নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে ইসরায়েল নামে কোনো দেশ নেই!

৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৭:২০



পৃথিবীতে ইসরায়েল নামে কোনো দেশ নেই!
আমরা যতদূর সম্ভব খোঁজ করেছি -
বিশ্বের মানচিত্রে কোথাও ইসরায়েল নামে কোনো দেশ খুঁজে পাইনি।
ইসরায়েল নামে হয়তো কোনো একটি দেশ ছিলো!
হয়তো অতি জঘন্য! অতি নগণ্য কোনো একটি দেশ!
যা আজ আর নেই।

মনে হচ্ছে ইসরায়েল নামক দেশটি ধ্বংস হয়ে গিয়েছে!
অথবা মাটির নিচে তলিয়ে গিয়েছে।
পৃথিবীর মানচিত্রে কালো ইতিহাসের সমাপ্ত হয়েছে।
সমাপ্ত হয়েছে সকল পাপ।



ঠাকুরমাহমুদ
৩০-১০-২০২৫ ঢাকা, বাংলাদেশ।







মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৭:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




যারা এটা বলছেন, তাঁদের মনে হয় চশমা লাগবে।

৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৭:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি বলেছি, আমার লেখা। সব কিছুরই শেষ আছে। ইসরায়েলেরও একদিন শেষ হতে হবে। আমার চশমা লাগে না, লেখালেখি করার সময়ে গ্লাস ব্যবহার করি।

ধন্যবাদ নিরন্তর।

২| ৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৭:২৮

অগ্নিবাবা বলেছেন: আল্লাহ কইছেন হও আর হয়ে গেল।
আপনি কিছু বাক্য টাইপ করে দিলেন আর তাহা সত্য হয়ে গেল।
মারহাবা! আল্লাদে আটখানা।

৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৭:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



কিছু তো একটা বলা উচিত নাকি? কিছু বলতে চেষ্টা করেছি, কি আর করার আছে?


৩| ৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৭:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




যত দিন মুসলিমরা পাপ করবেন, তত দিন খোদা তাদেরকে 'শাস্তি' দিতে নেতানিয়াহুদের মতো জল্লাদদের পাঠাবেন।

৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৭:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার এই মন্তব্যে, আমি ১০০ তে ১০০ সমর্থন করি।


৪| ৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৭:৫৬

অগ্নিবাবা বলেছেন: কাফের মুশরিকদের প্রতি বিদ্বেষ ও ঘৃণা বন্ধ করে সবার সঙ্গে সহাবস্থান করলেই এই সমাজে শান্তি স্থাপন হবে। এর জন্য কোরআন ও হাদিস সংস্কার করতে হবে। আছে কোনো সাহসী শিক্ষিত মুসলমান? এটা করবে? কিসের ভয়? কল্লার? এই সংস্কার হিন্দু ধর্মে হয়েছে, খ্রিস্টান ধর্মেও হয়েছে। এদিকে ভীতু কিছু মুসলিম মডারেটরা শুধু ম্যা ম্যা করবে, কাজের কাজ কিছু হবে না।

৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আগামীতে, বিশেষ করে বাংলাদেশে যে কি হবে তা ভাবতেও মন খারাপ লাগে। সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবেন দেশের নারী সমাজ। গৃহিণী থেকে চাকরিজীবী সবাই। ছোট বাচ্চা থেকে বৃদ্ধা সবাই।

৫| ৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:১৫

অগ্নিবাবা বলেছেন: আমার মতে, বাংলাদেশে জামাত আসবে, শরিয়া কায়েম হবে তারপর প্রথমে মেয়েরাই মোল্লাদের বিরুদ্ধে পথে নামবে।
কেউ দেখে শেখে আর কেউ ঠেকে শেখে। বাংলাদেশের নারীরা ইরান আফগান পাকিদের আইসিস দেখে শেখে নাই, তারা ঠেকে শিখবে। সরি,মাঝে মাঝে কড়া ভাষায় কিছু ব্যঙ্গাত্মক কথা বলে থাকি,মনে কিছু নিয়েন না।

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার লেখা হয়তো অল্প বিস্তর আপনি পড়েছেন। আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলি - আপনি কি রান্না জানেন? এক চালে একবারই ভাত রান্না করা যায়। ভাত রান্না করার পর - হয় ভাত খাবেন, অথবা ভাত নষ্ট হবে। একই ভাবে এই জেনারেশন যারা পথে নেমেছিলো। তাদের জীবনের কাজ শেষ। ভাত রান্না হয়েছে ভাত খাওয়াও হয়েছে। বাদবাকি যা ছিলে তা পঁচে গিয়েছে। খেলা খতম - পয়সা হজম।

আপনি রাগ করে হলেও গুরুত্বপূর্ণ কথা বলেন। আপনার কথায় আমি কখনও মন খারাপ করি না।

৬| ৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:৪৫

গহীনে রক্তক্ষরণ বলেছেন: হবে । তবে দুইখান কথা আছে । আপনি কি জানেন, ইসরাইলের এক সামরিক গোয়েন্দা অফিসার তাদের ওয়েব পেইজে একটা কথা লিখিছিলেন ( যা কিছুদিন পরে পেইজের এডমিন কর্তৃক মুছে দেয়া হয়েছিল) ? তিনি লিখেছিলেন, “ যতদিন মুসলমানরা তাদের জুম’আর জামাতে যে পরিমাণ ভিড় করে, ঐ পরিমাণ ভিড় ফজরের জামাতে না করবে, ততকাল আমরা ওদের উপর বিজয়ী থাকব এবং ওদেরকে নিশ্চিহ্ন করে ফেলা আমাদের জন্য খুব সহজ হবে।” -- ভারতের হিন্দুত্ববাদী শক্তি এবং ইসরাইল এর ইহুদীরা এই কাজ সফলভাবে করছে কি না ? ভাই, মুসলমান কেবল মুসলমানের ঘরে জন্ম নিলেই হয় ন শরীরের একটা অংগের কিছুটা কেটে ফেলে মুসলিম হওয়া যায় । মুসলমান মানে আল্লাহর প্রতি ১০০% অনুগত । যার হাত এবং মুখের দ্বারা পৃথিবীর কোন মানুষের অকল্যাণ হবে না । যাকে মুসলিম করে প্রেরণ করাই হয়েছে মানবকল্যাণের জন্য । সেই মুসলমান কোথায় জনাব ?? আপনি যা বলেছেন, সেটা বাস্তবায়ন করার জন্য সেই মুসলমান পৃথিবীতে থাকতে হবে ( যা বর্তমানে প্রায় অনুপস্থিত )। আর তাদেরকেই সেই কাজে আল্লাহ সাহায্য করবেন এবং ইসরাইলকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবেন । এটা হবেই । তবে আপনার আমার মত ভেজাল মুসলমানদের কপালে সেই বিজয় দেখা বা শোনার কোন সুযোগ নেই ( ব্যতিক্রম ব্যতিত ) ।

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ধর্ম বিভাজন করে করেই আজ এতো রক্তারক্তি। এই কথা সত্যি আমরা হয়তো ইসরায়েলের পতন দেখে যেতে পারবো না। তবে কে জানে পৃথিবীতে অনেক কিছুই ঘটে, অসম্ভব হলেও সম্ভব হয়। ইসরায়েল কোনো একদিন সাউদি আরব আক্রমণ করবে এবং এটি নিশ্চিত।

৭| ৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর কবিতা। বক্তব্য সঠিক হবে বলেই আমার বিশ্বাস।

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতা ভালো হয়েছে? কবি সেলিম আনোয়ার যদি বলতেন তাহলে ভালো হতো।

৮| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৭

মাথা পাগলা বলেছেন: সত্যপথিক শাইয়্যান বলেছেন:যত দিন মুসলিমরা পাপ করবেন, তত দিন খোদা তাদেরকে 'শাস্তি' দিতে নেতানিয়াহুদের মতো জল্লাদদের পাঠাবেন।

শিশুরা কি দোষ করেছে? যে প্রভু শিশুদের না খাইয়ে মরে যেতে দেয়, সেই প্রভু নর্দমার আবর্জনার থেকেও অধম।

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার কথা ভয়ংকর হলে কথা সত্যি। মানুষ মারা ছাড়া বড় মিয়ার আর কোনো কাজ নেই।

৯| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: কবিতা হৃদয় স্পর্শ করেছে।

১০| ৩০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.