নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

The Host (2006) - Movie Review

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১০




২০০৬ সনে কোরিয়ান ও ইংলিশ ভাষাতে তৈরি ও ২০০৭ সনে মুক্তিপ্রাপ্ত ছবি The Host (2006)। ছবি তৈরির লোকেশান সাউথ কোরিয়া।

একটি অস্থিতিশীল পরিবেশের যে কোনো স্থানে যে কোনো ভাবে ছবিটি অত্যন্ত বলিষ্ঠ ভুমিকা রাখে। এতোটাই বলিষ্ঠ ভুমিকা, দেখে মনে হতে পারে এই ছবিটি মনে হয় একমাত্র উক্ত দেশের জন্য তৈরি হয়েছে অথবা উক্ত প্রতিষ্ঠানের জন্য তৈরি হয়েছে। অর্থাৎ চলমান সমাজের বাস্তব প্রতিচ্ছবি।

অবসরে আমরা যারা নেটফ্লিক্সে সিনেমা মুভি দেখতে পছন্দ করি, তাঁদের জন্য চমৎকার একটি ছবি। ছবিটি নানান সূত্রে গাঁথা এক বিচিত্র সমাজের কথা। যা আমাদেরই কোনো সমাজ, হয়তো আমাদেরই কোনো দেশ, হয়তো আমাদেরই কোনো না কোনো প্রতিষ্টানের চিত্রে চিত্র আঁকা হয়েছে এই দুই ঘন্টায়। কিছু কিছু সিনেমা মুভিতে দর্শক আকর্ষণ ক্ষমতা থাকে প্রবল। আমার কাছে মনে হয়েছে The Host সিনেমাটির দর্শক আকর্ষণ করার মতো যথেষ্ট ক্ষমতা রাখে।


Genre: Horror, Comedy
Original Language: Korean
IMDb RATING: 7.1/10
Rotten Tomatoes: 93%
Movie Trailer: The Host (2006)



ছবি ও তথ্য সূত্র:
imdb - The Host (2006)
rottentomatoes - The Host (2006)
wikipedia - The Host (2006)







মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:১৭

ডঃ এম এ আলী বলেছেন:




বছর বিশেক আগে ২০০০ সালে, একজন আমেরিকান সামরিক প্যাথলজিস্ট তার কোরিয়ান সহকারীকে
ফরমালডিহাইডের ২০০ বোতল হান নদী অভিমুখি একটি ড্রেনে ফেলে দেওয়ার নির্দেশ দেন। পরের কয়েক
বছর ধরে, জলপথে একটি অদ্ভুত উভচর প্রাণীর দেখা পাওয়া যায় এবং নদীর মাছ মারা যায়।

পরে ২০০৬ সালে, গ্যাং-ডু নামে একজন ধীর বুদ্ধির লোক তার বাবা হি-বং-এর সাথে নদীর কাছে একটি
পার্কে একটি ছোট স্ন্যাক বার চালায়। পরিবারের অন্য সদস্যরা হলেন গ্যাং-ডুর মেয়ে হিউন-সিও; তার বোন
নাম-জু, একজন জাতীয় পদক বিজয়ী তীরন্দাজ; এবং তার ভাই, নাম-ইল, একজন মদ্যপ কলেজ স্নাতক
এবং প্রাক্তন রাজনৈতিক কর্মী।

হান নদী থেকে একটি বিশাল প্রাণী উদ্ভূত হয় এবং অনেক মানুষকে আক্রমণ ও মারতে শুরু করে। গ্যাং-ডু তার
মেয়েকে ভিড় থেকে ধরে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে সে ভুল ব্যক্তির হাত ধরেছে এবং প্রাণীটি
হিউন-সিওকে ছিনিয়ে নিয়ে আবার নদীতে ডুব দেয়। ক্ষতিগ্রস্থদের জন্য গণ-অন্ত্যেষ্টিক্রিয়ার পরে, সরকারী
প্রতিনিধিরা এবং আমেরিকান সামরিক বাহিনী এসে গ্যাং-ডু এবং তার পরিবার সহ প্রাণীটির সাথে যোগাযোগকারী
ব্যক্তিদের পৃথকীকরণ করে। ঘোষণা করা হয় যে প্রাণীটি একটি মারাত্মক, অজানা ভাইরাসের হোস্ট।
তার পরের কাহিনী আরো লোমহর্যক। আপনার ভিডিউর লিংক ধরে পাঠক বৃন্দ এই ছবিটির উল্লেখযোগ্য দৃশ্যগুলি
দেখে আসতে পারেন ।

বিশ্ব নন্দিত একটি কোরিয়ান ছবিকে এখানে তুলে ধরে বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানতে সহায়তা করার
জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আগামীতে ছবির কাহিনী সংক্ষেপ দিতে হবে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


২| ১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২০

শূন্য সারমর্ম বলেছেন:


কমেন্টের রিভিউ পড়ে জানলাম,ধন্যবাদ।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আগামীতে ছবির কাহিনী সংক্ষেপ দিতে হবে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


৩| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: মুভির গঠনা প্রবাহ একটু আলোচনা করলে ভালো হতো।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আগামীতে ছবির কাহিনী সংক্ষেপ দিতে হবে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


৪| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

শিশির খান ১৪ বলেছেন: এতো সংক্ষিপ্ত রিভিউ ! মুভির কাহিনী সংক্ষেপে তুলে ধরলে মনে হয় আরো ভালো হইতো। প্রায় আঠারো বছর আগের মুভি।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আগামীতে ছবির কাহিনী সংক্ষেপ দিতে হবে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


৫| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি অনেক দিন ইংরেজি মুভি দেখি নাই।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



কাজ কর্ম বাদে ভার্চুয়াল জগতে কারো সাথে অপ্রয়োজনীয় কথা বলতে আমার ভালো লাগে না। বিরক্ত লাগে। অবসরে আমরা পরিবার পরিজন মিলে প্রচুর সিনেমা দেখি।

৬| ১২ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

ডার্ক ম্যান বলেছেন: সিনেমাটি দেখতে হবে

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



ছবিটি দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আগামীতে ছবির কাহিনী সংক্ষেপ দিবো। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.