নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আজকের বাজার দর। তারিখ: ০৪-০৮-২০২৩

০৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩১



চলতি মাস আগস্ট হতে নভেম্বর মাঝামাঝি পর্যন্ত পেঁয়াজ কাঁচা মরিচ ও টমেটোর দর অপরিবর্তিত থাকবে ও হঠাৎ করে বা একরাতে দর বেড়ে যেতে পারে। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বর নাগাদ দেশের বাজারে শাক সবজি সহ কাঁচা মরিচ পেঁয়াজ ও টমেটোর দর কমে যাবে।

পোল্ট্রি ডিম = ১৫০ টাকা ডজন (৫০ টাকা হালি)***
পোল্ট্রি মোরগ = ২০০ টাকা কিলোগ্রাম
মাংস = ৭৫০ টাকা কিলোগ্রাম

সবচেয়ে কম দরের মাছ পাঙ্গাস = ২০০ টাকা কিলোগ্রাম
(এক - দেড় কিলোগ্রাম পাঙ্গাস মাছ)
তেলাপিয়া মাছ = ২৩০ - ২৫০ টাকা কিলোগ্রাম
মোটামোটি ভালো মাছের সর্বনিম্ন দর ৩৫০ - ৪০০ টাকা কিলোগ্রাম।
(এক - দেড় কিলোগ্রাম রুই কাতল মাছ)
চিংড়ি ছোট = ৫৫০ - ৬০০ টাকা কিলোগ্রাম
চিংড়ি মাঝারি = ৯০০ টাকা কিলোগ্রাম

আলু = ৫০ টাকা কিলোগ্রাম
আলু ব্যতিত বাজারের সকল সবজি নূন্যতম দর = ৬০ টাকা কিলোগ্রাম
লাল শাক ও ডাটা শাক = ২০ টাকা আঁটি (খুবই ছোট আঁটি, আনুমানিক ১৫০ গ্রাম)
লাউ শাক ও পুঁইশাক = ৫০ টাকা আঁটি (আনুমানিক ৪০০ গ্রাম)
টমেটো = ৩০০ টাকা কিলোগ্রাম***

মসুরের ডাল = ১২০-১৩০ টাকা কিলোগ্রাম

লেবু = ২০ টাকা হালি
কাঁচা মরিচ = ৩০০ টাকা কিলোগ্রাম***
পেঁয়াজ = ৭০ টাকা কিলোগ্রাম (পেয়াঁজের দর ঊর্ধ্বগামী)***
সয়াবিন তৈল = ১৮০ টাকা লিটার (বোতলজাত)***

লবন = ৪০ টাকা কিলোগ্রাম
চিনি = ১৪০ টাকা কিলোগ্রাম***

পানীয় পানি ও কোমল পানীয় (বোতলজাত পানীয় মূল্যবৃদ্ধি হয়েছে, বোতল প্রতি = ৫-১০ টাকা)***



রাজউক কাঁচা বাজার
উত্তরা মডেল টাউন
তারিখ: ০৪-০৮-২০২৩





মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

শেরজা তপন বলেছেন: মশুরডালঃ প্যাকেটের মুল্য ১৪৫, সপ্নের ক্যাঙ্গারু প্যাকেট-১৮৫টাকা!!!
ডিম এখানে দাম নিল ৫৪ টাকা হালি!
চিংড়িঃ সুপার শপে নুন্যতম ১১৫০ টাকা কেজি। কিছু চিংড়ি মাছ কিনে পাঠায় দিবেন :)

০৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



সুপার শপে তাদের সার্ভিসের জন্য কিছু কিছু পণ্যের দর বেশী হয়ে থাকে, তবে সুপার শপ থেকে পণ্য কিনে নেওয়াটা ঝামেলামুক্ত। চিংড়ি মাছের তো দরের শেষ নেই।

আমার মনে হয় নভেম্বর মাস নাগাদ দেশে পেঁয়াজের দর বেশ বেড়ে যাবে। আপনি লক্ষ্য করেছেন - বোতলজাত পানীয় পানি ও কোল্ড্রিংসের দর বেড়ে গিয়েছে!***

২| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবকিছুইতো দেখছি অনেক দাম! কি খেয়ে মানুষ বাঁচবে!!

০৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



খাবার পানির দামও বেড়ে গিয়েছে। জমির ফসল বাজারে আসতে আসতে নভেম্বরের মাঝামাঝি সময় লেগে যাবে তাই মনে হচ্ছে এবার পেঁয়াজ টমেটো ও কাঁচা মরিচের বাজার বেশ ঝামেলা দিবে। নিম্নবিত্ত নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষ বেশ কষ্টে থাকবেন। এই কষ্ট দিন দিন বাড়তেই থাকবে।

৩| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আজ থেকে ৫০ বছর পরের মানুষ এই বাজার দর দেখে আফসোস করবে,' আহারে তখন কত সস্তা ছিল।'

০৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



পঞ্চাশ বছর পরে এই লেখা যদি থাকে! তবে পঞ্চাশ বছর আগে কিন্তু খাদ্যদ্রব্যের বেশ দাম ছিলো। আপনাকে অমেষ ধন্যবাদ।



৪| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:

আট নয় বছর আগে ঢাকায় আমি নিজেই বাজার করতাম।

আমার স্পষ্ট মনে আছে মুসুরির ডাল ১০০ টাকার উপরে ছিল ১১০ বা ১২০ পর্যন্ত। এখন যদি ১৩০ হয়ে থাকে সেটা তো অনেক কম।

সে তুলনায় ঢাকায় রিক্সা ভাড়া বহু গুণ বেড়েছে।
২৫ টাকার রিক্সা ভাড়া ১০০ টাকা হয়ে গেছে।
রেস্টুরেন্টের খাবারের দাম দ্বিগুন তিনগুণ বেড়েছে। ফুটপাতের পুরি সিঙ্গারা এক সময় আমার খুব প্রিয় ছিল, এবার ঢাকায় এসে দেখলাম দামও তিন গুণ বেড়েছে। ২ টাকার সিঙ্গারা ৫ টাকা। সাইজে অর্ধেক।

০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



ঢাকায় রিক্সা ভাড়া সম্পর্কে আমার ধারণা নেই, তবে ঢাকা সহ সমগ্র দেশে যেই হারে রিক্সা অটো (ব্যাটরি চালিত টমটম) সিএনজি বেড়েছে তা কল্পনাকেও হার মানাতে পারে। তৈরি খাদ্যপণ্যের দর আকাশ ছোঁয়া। ব্রেড বিস্কুট কেক পেস্ট্রি সব সব। ভয়াবহ অবস্থা। আটা দুই কিলোগ্রাম প্যাকের দর ১৩০ টাকা।

আর মানুষজন সারাদিন মার্কেট শপিংয়ে থাকেন। মার্কেটে সারাদিন এতো মানুষ কি করেন জানিনা।

৫| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১১

ডার্ক ম্যান বলেছেন: আপনি আছেন বাজার দর নিয়ে আর আমাদের রাজনৈতিক দলগুলো দেশের দর নিয়ে দামাদামি করছে

০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



করুক। আপনি আমি দর্শক। দেখি কে কতো দরাদরি করতে পারে। কিলাকিলি কামড়া কামড়ি করে একটি সহজ পথে চলে আসবে, আর যদি না আসে আমরা অপেক্ষা করবো। সমস্যা নেই।


৬| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


রাজনীতি থেকে বের হয়ে সরাসরি বাজারে প্রবেশ করলেন।

০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাজার থেকে চলে যাবো গ্রাম গঞ্জের জীবনে তারপর শহরে রাজধানীতে। দেশ হতে দেশান্তরে। আপনি কেমন আছেন?




৭| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:০৮

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




ডার্ক ম্যান এর এই মন্তব্যটি বাজারের দরের আগুনের মতো হয়েছে- " আপনি আছেন বাজার দর নিয়ে আর আমাদের রাজনৈতিক দলগুলো দেশের দর নিয়ে দামাদামি করছে"
হা...হা...হা... :|

বাজারে পণ্যের এই অগ্নিমূল্যে সাধারণ মানুষ পুড়ে মরবে বটে কিন্তু দেশটা কি বেঁচে যাবে ??????

০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের নিজ দেশের ফসলি জমির পেঁয়াজ বাজারে নামতে নামতে নভেম্বর মাঝামাঝি চলে যাবে। ততোদিনে বাজারে পেঁয়াজের বাজার ভালো গরম হবে মনে হয়।


৮| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:০৯

কামাল১৮ বলেছেন: যুদ্ধ শেষ না হলে জিনিস পত্রের দাম আরো বাড়বে।

০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



যুদ্ধ শেষ হলেও বাংলাদেশের অস্থিতিশীল বাজার কোনোদিন স্বাভাবিক হবে না। কারণ এই দেশে খুব কম সময় বাজার স্বাভাবিক ছিলো।


৯| ০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৭

মোগল সম্রাট বলেছেন:


ঠাকুর ভাই, তাইলে কি পিয়াজ কিন্না স্টক করুম? ;)

০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাসা বাড়িতে পেঁয়াজ সংরক্ষণ করা যায় না। এমনকি গ্রামের বাড়িতে পেঁয়াজ সংরক্ষণ করতে হলেও অনেক পদ্ধতিগত বিষয় আছে। যা সররাচর কৃষকরাও পারেন না, আর তাই কৃষকরা সঠিক দর থেকে বঞ্চিত হয়ে থাকেন। তবে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে যতোটুকু রাখতে পারেন ততোটুকু রেখে পরিস্থিতির কিছুটা সুবিধা নিতে পারেন।

১০| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: আমি নিয়মিত বাজার করি। তাই আমি বাজার দর জানি।
আজ ডিম কিনেছি ১৬০ টাকা ডজন।

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



ডিমের বাজারেও আগুন!



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.