|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ঠাকুরমাহমুদ
ঠাকুরমাহমুদ
	sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
 
 
সৈয়দ মুজতবা আলী সাহেবের রসগোল্লা গল্পের চরিত্র ঝান্ডুদা নানান দেশে কাজে কর্মে দৌড়াতেন। তিনি ইউরোপে কোনো কাজে যাচ্ছিলেন, যাত্রাপথে লন্ডনে তাঁর বন্ধুর মেয়ের জন্য রসগোল্লা দিয়ে যাবেন, ইতালির ভেনিস বন্দর থেকে গল্পের শুরু। আমিও প্রবাসে যাত্রাকালে আত্মীয় পরিজনের জন্য সামান্য কিছু নিয়ে যাই। মিষ্টি, সিজনাল টক ফল আর শুটকি। অতি সামান্য এই খাবারে প্রবাসে থাকা আত্মীয় পরিজন কতোটা খুশি হোন সেই চিত্র লিখে বলে বুঝানো অসম্ভব। আমি সেই অসম্ভব চিত্র দেখি, আমার দেখতে অনেক অনেক ভালো লাগে। ঢাকা বিমান বন্দরে প্রতিদিন বহু মানুষের ভিড় দেখা যায়। এই ভিরের মাঝে আমি আত্মীয় পরিজনের চোখে অশ্রু সজল ভালোবাসা দেখতে পাই। প্রিয়জন সব সময়েই প্রিয়জন। মাতা পিতা, ছেলে মেয়ে স্ত্রী, ভাইবোন যতোদূরেই থাকুন এরা সব সময় থাকেন মনের গহীনে। স্নেহ মায়া মমতায় আর ভালোবাসায়। 
আমি আমার জীবনে কখনো কোথাও বেড়াতে যাইনি, আর তাই হয়তো বেড়ানোর মতো ভ্রমণ গল্প আমার জানা নেই। যেইখানেই গিয়েছি কাজের বিনিময়ে খাদ্য পরিক্রমা আমার সব সময়ের সঙ্গী হয়েছে। সামহোয়্যারইন ব্লগ হতে ছুটি নিচ্ছি। আবার হয়তো গল্প হবে কোনো এক সন্ধ্যায়, হয়তো রাত বিরাতে, হয়তো কোনো বৃষ্টিমুখর দিনে, অথবা তপ্ত কোনো দুপুরে এই সামহোয়্যারইন ব্লগে। ততো দিনের জন্য ছুটি নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 
শুভ কামনা - কলাবাগান, শ্রাবণধারা, মাথা পাগলা, নিমো, আহমেদ জী এস, জুল ভার্ন, ডঃ এম এ আলী, কামাল১৮, খায়রুল আহসান, শাহ আজিজ, রাজীব নুর, ক্লোন রাফা, আরইউ, রূপক বিধৌত সাধু, আমি নই, অন্তরন্তর, অনিকেত বৈরাগী তূর্য্য,  স্বপ্নের শঙ্খচিল, মাহমুদুর রহমান সুজন, বিষাদ সময়, নীলসাধু, লোকমানুষ, ডার্ক ম্যান, জনারণ্যে একজন, কালো যাদুকর, গেঁয়ো ভূত, নীল আকাশ, সত্যপথিক শাইয়্যান, বিজন রয়, জ্যাক স্মিথ, খাঁজা বাবা, শোভন শামস,  আলমগীর সরকার লিটন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আঁধারের যুবরাজ, অপলক, দি এমপেরর, প্রবাসীকালো, সেলিম আনোয়ার, মরুভূমির জলদস্যু, দারাশিকো, রবিন.হুড, মোহাম্মদ কামরুজজামান, রানার ব্লগ, মোগল সম্রাট, এমজেডএফ, কাছের-মানুষ, জুনায়েদ বি রাহমান, রিনকু১৯৭৭, ইফতেখার ভূইয়া, নতুন, জহিরুল ইসলাম সেতু, রেজাউল করিম ফকির, অনল চৌধুরী, অগ্নি সারথি, রক বেনন, এম টি উল্লাহ, স্বামী বিশুদ্ধানন্দ, মোহাম্মাদ আব্দুলহাক, সাসুম, অগ্নিবাবা, প্রামানিক, গিয়াস উদ্দিন লিটন, হাসান মাহবুব, নূর আলম হিরণ, চাঁদগাজী, কাল্পনিক ভালোবাসা, জাদিদ। 
শুভ কামনা - শায়মা, সোহানী, জুন, সামরিন হক, এইচ এন নার্গিস, ওমেরা, মেঘনা, সামিয়া, মুক্তানীল, রোকসানা লেইস, মনিরা সুলতানা, কাজী ফাতেমা ছবি। 
শুভ কামনা - সৈয়দা গুলশান ফেরদৌস জানা, আরিল্ড ক্লোক্কেরহৌগ।  
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 
 ৭ টি
    	৭ টি    	 +১/-০
    	+১/-০২|  ৩১ শে অক্টোবর, ২০২৫  বিকাল ৪:৩৮
৩১ শে অক্টোবর, ২০২৫  বিকাল ৪:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
কোথায় বেড়াতে যাচ্ছেন, সেটা জিজ্ঞাসা করাটা মনে হয় উচিত হবে না। 
তাই, আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা। 
যেখানেই থাকুন, ভালো থাকুন নিরন্তর, এই দোয়া সাথী হবে।
৩|  ৩১ শে অক্টোবর, ২০২৫  বিকাল ৪:৪৮
৩১ শে অক্টোবর, ২০২৫  বিকাল ৪:৪৮
আরোগ্য বলেছেন: আপনার যাত্রা শুভ হোক এবং আবারও সহিসালামত আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া রইলো।
৪|  ৩১ শে অক্টোবর, ২০২৫  বিকাল ৪:৪৯
৩১ শে অক্টোবর, ২০২৫  বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: রসগোল্লা পড়েছি। চমৎকার গল্প। গল্প হলেও ঘটনা সত্য। 
কখনও কোথাও বেড়াতে যাননি মানে কি? এই কথাটার মানে কি? 
আত্মীয় স্বজনদের বাসায় যাননি? তাজমহল দেখতে যাননি, কক্সবাজার যাননি? নেপাল যাননি? থাইল্যান্ড ইন্দোনেশিয়া কোথাও যাননি? 
আপনি আমার বাসায় বেড়াতে আসুন।  
ছুটি নিচ্ছেন কেন?
না ছুটি পাবেন না। ল্যাপটপ সাথে করে নিয়ে যান। যেখানেই যান দুই চার লাইন লিখে দেবেন। আমরা চিন্তা মুক্ত থাকবো।
৫|  ৩১ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:০০
৩১ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা রইল।
৬|  ৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ৮:৫৯
৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ৮:৫৯
কামাল১৮ বলেছেন: আপনার জন্য আন্তরিক শুভ কামনা।কত দিনের জন্য যাত্রা।পশ্চিমে না দক্ষিনে।থিতু হবেন কবে।
৭|  ৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ৯:৩১
৩১ শে অক্টোবর, ২০২৫  রাত ৯:৩১
শ্রাবণধারা বলেছেন: আপনার বিদেশ ভ্রমণ আনন্দদায়ক এবং শুভ হোক।
আশা করি কোন কাস্টমস অফিসার ঝাণ্ডুদার মত আপনাকে মিষ্টি বা শুটকির বাক্স খুলতে বলবেন না। আর যদি বাক্স খুলতে বলেই, তাহলে মিস্টির পরিবর্তে কাস্টমস অফিসারের মুখে শুটকি চেপে ধরে দেখা যেতে পারে তার প্রতিক্রিয়া কি হয়!
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০২৫  বিকাল ৪:৩২
৩১ শে অক্টোবর, ২০২৫  বিকাল ৪:৩২
জেনারেশন একাত্তর বলেছেন:
ঠিক আছে, ঘুরে আসেন; ভালো থাকেন!