নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ: নীল আকাশ

০৭ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৭



ছবি: বৃষ্টিস্নাত নীল আকাশ।

আকাশ দেখতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুর্লভ। আকাশ নিয়ে অনেক অনেক কবিতা হয়েছে, গান হয়েছে, গল্প উপন্যাস হয়েছে, সিনেমাও হয়েছে। আমারও আকাশ নিয়ে অনেক অনেক গল্প আছে - সময় ও সুযোগ করে অবশ্যই সেই গল্পগুলো লিখবো। সামহোয়্যরাইন ব্লগে আমার লেখালেখির শুরুতে যাদের প্রথম থেকে পেয়েছি তাঁদের সাথে এখনও ব্লগে মন্তব্য প্রতিমন্তব্য হয়। তাঁদের কিছুদিন অনুপস্থিতিতে আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। কেউ কেউ ফিরে এসে জানান দেন, কেউ কেউ ফিরে আসবেন এই আশায় আছি।

আকাশ নিয়ে আমার ছোট্ট একটি কবিতা: -


color of life, color of justice
- thakurmahmud

sometimes blue, sometimes white
sometimes black, even red, even golden !
you know me very well, that's who am i ?
dear son, yes - its me - i am sky !

color your life, color your justice
color your heart, color your mind
i am praying from my heart
for your colorful beautiful life.

assigned to: my lifetime king of the heroes "my father and my son".
















ছবি: samsung galaxy s7
তারিখ: ০৭ জুলাই, ২০২৩




মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভালো হয়নি।
ছবি গুলো দেখে মন উদাস হয়নি।

০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি ফটোগ্রাফার নই তাই আমার হাতে খুব ভালো ছবি তোলা এই বয়সে আর সম্ভব হবে না। তারপরও আগামীতে আপনার মন উদাস হওয়ার মতো ছবি দিবো। বিরিয়ানি / কাচ্চি বিরিয়ানির ছবি দিলে আপনার মন উদাস হবে কি?



২| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: আমার তোলা কিছু আকাশের ছবি আছে। একদিন সময় করে আপনাকে দেখাবো।

আমি খুব সামান্য খাই। তবে সে খাবার অবশ্যই স্বাদ হতে হবে। আপনি রান্না করতে পারেন?

০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি কেনো ছবি ব্লগ পোস্ট করেন না? আপনি ভালো ছবি তুলতে জানেন, তাছাড়া আপনি ঢাকা শহরের নানান স্থানে গিয়েছেন। আমার মনে হয় আপনি রাজধানী ঢাকার এমন এমন জায়গার নাম জানেন চেনেন যা আমি সহ অনেকে জীবনে দেখিনি যাইনি, জানা নেই ধারণা সেই এলাকা সম্পর্কে।

আমি ভালো রান্না জানি। আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে আপনি ও আপনার গাজী সাহেব মোটামোটি বাটির তরকারি শেষ না করে উঠতে পারবেন না। রান্না জানা অনেক বড় সৌভাগ্যের বিষয়।

৩| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবিতে বৈচিত্র এবং ব্রাইটনেস কিছুটা কম।

০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগে পোস্ট দেওয়ার জন্য সন্ধ্যার কিছু আগে মাত্র ছবি তুলেছি। আগামীতে বেশ কিছু ছবি তুলবো যাতে পরিস্কার আকাশ ও আলোকিত মনে হয়।

বড় ছবি কিভাবে পোস্ট দিতে হয় আমার জানা ছিলো না। আমি বরাবর অবাক হতাম, কাজী ফাতেমা ছবি আর আপনি এতো বড় ছবি কিভাবে পোস্ট করে থাকেন। বড় ছবি পোস্ট দেওয়ার বিষয়ে আপনি যথেষ্ট সহযোগিতা করেছেন - আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৪| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




একেবারে ঝকঝকে না হলেও আমার কাছে ছবির ফ্রেমিং সুন্দর লেগেছে।

ঠিকই বলেছেন, আকাশ ভালো লাগেনা এমন মানুষ নেই। সেই ভালো লাগা থেকেই মোবাইলে তোলা আকাশের দু'খানা ছবি দিলুম।

সুনীল আকাশে ডানা মেলা সীগালের দল। (অতি সম্প্রতি আমেরিকার লসএঞ্জেলস এর ভেনচুরা এলাকা থেকে তোলা।)

আকাশের ওপারে আকাশ..... ( কোনও এক যাত্রাপথে প্লেনের জানালা থেকে তোলা্ )

০৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আহমেদ জী এস ভাই, আপনার দুইটি ছবিই খুব সুন্দর হয়েছে। আসলে আমাদের দেশের আকাশও এমন পরিস্কার পরিচ্ছন্ন থাকতো, যদি আমরা কথায় না বলে কাজে দেশপ্রেম গড়ে তুলতে পারতাম। তাহলে এভাবে পরিবেশ বিপন্ন হতো না। আমাদের আকাশাও হতো ঝকঝকে পরিস্কার নীল আকাশ।

আপনার প্রবাস যাত্রা শুভ হোক। দেশে আনুমানিক কবে নাগাদ ফিরবেন। আর সময় ও সুযোগ করে ছোট হোক, মাঝারি হোক, অথবা বড় একটি পোস্ট দিন। অনেক দিন হলো আপনার বিশেষ কোনো পোস্ট পাইনা।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৫| ০৮ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪০

রোকসানা লেইস বলেছেন: আকাশ শুধু রঙ বদল করে আকাশ ভাবায়।
এই মুহুর্তে যে আকাশ দেখছি মেঘ মুক্ত হালকা নীল।

আকাশ নিয়ে লেখা কবিতা ভালো লেগেছে আপনার তোলা ছবিও।
কিছু মানুষ ছবি এডিট করে এর সাধারন বিষয়টা নষ্ট করে ফেলে। সব কিছু প্রফেসনাল চায় এর কোন যুক্তি আমি পাই না। নিজের ভালোলাগাটাই বড়।

০৮ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের সময়ে হাওয়াই মিঠাইয়ে মনে হয় জাদু ছিলো! হাওয়াই মিঠাই খেতে এতো মজা ছিলো, যা এখনকার নামী দামি মিষ্টিতেও পাই না। আর ইলিশ মাছ রান্না করলে এমন ঘ্রাণ হতো! - এখন দশ দশটি ইলিশ মাছ রান্না করলেও সেই ঘ্রাণ হয় না। সেই স্বাদও নেই।

আশা করি আপনি ভালো আছেন। আপনার প্রতি অনেক অনেক শুভ কামনা রইলো।

৬| ০৮ ই জুলাই, ২০২৩ রাত ১:১৭

খায়রুল আহসান বলেছেন: নীল সাদা আকাশ আর সেই সাথে সবুজ গাছ-গাছালির উঁকিঝুকি- এই নিয়ে একটি ন্দর ছবি ব্লগ পোস্ট করেছেন। কবিতাটাও সুন্দর।

আপনার এ ছবি ব্লগ দেখে আমারও আকাশের কিছু ছবি দেয়ার ইচ্ছে হলোঃ


অরুণোদয় (কানাডায় তোলা, ০৭ মে ২০২৩ তারিখে)

মেলবোর্নের আকাশ (গত বছরে এ রকম সময়ে তোলা)



০৮ ই জুলাই, ২০২৩ রাত ১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার ভ্রমণ ব্লগে একটি বিষয় আপনি উল্লেখ করেছেন কিনা আমি সঠিক লক্ষ্য করিনি। বাংলাদেশের এক কোন থেকে আরেক কোন টেকনাফ থেকে তেতুলিয়ার মতো - গত বছর আপনি ছিলেন অস্ট্রেলিয়া আর এ বছর পৃথিবীর এক কোন থেকে আরেক কোন কানাডা!

দুইটি দেশে যেতেই মহাসাগর পাড়ি দিতে হয়েছে।

৭| ০৮ ই জুলাই, ২০২৩ ভোর ৫:১১

খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিকই সেটা লক্ষ্য করেছেন, তবে আমার ভ্রমণব্লগে আমি সেটা স্পষ্টতঃ উল্লেখ করিনি। শুধু কৌণিক দুই প্রান্তেই দেশ দুটোর অবস্থান নয়, জলবায়ুর দিক থেকেও দুটো দেশ দুই বিপরীতমুখী আবহাওয়া এ সময়টাতে ধারণ করে। যেমন কানাডায় এখন গ্রীষ্মকাল, কিন্তু অস্ট্রেলিয়ায় শীতকাল।

২২ শে জুলাই, ২০২৩ রাত ৮:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্যবসার কাজে দেশের বাইরে ছিলাম তাই আপনার মন্তব্য উত্তর যথা সময়ে করতে পারিনি, তাছাড়া আমি ল্যাপটপ বা সেলফোনে মন্তব্য লিখতে পারিনা। বাংলা কিবোর্ড ছাড়া বাংলা লিখতে পারি না।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৮| ০৮ ই জুলাই, ২০২৩ সকাল ৭:১০

ডঃ এম এ আলী বলেছেন:


নীল আকাশের ছবিমালা সাথে ইংলিশ কবিতাটি সুন্দর হয়েছে ।
এখানে রাতের নীল আকাশের একটি ছবি সংযোজন করে গেলাম।

শুভেচ্ছা রইল

২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:



মাটি পানি ও আকাশের সাথে মানুষের জীবনের সম্পর্ক। আকাশ নিয়ে আমি খুব মজাদার তথ্য নিয়ে গল্প লিখবো। আসলে দিন দিন এখন আর তেমন লেখালেখি করতে পারি না, ক্লান্তি, কাজ শেষে অবসন্ন লাগে তাছাড়া ছেলে মেয়েদের ব্যবসা বুঝিয়ে দিচ্ছি তাতে করে সময় করে লেখালেখি আর করতে পারছি না।

ব্যবসার কাজে দেশের বাইরে ছিলাম তাই আপনার মন্তব্য উত্তর যথা সময়ে করতে পারিনি, আমি সেলফোনে মন্তব্যগুলো পড়েছি ঠিকই কিন্তু আমি ল্যাপটপ বা সেলফোনে মন্তব্য লিখতে পারিনা। বাংলা কিবোর্ড ছাড়া বাংলা লিখতে পারি না।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৯| ০৮ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪১

শূন্য সারমর্ম বলেছেন:



মাটির মানুষের নজর উপরে আকাশে চলে গেলো কেন,হঠাৎ?

২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:




বৃষ্টি যে আকাশে থাকেন! মেঘ বৃষ্টি আলো আসে তো আকাশ থেকে, তাছাড়া আকাশ নিয়ে অনেক অনেক গল্প আছে যদি সময় ও সুযোগ পাই তাহলে লিখবো।

ব্যবসার কাজে দেশের বাইরে ছিলাম তাই আপনার মন্তব্য উত্তর যথা সময়ে করতে পারিনি, আমি সেলফোনে মন্তব্যগুলো পড়েছি ঠিকই কিন্তু আমি ল্যাপটপ বা সেলফোনে মন্তব্য লিখতে পারিনা। বাংলা কিবোর্ড ছাড়া বাংলা লিখতে পারি না।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


১০| ০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কবিতাটা মনে ধরেছে। কিছু কারেকশন করলে আরো ভালো হবে।

২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতাটি মনে ধরেছে জেনে আমার লেখা সার্থক হয়েছে।

ব্যবসার কাজে দেশের বাইরে ছিলাম তাই আপনার মন্তব্য উত্তর যথা সময়ে করতে পারিনি, আমি সেলফোনে মন্তব্যগুলো পড়েছি ঠিকই কিন্তু আমি ল্যাপটপ বা সেলফোনে মন্তব্য লিখতে পারিনা। বাংলা কিবোর্ড ছাড়া বাংলা লিখতে পারি না।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১১| ০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হয়তো ছেলে উত্তর এভাবে দিবে-

Sky is blue, sometime it's Red,
Sometimes Good, some other time Bad.
Wherever your are, wherever you go,
I'm with you, my father, take my bountiful bow!

I remember you from my heart, also from my soul,
I'll reach the destiny, with a colorful Goal.
I pray for you, I pray for my mother,
Someday I will meet you, when the sky colors the river.

২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার কবিতাটি আমার জন্য উপহার হয়ে থাকবে আজীবন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।



১২| ০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:২৩

কাছের-মানুষ বলেছেন: আপনার পোষ্টের কল্যানে আরো অনেকে চমৎকার সব ছবি দিয়েছে মন্তব্যে, দেখে ভাল লাগল।

২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ব্যবসার কাজে দেশের বাইরে ছিলাম তাই আপনার মন্তব্য উত্তর যথা সময়ে করতে পারিনি, আমি সেলফোনে মন্তব্যগুলো পড়েছি ঠিকই কিন্তু আমি ল্যাপটপ বা সেলফোনে মন্তব্য লিখতে পারিনা। বাংলা কিবোর্ড ছাড়া বাংলা লিখতে পারি না।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি নানান রঙের আকাশ দেখেছি। এটি আমার জীবনের বড় ভাগ্য। সময় ও সুযোগ হলে আমি আকাশ নিয়ে বেশ কিছু লেখা লিখবো, আপনি বিজ্ঞান বিষয়ের মানুষ আমার ধারণা আপনি আমার লেখা পড়ে মজাদার কিছু তথ্য পাবেন।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৩| ০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২০

শাওন আহমাদ বলেছেন: শরতের আগ মুহূর্তে এবং শরতের আকাশ একটু বেশিই সুন্দর হয়ে থাকে।

২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি নানান রঙের আকাশ দেখেছি। এটি আমার জীবনের বড় ভাগ্য।

ব্যবসার কাজে দেশের বাইরে ছিলাম তাই আপনার মন্তব্য উত্তর যথা সময়ে করতে পারিনি, আমি সেলফোনে মন্তব্যগুলো পড়েছি ঠিকই কিন্তু আমি ল্যাপটপ বা সেলফোনে মন্তব্য লিখতে পারিনা। বাংলা কিবোর্ড ছাড়া বাংলা লিখতে পারি না।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

১৪| ০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: জনাব, আসসালামু আলাইকুম।
ঢাকাতে জন্ম। ঢাকা ছোট শহর। আমি যখন ক্লাস ফাইভে পড়ি। আব্বাকে বললাম, একটা সাইকেল কিনে দাও। আব্বা বলেছিলো- নো নেভার। একসিডেন্ট করবে। কোনো দরকার নাই বাপ। ঘটনা চক্রে এসএসসি পরীক্ষার পর একটা নতুন হিরো সাইকেল পেয়ে গেলাম। সেই সাইকেল দিয়ে আমি আর আমার এক বন্ধু (বর্ত্তমানে সে আইনজীবি) সারা শহর সাইকেলে ঘরে ঘুরে বেড়ালাম। এমনকি সাইকেল চালিয়ে ঢাকার বাইরেও চলে যেতাম। সেই থেকে এই শহর আমার চেনা হয়ে গেছে।

২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার ঢাকা কেন্দ্রিক লেখাগুলো আমি নিয়মিত পড়ি। ঢাকা দিন দিন বস্তিতে রূপান্তর হচ্ছে।

১৫| ০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: এবার চাঁদগাজী ঢাকা এলে, তাকে নিয়ে আপনার বাসায় আসবো।
দুপুরে বা রাতে খাবো। আয়োজন কি কি করবেন আগেই বলে দিচ্ছি- গরুর মাংস ভূনা, লাল শাক ভাজি, লাল শাকে দেশী চিংড়ি অবশ্যই দেবেন। ঝরঝরে সাদা ভাত। নাজির শাইল চিকন চাল। যেটাকে জিরা নাজির বলে। ডাল করবেন। ঘন বা পাতলা। করলা ভাজি করবেন ইলিশ মাছের ডিম দিয়ে। বেশি ঝামেলা করার দরকার নাই। তবে আপনার হাতের কাচ কলা দিয়ে ইলিশের ঝোল টা রাখবেন। আর হ্যাঁ ডের্জাট হিসেবে দেশী গরুর দুধের পায়েস করবেন।

২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



সাথে সত্যপথিক শাইয়্যান সাহেবকে নিয়ে নিবো। এই মানুষটি পাগলা মানুষ। তাঁর লেখা আমার ভালো লাগে। খাবার দাবার নিয়ে ইনশা আল্লাহ কোনো সমস্যা হবে না। আমাদের গ্রামের বাড়িতে আপনার বেশ ভালো ঘুম হবে।

১৬| ০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কিছু কিছু সৈয়দ আছেন যারা ব্লগে নামের আগে সৈয়দ লিখেন না।

নামের শেষের অংশটা আগে বসিয়ে দেন। আর, আগের অংশ ব্লগে থাকে না।

কেমন যেন পুলিশ পুলিশ ভাব!!! :)

২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি তাঁকে চিনি, আমি তাঁর ছায়াসঙ্গী অথবা তিনি আমার ছায়াসঙ্গী বলতে পারেন। তিনি ১৯৮৮ সপ্তম ব্যাচের একজন। আপনার লেখা কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। এটি আমার আজীবন উপহার হিসেবে থাকবে।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.