![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
আওয়ামী লীগ বর্ষীয়ান নেতা জনাব তোফায়েল আহমেদ সাহেব খুব সম্ভব গত চার পাঁচদিন যাবত প্রতিদিন এক বার করে মারা যাচ্ছেন! আমাদের সামহোয়্যারইন ব্লগের বিশিষ্ট ও একনিষ্ঠ কয়েকজন আওয়ামী সমর্থক, আওয়ামী অন্তপ্রাণ, আওয়ামী লেখক, আওয়ামী গবেষক, আওয়ামী ইতিহাসবিদ, আওয়ামী সান্ডা ও আওয়ামী পান্ডা প্রতিদিন অন্তত একবার করে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন “তোফায়েল আহমেদ আর নেই, তোফায়েল আহমেদ মারা গিয়েছেন"।
আমি সত্যি সত্যি বাক্যহারা। কেউ অনন্তকাল বেঁচে থাকবেন না। শেষ শ্রদ্ধা, শেষ বিদায় বলে কি কিছুই নেই! এ কোন ধরনের শাস্তি! প্রতিদিন তোফায়েল আহমেদ সাহেবকে একবার করে মারতে হবে, আবার তাঁকে জীবিত করতে হবে। আবার তাঁকে মারতে হবে! আবার জীবিত আবার মৃত্যু - এ কোন ধরনের শাস্তি! এই শাস্তির নাম কি?
আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে তিনি হয়তো নতুন করে তাঁর জীবিত ও মৃত গল্পটি লিখেতেন, তিনি লিখতেন “কাদম্বিনী, দুঃখিত! তোফায়েল আহমেদ মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই”।
জনম দুঃখী বাংলাদেশে যারা রাজনীতিতে জড়িত! - তারা কবে মানুষ হবে?
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
মানুষ হওয়ার সময় শেষ হয়ে গিয়েছে। এখন আর মানুষ হওয়ার সম্ভবনা নেই। আর কিছু করারও নেই।
২| ০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৯
বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন?
অনেকের মতোই দেশ নিয়ে আপনার মনে অনেক কষ্ট, বুঝতে পারি।
সাধারণ মানুষকে সত্যিকারের মানুষ বানাতে ৫৪ বছরে কেহই এগিয়ে আসে নি।
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
মানুষ করতে যারা চেয়েছেন তাঁরা আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু ঘরের শত্রু বিভীষণ বলে একটি কথা আছে না? আমাদেরও আছে লেজাকার!
৩| ০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৫
জেনারেশন একাত্তর বলেছেন:
এই ব্লগের ৯০ ভাগ ব্লগার মোটামুটি ডোডো; তার মাঝে আওয়ামীরাই একটু অপেক্ষাকৃত শিক্ষিত হওয়ার কথা ( কলাবাগান১, রূপক, হিরণ, প্রমুখের মতো ); কিন্তু দেখা যাচ্ছে আওয়ামীদের মাঝেও ৯০ ভাগ ইডিয়ট।
০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি প্লিজ কোরআর অবমাননা পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকুন। বিষয়টি সমগ্র দেশের জন্য বড় সমস্যা হতে যাচ্ছে।
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
কিছু করার নেই, এরা ট্রেনিংপ্রাপ্ত লেজাকার দলের মানুষ। এরা ভেড়ার চামড়া গায়ে দিয়ে লুকিয়ে আছে সর্বত্র।
৪| ০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৬
বিজন রয় বলেছেন: বিষয়টি সমগ্র দেশের জন্য বড় সমস্যা হতে যাচ্ছে।
বলেন কি?
কি হতে পারে বা হতে যাচ্ছে?
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
দেশে যারা মব সৃষ্টি করছে! বিশেষ করে অনলাইনে যারা এই প্রচারে জড়িত তাদের থামানো উচিত। এরা দেশের বড় ক্ষতি করে দিবে। এরা হারামখোর পাকিস্তানি জারজ।
৫| ০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোরআন অবমাননা নিয়ে কি আবার দেশে জ্বালাও পোড়াও শুরু হবে নাকি?
ছেলেটিকে আবার মেরে ফেলা হবে নাতো?
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
দেশে যারা মব সৃষ্টি করছে! বিশেষ করে অনলাইনে যারা এই প্রচারে জড়িত তাদের থামানো উচিত। এরা দেশের বড় ক্ষতি করে দিবে। এরা হারামখোর পাকিস্তানি জারজ।
৬| ০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কেউ ক্লিনিক্যালি ডেড হলে পরিবারের সম্মতিক্রমে একটা সিদ্ধান্তে আসা দরকার।
৭| ০৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বর্তমান অবস্হায়
আমাদের মান + হুশ কোনটাই ঠিক নাই ।
........................................................................
মনে হয় আমরা আখেরী জামানার সীমানায় ঢুকে পড়েছি
অতএব সাধু সাবধান !!!
৮| ০৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
জুল ভার্ন বলেছেন: কয়েক দিন আগেই একজন বিশিষ্ট গুজব বাজ ব্লগার তার মৃত্যুর সংবাদ দিয়ে দাফন না করতে দেওয়ার জন্য ডক্টর ইউনুস সাহেবকে দোষারপ করে অনেক লাইক কমেন্ট কামাই করলেন!
৯| ০৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০২
কামাল১৮ বলেছেন: মিথ্যা সংবাদে সয়লাভ নেট পাড়া।যে যেমনে পারে প্রচার করছে।
১০| ০৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৫
জেনারেশন একাত্তর বলেছেন:
আগে বেদুইনরা ছিলো মিথ্যুক; আমাদের লোকজন বেদুইন সংস্কৃতি রপ্ত করেছে; চেরাহা-সুরত, কাপড়, ভাষাতে অনেকটা বেদুইন।
১১| ০৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
কামাল১৮ বলেছেন: ষাটের দশকে শামসুর রহমানের কাব্য গ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’।আমার বড় প্রিয় ছিলো বইটি।বাংলাদেশে আমার সংগ্রহে এখনো আছে।
১২| ০৬ ই অক্টোবর, ২০২৫ ভোর ৫:১৬
শ্রাবণধারা বলেছেন: গুরুতর অসুস্থ মানুষ বা অসুস্থতা নিয়ে রসিকতা করা উচিত নয়। কিন্তু তোফায়েল আহমেদের অসুস্থতাকে ঘিরে ব্লগে যে কাণ্ড ঘটে গেল, তাকে “তোফায়েল কাণ্ড” নাম দেওয়া যেতে পারে।
প্রথমবার যখন ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলন হচ্ছিল, তখন আওয়ামী ডাকাত লীগের এই নেতা তার বিএমডব্লিউ গাড়ি নিয়ে রাস্তার উল্টো দিক থেকে আসার সময় ছাত্রদের তোপের মুখে পড়েছিলেন। ছাত্ররা অত্যন্ত ভদ্র আচরণ করে তখন তাকে ছেড়ে দিয়েছিল। বাংলাদেশে রাজনৈতিক নেতা-নেত্রীরা যতদিন তোফায়েলের মত বিএমডব্লিউ গাড়ি দাবড়িয়ে চলবে, ততদিন এই জাতির সামনে আমি কোনো আশাই দেখি না।
১৩| ০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কত বার মারা যায় সে?
১৪| ০৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৮
রাসেল বলেছেন: মহামান্যরা মানুষ হবে, সেই রকম কোনো কারণ ঘটে নাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৭
বিজন রয় বলেছেন: কখন কোন খবর যে চাউর হয়!!
যারা রাজনীতিতে জড়িত তারা কবে মানুষ হবে সেটা বললেন।
আসলে শুধু রাজনীকিবিদ নয়, গোটা দেশের সব মানুষকে মানুষ হতে হবে।