নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বি স্টিল মাই বিটীং হার্ট

ধুম ধাম পুট পাট পটাস

আমিজমিদার

ফেসবুকে আমি https://www.facebook.com/rashed.khan.319 নিজের সম্পর্কে বলি। এখনো ব্যক্তি হইতে পারি নাই, তাই ব্যক্তিগত জীবন বলতে কিছু নাই। এক কথায় লুজার। আমার সাথে ঝগড়া কৈরা লাভ নাই, কারণ ঝগড়ার মায়েরে বাপ। আই লাভ ব্লগিং।

আমিজমিদার › বিস্তারিত পোস্টঃ

কবিটা কবিতা লিখল...আমার ভালো লাগল!

১০ ই জুন, ২০১৩ রাত ১০:১৭

এই কবিতা পইরা ভালো লাগছে। সবার সাথে শেয়ার করার জন্য তুইলা দিলাম। কিন্তু কে লিখছে কইতারুম না।



দায়িত্বের ভার



'কিছুই সহজ নয়, কিছুই সহজ নয় আর |

লেখা, পড়া, প্রুফ পড়া, চিঠি লেখা, কথোপকথন,

যা-কিছু ভুলিয়ে রাখে, আপাতত, প্রত্যহের ভার --

সব যেন, বৃহদরণ্যের মতো তর্কপরায়ণ

হ'য়ে আছে বিকল্পকুটিল এক চতুর পাহাড় |

সেই যুদ্ধে বার-বার হেরে গিয়ে, ম'রে গিয়ে, মন

যখন বলছে ; শুধু দেহ নিয়ে বেঁচে থাকা তার

সবচেয়ে নির্বাচিত, প্রার্থনীয়, কেননা তা ছাড়া আর

কিছু নেই শান্ত, স্নিগ্ধ, অবিচল প্রীতিপরায়ণ --

আমি তাকে তখন বিশ্বস্ত ভেবে, কোনো-এক দীপ্ত প্রেমিকার

আলিঙ্গনে সত্তার সারাত্সার ক'রে সমর্পন --

দেখেছি দাঁড়িয়ে দূরে, যদিও সে উদার উদ্ধার

লুপ্ত ক'রে দিলো ভাবা, লেখা, পড়া, কথোপকথন,

তবু প্রেম, প্রেমিকেরে ঈর্ষা ক'রে, নিয়ে এলো ক্রূর বরপণ --

দুরহ, নূতনতর, ক্ষমাহীন দায়িত্বের ভার |

কিছুই সহজ নয়, কিছুই সহজ নয় আর |'

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৬

একজন সৈকত বলেছেন: কবিতা সুন্দর।
ভালো থাকুন।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

আমিজমিদার বলেছেন: থ্যাঙ্কস।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৬

ভারসাম্য বলেছেন: এটি বুদ্ধদেব বসু'র একটি কবিতা।

কার কবিতা এটা খুঁজে পাওয়া কিন্তু সহজই ছিল। কিছুই কঠিনও নয় খুব বেশি আর! ;)

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

আমিজমিদার বলেছেন: থ্যাংকস বড় ভাই। এইই জেনে গেলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.