![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
ভালো লেখক হওয়ার শত শত টিপস গুগল সার্চ করে পাওয়া যাবে - পরিবার সমাজ সংসার দেশ নিয়ে লেখার নানান টিপস। অনেক অনেক সহজ উপায় আছে। অথবা একজন ভালো লেখক সম্পর্কে জানার সহজ উপায় কি, কিভাবে জানা যাবে উক্ত লেখক একজন ভালো লেখক, তিনি কে বা কাদের দ্বারা নির্বাচিত হয়েছেন তিনি একজন মোটামোটি মানসম্পন্ন লেখক? মোট কথা হচ্ছে কিভাবে জানবো আপনি একজন ভালো লেখক? - এটি জানাও খুব কঠিন কাজ বা পাহাড় সম বিষয় নয়।
১। আপনার কোনো লেখা কাউকে ধরাধরি ছাড়া দেশের দৈনিক পত্রিকাতে প্রকাশিত হয়েছে।
২। আপনার কোনো লেখা কাউকে ধরাধরি ছাড়া দেশের দৈনিক পত্রিকার সাপ্তাহিক ক্রোড়পত্রে প্রকাশিত হয়েছে।
৩। আপনার কোনো লেখা কাউকে ধরাধরি ছাড়া সাপ্তাহিক, মাসিক ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
৩। আপনার লেখা কবিতা প্রবন্ধ উপন্যাস প্রকাশক / প্রকাশনী তাঁর প্রতিষ্ঠানের খরচে বই আকারে প্রকাশিত করেছেন। এবং ব্যবসা সফল বই হয়েছে।
আপনি যদি নিজ খরচে আপনার কবিতা, প্রবন্ধ, উপন্যাস প্রকাশিত করে থাকেন তাহলে ধরে নিতে হবে প্রকাশনী আপনার লেখা নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চায় নি। অর্থাৎ আপনার লেখা পান্ডুলিপি প্রকাশক সাহেব পড়ে প্রকাশনীর খরচে আপনার বই প্রকাশ করার মতো সাহস করেন নি। আপনি নিজ খরচে বই পুস্তক গল্প উপন্যাস কবিতা প্রকাশ করেছেন। এইবার আপনার বই পুস্তক বিক্রি হলেও আপনার। না বিক্রি হলেও আপনার। এমনও হতে পারে যে, বই মেলা থেকে আপনি নিজে ও আপনার স্বজন দ্বারা সকল কপি আপনি ক্রয় করিয়ে নিয়েছেন।
এমনও দেখেছি, মাল্টি লেভেল মার্কেটিং (ডেস্টিনি ২০০০ লিঃ) এর মতো আপনি নাছোড়বান্দা হয়ে আত্মীয় স্বজন বন্ধু সহকর্মীদের দিয়ে শেষ পর্যন্ত একখানা বই ক্রয় করিয়ে ছেড়েছেন! তিনিও চক্ষু লজ্জায় অনুরোধের ঢেঁকি গিলে আপনার একটি বই কিনতে বাধ্য হয়েছেন! তারপর সেই বই বাসা বাড়ির পুরাতন রদ্দি কাগজের সাথে ধুলোমলিন হয়ে পড়ে রয়েছে, কেউ এক পাতাও পড়ে দেখেনি। আপনার বইয়ের শেষ গন্তব্য হয়েছে ঘরের অবহেলিত পাত্রে অথবা আপনার বই দিয়ে চানাচুর ঝাল মুড়ির ঠোঙ্গা তৈরি হয়েছে। শেষ - সমাপ্ত।
প্রকাশনী একটি ব্যবসা প্রতিষ্টান। আমি যতোদূর জানি, আমাদের দেশে কোনো দাতব্য সংস্থা ও দাতব্য প্রকাশনী নেই যারা বানিজ্যিক বই প্রকাশ করেন। কয়েকটি প্রকাশনী আছে যারা ধর্মীয় বই পুস্তক প্রকাশ করেন ও দূতাবাসের ম্যাগাজিন প্রকাশ করেন - এইগুলো ভিন্ন বিষয়। আপনার লেখার মান যদি ভালো না হয়, তাহলে প্রকাশনীকে দোষ দেওয়া অবান্তর। আর আপনার আত্মীয় পরিজন এইবার আপনার বই ক্রয় করুক আর সৌজন্য কপি সংগ্রহ করুক - যদি না পড়েব, তাহলে তাঁদেরও দোষ দেওয়া যায় না। কারণ আপনার গল্প উপন্যাস পড়ার মতো না। ফেসবুক ব্লগে আপনার লেখায় হয়তো অনেকে ঝাপিয়ে পড়েন! অথবা আপনার লেখাতে হয়তো মাছিও যায় না! মূল বিষয় হচ্ছে প্রকাশীত বইয়ে - ফেসবুক আর ব্লগ থেকে পাঠক আশা করা কিছুটা ভুল। কিছুটা ভুল এই কারণে, যারা ফেসবুক ও ব্লগে আড্ডা দিতে আসেন তাঁরা আপনার বই পড়ার জন্য আসেন না, তাঁরা আসেন একাকিত্বে ভার্চুয়াল জগতে আড্ডা দিতে মাত্র, আর কিছুই না। অথবা চক্ষুলজ্জায় আপনার বই ক্রয় করে থাকলেও হয়তো পড়েন না, বিনামূল্যে সৌজন্যে সংখ্যা পেলেও পড়েন না। অথবা দুই চার পাতা পড়াতেই সীমাবদ্ধ - এই হচ্ছে নিজ খরচে প্রকাশীত বইয়ের একজন লেখকের অবস্থান ও লেখার মান। কারণ আপনার লেখা গল্প উপন্যাস বিক্রির জন্য বানিজিক কোনো প্রতিষ্ঠান দ্বারা লগ্নি করা না। প্রকাশনী আপনার বই প্রকাশে এই কারণে লগ্নি করেনি কারণ তাঁরা লগ্নি করে ক্ষতিগ্রস্ত হতে আগ্রহী নন।
পরিশিষ্ট: আপনার লেখার মান যদি ভালো হয়, তাহলে আপনর দ্বারা কাউকে অনুরোধ উপরোধ করতে হবে না, কারণ আপনার লেখায় এমন কিছু আছে যা মানুষ পড়তে আগ্রহী। ৩০০-৪০০ টাকা দিয়ে বই ক্রয় করা তখন আর কোনো বিষয়ই না। আড্ডা দেওয়া আর অর্থ খরচ করে বই ক্রয় করা এক বিষয় না। আপনি ভেবে দেখুন আপনার একটি বই ক্রয় করে বেচারা বেচারী ৩০০-৪০০ টাকায় কতোটা ব্যথিত হয়েছেন! ৩০০-৪০০ টাকায় বই না কিনে তিনি ঘরের জন্য, রান্নার জন্য কি কি কিনতে পারতেন সেই ব্যথা তাঁর থেকেই যাবে, কি মনে হয়?
০২ রা জুলাই, ২০২৫ রাত ১:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমিও আপনার মতোই। অনেকের লেখা পড়ি, দুই চার লাইন পড়ে আর পড়ার ইচ্ছে থাকে না।
২| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১:০৯
সৈয়দ কুতুব বলেছেন: আমি কোনোটার মাঝে নেই।
০২ রা জুলাই, ২০২৫ রাত ১:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভালো করেছেন, খুব ভালো করেছেন।
৩| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১:১৫
ওমর খাইয়াম বলেছেন:
সব বাংগালী লিখতে চান; কিন্তু কোন বিষয়ে লিখতে হলে, সেই বিষয়ের উপর ভালো জ্ঞান থাকতে হয়। বাংলাদেশের ৮০/৮৫ ভাগ মানুষের আধুনিক বিশ্বের কোন বিষয়ের উপর সঠিক জ্ঞান নেই; সেজন্য বইমেলায় ও সোস্যাল মিডিয়ায় ৮০/৮৫ ভাগ গার্বেজ লেখা আসে।
০২ রা জুলাই, ২০২৫ রাত ১:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি সঠিক বলেছেন। আমি সময় ও সুযোগ করে নিজ খরচে কে বা কাহারা বই প্রকাশ করেন সেই বিষয়ে লিখবো।
৪| ০২ রা জুলাই, ২০২৫ রাত ২:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কিছু প্রকাশক লেখা পাঠক প্রিয়তা পেলেও রয়ালটি ঠিক মতো দিতে চান না। তথ্য গোপন করেন।
কিছু পত্রিকা কলাম লেখকদের পাওনা বুঝিয়ে দেন না।
৫| ০২ রা জুলাই, ২০২৫ রাত ২:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক লেখকের ফেসবুক থেকে আয় বেশ! যত ভিউ, ততো আয়!
৬| ০২ রা জুলাই, ২০২৫ ভোর ৪:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পরিশিষ্টে যেট আপনি বলেছেন সেটা তো নতুন লেখকদের থাকে না।
তাদের উপায় কী হবে?"
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৫৮
কামাল১৮ বলেছেন: কঠিন প্রশ্ন।আপনি যে চারটি বিষয় বলেছেন তার কোনটিতেই পরি না।তবে ভালো পাঠক।