নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

দেশটা কি টর্চার-পর্ন মুভির শুটিং স্পট!

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৫২

বই মেলার মত একটি জনবহুল এলাকায় জঙ্গিরা এমন কাজ কি ভাবে করল? যেখানে শিশুরা আসে বাবা মায়ের সাথে বই কিনতে। আমার মা পত্রিকা দেখে আমাকে বলেছে- ব্লগিং করবে না। শুধু মা না একজন বিখ্যাত লোকও আমাকে ব্লগিং করতে নিষেধ করেছে। লিখলে পত্রিকায় লেখ।

তাদের কথায় যু্ক্তি আছে। অভিজিত আমেরিকার নাগরিক। তাকে যেভ নৃশংস ভাবে প্রকাশ্যে জনসম্মুখে হত্যা করাল। অভিজিতের উপর জঙ্গিদের আক্রমণ দেখে লতিফ সিদ্দিকি আইসিউতে । হয়ত সেও ভয়ে শেষ হয়ে যাচ্ছে।

তামিল সিনেমায় দেখা যায় নায়ক/ভিলেনে জনতার মাঝে হত্যা করে পালিয়ে যায়। দেশটা কি শুটিং স্পর্ট হয়ে গেছে। যেখানে বাস্তবতার নৃশংসতা দেখানো হয়।

সারা দেশে এখন স' মুভির শুটিং হচ্ছে। একজনকে টর্চার করে মেরে ফেলা হয়। আর একজন টর্চার দেখে শেষ হয়। এসব দেখলে আমাদের শিশুরা মানুষিক হতবু্দ্ধি হারিয়ে ফেলতে পারে না?

সরকারকে অনুরোধ করব আমাদের মানুষিক স্বাস্থের অবস্থাটা একটু গবেষণা মাঝে রাখবেন। ৫৬টা গুলি করা বাহাদুরি বটে। তবে সেটা সিনেমায় মানায় মানুষের বুকে মানায় না। সিনেমার রক্ত গোলাপী আমার রক্ত লাল। লাল গোলাপী এক না।

আপনারা যা করছেন বুকে হাত দিয়ে বলছি আমারা ভয় পাচ্ছি। প্লীজ আর ভয় দেখাবেন না। আপনাদের কাছে মাপ চাই। ডাক্তাররা মানুষ বাচানোর জন্য অপারেশন করে। তারাও সাধারণ লোকদের ওটিতে ডুকতে দেয় না।



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:০২

হীরা ৪৪ বলেছেন: ভয় পাচ্ছি :(

০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৯

দ্যা আহমেদ মামুন বলেছেন: স্বাধীনতার ৪৪ বছর পরে আজ আমারা কোথায় আছি।

২| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:০৯

নিজাম১৪৩ বলেছেন: সামুতে আমার একটা অ্যাকাউন্ট আছে, মাঝে মধ্যে একটু আধটু লেখার চেষ্টা করি, এটা আবার আমার প্রিয় বউ কোনভাবে জানছে। এখন তার কড়া নির্দেশ ব্লগ লেখা তো দূরে থাক সামু ওপেন ই করা যাবেনা। এটা সে বলতেই পারে চোখের সামনে যা হচ্ছে- রাজিব হত্যা, রাবির অধ্যাপক হত্যা এবং সর্বশেষে অভিজিৎ রায় হত্যা। হুম বুকে হাত দিয়ে বলছি আমারা ভয় পাচ্ছি।

০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:০০

দ্যা আহমেদ মামুন বলেছেন: সব যাবে নষ্টদের অধীকারে।

৩| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দেশটা পুরোই উলটো দিকে হাটছে... :| :|

০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:০০

দ্যা আহমেদ মামুন বলেছেন: আমরা যদি না জাগি মা ক্যামনে সকাল হবে।

৪| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:০২

শোভন মোস্তাফিজ বলেছেন: দেশের অবস্থা যদি বলি খুবি খারাপ সরকার মাইন্ড করবে।কারন দেশটা এখন তারা চালায়। তাই বলছি,দেশের অবস্তা খুব ভাল

০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:০২

দ্যা আহমেদ মামুন বলেছেন: একদিন দেখবেন আমাদের সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে হলিউডের স্পিলবার্গ মুভি বানাবেন-প্যারানরমাল একটিভিটিজ ইন বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.