নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

এক ভাই আওয়ামীলীগ করে আর এক ভাই বি,এন,পি করে এটাই আমাদের পরিবার। এটাই আমাদের বাংলাদেশ।

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

আমরা গার্মেন্স ব্যাবসায়ীরা বাচব কি ভাবে?
তিন মাস আগের অর্ডারে এখন কাজ চলছে।
এখন অর্ডার বন্ধ। তিনমাস পরে কি হবে?
সরকার কি পদক্ষেপ নিচ্ছে?
যদি তিনমাস টানা এই কুতশিত অবরোধ চলে।
জানগণের কি হবে? কাদের শাশোন করবেন আপনারা।
কাদের প্রধান মন্ত্রি হবেন আপনারা।
পুরে যাওয়া লাশের???
ধরে নিলাম এই আন্দলন শক্তি দিয়ে স্তবন্ধ করে দেওয়া যাবে।
সেটা কি দীর্ঘ্যমেয়াদি সমাধান। আর এটা আমারা কেন মানব?
ঘরের এক ভাই আওয়ামীলীগ করে আরেক ভাই বি,এন,পি।
এটাই আমাদের পরিবার। এটাই আমাদের দেশ।

একভাই জামাত করে আরেক ভাই বাম দল করে এটা আমাদের পরিবার না। অথচ দুই ভাইয়ের কাধে আজ দুই ভুত। জামাত আর বাম।
হুমায়ূন আজাদের একটা কথা মনে পড়ে-মানুষের মনে ভেতরে প্লেন নিয়ে ঢুকা যায় না। কারণ মানুষের মনে কোন রানওয়ে নেই। মানুষের মনে প্রবেশের পথ হল মানুষের কাছে যাওয়া।
কে সেই চেষ্ট করছে। সরকার???
না বিরোধী দল।
কেউ পেট্রল বোমা হাতে?
আর কেউ জনগনের টাকায় কেন উন্নত অস্ত্র হাতে?
কাদানো গ্যাস, সাউন্ড গ্রেনেট আর পিপার স্প্রে হাতে?
কে যাবে জনগাণের কাছে?
জনগণকে তার ভয় পায় আর ভয় দেখায়!

দেশ আমাদের মা। তার সন্তানেরা আওয়ামীলীগ করে তার সন্তানেরা বি,এন,পি করে। বেচে থাকুক আওয়ামীলীগ বেচে থাকুক বি,এন,পি।
তারা সবাই শান্তিতে ঘুমাক যার যার ঘরে।
আমরা সবাই পরম করুণাময়ে কাছে সেই দোয়া করি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬

এমএম মিন্টু বলেছেন: তাইতো বলছি আমরা আজ থেকে চলুন আর কোন দলেরই সাপট করবো না ।

২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

দ্যা আহমেদ মামুন বলেছেন: আমরা ছাড়া অনেক সাধারণ মানুষ আছে তারা এই দুই দলকে খুব বেশি ভালোবাসে। তারা এই দুই দল দিয়ে কোন সুবিধা নেয় না। আমি তাদের অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারাও ভালো মানুষ। তবে আপনার নেতারা এমন কেন?

২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

নিলু বলেছেন: লিখে যান

২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

দ্যা আহমেদ মামুন বলেছেন: আমার লেখার মাঝে যদি একজন মানুষ পুড়ে যায় কি লাভ লিখে যাওয়ায়।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫

নিলু বলেছেন: জীবন থেকে জীবন যে ,

২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬

দ্যা আহমেদ মামুন বলেছেন: আমরা চাই প্রতিটি মানুষের বালোবাসায় বেড়ে উঠক বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.