নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

9/11

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৩



আজ ৯ই সেপ্টেম্বর ৯/১১। অত্যন্ত পরিতাপের সাথে জানাচ্ছি যে, আজ হতে ২৪ বছর পূর্বে ২০০১ সনের ৯ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার একদল কাপুরুষ যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের উপর বর্বরোচিত হামলা করে। হামলায় নিরহ নিরস্ত্র জন সাধারণ প্রায় তিন হাজার নারী পুরুষ নিহত হোন ও প্রায় ছয় হাজার নারী পুরুষ গুরুতর আহত হোন। মহান ঈশ্বরের কাছে সকল বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। সকল শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীরভাবে সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি ও মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সকল শোক-সন্তপ্ত পরিবার পরিজনকে যেনো এই দুঃখ কষ্ট বইবার শক্তি দান করেন। আমেন।

আর এই বর্বর কাপুরুষোচিত নিকৃষ্ট আক্রমণের সাথে যারা জড়িত তাদের প্রতি রইলো ধিক্কার।


সামহোয়্যারইন ব্লগ পরিবারের পক্ষ থেকে,

ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ








মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৮

ডার্ক ম্যান বলেছেন: টুইন টাওয়ারে যারা হামলা করেছে, তারা জিহাদী। জিহাদি কখনো কাপুরুষ হয় না।

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:



কাপুরুষ সব সময়ই কাপুরুষ। কাপুরুষের নাম রাজা বাদশাহ হলেও কাপুরুষ। আমেরিকান সৈনিক হলেও কাপুরুষ, বাংলাদেশের জান্নাতি হলেও কাপুরুষ।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: মোহাম্মদ আতা হামলার আগে বারে গিয়ে মদ খেয়েছিল এবং নাচগানও উপভোগ করেছিল। জিহাদের আগে বার-এ শট, পরে প্লেনে ব্লাস্ট: ভণ্ডামির ২ ইন ১ অফার!

“Step 1: মদ খাও। Step 2: প্লেন ছিনতাই করো। Step 3: জান্নাতের ভিসা অপেক্ষা করো। #আতাStyle”

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



এদের জন্য বাংলায় যথাযুক্ত একটি গালি আছে “লম্পট”


৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৭

জেনারেশন একাত্তর বলেছেন:



হামলার ফলাফল: আফগানিস্তানে ৩ লাখ ও ইরাকে ৩ লাখের প্রাণ গেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



কুরআনের আয়াত: কুরআনের সূরা আল-মায়িদাহ, আয়াত ৪৫-এ বলা হয়েছে, "আর আমরা তাদের উপর তাতে অত্যাবশ্যক করে দিয়েছিলাম যে, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং যখমের বদলে অনুরূপ যখম। তারপর কেউ তা ক্ষমা করলে তা তার জন্য কাফফারা (ক্ষমা) হবে।"

এই যদি আইন হয় তাহলে তিন হাজার হত্যার জন্য তিন লক্ষ্ হত্যা কমই হয়েছে। আমেরিকার উচিত হবে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশকে মাটির সত্তর হাত নিচে পুঁতে ফেলা। এবং ইহাই সঠিক ন্যায় বিচার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.