নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

আমাদের নবীকে গালি দিবে কেন???

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

আমার বন্ধু সলীল। ছা্ত্রজীবন থেকে নাস্তি ছিল। বারএট ল' করে এখন ব্যারিষ্টার। তার সাথে মত নিয়ে প্রায় তর্ক হত। কিন্তু কখনোই ওকে দেখিনি নবীকে অবমাননা করে বক্তব্য অথবা মন্তব্য করতে। ওর ব্লগ কিংবা ফেইজ বুকেও দেখিনি। কোন নাস্তিককেই নবীকে গালি দিতে দেখি নাই।



আমি আগে রোজা সবগুলো থাকতে পারতাম না। একদিন আওয়ামীলীগের পার্টি অফিসের ইফতারে গিয়ে ছাত্রলীগের এক নেতার সাথে কথা বললাম। তিনি জবাবে বলল, তোমার ইমানি দূর্বলতার কারণে সব গুলো রোজ থাকতে পার না। তার কথা পর থেকে এখন একটি রোজাও আমি ভাঙিনা।



শাহবাগে জমায়েত হয়েছেন একদল তরুণ। তারা রাজনীতি বুঝে না। বুঝে দেশপ্রেম। আমি তাদের দেশপ্রেমকে স্যালুট জানাই। কিন্তু নবীকে গালি দিয়ে নিজেকে হিরো বানায়। শাহবাগ গিয়ে জরুণের সাফলতায় ভাগবসাতে চায় তাদের ব্যপারে সতর্ক হতে হবে। এই আসিফ মুহউদ্দিন যদি শাহবাগ যায়। বহুমাগামী প্রতিক্রিয়াশীল রাজিবের লাশটা যখন শাহবাগ গেলে। আমাদের অর্জনের চিরটা ধরল।



এই সব প্রতিক্রিয়াশীলদের শাহবাগ থেকে বিতারিত না করলে আমাদের অর্জন বির্তকিত হয়ে পড়ব। বিশ্বাস করুন আর নাই করুন ধর্মকে এদেশের মানুষ ভালোবাসে।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

আল ইমরান বলেছেন: এ যাবত কালে বিশ্বের সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মানুষ যতবার যতভাবেই জরিপ করা হয়েছে, প্রতিবারেই জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে প্রথম যে নামটি উঠে এসেছে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মাদ (সাঃ)। নবীজির মহানুভবতা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, আইনের শাসন যে কত সচ্ছ এবং সর্বকালের শ্রেষ্ঠ ছিল তা ন্যূনতম জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতা থাকলেও বুঝা যায়। তিনিই পৃথিবীর একমাত্র মানুষ, যার জন্ম থেকে নিয়ে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত প্রতিটি কথা এবং কাজ লিপিবদ্ধ আছে। যারা নবীজি (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গ করার চেষ্টা করে, আমার দুঃখ হয় সেই মূর্খদের জন্য। ছোটবেলা পড়েছিলাম, "দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য"। ছোটবেলার সেই শিক্ষা আমরা ভুলতে বসেছি। লানত সেই সব মুনাফিক, কাফের, মুরতাদ দের উপর, যারা প্রিয় নবী (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গ করার চেষ্টা করে। এবং লানত সেই মানুষদের, যারা এই কাফেরদের সাথে মোয়ামেলাতে থাকে। ধর্ম সঠিক ভাবে পালন করতে পারি বা না পারি, অন্তত সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমানকারিকে বরদাশত করব না। সে যেই হোক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

আবু তাশফীন বলেছেন: দল-মত নির্বিশেষে সকলে, নবী সা: কে গালি দাতাদের বিরুদ্ধে এক হও।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

রশিক রশীদ বলেছেন: ভাই দোহাই লাগে হুদা বিতর্ক সৃষ্টি করবেন না । নবী (সঃ) কেউ গালি দেয় নাই । এই বিতর্কের সময় এটা না । এই সব জামাতিদের সুষ্টি। রাজিব এতদিন ধরে লিখে গেল রাজিবের কেউ দেখল না কোন প্রতিক্রিয়া হলো না ।

আরব্য রজনীর কিচ্ছা ??

আপনি নবীজির এত দরদী তার নামের সাথে (সঃ) লিখেন নি কেন ?? জানেন না এটা দরুদের সামিল।

নিজে জানেন পরে অন্যকে বলেন।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

ShusthoChinta বলেছেন: হ্যাঁ,আসলেই খুব সহজ সরল একটা দাবি,আমাদের নবীজিকে কেন গালি দিবে???

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

ShusthoChinta বলেছেন: @রশিক রশিদ, আপনি কি বলতে চাচ্ছেন থাবা বাবা এগুলো করেনি? তাইলে জাস্ট শুধু আমার ব্লগে গিয়ে তার পোষ্টগুলো দেখে আসুন,আমুতে তার সর্বশেষ পোষ্ট 'লাড়ায়া দে' এতটাই জঘন্য যে সুস্থভাবে পড়াটাই কঠিন!

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

মো ঃ আবু সাঈদ বলেছেন: রশিক রশীদ --আপনে কি এত দিন ঘুমাইছিলেন নাকি থাবা বাবা পোষ্ট কি আগে পড়েন নাই...
আসফি মহিউদ্দীন কে আপনি কি চিনেন...
ভাই অন্তত এই বল্গের সবাই জানে এদরে...এদের জানতে হলে জামাত থেকে শুনা লাগে না...

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

আমরা তোমাদের ভুলব না বলেছেন: স হ ম ত

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

রশিক রশীদ বলেছেন: ShusthoChinta@ থাবা বাবা যখন এগুলো করেছে তখন আপনি কি ছিড়তেছিলেন?

করে থাকলে সগেুলোতো ব্লগে প্রকাশ হয়েছিল তখন কি প্রতিবাদ করার একটা লোকও ছিল না ?

১৯৭১ এর গল্প ২০১৩ তে চলে না । ডেট এক্সপায়ার !!!!!!!!!

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

ফায়ারম্যান বলেছেন: নিজের হৃদয়ের কথা শুনুন। সে কি বলে। যদি বলে এইটা নাস্তিকদের, রাজনৈতিক দলগুলোর আন্দোলন, পতিতা-গাজাখোরদের যায়গা ; আপনার আসার দরকার নাই। আর যদি মনে হয় এইটা আপনার আমার আন্দোলন, দেশ মাত্রিকার ঋণ শোধের যায়গা তবে অবশ্যই আসুন। দেখা হবে শাহবাগে। জয় বাংলা ।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

ফায়ারম্যান বলেছেন: হাটহাজারীতে আজ ব্লগারদের যে শাস্তি দাবি করা হয়েছে তার মূলে রয়েছে থাবা বাবা ও আসিফের মত কুখ্যাত কতিপয় ব্লগার। দুস্কৃতিকারীদের নিয়ে কখনো কোন আন্দোলন সফল হয় না। এদের দুর্গন্ধের কারণে এই আন্দোলনে আলেমগণ সমর্থন দিতে পারছে না। আসিফ থাবা বাবারা আন্দোলনে যতটুকু অবদান রেখেছে তার চাইতে হাজারগুণ বেশি অবদান রেখেছে এই আন্দোলনকে বিতর্কিত করতে। শাহবাগে আন্দোলনের সাথে যারা যুক্ত আছেন, তাদের মধ্য কোন বিতর্কিত ব্যক্তি থাকলে ঝেটিয়ে বিদায় করুন। কারণ এই ধরণের ব্যক্তিরা আন্দোলনে যতটুকু অবদান রাখছে তার চেয়ে আন্দোলনকে ক্ষতিগ্রস্হ করছে বেশি।

কুখ্যাত নাস্তিক থাবা এই আন্দোলনের লাখো মানুষের মধ্যে একজন মাত্র... সে এই আন্দোলনের রিপ্রেজন্টেটিভ বা মুখপাত্র না... এই আন্দোলন বাংলার মানুষের দাবী... থাবার ধর্ম বিরোধি লেখায় তার ব্যক্তিগত বিশ্বাস ফুইটা উঠছে... শাহবাগের সকল মানুষের না ।
আসিফ থাবা বাবারা আন্দোলনে যতটুকু অবদান রেখেছে তার চাইতে হাজারগুণ বেশি অবদান রেখেছে এই আন্দোলনকে বিতর্কিত করতে।এই ধরণের ব্যক্তিরা আন্দোলনে যতটুকু অবদান রাখছে তার চেয়ে আন্দোলনকে ক্ষতিগ্রস্হ করছে বেশি

নিজের হৃদয়ের কথা শুনুন। সে কি বলে। যদি বলে এইটা নাস্তিকদের, রাজনৈতিক দলগুলোর আন্দোলন, পতিতা-গাজাখোরদের যায়গা ; আপনার আসার দরকার নাই। আর যদি মনে হয় এইটা আপনার আমার আন্দোলন, দেশ মাত্রিকার ঋণ শোধের যায়গা তবে অবশ্যই আসুন। দেখা হবে শাহবাগে। জয় বাংলা ।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

নীলতিমি বলেছেন: রশিক রশীদ বলেছেন: ShusthoChinta@ থাবা বাবা যখন এগুলো করেছে তখন আপনি কি ছিড়তেছিলেন?
...............

তারমানে আগে ওরা প্রতিবাদ করে নাই দেখে এখন প্রতিবাদ করলে সেটা হয় অন্যায়!?

তবে মনে হচ্ছে: ওরা তখন যা-ই করুক, আপনি যে বসে বসে গুপ্তকেশ ছিঁড়ছিলেন তা বেশ বোঝা যায় !

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

শামীম 776 বলেছেন: يِا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إَن تَتَّقُواْ اللّهَ يَجْعَل لَّكُمْ فُرْقَاناً وَيُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
হে ঈমানদারগণ তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাক, তবে তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। বস্তুতঃ আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

মুকরিমুল ইসলাম আরিফ বলেছেন: ইদানিং আমরা এতটাই নির‍্যাতিত হচ্ছি য়ে ইসলামিক কোন কথা বললেই জামাত শিবির ট্যাগ খেতে হয় ।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

ShusthoChinta বলেছেন: @রশিক রশিদ, ছেড়াছেড়ির কারবার আপনারা করতে পারেন,আমি ঐসব কারবারে নাই! প্রতিবাদ,প্রতিউত্তর করিনি এটা আপনি জানলেন কৈ থিকা? ব্লগিংএর বয়স কয়দিন হৈছে আপনার? থাবা,আসিফ,ছাগাফুর যেই হোক উল্টা পাল্টা করলে প্রতিবাদ বা প্রতিউত্তর আমি সবসময় ই করেছি! এখন থাবা এতো বেশি হাইলাইট হওয়ার কারণ হল থাবারে নিয়ে আপনারা অতিরিক্ত বাড়াবাড়ি করছেন,হিরো বানাচ্ছেন! এখন ওর মতো একজন কুত্‍সিত মানুষকে হিরো বানাতে গেলে কিছু প্রতিক্রিয়া আসবেই,আর সেই প্রতিক্রিয়াগুলোর বিপরীতে আপনারা আবার রিয়্যাক্ট করার কারণেই জিনিসটা বেড়ে চলেছে! থাবারে মহান বানানোর চেষ্টা ছেড়ে দেন,দেখবেন এবিষয়ে তেমন আর কিছুই হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.