![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
আজ ২৩-০৯-২০২৫ রাতে আমার ফ্লাইট ছিলো ঢাকা থেকে ক্যান্টন। সকালে ইমেইল চেক করে দেখি মেইল এসেছে - ফ্লাইট ক্যানসেল। সকাল ১০৩০ এর দিকে ট্রাভেল এজেন্সি থেকে ফোন দিয়ে জানালো ফ্লাইট অটো ক্যানসেল হয়ে গিয়েছে। কারণ চীনে টাইফুন আঘাত করেছে। টাইফুনের নাম রাগাসা। চীনের সকল ফ্লাইট ক্যানসেল। কখন যেতে পারবো এখনও সঠিক জানি না। ট্রাভেল এজেন্সি থেকে আগামী কাল অথবা পরশু হয়তো আপডেট কিছু জানাতে পারবেন। ঠিক শিওর না, নির্ভর করছে চীনের টাইফুনের স্থায়ীত্বের উপর। ফ্লাইট স্বাভাবিক হলে এজেন্সি থেকে আমার সিট কতো তারিখে ধরতে পারবেন এটিও একটি ভাবনার বিষয়।
ট্রাভেল এজেন্সি থেকে দায়িত্বের কোনো অভাব নেই। সমস্যা হচ্ছে আমার যাওয়াটা জরুরী, কারণ চেন্নাই থেকে এক সওদাগর আমার জন্য অপেক্ষা করছেন ক্যান্টন। তিনি আরও চারদিন আগেই চীনে পৌছেছেন, তিনি তাঁর কাজ শেষ করে এখন আমার জন্য অপেক্ষা করছেন। এখন তিনি চাইলেও ফ্লাইট ধরে চেন্নাই বাড়ি ফিরে যেতে পারছেন না। আর আমিও চাইলেই চীনে যেতে পারছিনা। প্রকৃতি আমাদের নানান ভাবে নিয়ন্ত্রণ করে, এটি চিরন্তন সত্য। আমি না যাওয়া পর্যন্ত অথবা ফ্লাইট স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভদ্রলোক হোটেলে থেকে থেকে ক্লান্ত হবেন। আর কিছু করার আছে বলে এখন আর মনে হচ্ছে না।
যবনিকা: ভ্রমণে প্রচুর মজা আর মজা, আনন্দ আর আনন্দ হবে বিষয়টি এমন না। বাস্তবত ভ্রমণে প্রচুর ঝামেলা থাকে। ফ্লাইট মিস হতে পারে, ফ্লাইট ক্যানসেল হতে পারে। ফ্লাইট ডিলে হতে পারে এতে করে শর্ট লেওভার হলে কানেক্টিং ফ্লাইট মিস হবে কনফার্ম। ফ্লাইটে কেউ গুরুতর অসুস্থ হতে পারেন। এছাড়াও সড়ক ও রেলপথ, নৌপথ সহ বিমান পথে নানান সমস্যা তৈরি হয়, যার জন্য ভ্রমণে ভোগান্তির কোনো শেষ থাকে না।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:১৭
জেনারেশন একাত্তর বলেছেন:
৩য় দেশে কেন দেখার ব্যবস্হা?
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভদ্রলোক আমার বন্ধু মানুষ ও আমার আমাদের টেক্সটাইলের লিলেন কাপড়ের একজন আমদানিকারক।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩০
এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪২
ডার্ক ম্যান বলেছেন: চিটাগাং ভ্রমণ কবে করবেন নেক্সট
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি প্রায়ই চট্টগ্রাম আসি। গাজী সাহেব দেশে আসুক আপনাদের জানাবো।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৫
নতুন নকিব বলেছেন:
রাগাস ইতোমধ্যে সুপার টাইফুনে পরিণত হয়েছে, এবং চীন সরকারের জাতীয় আবহাওয়ার বিভাগ (National Meteorological Centre) Level II বিপর্যয় ঘোষনার পাশাপাশি জরুরি সেবা/ উদ্ধারের ব্যবস্থা সক্রিয় করেছে।
রাগাস সুপার-টাইফুন/ক্যাটেগরি-৫/শ্রেণীর এক শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে দ্রুত শক্তিশালী হয়ে দক্ষিণ চীন উপকূলের দিকে এগোচ্ছে; স্থলভাগের দিকে অগ্রসর হওয়ার আগে এর বিটার উইন্ড-স্পিড এক পর্যায়ে ২৫০–২৬০ কিমি/ঘণ্টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
এটি গুয়াংডং প্রদেশ থেকে হায়নানে উপকূলীয় এলাকায় প্রবেশ করছে এবং ঘনবসতিপূর্ণ এলাকা যেমন শেনঝেন, গুহাংঝো, হংকং প্রভৃতি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হবে।
প্রচুর বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে – কিছু অংশে ২০০-২৮০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
বড় ধরনের স্টর্ম সার্জ (সমুদ্রের ঢেউ উঁচু হওয়া) ও উপকূলীয় বন্যার সম্ভাবনা রয়েছে। হংকং ও গুয়াংডং উপকূলে ৪-৫ মিটার পর্যন্ত জলভরা ঢেউ বা সমুদ্র উঠানের সম্ভাবনা বলা হচ্ছে।
এই দুর্যোগময় পরিস্থিতি কেটে যাক। চীনের মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে মুক্ত হোক। আপনার আসন্ন চীন সফর নিরাপদ হোক।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: বয়স হয়ে গেলে মানুষ ভ্রমন করে আরাম পায় না।
চ্যাংড়া বয়সে সব ভালো লাগে। চ্যাংড়া বয়সে ভ্রমনে যত ঝামেলা আসে, তত মজা লাগে। আমার এক বন্ধু আছে- ৭ ঘন্টার জার্নি করতে তিন দিন সময় লাগায়।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি আমার জীবনে কোথাও বেড়াতে যাইনি। তাই বেড়ানোর মতো গল্প আমার জানা নেই।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৮
কামাল১৮ বলেছেন: ঘন ঘন ভ্রমন করলে অপ্রত্যাশিত সমস্যায় মাঝে মাঝে পড়তে হয়।চিন সম্পর্কে জানাবেন।আপনার পর্যবেক্ষন ক্ষমতা অসাধারণ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি ভালো কথা মনে করেছেন। আমি চীন সম্পর্কে লিখবো।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৮
শেরজা তপন বলেছেন: চিনের কোন অঞ্চলে?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার জন্য প্রতিমন্তব্য হওয়া উচিত ছিলো “আপনার প্রশ্নের বড় একটা উত্তর দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ইন্টারনেটের ত্রুটির জন্য হারিয়ে গেছে”।
সমস্যা হচ্ছে -
আমি তো আাপনি নই
আর আপনিও নন আমি।
আর তাই আপনি যা জানতে চেয়েছেন আমার উত্তর: এইবার আমার কাজ গোয়াংজু ও সাংহাই। ক্যান্টন ফেয়ারে আমার কোনো কাজ নেই। চীনে আমার প্রিয় শহর সাংহাই। আপনি যখনই কিছু জানতে চাইবেন, আপনি নিশ্চিত থাকুন আমার পক্ষ হতে আপনি বেস্ট উত্তরটি পাবেন।
মন্তব্য করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। প্রতিমন্তব্য পড়ে পোস্টে একটি লাইক দিয়ে যাবেন।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৩
বিজন রয় বলেছেন: কাহিনী কি, আপনি এই অসময়ে ভ্রমণে?
আপনার ভ্রমণ সফল হোক। ভ্রমণ যতবেশি বিড়ম্বনা ততবেশি মজার।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি আমার জীবনে কোথাও বেড়াতে যাইনি। তাই বেড়ানোর মতো গল্প আমার জানা নেই। আমি আমার জীবনে যে।খিানেই গিয়েছি বিনা কাজে বিনা কারণে কোথাও শুধু শুধু বেড়াতে যাইনি।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি আমার জীবনে কোথাও বেড়াতে যাইনি। তাই বেড়ানোর মতো গল্প আমার জানা নেই।
আপনাকে আমাদের গ্রামের বাড়ি বেড়াতে নিয়ে যাবো।
০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
গাজী সাহেব দেশে আসলে তাঁকে নিয়ে আপনাদের গ্রামের বাড়িতে যাবো। নিমন্ত্রণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আসন্ন চীন ভ্রমণ সফল এবং আনন্দদায়ক হোক।