নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাগরিকের খেরোখাতা

একজন নাগরিক

সমাজ মানে গ্রামসমাজ আর নাই, ক্রমশ আধুনিক সমাজের দিকে এগোতে থাকা- ক্রমশ স্বতন্ত্র ও স্বাধীন (আসলে ক্রমশ বিচ্ছিন্ন ও একক) ব্যক্তিদের মধ্যে- আমিও একজন

একজন নাগরিক › বিস্তারিত পোস্টঃ

রিক্সা চালক আর নাগরিকের সম্পর্ক

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৯

সরাসরি প্রাণবান বাহন যেমন হাতি-ঘোড়া-উট ইত্যাদি নগরের বাহন না।

অন্তত আধুনিক নগরের। চাই অন্যবাহন। অন্তত অ-সরাসরি প্রাণ টানা বাহন চাই।

যেমন ঘোড়াটানা গাড়ি কিংবা মানুষটানা গাড়ি। এখন যন্ত্রে টানা গাড়িই বেশি।



নগরবাসীর সবার তো আর ব্যক্তিগত গাড়ি নাই। থাকে না। কিন্তু তাদেরও চাই সওয়ারি। চাই ট্যাক্সি। যে যান ভাড়ায় খাটে। হাতির সওদায় ট্যাক্সি হয়, ঘোড়ার গাড়ি ট্যাক্সি। সেই হিসাবে রিক্সাও ট্যাক্সি বটে।



ঢাকা'য় প্রধান ট্যাক্সি হচ্ছে রিক্সা। সেই রিক্সার যে চালক, রিক্সাচালক; ভাড়ায় যে ট্যাক্সি চালায় সেই রিক্সাচালক- এর সাথে আরোহির সম্পর্ক কেমন হবে? নিশ্চয় ট্যাক্সি চালক শ্রমিক আর ট্যাক্সি ভাড়ায় যাওয়া নাগরিকের সম্পর্ক। রিক্সা চালক শ্রমিক নিশ্চয়, কিন্তু ভাড়ায় নেয়া নাগরিক নিশ্চয় সেই শ্রমিকের মালিক না। রিক্সা শ্রমিকের মালিক হলেন রিক্সার মালিক, চালক নিজেও মালিক হতে পারেন।



তো ভাড়ার বিনিময়ে যাতায়াত সুবিধা যিনি নিচ্ছেন, সেই নাগরিক নিশ্চয় রিক্সাওয়ালার সাথে মালিকের মতো আচরন করতে পারেন না। এমনকি গ্রামসমাজের কামলার সাথে যে দরদ আর অধিকার আর ক্ষমতার আচরন করেন গ্রামবাসী, তেমন আচরনও করতে পারেন না একজন নাগরিক। কারন, গ্রামসমাজের কামলা'র জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে কিংবা উচ্ছেদ হয়ে নগরে এসেছেন রিক্সা চালক। আধুনিক নাগরিক নগরে। এখানে তার কোনো মুরব্বি কিংবা মালিক নাই সাধারন নাগরিকদের মধ্যে। আছে শুধু সেবা গ্রহীতা নাগরিকরা।



কাজেই কেউ যদি রিক্সা শ্রমিকের সাথে মালিক কিংবা মুরব্বির মতো আচরন করতে যান, এবং উল্টো থাপ্পর খাওয়ার অভিজ্ঞতা অর্জন করেন, তবে হতবাক কিংবা অবাক হওয়ার কিছু আছে কি? নাই।



রিক্সা চালক এখন একজন শ্রমিক। সেবাদানকারী।







* আলোকচিত্র কৃতজ্ঞতা : উইকি কমন্স

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন ।স্বাগতম ব্লগ।

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৬

একজন নাগরিক বলেছেন: হাসান ভাই, আপনাকে অশেষ শুকরিয়া।
এইমাত্র নোটিশ পেলাম যে আমাকে প্রথম পাতায় দাখিল করা হয়েছে!

২| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৭

বাবুনি সুপ্তি বলেছেন: রিকশা ওয়ালার কাছ থেকে কেউ থাপ্পর খাবার মত অবস্থা ঢাকাতে আছে বলে আমার জানা নেই। এখানে বরং রিকসা ওয়ালা কে থাপ্পর দিতে পারার মত মানুষই বেশি। ভাইয়া স্বাগতম ব্লগে।

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৮

একজন নাগরিক বলেছেন: আপনি দ্বিতিয় স্থান অধিকার করেছেন। মুবারকবাদ আপনাকে ভাইয়া!

আপনার কথা বুঝতে পারছি। খুব সহজে। এবং আমিও সেটা বলেছি যে, রিকসাওয়ালাকে থাপ্পর দিতে পারার মতো যে বেশি মানুষেরা আছেন- এরা মুলত সমাজচ্যুত, গ্রামসমাজের আদবকেতাও মাথায় নাই, নয়া নাগরিক সমাজেও আগ্রহ নাই।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০১

চন্দ্র কথা বলেছেন: সদ্য নগরে আসা দুর্বল রিক্সাওয়ালাকে চড় থাপ্পড় মারার মধ্যে কি কোনো বীরত্ব আছে?

ভালো লাগলো আপনার পোষ্ট।

আপনাকে স্বাগতম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৪

একজন নাগরিক বলেছেন: অশেষ শুকরিয়া আপনাকে।
এবং শুধু সদ্য যারা এসেছে তারা নয়, সব রিক্সা শ্রমিকের ব্যাপারেই এটা একরকম।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৩১

আশরাফ মাহমুদ বলেছেন: ব্লগে স্বাগতম। খোলা মনে লিখে যান খেরোপাতায়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২০

একজন নাগরিক বলেছেন: জ্বি। খেরোখাতা ! ভালো তো। খেরোখাতা শব্দটি পছন্দ হয়েছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.