দিলেও সামনে বিষ্ময় শ্রদ্ধা মিশ্রিত চোখে তাদের বন্দনা করি।
সমাজের এমন বেহায়া- বেলেহাজ-বেআক্কেল মানসিকতার কারনেই জেরিনদের জীবনে অলৌকিক ভাবে অনেক কিছুই ঘটে যায়। গল্প তৈরী হয় ।

যাকগে, ইদানীং আপনার বেশ কিছু লেখা অসমাপ্ত এবং মূল বিষয়ের ভগ্নাংশ বলে মনে হয়। কিছু বলতে গিয়েও যেন কিছুই বলতে চান না। ভাবে সপ্তমীতে সেরেছেন মনে হয়।
কারন কি এই যে, পাঠক সব বুঝে নেবেন ? আমার মতো হঠাৎ পাঠকদের কি সেই জ্ঞান-বুদ্ধি আছে যে "ইশারাই কাফি" হবে ?
সমাজের এমন সব অসঙ্গতি নিয়ে গভীর রাতের গল্প লিখুন। অপেক্ষায় ...........

০২ রা জুলাই, ২০২৩ রাত ১:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



জরিনাদের জেরিন ও জ্যারিন হওয়ার পেছনে কাজ করে কিছু লম্পট পুরুষ আর জরিনাদের ঘোড়া রোগের মতো অতিরিক্ত অ্যাম্বিশান। আর এই অতিরিক্ত অ্যাম্বিশান পূরণ করতে গিয়ে কখন যে স্বাভাবিক জীবন বিসর্জন দিয়ে দেয়, তা সে নিজেও জানে না। আর পুরোনো জীবনেও আর ফিরে যেতে পারে না। - সম্ভব হয় না।

জুয়া খেলা শুধু জুয়ার ঘরেই হয় না। জুয়া খেলা হয় মানুষের জীবনের প্রতিটি পাতায় পাতায়। এখন নির্ভর করছে কে জুয়াতে অংশ নিবে আর কে জুয়া ছেড়ে দূরে সরে যাবে, অথবা নিরব দর্শক হিসেবে শুধু ভূমিকা পালন করবে।

অতিরিক্ত অ্যাম্বিশান মানুষকে বিপদজনক ভূমিকায় নিয়ে যায়। যেই স্থান থেকে আর পেছনে ফিরে আসা সম্ভব হয় না। ওয়ান ওয়ে পাথ।

জীবনে অনেক ফাইল অসমাপ্ত দেখেছি, তাই হয়তো অসমাপ্ত গল্প লিখতে পছন্দ করি। - এটিও একটি কারণ হতে পারে। দেশে বৃষ্টি নেই নেই করে এখন সিলেটের বেশ কিছু অংশ সহ সুনামগঞ্জ প্রায় ডুবে যায় যায় অবস্থা। আর আমাদের রাজধানী ঢাকা শহর পানি কাদায় সয়লাব।

আহমেদ জী এস ভাই আপনাকে ঈদ মোবারক।

১২| ০২ রা জুলাই, ২০২৩ সকাল ৮:১৭

কিরকুট বলেছেন: রাত গভির হলে কি মানুষের মন তরল হয়??!!

০২ রা জুলাই, ২০২৩ সকাল ১০:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



নির্ভর করছে মানুষ হিসেবে কেমন? বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। রাত গভীর হলে কারোও মন তরল হয়, আবার কারো মন হয় গরল। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


১৩| ০২ রা জুলাই, ২০২৩ সকাল ১১:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: দেরীতে হলেও আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই। ঐ গল্প নিয়ে কিছু বলার নেই অবশ্য। ধন্যবাদ।

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকেও ঈদের শুভেচ্ছা। গল্পতো গল্পই। নানান ধরনের গল্প হয়, তারই মাঝে একটি অসমাপ্ত গল্প মাত্র। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


১৪| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১২:১৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: গল্প পড়ার শুরুতে ভেবেছিলাম পেতে চলেছি এক জমজমাট গল্পের যেখানে সভ্যতার উন্নয়ন-অগ্রগতি-বিকাশের চরম অনুষংগ ব্যক্তি স্বাধীনতার (যা খুশি তা করার ) ছবির সাথে সাথে মানব জীবনে এর কুফল সম্পর্কিত কিছু ম্যাসেজ থাকবে।


তবে হতাশ হলাম। আবার হতাশও নই।
অল্প কয়েক লাইনের মাঝেই মূল যা বলার তা বলা হয়ে গেছে।

তারপরেও যদি -------------------------

সাথে সাথে ঈদের শুভেচছা।
------------ মোবারক (ঈদ চলে গেছে তাই শুধু :(( মোবারক)

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকেও ঈদ মোবারক। এবং অশেষ অশেষ ধন্যবাদ।

ঢাকা শহরের অবস্থা ভয়াবহ। পানি কাঁদা রাস্তা ভাঙ্গা যেখানে সেখানে সারা বছর সংস্কারের কাজ চলছে তো চলছেই আজীবন সড়ক মেরামতের কাজ চলতেই থাকবে।

আপনাকে আবারও ধন্যবাদ।

১৫| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১২:১৫

মোগল সম্রাট বলেছেন:


ঠাকুর ভাই, এইটাতো আমাগো পরিমনির লাইফ স্টোরি :D

যাউগ্গা, B-) আপনি এদ্দিন কৈ ছিলেন? ব্যস্ততা কি কমছে?

আসলে আমাদের প্রায় প্রত্যেকের জীবনের গল্পগুলোই অসমাপ্ত অপ্রকাশ্যই থেকে যায়


ভালো থাকবেন নিরন্তর ।

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



যার কথা বলছেন, সে মাথামোটা বেকুব ও মূর্খ। এদের জীবনকে করুণা করা ছাড়া আর কিছু করার নেই।

আপনাকে ঈদ মোবারক। এবং অশেষ অশেষ ধন্যবাদ।


১৬| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: এলিট শ্রেনীদের কর্মকান্ড এরকম হয়।

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৪:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



জুম্মা জুম্মা সাতদিন হয়নি যারা নিজেদের নাম এলিট খাতায় উঠিয়েছে। বা নিজেদের তথাকথিত এলিট মনে করে।

আপনাকে ঈদ মোবারক। এবং অশেষ অশেষ ধন্যবাদ।

১৭| ০২ রা জুলাই, ২০২৩ দুপুর ১:২৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: চমৎকার উপস্থাপন!
এমনই এক জেরিনের পোষ্টারে ছেয়ে গিয়েছিল গুলশানসহ ঢাকার বেশ কিছু এলাকা। তিনি মেয়র হবার স্বপ্ন দেখেছিলেন। একটি রাজনৈতিক দলের অবৈধ অংগসংঠন করে কর্তৃত্ব করার মতো উচ্চাভিলাস এবং আরো কিছু অপরাধের ঘটনায় ঘটা করে জেলে ঢুকানো হয়েছিল। পরের খবর আর জানা নেই।
পরিণতিতে এরা হয় ইতিহাসের আস্তাকুড়ের কীট।

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৪:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:



এটিই এদের জীবনের পরিণতি। সমাজের নানান স্তরে এইসব মানুষের আনাগোনা। দিন দিন সমাজ ব্যবস্থা নষ্ট হবার অন্যতম কারণ এই সব মানুষের অতিরিক্ত উচ্চবিলাসী মনোবাসনা।

আপনাকে ঈদ মোবারক। এবং অশেষ অশেষ ধন্যবাদ।

১৮| ০২ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

শূন্য সারমর্ম বলেছেন:



এলিট জন্ম থেকেই এলিট হয়ে জন্মায়, বানানো যায় না।আপনার কি মনে হয়?

০৩ রা জুলাই, ২০২৩ ভোর ৪:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



দুইটিই আছে। কৃত্তিম ও বংশগত। কৃত্তিম এলিটদের এখন মোটামোটি জয় জয়কার।
আপনাকে ঈদ মোবারক। এবং অশেষ অশেষ ধন্যবাদ।

১৯| ০২ রা জুলাই, ২০২৩ রাত ৮:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি ভেবেছিলাম গানটির মাঝে স্পিরিচুয়ালিটি।

০৩ রা জুলাই, ২০২৩ ভোর ৫:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:



এখন অনেক রাত - এটি আইয়ুব বাচ্চুর দরদ মাখা কণ্ঠে দুঃখের একটি গান।

আপনাকে ঈদ মোবারক। এবং অশেষ অশেষ ধন্যবাদ।

২০| ০২ রা জুলাই, ২০২৩ রাত ৯:০২

দারাশিকো বলেছেন: পুরোটা পড়ার আশায় এসেছিলাম- এসে দেখি অসমাপ্ত গল্প। যাহোক - এটাও এক ধরণের সমাপ্তি।

০৩ রা জুলাই, ২০২৩ ভোর ৫:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



অসমাপ্ত গল্পেও এক ধরনের সমাপ্তি থাকে। আশা করি গল্প আপনার ভালো লেগেছে।
আপনাকে ঈদ মোবারক। এবং অশেষ অশেষ ধন্যবাদ।

২১| ০২ রা জুলাই, ২০২৩ রাত ১০:৪৪

শেরজা তপন বলেছেন: ভেবেছিলাম দারুণ একটা গল্প না সত্য জীবন কাহিনী উঠে আসবে আপনার ক্ষুরধার কলমের আঁচড়ে।
পরে শুনলাম তেমন কিছু হচ্ছে না। একটু মন খারাপ হল।

০৩ রা জুলাই, ২০২৩ ভোর ৫:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আচ্ছা, কথা দিচ্ছি আগামী লেখাতে মন খারাপ দূর করার আপ্রাণ চেষ্টা করবো।
আপনাকে ঈদ মোবারক। এবং অশেষ অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.