![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
আজ ২৩-০৯-২০২৫ রাতে আমার ফ্লাইট ছিলো ঢাকা থেকে ক্যান্টন। সকালে ইমেইল চেক করে দেখি মেইল এসেছে - ফ্লাইট ক্যানসেল। সকাল ১০৩০ এর দিকে ট্রাভেল এজেন্সি থেকে ফোন দিয়ে জানালো ফ্লাইট অটো ক্যানসেল হয়ে গিয়েছে। কারণ চীনে টাইফুন আঘাত করেছে। টাইফুনের নাম রাগাসা। চীনের সকল ফ্লাইট ক্যানসেল। কখন যেতে পারবো এখনও সঠিক জানি না। ট্রাভেল এজেন্সি থেকে আগামী কাল অথবা পরশু হয়তো আপডেট কিছু জানাতে পারবেন। ঠিক শিওর না, নির্ভর করছে চীনের টাইফুনের স্থায়ীত্বের উপর। ফ্লাইট স্বাভাবিক হলে এজেন্সি থেকে আমার সিট কতো তারিখে ধরতে পারবেন এটিও একটি ভাবনার বিষয়।
ট্রাভেল এজেন্সি থেকে দায়ীত্বের কোনো অভাব নেই। সমস্যা হচ্ছে আমার যাওয়াটা জরুরী, কারণ চেন্নাই থেকে এক সওদাগর আমার জন্য অপেক্ষা করছেন ক্যান্টন। তিনি আরও চারদিন আগেই চীনে পৌছেছেন, তিনি তাঁর কাজ শেষ করে এখন আমার জন্য অপেক্ষা করছেন। এখন তিনি চাইলেও ফ্লাইট ধরে চেন্নাই বাড়ি ফিরে যেতে পারছেন না। আর আমিও চাইলেই চীনে যেতে পারছিনা। প্রকৃতি আমাদের নানান ভাবে নিয়ন্ত্রণ করে, এটি চিরন্তন সত্য। আমি না যাওয়া পর্যন্ত অথবা ফ্লাইট স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভদ্রলোক হোটেলে থেকে থেকে ক্লান্ত হবেন। আর কিছু করার আছে বলে এখন আর মনে হচ্ছে না।
যবনিকা: ভ্রমণে প্রচুর মজা আর মজা, আনন্দ আর আনন্দ হবে বিষয়টি এমন না। বাস্তবত ভ্রমণে প্রচুর ঝামেলা থাকে। ফ্লাইট মিস হতে পারে, ফ্লাইট ক্যানসেল হতে পারে। ফ্লাইট ডিলে হতে পারে এতে করে শর্ট লেওভার হলে কানেক্টিং ফ্লাইট মিস হবে কনফার্ম। ফ্লাইটে কেউ গুরুতর অসুস্থ হতে পারেন। এছাড়াও সড়ক ও রেলপথ, নৌপথ সহ বিমান পথে নানান সমস্যা তৈরি হয়, যার জন্য ভ্রমণে ভোগান্তির কোনো শেষ থাকে না।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:১৭
জেনারেশন একাত্তর বলেছেন:
৩য় দেশে কেন দেখার ব্যবস্হা?
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩০
এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর ।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪২
ডার্ক ম্যান বলেছেন: চিটাগাং ভ্রমণ কবে করবেন নেক্সট
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আসন্ন চীন ভ্রমণ সফল এবং আনন্দদায়ক হোক।