নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

দেশের পনিস্থিতি যে কোন সময়ের তুলনায় অনেক ভালো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

সব কিছু নিয়ন্ত্রীত ভাবে চলছে।
রাস্তায় জ্যাম নাই।
হাসপাতালে রুগী কম।
বাজারে ক্রেতা কম।
দ্রব্যমূল্য সস্তা!
শুধু গরুর মাংশ বাদে।
আরে রেড মিট খাইছেন তো হার্ড এ্যাটাক।
তারপর পরীক্ষার মাঝে বড় বড় গ্যাপ।
বেশি ছুটি।
সন্ত্রাসীদের দেখা নাই।
দেখা মাত্র কুরুশ।
হুজুররা মিছিল করতে পারছে না।
দেখা মাত্র প্যাদানী।
জয়ের নেতা সুলভ ভাষণ।
আত্ম বিশ্বাস বাড়িয়ে দেয় বহুগন।
থানায় অভিযোগ নাই বললেই চলে।
সব নিয়ন্ত্রিত আছে।
বিদেশের পত্রিকায় বাংলাদেশ নিয়ে নিবন্ধন।
সবাই চিনে ফেলতে বাংলাদেশকে।
এই মাঝে ফুটবলে ফাইনালে বাংলাদেশ।
আমি তো কোন সমস্যা দেখছি না।
গনজাগরন মনচ(কিবোর্ডে লিখতে পারছি না পারলে হেল্প করেন)টার জন্য একটু কষ্ট হয়।
ওটার চিতকারে সাহোস ফিরে পাই।
তবে আমরা গুলশান-২ অনুরূপ কিছু একটা করব।

একটা জোকস বলি। বরিশালের জোকস।
একলোক টয়লেটে গেছে হিসু করতে।
হিসু করতে গিয়ে বুঝল প্রকৃতিক ভাবে একটা মিসকল আসছে। মিসকলের রিংটোনের আওয়াজ একটু বেশি হল। লোকটার সন্ধেহ হল। সে প্যান্টের ভিতর হাত দিয়ে পরীক্ষা করতে গিয়ে হাত ডুকিয়ে দিল। তারপর দেখে হাতে ভিজা ভিজা কি জানি লাগছে।
সে তখন বলল-এক কামে দুই কাম হাত দিয়া দেখি তিন কাম।

ছাত্রলীগের কথায় আমরা গাজীপুর জনসভা করতে দেই নাই। এখন দেখি এককামে দুই কাম হাত দিয়া দেহি হাতে ভিজা ভিজা কি জানি লাগছে। নাকে নিয়া পরীক্ষা করতে পারেন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.